ikramirfan1

ikramirfan1 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ikramirfan1, Digital creator, .

  Imran Bin Ikram❤️
16/08/2023

Imran Bin Ikram❤️

08/06/2022

চট্টগ্রামকে কেন ‘ক্যান্সার স্পট’ বলে বলা হচ্ছে? ঃ

যেহেতু এন্টিক্যান্সার ড্রাগ নিয়ে কাজ করি অনেকদিন ধরে মনে মনে একটা বিষয় নিয়ে উদ্দিগ্ন ছিলাম সেটা হল দিন দিন চট্টগ্রামের মানুষের মধ্যে ক্যান্সার আক্রান্তের হার বেড়ে চলেছে অনেকটা এগ্রেসিভ্লি।অনেক প্রাইভেট হাসপাতালের ৩০-৪০% রুগী থাকে যা চট্টগ্রামের বাসিন্দা তাই এভারকেয়ার চট্টগ্রাম মানুষের অনুপাত দেখে চট্টগ্রামে নিজেদের শাখায় খুলে বসেছে এবং তাদের ব্যবসাও ভাল চলছে।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) দেওয়া তথ্য মতে,বাংলাদেশে প্রতিবছর এক লাখ ২২ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় যার আসল সংখ্যা আরো অনেক বেশি। বৃহত্তর চট্টগ্রামে প্রতি বছর প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে!যদিও সঠিক সংখ্যা পেলাম না কোথাও।যা খুবই সাংঘাতিক বিষয়।চট্টগ্রামে ক্যান্সার ছড়াচ্ছে শুঁটকি, তামাক ও মসলাযুক্ত খাবার বেশি খাওয়া। সেই সঙ্গে সামুদ্রিক মাছ, ঝাল তরকারি ও লাল মাংসও ছড়িয়ে দিচ্ছে ক্যান্সারের বিষ। এক সমীক্ষায় দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীদের বেশিরভাগেরই বাড়ি দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। দক্ষিণ চট্টগ্রাম এবং বৃহত্তর কক্সবাজার এলাকায় স্তন, জরায়ু এবং খাদ্যনালীর ক্যান্সারের রোগী বেশি পাওয়া যাচ্ছে। অন্যদিকে সীতাকুণ্ড-মিরসরাই এলাকায় ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার রোগী পাওয়া যাচ্ছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজির অধীনে পরিচালিত ‘ল্যাবরেটরি অব ইউকারেউটিক জিন এক্সপ্রেশন অ্যান্ড ফাংশন’ এবং চিটাগাং রিসার্চ ইনস্টিটিউট ফর চিল্ড্রেন সার্জারি (ক্রিকস) যৌথভাবে এক সমীক্ষা চালায়।ওই সমীক্ষায় দেখা যায়, আক্রান্তদের মধ্যে প্রায় ৩১ শতাংশই কক্সবাজার জেলার। দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় এ হার ১৫ শতাংশ করে। দক্ষিণ চট্টগ্রামের আরেকটি উপজেলা পটিয়ায় ক্যান্সার আক্রান্তের হার ১৩ শতাংশ। উত্তর চট্টগ্রামের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলায় এ হার ১৩ শতাংশ।দক্ষিণ চট্টগ্রামে এ হার বেশি হওয়ার পেছনে শুঁটকিতে ডিডিটি কীটনাশকের ব্যবহার, অতিরিক্ত তামাক সেবন ও রক্তের সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিয়ে অন্যতম ‘রিস্ক ফ্যাক্টর’ হিসেবে বর্ণনা করা হয় ওই প্রতিবেদনে। তবে কোনো কোনো চিকিৎসক বলছেন, দক্ষিণ চট্টগ্রামের মানুষের অতিরিক্ত ঝাল, লাল মাংস খাওয়ার প্রবণতা এবং উপকূলীয় এলাকার অধিবাসীদের সামুদ্রিক মাছ ও শুঁটকি খাওয়ার ঝোঁক থেকে ক্যান্সার বেশি হচ্ছে।
দেখা গেছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বাসিন্দাদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি ৪০ থেকে ৬০ বছর এবং ৫০ থেকে ৬০ বছর এই দুই সময়ের মধ্যে। এই দুই বয়সসীমায় আক্রান্তের হার ২১ শতাংশ করে।

বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটা সার্ভে / রিসার্চ করব এই বিষয়টা নিয়ে কিন্তু সময় এবং সু্যোগ পাচ্ছি না।তাই মানুষজনকে এক্টু সচেতন করার জন্য এই পোস্টটা দেওয়া।এখনি সময় সবাই সচেতন হবার।

ধন্যবাদ,
মোহাম্মদ ইকরাম উদ্দিন
মাস্টার্স অব ফার্মাসি।

10/03/2022

আমাদের সমজে এখনো নিজের মেয়েকে মেয়ে আর ছেলের বউকে আরেকজনের মেয়ে ই মনে করে!!।খুব কম সংখ্যক পরিবার পাওয়া যায় যারা নিজের মেয়ের মত ছেলের বউকেও সমান ফ্রিডম দিতে চান।একটু লক্ষ্য করলে দেখা যাবে একই ফ্যামিলির মেয়েরা একভাবে চলছে অপরদিকে ছেলের বউ এর জন্য শত শত রুলস,আস্তর,এই প্রথা,সেই প্রথা আর ও কত কি নির্দেশনা!!এইসব সমস্যা সেই আদিকাল থেকে চলে আসছে যদিও যোগের সাথে মানুষের শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় আগের থেকে অনেক কমেছে বাট তার মধ্যেও এখনো কিছু শাশুড়ী পাওয়া যায় যারা হয়ত তাদের শাশুড়ী থেকে পাওয়া শাসনগুলো এই যোগে এসে ছেলের বউদের সাথে এপ্লাই করে চলছে, আবার অনেকক্ষেত্রে দেখা যায় মনের মধ্যে অজানা ভয় কাজ করে শাশুড়ীদের মাঝে ছেলের বিয়ে দিলে ছেলে হারিয়ে যাবে নাতো!?বউ যদি ছেলেকে বস করে পেলে,বউ এর প্রতি যদি ছেলে বেশি ভালবাসা দেখায় তবেও দেখা যায় এইসব শাশুড়ীর মনে মনে অবস্থা খারাপ হয়ে যায়। -এতগুলো কথা হঠাৎ কে বললাম?!

গতকাল রাতে আমার এক মেয়েবন্ধুর সাথে কথা হচ্ছিল সে হঠাৎ কান্না করে ফেলে তার শাশুড়বাড়ির কাহিনি বলতে বলতে।অনেক গুলো ঘঠনা সেই বলে তার মধ্যে সংক্ষেপে যদি আমি বলতে যায় -

১. ঘটনা ১ঃ আমার ফ্রেন্ড এর মা অসুস্থ তাই মেয়ের শাশুড়বাড়িতে খাবার রান্না করে পাঠিয়েছে কোন একটা অনুসঠানকে কেন্দ্র করে, খাবার কম কেন হয়েছে সেটা নিয়ে মা রা চলে যাওয়ার পর মেয়েকে অনেক্ষণ কথা শুনিয়েছে যে তাদের যৌথ ফ্যামিলি এত কম খাবারে হয় নাকি!!!?

২. ঘটনা ২ঃ মেয়ের পরিবার বা স্বামির সামনে শাশুড় বাড়ির লোকজনের একরকম আচরণ আবার তাদের অবর্তমানে অন্য চেহারা!!.

৩. ঘটনা ৩ঃ যৌতুক প্রথা প্রকাশ্যে বন্ধ হলেও গোপনে বা অপকালচারের নামে সমানে চলছে যৌতুকের লেনদেন।এই ঈদে এটা দিলনা,অই ঈদে অইটা দিলনা,এই আম কাঠাঁলের সিজন,ছেলে মেয়ের আকিকায় গরু ছাগল,বিয়ের দিন ঘরবর্তি ফার্নিচারসহ ডাইরেক্টলি ইন্ডাইরেক্টলি মেয়েকে শুনাবে যাতে করে মেয়ের পরিবারকে প্রেশার দেই সব কিছু দেওয়ার জন্য।

৪.ঘটনা ৪ঃ আমার ফ্রেন্ড টা বাপের বাডি যেতে বললে শুরু হয়ে যায় এই আস্তর সেই আস্তর,এই সময় সেই সময় কিন্তু মজার ব্যাপার একই ঘরের বিবাহিত মেয়েদের জন্য অইসব প্রযোজ্য না!!!?

৫.ঘটনা ৫ঃবাংলা সিনেমাকে হার মানানোর মত অনেকগুলো কাহিনি থাকে যা প্রাইবেসি ধরে রাখতে আর মেয়েরা বাবা মা বা পরিবারের সম্মানের কথা চিন্তা করে চুপচাপ থাকে আর সেই সুযোগটা আরো পেয়ে বসে শাশুড়বাডির লোকজন।!

৬.ঘটনা ৬ ঃ আমি যখন পরামর্শ দিলাম তুদের জামাইকে খুলে বলস না কেন?! বুঝিয়ে বলিস না কেন? উত্তরে বলে নিজের ফ্যামিলির দোষ কেউ বুঝেও শিকার করতে চাইনা,উলটা আমাকে দমিয়ে রাখে,রাগ করে, কথা বন্ধ করে দিবে।!!!

২/৩ জন মেয়েবন্ধু বিভিন্নসময়ে বোঝানো গল্পের অল্প কিছু অপ্রিয় সত্য কথা তুলে ধরলাম মাত্র!আমরা যেই আধুনিক / শিক্ষিত সমাজকে চিনি তার মাঝেও অহরহ ঘঠে চলেছে এমন শত মেয়ের অজানা গল্প।এমন আমার ফ্রেন্ডলিস্টে আর কেউ থাকলে প্লিজ আমাকে এক্টু জানা / জানান তুদের / আপনাদের সবাইকে নিয়ে আমি কিছু একটা করার প্লেন করছি আল্লাহ যদি সহায় হয় ইনশাআল্লাহ।

“Dance with the waves, move with the sea, let the rhythm of the water set your soul free.”Christy Ann Martine
10/11/2021

“Dance with the waves, move with the sea, let the rhythm of the water set your soul free.”

Christy Ann Martine

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ikramirfan1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share