TAREQ

TAREQ আসসালামুয়ালাইকুম

18/08/2024

সীমান্তে অস্ত্রসহ পাঁচ ভারতীয় আটক,১৭ বছর পর আমাদের সীমান্ত আমাদের দখলে। আমাদের বিডিআরদের সেই পুরনো রুপ আবারো ফিরে আসবে ইনশাআল্লাহ।

📍এই খারাপ মেয়েটাই খারাপ সময়ে রাস্তায় নেমে ছিলো আপনারা নামেন নাই। ফারজানা সিথি যাকে নিয়ে আপনারা রীতিমতো ট্রল করছেন।  আচ্ছ...
18/08/2024

📍এই খারাপ মেয়েটাই খারাপ সময়ে রাস্তায় নেমে ছিলো আপনারা নামেন নাই।

ফারজানা সিথি যাকে নিয়ে আপনারা রীতিমতো ট্রল করছেন। আচ্ছা যখন আন্দোলন শুরু হয় তখন আপনারা কোথায় ছিলেন? ওই মেয়ের মতো সোশ্যাল মিডিয়ায় এসে কয়জন কথা বলেছেন? তখন তো সবাইকে বাহ বাহ বাঘিনী এই সেই বলতে দেখলাম। হ্যা সে একটা ভুল করেছে সে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আসলেই একটু খারাপ ব্যবহার করে ফেলেছে এটা আমরা মানি। কিন্তু তিনি গতকাল সেনাবাহিনী ঐ অফিসারের কাছে ক্ষমা চাওয়ার কথা বলছ।কিন্তু তার জন্য তার পুর্ববর্তী ছবি এনে আজে বাজে ভিডিও আপলোড দিবেন তাকে উক্তক্ত করে যা ইচ্ছা তাই বলবেন তা তো হয় না। একটা মানুষ হয়তো খারাপ কিছু করেছে হ্যা মানুষের জীবনে এমন কিছু সময় আসে যার কারণে তারা এসব করতে বাধ্য হয়। সাইকোলজিক্যাল প্রব্লেম বা অন্য সমস্যা থাকতে পারে তা নিয়ে আপনি কথা বলতে পারেন না। তার ভুল হয়েছে আপনারা ধরিয়ে দিয়েছেন এটাতেই থাকা উচিত ছিলো। তার পুর্বের ছবি বা কিছু নিয়ে এইসব বাজে কন্টেন্ট তৈরি করা, গালাগালি করা এইসব উচিত হয়নি।📌

13/08/2024

১৪ ই আগস্ট মহান রবের সান্নিধ্যে চলে গিয়েছিলেন কোটি কোটি তাওহীদী জনতার হৃদয়ের স্পন্দন, মুকুটহীন সম্রাট, দূরদৃষ্টি সম্পন্ন আল্লাহর ওলী, কুরআনের পাখি, শহীদ আল্লামা সাঈদী রাহি.।
যার অনেকগুলো ভবিষ্যৎ বাণী আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা তার গোলামকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। আমীন।😭😭😭

12/08/2024

আল্লাহ তুমি প্রিয় রাহবারটিকে দান করুন জান্নাতের সুমহান মর্যাদা🥹🤲

12/08/2024

প্রিয় আল্লামা তোমাকে গত আগস্টে ১৪ তারিখে তারা নাই করে দিয়েছিল আজ ১৪ আগস্ট তারা নাই হয়ে গেল হে আল্লাহর পরিকল্পনা ছিল অহংকারী পতনের মূল এটা ক্ষমতা যাওয়ার পর ভুলে যায় ফেরাউনের দল

আলহামদুলিল্লাহ!শহীদ আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সন্তান বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমা...
06/08/2024

আলহামদুলিল্লাহ!

শহীদ আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সন্তান বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান-আল আযমী ফিরে এসেছেন।

আল্লাহ তায়ালা যেন সকল গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন।

05/08/2024

হায় আল্লাহ একি দেখলাম! গণভবনের মধ্যে গণকবর। খু*নি হাসিনা কেমন ভয়াবহ হ*ত্যাযজ্ঞ চালিয়েছে দেখুন।

04/08/2024

বাংলামোটরে সাদ্দামের ফ্লাট ‘জয়বাংলা’!

গণভবনের রাক্ষসীকে টেনে বের করবো✊সব মানুষ রাস্তায় নেমে আসবেন। ঢাকার বাইরে যারা, তারা ঢাকার দিকে হাটা দেবেন। ঢাকার ভেতরে য...
04/08/2024

গণভবনের রাক্ষসীকে টেনে বের করবো✊

সব মানুষ রাস্তায় নেমে আসবেন। ঢাকার বাইরে যারা, তারা ঢাকার দিকে হাটা দেবেন। ঢাকার ভেতরে যারা, তারা গণভবনের দিকে। নিশ্চিন্ত থাকুন, আপনি একা না। পথে দেখা হয়ে যাবে ইতিহাসের সাথে।
এটা এই কওমের অস্তিত্বের প্রশ্ন। রাক্ষসী টিকে গেলে সবাইকে শেষ করে দেবে। আর কোন অপশান নেই, আর কোন কনফিউশান নেই।
কোন নেতা, এজেন্ডা, কিংবা ডিরেকশান দেখার টাইম নাই। আগামীকাল ঢাকার রাস্তায় আসুন। কোটি মানুষের মার্চের সামনে কেউ দাড়াতে পারে না, পারবে না ইন শা আল্লাহ।

এই সেনাবাহিনীকে কেমনে বিশ্বাস করো ভাই! যে কিনা এখনো ওনার সাথে বৈঠকে বসে❗❗❗
04/08/2024

এই সেনাবাহিনীকে কেমনে বিশ্বাস করো ভাই! যে কিনা এখনো ওনার সাথে বৈঠকে বসে❗❗❗

04/08/2024

>>>ব্রেকিং

04/08/2024

বাংলাদেশ সেনাবাহিনীকে আবারও বলছি -
'হয়তো মানুষের কাতারে আসুন নয়তো দেশদ্রোহী এর বোঝা কাঁধে নিয়ে সারাজীবন বাঁচুন'

04/08/2024
সবাইকে জানিয়ে দিন কেউ যেনো "সেনাবাহিনী আমাদের পাশে আছে" এই সব ভিডিও পোস্ট না করে।এখন নেটওয়ার্ক থাকা অবস্থায় তারা সবার ...
04/08/2024

সবাইকে জানিয়ে দিন কেউ যেনো "সেনাবাহিনী আমাদের পাশে আছে" এই সব ভিডিও পোস্ট না করে।

এখন নেটওয়ার্ক থাকা অবস্থায় তারা সবার মধ্যে পজিটিভ ধারণা ঢুকিয়ে দেবে এরপর নেটওয়ার্ক বন্ধ করে আবার পূর্বের মত অত্যাচার শুরু করবে বা করতে পারে।

যতক্ষণ সেনাবাহিনীর কোনো গ্রুপ, চেইন অব কমান্ড ভে/ঙে কোনো বিবৃতি না দিচ্ছে, ততক্ষণ এদের বিশ্বাস করা বোকামি। এরা কোন ক্লিয়ার বক্তব্য তো দেয়নি। আজকের মুন্সীগঞ্জের কাহিনী দেখে ওদের বিশ্বাস করা কঠিন। 📌সফট ওয়ার্নিং📌

04/08/2024

বাস মালিকদের আহ্বান জানাচ্ছি তারা জাতির এই ক্লান্তি লগ্নে তারা যাতে ছাত্রদেরকে ঢাকায় পৌঁছে দেয়
জাতি তাদের এর প্রতিদান দিবে একদিন ইনশাআল্লাহ

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when TAREQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TAREQ:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share