28/03/2024
রমজানের চেক লিস্ট !
১) আপনি যদি বিবাহিত হয়ে থাকেন; শশুরবাড়ি থেকে ইফতার সামগ্রী নেয়া থেকে বিরত থাকুন। পরিবারের মুরুব্বিদের বুঝান- এইসব নেয়া স্পষ্ট হারাম।
নিজে স্ত্রী হলে; প্রতিবাদ করা সহজ। বরং আপনার পরিবারে যেন ভাই, চাচা, মামা কারো শশুরবাড়ি থেকে ইফতার নামক উপহার না আসে; সেইদিকে খেয়াল রাখুন।
২) রমজানে খেজুর খাওয়া সুন্নত। সুদ, ঘুষ, মিথ্যে বলা, অন্যের জমি বেদখল করা, গীবত করা, অন্যের ভাল দেখে ঈর্ষান্বিত হওয়া, অযথা ভাব নেয়া, মেজাজ দেখানো থেকে বিরত থাকা ফরয।
তাই অতিরিক্ত দাম দিয়ে খেজুর না কিনে; নিজের এইসব হারাম কাজ পরিহার করুন।
৩) রমজানে আপনার গরিব আত্মীয় ও প্রতিবেশির ইফতার ও সেহেরির খবর নিন। প্রয়োজনে সাহায্য দিন।
৪) রমজানে কোরআন খতমের পাশাপাশি; নামাজে ব্যবহৃত বিভিন্ন দুয়া, তাকবীর ও সুরার অর্থ জানুন।
অর্থসহ কোরআন পড়ার চেষ্টা করুন। মোবাইলে অনেক এপসেই অর্থসহ বাংলা কোরআন রয়েছে। ডাউনলোড করে প্রতিদিন একটি করে সুরার অর্থ পড়ুন।
৫) রমজানে বেশি বেশি দানের যে সওয়াব। তার চেয়েও বেশি সওয়াব রয়েছে; অতিরিক্ত মুনাফা বর্জন করার মাঝে। পন্য মজুদ করে অথবা অতিরিক্ত দামে বিক্রি করে; লাভের টাকা দিয়ে যতই দান করেন। কোন লাভ নাই।
৬) রমজানে ফেসবুকের রিলস, ফানি ভিডিও, মিউজিক সমৃদ্ধ ভিডিও, ইউটিউব, টিকটক দেখে সময় কাটানো থেকে বিরত থাকি। সময়টি ইসলামিক বিভিন্ন বই, তাফসীর, হাদিস পড়ে কাটাতে পারি। বিপরীত লিঙ্গের ছবি-ভিডিও দেখলে; রোজা রাখা-না রাখার মাঝে বস্তুত কোন পার্থক্য নেই।
৭) রমজানে হারাম উপার্জন, অতিরিক্ত লাভ, অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়, ঘুষ, কমিশন থেকে নিজেকে বিরত রাখি।
মনে রাখবেন; আপনার ৬০-৭০কেজি শরীরে যদি ১গ্রাম পানি কিংবা কাপড় হারাম টাকার হয়। তবে আপনার নামাজ, রোজা, হজ্ব কিছুই কবুল হবে না।
রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস। বাকি ১১মাস ভালো থাকার প্রশিক্ষণ নিতে হয় রমজানে। আসুন সেই প্রশিক্ষণের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখি।