10/03/2022
আমাদের সমজে এখনো নিজের মেয়েকে মেয়ে আর ছেলের বউকে আরেকজনের মেয়ে ই মনে করে!!।খুব কম সংখ্যক পরিবার পাওয়া যায় যারা নিজের মেয়ের মত ছেলের বউকেও সমান ফ্রিডম দিতে চান।একটু লক্ষ্য করলে দেখা যাবে একই ফ্যামিলির মেয়েরা একভাবে চলছে অপরদিকে ছেলের বউ এর জন্য শত শত রুলস,আস্তর,এই প্রথা,সেই প্রথা আর ও কত কি নির্দেশনা!!এইসব সমস্যা সেই আদিকাল থেকে চলে আসছে যদিও যোগের সাথে মানুষের শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় আগের থেকে অনেক কমেছে বাট তার মধ্যেও এখনো কিছু শাশুড়ী পাওয়া যায় যারা হয়ত তাদের শাশুড়ী থেকে পাওয়া শাসনগুলো এই যোগে এসে ছেলের বউদের সাথে এপ্লাই করে চলছে, আবার অনেকক্ষেত্রে দেখা যায় মনের মধ্যে অজানা ভয় কাজ করে শাশুড়ীদের মাঝে ছেলের বিয়ে দিলে ছেলে হারিয়ে যাবে নাতো!?বউ যদি ছেলেকে বস করে পেলে,বউ এর প্রতি যদি ছেলে বেশি ভালবাসা দেখায় তবেও দেখা যায় এইসব শাশুড়ীর মনে মনে অবস্থা খারাপ হয়ে যায়। -এতগুলো কথা হঠাৎ কে বললাম?!
গতকাল রাতে আমার এক মেয়েবন্ধুর সাথে কথা হচ্ছিল সে হঠাৎ কান্না করে ফেলে তার শাশুড়বাড়ির কাহিনি বলতে বলতে।অনেক গুলো ঘঠনা সেই বলে তার মধ্যে সংক্ষেপে যদি আমি বলতে যায় -
১. ঘটনা ১ঃ আমার ফ্রেন্ড এর মা অসুস্থ তাই মেয়ের শাশুড়বাড়িতে খাবার রান্না করে পাঠিয়েছে কোন একটা অনুসঠানকে কেন্দ্র করে, খাবার কম কেন হয়েছে সেটা নিয়ে মা রা চলে যাওয়ার পর মেয়েকে অনেক্ষণ কথা শুনিয়েছে যে তাদের যৌথ ফ্যামিলি এত কম খাবারে হয় নাকি!!!?
২. ঘটনা ২ঃ মেয়ের পরিবার বা স্বামির সামনে শাশুড় বাড়ির লোকজনের একরকম আচরণ আবার তাদের অবর্তমানে অন্য চেহারা!!.
৩. ঘটনা ৩ঃ যৌতুক প্রথা প্রকাশ্যে বন্ধ হলেও গোপনে বা অপকালচারের নামে সমানে চলছে যৌতুকের লেনদেন।এই ঈদে এটা দিলনা,অই ঈদে অইটা দিলনা,এই আম কাঠাঁলের সিজন,ছেলে মেয়ের আকিকায় গরু ছাগল,বিয়ের দিন ঘরবর্তি ফার্নিচারসহ ডাইরেক্টলি ইন্ডাইরেক্টলি মেয়েকে শুনাবে যাতে করে মেয়ের পরিবারকে প্রেশার দেই সব কিছু দেওয়ার জন্য।
৪.ঘটনা ৪ঃ আমার ফ্রেন্ড টা বাপের বাডি যেতে বললে শুরু হয়ে যায় এই আস্তর সেই আস্তর,এই সময় সেই সময় কিন্তু মজার ব্যাপার একই ঘরের বিবাহিত মেয়েদের জন্য অইসব প্রযোজ্য না!!!?
৫.ঘটনা ৫ঃবাংলা সিনেমাকে হার মানানোর মত অনেকগুলো কাহিনি থাকে যা প্রাইবেসি ধরে রাখতে আর মেয়েরা বাবা মা বা পরিবারের সম্মানের কথা চিন্তা করে চুপচাপ থাকে আর সেই সুযোগটা আরো পেয়ে বসে শাশুড়বাডির লোকজন।!
৬.ঘটনা ৬ ঃ আমি যখন পরামর্শ দিলাম তুদের জামাইকে খুলে বলস না কেন?! বুঝিয়ে বলিস না কেন? উত্তরে বলে নিজের ফ্যামিলির দোষ কেউ বুঝেও শিকার করতে চাইনা,উলটা আমাকে দমিয়ে রাখে,রাগ করে, কথা বন্ধ করে দিবে।!!!
২/৩ জন মেয়েবন্ধু বিভিন্নসময়ে বোঝানো গল্পের অল্প কিছু অপ্রিয় সত্য কথা তুলে ধরলাম মাত্র!আমরা যেই আধুনিক / শিক্ষিত সমাজকে চিনি তার মাঝেও অহরহ ঘঠে চলেছে এমন শত মেয়ের অজানা গল্প।এমন আমার ফ্রেন্ডলিস্টে আর কেউ থাকলে প্লিজ আমাকে এক্টু জানা / জানান তুদের / আপনাদের সবাইকে নিয়ে আমি কিছু একটা করার প্লেন করছি আল্লাহ যদি সহায় হয় ইনশাআল্লাহ।