18/11/2024
আল্লাহকে ভুলে বান্দা যা কিছুর পেছনেই ছোটে, কোনো এক সময় সেটা দ্বারাই তাকে ক্ষত বিক্ষত করা হয়।
রব যেন বুঝিয়ে দেন,
"বান্দা আমি ছাড়া তুমি কারো কাছেই নিরাপদ নও।কোথায় গিয়েছিলে তুমি আমাকে ভুলে?জখমওয়ালা হৃদয় নিয়ে এবার তবে ফিরে এসো তোমার রবের দিকে!তিনি তোমার ছেঁড়াফাটা অন্তর আবার জুড়ে দিবেন।বিনিময়হীন ভালোবাসা এই পৃথিবীতে কারো কাছেই নেই,শুধু তোমার রব ছাড়া।তাঁর মত ভালো তোমাকে কেউ বাসে না।"
আমার রব!
শামছুন্নাহার রুমি