Media365

Media365 Voice of Middle Class

19/09/2024
সারা দেশে চলমান গণহারে মামলা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে মামলা হলেই আর গ্রেপ্...
18/09/2024

সারা দেশে চলমান গণহারে মামলা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এখন থেকে মামলা হলেই আর গ্রেপ্তার করা হবে না৷ আগে তদন্ত হবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷ তারপরও গ্রেপ্তার অবশ্য থামেনি৷ এখন পর্যন্ত মোট মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধেই ১৭৭টি মামলার তথ্য পাওয়া গেছে৷ ১৭৭টির মধ্যে ১৫৭টিই হত্যা মামলা৷ এসব মামলায় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে৷ মামলা হয়েছে পুলিশের ৩৮৮ জন সদস্যের বিরুদ্ধেও৷

পুরো প্রতিবেদন মন্তব্যের লিংকে 👇

রাজনৈতিক পোষ্টার মেট্রো সিড়িতে চলে আসছে!পর্যায়ক্রমে স্টেশনের ভিতরে দেখার অপেক্ষায় 😅📌সচিবালয় স্টেশন 'ডি' গেটনতুন বাংলাদেশ...
18/09/2024

রাজনৈতিক পোষ্টার মেট্রো সিড়িতে চলে আসছে!
পর্যায়ক্রমে স্টেশনের ভিতরে দেখার অপেক্ষায় 😅

📌সচিবালয় স্টেশন 'ডি' গেট

নতুন বাংলাদেশে আমরা পোস্টার সংস্কৃতির পরিবর্তন আনতে পারিনা?

ম্যাজিস্ট্রেসি পাওয়ার :সেনাবাহিনী কী কী করতে পারবে ।এম হাসান ।।আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়ে...
18/09/2024

ম্যাজিস্ট্রেসি পাওয়ার :সেনাবাহিনী কী কী করতে পারবে ।
এম হাসান ।।

আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা-

ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা;

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য, তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন;

ধারা ৮৩/৮৪/৮৬ : ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা;

ধারা ৯৫(২) : নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা;

ধারা ১০০ : ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা;

ধারা ১০৫ : সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন;

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা;

ধারা ১০৯ : ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা;

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা;

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা;

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদানের ক্ষমতা;
ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা;

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা;

ধারা ১৩৩ : স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা;

ধারা ১৪২ : জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা;

উল্লিখিত ক্ষমতা ছাড়াও, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।

এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে দুই বছরের বেশি নয়

সকলের কাছে একটি প্রশ্ন আছে,ময়লার বিলের টাকা বিএনপি উঠাচ্ছে এটা উঠানোর কোনো রাইট কি বিএনপির আছে?আর থাকলে সেটা কীভাবে?  কা...
15/09/2024

সকলের কাছে একটি প্রশ্ন আছে,
ময়লার বিলের টাকা বিএনপি উঠাচ্ছে এটা উঠানোর কোনো রাইট কি বিএনপির আছে?আর থাকলে সেটা কীভাবে? কারণ আমরা জানি ময়লা সিটি কর্পোরেশনের এবং কমিশনারের আন্ডারে আর কমিশনার নাই।তাহলে বিএনপি কীভাবে কোনো প্রকার দলীয় ক্ষমতায় আসার আগেই এই কাজ করতে পারে? আর ময়লাওয়ালাও আসছে সপ্তাহে একবার!

- সিয়াম আবদুল্লাহ

14/09/2024

এসব Call Record ভাইরাল কইরা আপাই চাইতেছে পাতি নেতা যারা এখনো মাইর খাইনাই তাদের ও হালকা পাতলা কিছু খাওয়াই তে 🙂

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।মেয়েরা ১৫ এর আগেই।সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধা...
13/09/2024

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।
মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।

গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে?

পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে মদ বিক্রি নিষিদ্ধ না। কিন্তু মদ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়!
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!

কুরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!🌸
-(সূরা নূর)❤️

অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।

"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।
নিজের পায়ে ঠিক-ঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায়.....
এখন ভাবুন, ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দ্বীন কেন বলা হয় !

তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মতা মত থাকতেই পারে 😊

💠জাতীয় সংগীতের নামে কি গায়?জাতীয় সংগীতের শেষ লাইনগুলোতে সবচেয়ে বেশি স্পষ্ট বুঝা যায় শিরকি, "ওমা তোর চরনেতে দিলাম এই মাথা...
13/09/2024

💠জাতীয় সংগীতের নামে কি গায়?

জাতীয় সংগীতের শেষ লাইনগুলোতে সবচেয়ে বেশি স্পষ্ট বুঝা যায় শিরকি,
"ওমা তোর চরনেতে দিলাম এই মাথা পেতে,
ওমা গরীবের ধন যা আছে তা দিব তোর চরনতলে"

এখানে ওমা বলতে যদি দেশকে বুঝানো হয়, তবে প্রশ্ন দেশের কি পা আছে?
যদি রুপক অর্থে ধরি দেশের পা আছে, তবে মুসলিমরা কি সে পায়ের নিচে মাথা পেতে দেয়?
বা গরীবের ধন এনে সে পায়ের নিচে রাখে? নাউজুবিল্লাহ।

যদি চরনে মাথা না ও পাতে, তবু এ ধরনের কথা বলা শিরকি।
এগুলোতে হিন্দুদের কাজ। তারা তাদের দেব-দেবীর পায়ের নিচে মাথা পেতে দেয়, ধন-প্রসাদ দেয়।

তাহলে বুঝুন আমরা এতোদিনে জেনে না জেনে এই গান গেয়ে কতটা ভয়াবহ শিরকে লিপ্ত ছিলাম। আর আল্লাহ যে কোনো গুনাহ মাপ করবেন, শুধুমাত্র শিরকের গুনাহ বাদে।

এইবার সিদ্ধান্ত আপনার।

13/09/2024

আমাদের দেশে এমন একজন ব্যক্তি ছিল ,সকাল দুপুর বিকাল মিথ্যা কথা, না বললে তার পেটের ভাত হজম হইত না,( বলতে পারবেন কে সে ?

12/09/2024

যারাবিদ্যুৎ নিয়া কান্না করতেছেন ৮০ কোটি ডলার আদানি গ্রুপের কাছে রিন করে পালাইছে আপনাদের হাসু! ডায়নি
আপনাদের লজ্জা থাকলে ফেসবুকে পোস্ট করবেন না

12/09/2024

“শত্রুরা শত্রুতার কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরত ধরে।”
—হযরত আলী (রাঃ)

স্টুডেন্টদের সাবধান থাকতে হবে।

11/09/2024

যারা ২০/৩০ হাজার টাকা বেতন পেতেন, আর মাসে ২/৩ লাখ টাকা খরচ করতেন, তাদের পক্ষে নতুন স্বাধীনতাটা মেনে নেয়া বড়ই কষ্টকর।

11/09/2024

৪ আগস্ট মিরপুর ১০

Address


Alerts

Be the first to know and let us send you an email when Media365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media365:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share