Tapasi & Animesh

  • Home
  • Tapasi & Animesh

Tapasi & Animesh We are Tapasi & Animesh ( AniTap Doctor Couple ). It's part of our hobby to catch up on beautiful memories and share them with you.

We enjoy travelling, exploring new places, try different cuisines, cooking, and connecting with people and cultures. We love exploring the beauty of the Earth and experiencing different cultures. Our wish is for everyone to lead a joyful and fulfilling life. Let's embark on a journey to discover the incredible nature and people of our country and the world together.

29/06/2024

On our second day in Maafushi, we explored the island, met the locals, dined at restaurants, enjoyed water activities, and visited the sandbank. We shared our day 2 experiences in the Maldives.

28/06/2024

ক্ষেত থেকে শাক-সবজি তুলে জম্পেস রান্না করলাম নিজে

🎉 Facebook recognized us as a top rising creator this week!
24/06/2024

🎉 Facebook recognized us as a top rising creator this week!

23/06/2024
19/06/2024

মালদ্বীপে আমরা আজ রওনা হলাম, প্রথম যাচ্ছি, অনুভুতিটা একটু ভিন্ন। এই পর্বে ঢাকা থেকে মালদ্বীপে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলাম। সব খুঁটিনাটি তথ্যসহ জানবার চেষ্টা করলাম যেন আপনি মালদ্বীপে ভ্রমণ করতে চাইলে এই পর্বটি একটু হলে ও কাজে লাগতে পারে।
আশাকরি আপনাদের ভালো লাগবে।
আপনার মতামত আমাদের অনুপ্রেরণা যোগাবে সময়ের অবসরে এমন কিছু পর্ব নিয়ে আসতে।
শুভ কামনা

17/06/2024

মালদ্বীপ ভ্রমণে খুব জরুরি যে তথ্যগুলি আপনার জানা থাকা দরকার

16/06/2024

ডাক্তার বন্ধুদের মিলনমেলা

16/06/2024

দারুন এক নিরামিষ পাঁচমিশালী সবজি

“দামাল ছেলের দল”
07/06/2024

“দামাল ছেলের দল”

22/05/2024
15/05/2024

ওয়াটার স্পোর্টস করার জন্যে মাফুসি আইল্যান্ড সম্ভবতঃ সবথেকে ভালো একটা দ্বীপ মালদ্বীপের মধ্যে। যতটুকু দেখলাম তা থেকে বুঝতে পারলাম এই আইল্যান্ডে মালদ্বীপের অন্য প্রাইভেট আইল্যান্ডের থেকে অনেক সস্তায় ওয়াটার স্পোর্টস করা সম্ভব। আমরা বেছে নিলাম প্যারাসেলিং। ব্যাপারটা আমাদের জীবনে স্বপ্নের মতন, কারণ আমাদের জন্যে ইটা একটু বেশি ই এডভেঞ্চার।

যাইহোক আমাদেরকে একটা স্পিড বোটে করে সাগরে মাঝে নিয়ে যখন প্যারাসুট খুলে বসিয়ে দিলো তাতে, আমরা ক্ষনিকের মধ্যে-ই যেন আকাশে ভেসে গেলাম, এতো উপরে চোখের পলকে, অন্য রকম একটা অনুভূতি। ওপর থেকে মাফুসি দ্বীপটা যে এতো ছোট হয়ে গেলো মুহূর্তে টা বুঝতে বাকি রইলো না। যদি ও সময়ের অভাবে দ্বীপ টা হেঁটে পুরোটা দেখা হয়নি কিন্তু প্যারাসুটে বসে ঠিক ই দেখে ফেললাম। এর চেয়ে ভালো লাগলো সাগরের জলের রং, একসের রং থেকে গাঢ় নীল, দারুন !

ভয় যে লাগেনি সে মিথ্যা বলবো না , কারণ আগেই বলেছি আমাদের জন্যে এটা একটু বেশি ই এডভেঞ্চার। কিন্তু সাহস করে উঠার পর, মিনিট দুই এর মধ্যেই ভয় উড়ে গেলো সাগরের বাতাসে। তবে এই রাইড তার সেফটি কিন্তু অনেক, টেকনোলজি ও অ্যাডভান্স ! আমরা চেষ্টা করেছি আমাদের মুহূর্তগুলোকে ধরে রাখতে |
আমরা যদি পারি তবে আপনি তো অবশ্যই পারবেন। আমাদের ভিডিও কেন লাগছে জানাবেন, মতামত জানালে সেটা আমাদের কে অনুপ্রাণিত করবে নতুন পর্ব বানাতে।
সময় বায় করে যারা আমাদের ভিডিও দেখছেন বা আমাদেরকে লাইক করেছেন তাদের জন্যে রইলো শুভকামনা।
ভালো থাকবেন।

15/05/2024

বহুদিন পর এই ভিডিওটা খুঁজে পেয়ে কি যে এক অনুভূতি হলো তা বুঝানো সম্ভব নয়। ২২ বছর আগে, রংপুর মেডিকেল কলেজে মেডিসিন ক্লাব আয়োজিত সপ্তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে এই বৈজ্ঞানিক সেমিনারটি আয়োজন করা হয়েছিল। যারা এই সেমিনারে ছিলেন তারা সেই সময়ে রংপুরে চিকিৎসক ও শিক্ষক হিসাবে ছিলেন এক একটি নক্ষত্র যাদেরকে পুরো রংপুর অঞ্চলে একনামে চিনতো। সবাই ছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক বা শিক্ষিকা। যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেছিলেন তিনি জেনারেল সার্জারির একজন লিজেন্ড চিকিৎসক ছিলেন, আমাদের প্রিয় অধ্যাপক ডাঃ এম এ সোবহান। স্যার আজ আমাদের মাঝে নেই কিন্তু সকলের মনে ও প্রাণে আজ ও আছেন উনি।
এই ভিডিওতে যারা উদীয়মান চিকিৎসকদের দেখা যাচ্ছে তারা আজ ২০২৪ সালে এক একটি নক্ষত্র। তারা গ্যালারিতে বসে আছে ছাত্র- ছাত্রী হিসাবে তাদের বেশিরভাগ ই আজ তাদের নিজের কর্মক্ষেত্রে ব্যাপক সুনাম কুড়িয়েছেন, কেউ কেউ কিন্তু রংপুর মেডিক্যালে কর্মরত।
২২ বছর আগে আমাদের স্যারদের কি অসম্ভব একটা আগ্রহ ও ইচ্ছা তাদের লব্ধ জ্ঞানকে ছড়িয়ে দেয়ার, পাশাপাশি ছাত্র -ছাত্রীরা ও তেমন ই আগ্রহী। তখন টেকনোলজি এতো অ্যাডভান্স না থাকলেও প্রোগ্রাম হতো দুর্দান্ত।
তাই আজ এই বিরল একটি প্রোগ্রামের ভিডিও আমাদের পেইজে দিচ্ছি, হয়তো ইটা দেখে কেউ কেউ নস্ট্রালজিক হলে ও হতে পারে ! আর একটা স্মৃতি হারিয়ে যাবার চেয়ে থাকুক না আমাদের পেইজে।
মেডিসিন ক্লাব, রংপুর ইউনিটকে কৃতজ্ঞতা

“একটা ভালো ছবি, ভালো কিছু অনুভূতি” ১৯ এপ্রিল ২০২৩———————কথা ছিল “দেয়ালের দেশ” ছবিটা দেখবো,আমার প্রিয় অনুজ সুস্মিতা বলেছি...
19/04/2024

“একটা ভালো ছবি, ভালো কিছু অনুভূতি”
১৯ এপ্রিল ২০২৩
———————
কথা ছিল “দেয়ালের দেশ” ছবিটা দেখবো,আমার প্রিয় অনুজ সুস্মিতা বলেছিলো কিন্তু টিকেট কাটতে গিয়ে দেখি ছবি এই সপ্তাহে আমাদের বাসার কাছের সিনেপ্লেক্স থেকে উঠিয়ে নিয়েছে।তাই মিশন “কাজলরেখা”। শুনেছিলাম এর গানগুলো দারুন ! হলের এক কর্নারে আমাদের সিট পড়েছে।

আমি বীথিকে বললাম “যদি ঘুমিয়ে পড়ি
গান শুনতে শুনতে তবে ডাক দিও না, এই সময়টুকু অন্তত একটু আরাম করি !”

সে রেগে গেলো, “পয়সা খরচ করে ঘুমাবে! ঠিক ই তো ! দুজনের টিকেট ১০০০ টাকা, খাওয়া খরচ যোগ করলে ১৬০০টাকা।”

ছবি শুরু হলো,আমি একটু একটু করে ছবি র ভিতরে ঢুকে গেলাম। ছবির দৃশ্যায়ন, গ্রাম বাংলার সেই অতীতের দিনগুলি, প্রকৃতির কি অসামান্য রূপ ! আজ ও চিত্রায়ন করার পরে ও সেইসব দিনগুলো কি সুন্দরভাবে ফুটে উঠেছে। আর শব্দ, গান কি যে সুন্দর তা বলে বুঝানো যাবে না।ময়মনসিংহ গীতিকা কি দারুনভাবে বর্ণনা করেছে! আর অভিনয়, সবাই অসাধারণ ! রাজ, মিথিলা ও কাজরেখা ( ছেলেবেলার চরিত্রে) খুব ভালো লেগেছে।

কাহিনীর বিন্যাস এমন ছিল যা শেষ পর্যন্ত ধরে রেখেছিলো! আমি বারবার বাংলার রূপ ফিরে ফিরে দেখেছি আর অনুভব করেছি আমাদের অতীতকে। বাংলা ছবির মান এমন হলে দর্শক আসবেই, ধুমধাড়াক্কা নয়,সুন্দর গল্প,অভিনয় আর নির্মানশৈলী বাংলা সিনেমাকে অনেকদূর এগিয়ে নেবে। আজ আমাদের
হলটি ছিল দর্শকে পরিপূর্ণ, ছবিটি ছিল সরকারি অনুদানে বানানো, ভালো লাগলো এই ভেবে এই অর্থ বিফলে
যায়নি।
দ্রষ্টব্যঃ কিছু দৃশ্য এতো ভালো লেগেছে, লজ্জাহীনভাবে ছবি তুলেছি, মনে হচ্ছিলো আমি ও বোধহয় সেই জায়গায় গিয়েছিলাম কোনো একদিন!!

11/04/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রাঙ্গন জুড়ে এখন রঙের খেলা, কি করছে এই অনুষদের ছাত্র ছাত্রীরা দিন রাত এক করে? আমি বলছি বর্ষ বরণের কথা, নতুন বাংলা বছর ও মঙ্গল সভা যাত্রা, একে ঘিরেই চলছে মহাযজ্ঞ। আর এই ভিডিওতে তুলে ধরবার চেষ্টা করেছি অসাধারণ কিছু কাজের মুহূর্ত যা ভালো লাগবে বৈকি।

14/02/2024
Incredible Bangladesh
02/02/2024

Incredible Bangladesh

31/12/2023

ফি ফি আইল্যান্ড দেখতে এতো বেশি সুন্দর কেন ?

We are coming back with a new episode on our Thailand travel today at the evening. We will share our experiences at Phi ...
31/12/2023

We are coming back with a new episode on our Thailand travel today at the evening. We will share our experiences at Phi Phi Island, which is one of scenic Island and tourist destination. Wish you will watch out the episode. Stay tuned, today evening with Thailand Episode.

20/11/2023
18/11/2023

গ্রামে বৃষ্টির দিনে বাজার করে সবজির নরম খিচুড়ি বানালাম
Full episode is now posted in our channel

11/11/2023

থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছে প্রথমে এমন কিছু কাজ আপনাকে অবশ্যই করতে হবে যাতে আপনি খুব সহজে ও স্বাচ্ছন্দে সবথেকে সহজে ও কম খরচে ব্যাংকক যেতে পারেন। অনেকেই আছেন আগে থেকে সব কিছু বুক করে আসে দেশ থেকে অনেক টাকা খরচ করে।
আসলেই কি তার প্রয়োজন আছে? আপনি একা আসুন বা পরিবার নিয়ে, এই পর্বে আমি পাঁচটি কাজে লাগার মতন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি যা আপনার ভ্রমণকে অনেক বেশি আনন্দঘন করে তুলবে। সত্যি কথা বলতে আমি অনেক ইন্টারনেট সার্চ করেও সঠিক তথ্যতা বের করতে পারিনি। তাই নিজে গিয়ে কি অভিজ্ঞতা অর্জন করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
সম্পূর্ণ ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল এ আছে, চাইলে দেখে পারেন

এবার আসছি আবার নতুন পর্ব নিয়ে, দেখা হচ্ছে আগামীকাল ১১ তারিখ বিকেলে, দেখবার আমন্ত্রণ রইলো আমাদের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক...
10/11/2023

এবার আসছি আবার নতুন পর্ব নিয়ে, দেখা হচ্ছে আগামীকাল ১১ তারিখ বিকেলে, দেখবার আমন্ত্রণ রইলো আমাদের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেজে

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tapasi & Animesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tapasi & Animesh:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Travel and Food Lovers

What’s making us happy! Having proper foods and chill out sometimes outside the home, somewhere! We have just opened our new channel to unfold and explore ourselves to come up with some mouth melting dishes for the viewers. Our recipes are common but unique because use to prepare with the most common, readily available ingredients and easy cooking. That will save times; at the same time, we also ensure the foods are healthy. We will bring the opportunity to prepare homemade dishes, you just love! Besides this, we also want to share our experiences during travel in the country and abroad. We will want to come up with tips/tricks during the trip, what are we experienced, what’s the most comfortable way to have a pleasant journey around. We want to share scenic views will defiantly attract you and increase your appetite to go out of home! Please like the page, subscribe to our YouTube channel, press bell icon and share and inspire us, thanks.