হৃদয় দিয়ে ভালবাসি

  • Home
  • হৃদয় দিয়ে ভালবাসি

হৃদয় দিয়ে ভালবাসি কিছু ভালবাসার কথা

13/12/2021
😞😞
18/07/2021

😞😞

19/01/2020

Kabila shotti onek funny man

সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন।সুবর্ণা...
27/10/2019

সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন।

সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন, যেই রুমে ঝগড়া হয়েছিল, সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে, কথাটি হল- 'সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি'|

এতো ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি, ২০০৮ সালে ডিভোর্স হয়।কারণ
💔ভালোবাসা রং বদলায়..!💔

👉জীবনানন্দ দাশ লিখেছিলেন-
'প্রেম ধীরে মুছে যায়; নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।'😞

সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে উঠে দুজনের জীবন।
😭প্রেম সত্যি একসময় মুছে যায়।🙇

ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে।😍😍

বিয়ের পরে সে জানতে পারে🙄🙆 যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ।
বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না। তার মধ্যে আলাদা কিছু নেই। সে আর দশটা মানুষের মতোই সাধারণ।🤔😐😐

স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার"💔💔
মেয়ে টা বারবার বলতে থাকে-
😭 'তোমার লেখাই ভালো, অন্যকিছু ভালো না।'😞

💔আসলেই ভালোবাসা রং বদলায়!💔

নন্দিতা রায়ের 'বেলাশেষে' সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বুঝানো হয়েছে-

'হাতের ওপর হাত রাখা খুব সহজ,❤
সারাজীবন বইতে পারা সহজ নয়!'😐

সহজ না হওয়ার কারণ ঐ একটাই-
💔'ভালোবাসা রং বদলায়' 💔🙃

আসলে প্রেম ভালবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস-
💕"মনের মানুষ" 💕এবং "মানুষের মন"।💗

এই দু'টোর উপর বিশ্বাস থাকা ভাল এবং উচিতও বটে। তবে সেটা কেবলই নিজের মধ্যে। কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বড়াই দেখানোও উচিত নয়।

কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোনদিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত। হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের।
💔আসলেই ভালবাসা রং বদলায়।💔

👉DJR❤

আমার সব টুকু ভালবাসা শুধু তোমার জন্য🥰❤DJ❤
30/09/2019

আমার সব টুকু ভালবাসা শুধু তোমার জন্য
🥰
❤DJ❤

12/04/2018

তোমার আমার এই জীবন
সাত পাকে বাঁধা রবে সারা জীবন

23/07/2017
21/07/2017

এক ভদ্রমহিলা একটা অজগর সাপ পুষতো। সাপটাও মহিলাকে অসম্ভব ভালোবাসতো। অজগরটা লম্বা ৪ মিটার এবং দেখতে ও বেশ স্বাস্হ্যবান ছিলো । একদিন হঠাৎ করে মহিলার আদরের সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিলো। কয়েকসপ্তাহ চলে গেলো কিন্তু সাপটি কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থায় মহিলায় দুশ্চিন্তায় পড়ে গেলো এবং উপায় বুদ্ধ না পেয়ে অবশেষে সাপটাকে ডাক্তারে কাছে নিয়ে গেলো
ডাক্তার সাহেব মনযোগ দিয়ে সব শুনলেন
এবং মহিলাকে ডাক্তার প্রশ্ন করলেন সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়।
মহিলা উত্তর দিলেন হ্যাঁ। ডাক্তার আবার মহিলা কে প্রশ্ন করলেন ঘুমানোর সময় সাপটা আস্তে আস্তে আপনাকে চারপাশে জড়িয়ে ধরে? মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন হ্যাঁ। এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যাশিত কিছু বললেন। ডাক্তার বললেন ম্যাডাম সাপটি জড়িয়ে ধরে আপনাকে চারপাশ থেকে মুড়িয়ে ধরে কারণ আপনার মাপ নিচ্ছে এবং নিজেকে প্রস্তুত করছে কিভাবে আপনাকে আক্রমন করা যায়। সাপটি এ জন্য খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে যাতে আপনাকে হজম করতে পারে।
এই গল্পে একটা মোরাল আছে
বিঃদ্রঃ- আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসে। হয়তো আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য।
A. M
ZR

সব ভালোবাসা সারাজীবনের কাছে পাওয়া যায়না । কিছু ভালোবাসা অনেক সময় দূরে ঠেলে দেয় । কাছের পাওয়ার থেকেও, অনেক সময় ভালোবাসার ...
10/07/2017

সব ভালোবাসা সারাজীবনের কাছে পাওয়া যায়না । কিছু ভালোবাসা অনেক সময় দূরে ঠেলে দেয় । কাছের পাওয়ার থেকেও, অনেক সময় ভালোবাসার মানুষের সুখের চিন্তা করে দূরে সরে আসায় অনেক সুখ আছে । ভালোবাসার মানুষের সুখ মানেই,নিজের সুখ।
অনেক সময় আপনার প্রিয় মানুষটির জন্য কোনোকিছু ত্যাগ করে, আপনি অনেক সুখি হবেন । ভালোবাসতে অনেকেই পারে, কিন্তু ভালোবাসার মানুষের জন্য কোনোকিছু বিসর্জন দিতে পারে কয়জন !!
যাকে ভালোবাসেন সে হয়তো শেষ মুহূর্তে এসে আপনার হাত ছেড়ে দিয়ে, অন্যের হাত ধরে সুখে থাকতে চায় । এটা হয়তো আপনার খারাপ লাগবে এবং যথেষ্ট কষ্টদায়ক । কিন্তু আপনার মনকে এই বলে সান্তনা দিতে হবে যে, আপনার ভালোবাসার মানুষের সুখ আপনার কাম্য ।
সবাই ভালোবাসা নিজের মতো করে পায়না । কেউ পেয়ে হারায়, কেউ খুঁজে বেড়ায় । যারা পেয়ে হারায়, তারাই সবচেয়ে বড় দুর্ভাগা ।
অবশ্য কেউ যখন আপনাকে চায় না , তখন আপনি শত চেষ্টা করেও তাকে আটকে রাখতে পারবেন না । কোনো না কোনো দোহাই দিয়ে, সে আপনাকে ছেড়ে চলে যাবে।
একসময় আপনি নিজেই অবাক হয়ে যাবেন তার আচরণ দেখে । যে মানুষটা আপনার সামান্য কিছু হলেই অস্থির হয়ে যেতো, একসময় তার সামনে আপনি মরে গেলেও সে ফিরে তাকাবে না । খুবই স্বার্থপর হয়ে যায় মানুষ ।

ভালোবাসাটা সবসময় সুখ দেয় না, অনেক সময় সুখের সাথে সারাজীবনের জন্য একরাশ জলন্ত কষ্ট দিয়ে যায় ।
যা জ্বলবে, এবং সহ্য করতে হবে ।

"মায়াবিনি"💔

জীবনে এমন কাউকে পেলাম না`।যে আমাকেআমার মতো করে বুঝবে !! আমাকে তারনিজের মতো করে ভালোবাসবে। আমাকে কষ্ট দেয়ার আগে তার চোখে...
10/07/2017

জীবনে এমন কাউকে পেলাম না`।যে আমাকে
আমার মতো করে বুঝবে !! আমাকে তার
নিজের মতো করে ভালোবাসবে। আমাকে কষ্ট দেয়ার আগে তার চোখে জল আসবে`
একটু চোখের আড়াল হলে আমাকে খুঁজবে.।
ZR...🚶🏻

একটা মেয়ে যখনকাউকে সত্যি ভালোবাসেতাঁর কোন শর্ত থাকেনা!সেই মেয়েটি তখনএটা ভাবেনা যেতাঁর মনের মানুষটির কি গাড়ি আছে,কি রক...
29/05/2017

একটা মেয়ে যখন
কাউকে সত্যি ভালোবাসে
তাঁর কোন শর্ত থাকেনা!
সেই মেয়েটি তখন
এটা ভাবেনা যে
তাঁর মনের মানুষটির কি গাড়ি আছে,
কি রকম পোশাক পড়ছে,
দেখতে কেমন
তখন সে মেয়েটির খেয়াল শুধু একটাই
যেভাবেই হোক সেই
ছেলেটিকে আপন করে পাওয়া
আর মেয়েটি তাঁর মনের মানুষের জন্য
সবকিছু
করতে পারে !!

❤️Nishat❤️💕💕💕

এক একটা সম্পর্কের শেষে ভালোবাসাটা শত্রুতায় পৌঁছে যায়। যে মানুষগুলো রাতের পর রাত একসাথে থাকার গল্প করতো তারাই সম্পর্কটা শ...
30/03/2017

এক একটা সম্পর্কের শেষে ভালোবাসাটা শত্রুতায় পৌঁছে যায়। যে মানুষগুলো রাতের পর রাত একসাথে থাকার গল্প করতো তারাই সম্পর্কটা শেষ হয়ে গেলে কিভাবে একজন আরেকজনকে কষ্ট দেওয়া যায় সেই চিন্তায় মগ্ন থাকে। আসলে ব্যাপারটা শত্রুতা না। দুজন দুজনকে পাশে না পাওয়ার কষ্ট।
ব্যাপারটা এমন দাঁড়ায় যে, তুমি যদি আমাকে ছেড়ে থাকতে পারো তবে আমি কেন পারবো না?
এতদিন একসাথে থাকার পরে হঠাৎ একটা দূরত্ব চলে আসলে এমনটা ঘটে। কিন্তু সবচেয়ে বেশি জেদ সৃষ্টি হয় যখন একটা সম্পর্কের শেষে আপনার প্রিয় মানুষটা আর একটা মানুষকে নিয়ে ব্যস্ত থাকে। আপনার মনে হবে মানুষটা এত শীঘ্রই আপনাকে ভুলে আর একটা মানুষকে কাছে টেনে নিলো? এতদিন একসাথে থাকার সময় তো একবারও মনে হয় নি এমনটা হবে।
মনে হবে কিভাবে? সম্পর্কে থাকা অবস্থায় সবাই একসাথে থাকার দিনগুলোকে নিয়েই চিন্তা করে। একবারও চিন্তা করে না যদি সম্পর্কটা ভেঙে যায় তখন কি হবে।
এবার পরিষ্কার করি জেদ চলে আসার ব্যাপারটা।
আপনার যদি মনে হয় সম্পর্কের শেষে আপনার প্রিয় মানুষটা আর একটা মানুষকে পেয়ে আপনাকে ভুলে গেছে তবে সেটা আপনার ভুল ধারণা। আর আপনার নিজের সৃষ্ট এই ভুল ধারণাটা আপনার প্রিয় মানুষটাকে আপনার কাছে অপ্রিয় করে তুলবে। মানলাম আপনার প্রিয় মানুষটা আর একটা মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তবে আপনি কি একবারও ভাবেন ঐ নতুন মানুষটার মধ্যেও প্রিয় মানুষটা আপনাকেই খুঁজে বেড়ায়?
এবার আপনি প্রশ্ন করবেন যে, যদি আপনাকেই খুঁজে বেড়ায় তবে আর একটা মানুষকে কাছে টেনে নেয় কেন? এই প্রশ্নেরও একটা পজেটিভ উত্তর আছে যদি আপনি পজেটিভ চিন্তা করেন।
এতদিন একসাথে থাকতে থাকতে মানুষটা একটা অভ্যাসের মধ্যে পড়ে যায়। আর এই অভ্যাসটা খুব সহজে কাটে না। হঠাৎ করে একা হয়ে গেলেই মানুষ পাশে আরেকজনকে খুঁজে। এর পেছনে মানুষটার কোন দোষ নেই। দোষটা অভ্যাসের।
সব জিনিসের পজেটিভ চিন্তা করলে উত্তরটাও পজেটিভই আসে। আর যদি শুরু থেকেই কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা করেন তবে ভালো মানুষটাও আপনার চোখে খারাপ হয়ে যাবে৷৷৷৷
ZR...
হৃদয় দিয়ে ভালবাসি

কাউকে ভালোবাসতে খুব বেশি কিছু লাগে না।কাঁচের মত স্বচ্ছ একটা মন আর হৃদয়ের পটে পছন্দের মানুষটার একটা সাদাকালো স্কেচ, যে সা...
27/03/2017

কাউকে ভালোবাসতে খুব বেশি কিছু লাগে না।
কাঁচের মত স্বচ্ছ একটা মন আর হৃদয়ের পটে পছন্দের মানুষটার একটা সাদাকালো স্কেচ, যে সাদাকালো স্কেচের আড়ালে লুকিয়ে থাকে পৃথিবীর সবক'টা রঙ!
যে স্কেচটাকে বর্ষার শ্রাবণধারায় রাঙানো যায়, যে স্কেচটাতে শরতের আকাশের নীলে ডুবানো যায়, হেমন্তের সোনা রঙে মেখে দেয়া যায়,
আবার এই স্কেচটাতে বসন্তের বিচিত্রতা খুঁজে পাওয়া যায়!
ভালবাসা মানে রাতজাগা পাখি হয়ে মোবাইল ফোনে গল্প করা কিংবা দু'দিন পরপর দামে রেস্টুরেন্টে খেতে যাওয়া নয়। ভালবাসা হল একটা বিশাল ছাতার মত, গ্রীষ্মের খরতাপে যে তোমাকে ছায়া দেবে!
ভালোবাসা কখনও মনে বিপরীতে হয় না, জেদ করে, জোর করে ভালোবাসা হয় না!
ভালোবাসা হল তোমার বুকের ভেতরে হৃদপিণ্ডের মাঝে কালচে লাল রক্তের মত, যেটা তোমাকে একটু একটু করে প্রতিটা মুহূর্তে বাঁচিয়ে রাখে!
ভালোবাসা তোমাকে কখনও তোমাকে বুঝতে ভুল করে না, কখনও তোমাকে রেখে দূরে চলে যায় না। ভালোবাসা বিপদে তোমার পাশে এসে দাঁড়ায়, তোমাকে সামনে এগিয়ে যাবার উৎসাহ যোগায়!
একটা ফোনকল দিতে একটুখানি দেরী হয়ে গেলে যে ভাবে তুমি তাকে এড়িয়ে যাবার চেষ্টা করছ, ফোন ওয়েটিং এ পেলে যে ভাবে তুমি অন্য কারও সাথে জড়িয়ে পড়ছ,
বিশ্বাস কর বা না, জেনে রেখো, সে তোমায় ভালোবাসে নি!
সন্দেহ নামক বস্তুটার এত বড় স্পর্ধা নেই যে তোমার ভালোবাসার আঁচল সরিয়ে ভেতরে উঁকি দেবার সাহস করবে!
ভালবাসার চেষ্টা করা আর ভালোবাসা এক জিনিস না!?
এমন কাউকেই নিজের জীবনে জাড়িয়ে নাও, যে তোমার ফোনকলের জন্যে অপেক্ষা করে না! বরং মন দিয়ে তোমাকে অনুভব করে। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের ওপর নির্ভর করে নয়, মনের জোরেই যে তোমার সব খবর জেনে নিতে পারে!
স্বার্থ দিয়ে ভালোবাসা হয় না, যা হয় তাকে অন্যকিছু বলে।
ZR...

মনের সাথে মন মিলিয়েস্বপ্নের লুকোচুরিনতুন আশার দ্বীপ জালিয়েওড়াও ইচ্ছে ঘুড়িরংচটা এই জীবনটাকেরঙ্গীন করার আশায়অজানা এই পথ টা...
21/03/2017

মনের সাথে মন মিলিয়ে
স্বপ্নের লুকোচুরি
নতুন আশার দ্বীপ জালিয়ে
ওড়াও ইচ্ছে ঘুড়ি

রংচটা এই জীবনটাকে
রঙ্গীন করার আশায়
অজানা এই পথ টাকে
ভরাই ভালবাসায়

এরি মাঝে বেচে থাকার
একটু আয়োজন
জীবন জুড়ে ছড়িয়ে থাকা
স্বপ্নের আলাপন..........

18/03/2017

Address


Telephone

+8801711968170

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয় দিয়ে ভালবাসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হৃদয় দিয়ে ভালবাসি:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share