Alokito Meherpur

  • Home
  • Alokito Meherpur

Alokito Meherpur "আমাদের প্রতিটি পদক্ষেপ যেন হয় 'মহান র?

একজন পিতার পূর্ণতা অপূর্ণতার সমীকরণ থাকে সন্তানদের তৃপ্তি দেওয়ার মাঝে। এই ছবি বলে দিচ্ছে তার কিছুটা।
26/01/2023

একজন পিতার পূর্ণতা অপূর্ণতার সমীকরণ থাকে সন্তানদের তৃপ্তি দেওয়ার মাঝে। এই ছবি বলে দিচ্ছে তার কিছুটা।

শেষ যাত্রাও গেল তার ভোগা‌ন্তি‌তে,এসব ছ‌বি তাই প্রমাণ ক‌রে। ক‌্যান্সার আক্রান্ত এই মানুষ‌টির কতটা চি‌কিৎসা করা‌তে পে‌রে‌...
27/12/2022

শেষ যাত্রাও গেল তার ভোগা‌ন্তি‌তে,এসব ছ‌বি তাই প্রমাণ ক‌রে। ক‌্যান্সার আক্রান্ত এই মানুষ‌টির কতটা চি‌কিৎসা করা‌তে পে‌রে‌ছে প‌রিবার সে‌টি ছ‌বির প‌রি‌স্থি‌তি দে‌খে অনু‌মেয়। মারা যাওয়ার পরও ঠাঁই হয়‌নি ক‌ফিন ও ফ্রিজিং গা‌ড়ি‌তে। স্বজন‌দের অ‌নেক অনু‌রো‌ধের পর লাশ'টির ঠাঁই হ‌য়ে ল‌ঞ্চের ছাদে।
ঢাকার কোনো এক‌টি হাসপাতালে মারা গে‌ছেন ক্যান্সার আক্রান্ত এই মানুষ‌টি। স্বজনরা দ্রুত লাশ নি‌য়ে সদরঘাট এসে কফিন ছাড়াই লঞ্চে উঠতে চেয়েছিলেন। কিন্তু লাশ দেখে কেউ তাদের উঠায়নি।
তাদের আকু‌তি‌তে মন গ‌লে‌ছে তাশরীফ-১ লঞ্চ কর্তৃপক্ষের। ত‌বে তারা শর্ত দি‌য়ে‌ছে যে, লাশ'টি লঞ্চের ছাদে রাখ‌তে হ‌বে। না হ‌লে অন‌্য যাত্রীরা ভয় পা‌বে। লঞ্চ কর্তৃপ‌ক্ষের কথা অনুযায়ী ছা‌দেই লাশ‌'টি রে‌খে‌ছে স্বজনরা। কনক‌নে ঠান্ডার ম‌ধ্যে আপনজ‌নের নিথর দে‌হের পা‌শে ১২ থে‌কে ১৫ ঘণ্টা ল‌ঞ্চের ছা‌দে থাক‌তে হ‌বে স্বজন‌দের। তবুও ধন‌্যবাদ তাশরীফ‌ লঞ্চকে' ঠাঁই তো দি‌য়ে‌ছে তারা। লাশ‌'টি সম্ভবত হা‌তিয়া নি‌য়ে যাওয়া হ‌বে, অভাব আমা‌দের প্রতি‌নিয়ত শিক্ষা দি‌য়ে যা‌চ্ছে। সেই শিক্ষায় আমরা জর্জরিত।

ছবি ও তথ্য ফেসবুক থে‌কে পাওয়া।

18/07/2021

'এমন ব্যক্তি কীভাবে বুদ্ধিমান হতে পারে, যে জান্নাতের নেয়ামতরাজি বিক্রি করে দেয় ক্ষণিকের কুপ্রবৃত্তি চরিতার্থে?'

—ইমাম ইবনুল-কাইয়্যিম (রহ.)

22/06/2021
22/06/2021
"জ্বীন ও মানুষ ছাড়া প্রতিটি প্রাণী শুক্রবার দিন ভোরের সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে।" (আবু দাউদ, ...
18/09/2020

"জ্বীন ও মানুষ ছাড়া প্রতিটি প্রাণী শুক্রবার দিন ভোরের সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত কিয়ামতের ভয়ে ভীত থাকে।" (আবু দাউদ, ১০৪৬)

15/09/2020
আল্লাহ তায়ালা আমাদেরকে ঈমান, সুস্থতা, স্বস্তির নেয়ামত দান করুণ।
14/09/2020

আল্লাহ তায়ালা আমাদেরকে ঈমান, সুস্থতা, স্বস্তির নেয়ামত দান করুণ।

08/09/2020
একদিন হঠাৎ করে আপনার দোয়া গুলো কবুল হয়ে যাবে, যে দোয়া করতে গিয়ে আপনার কন্ঠ হয়েছিলো কান্না ভিজারিতযে দোয়া তে ছিলো আপনার আ...
07/09/2020

একদিন হঠাৎ করে আপনার দোয়া গুলো কবুল হয়ে যাবে, যে দোয়া করতে গিয়ে আপনার কন্ঠ হয়েছিলো কান্না ভিজারিত
যে দোয়া তে ছিলো আপনার আকুল আবেদন! যে দোয়া শেষ প্রত্যাশীত দীর্ঘশ্বাস..!!!

সেই দোয়া যখন একদিন হুট করে রব কবুল করে নিবেন, সে দিন ও আপনার চোখ জোড়া ভিজে উঠবে, বড় প্রাপ্তির বিনিময়ে। কারন, অপূর্ণতা পাবে পূর্ণতার ছোঁয়া। ঠুকরে উঠা অপ্রাপ্তি গুলো প্রাপ্তিতে পরিণত হবে।

আপনার ছোট্ট ছোট্ট বোনা স্বপ্নরা পাখা মেলে ছড়াবে বাস্তবে..! তখন হয়তো আপনি আনন্দে কিছু পাওয়ার পূর্ণতায় হয়তো আপনি নির্বাক হয়ে যাবেন।
হয়তো ছলছল করে উঠবে চোখ জোরা।
ভিতর থেকে দীর্ঘ আনন্দের শ্বাস নিয়ে বের হয়ে যাবে একটাই ধ্বনি "আল্লাহু আকবার"..!

আর ফিসফিস করে বলেই ফেলবেন--
"হে আমার রব! আমি তো তোমাকে ডেকে কখনও ব্যর্থ হইনি' (আল্লহামদুলিল্লাহ

আযান ও ইকামতের মধ্যবর্তী সময়কার দু'আ কবুলের সময় (আহমাদ_১৪৬৮৯_মুসলিম_৬৬৮)

দোয়া হচ্ছে প্রত্যেক কল্যাণের চাবিকাঠি।
(ইবন তাইমিয়্যাহ (রহঃ) মজসুউল_ফতওয়া_১০/৬৬১

আল্লাহ আরো বলে,যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিগে দৌড়ে যায়। মুসলিমঃ২৬৮৭

হতাশ হবেন না! কেননা,"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।" [সূরা_ইউসুফ_৮৭]

আল্লাহ কষ্টের পর সুখ দেবেন।
সূরা_আত_তালাক_৬৫ঃ৭

বিপদে ভেঙে পড়ার আগে ভাবুন যে, আপনি এমন এক সত্ত্বার ইবাদাত করেন যিনি ইব্রাহীম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুন থেকে, ইউনুস আল...
04/09/2020

বিপদে ভেঙে পড়ার আগে ভাবুন যে, আপনি এমন এক সত্ত্বার ইবাদাত করেন যিনি ইব্রাহীম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুন থেকে, ইউনুস আলাইহিস সালামকে অন্ধকার গভীর সমুদ্রের বুকে মাছের পেট থেকে, আইয়্যুব আলাইহিস সালামকে দুরারোগ্য মারণব্যাধি থেকে, ইউসুফ আলাইহিস সালামকে গভীর কূপ থেকে, মুসা আলাইহিস সালামকে ফেরাউন বাহিনীর হাত থেকে উদ্ধার করেছিলেন।

রিযিকের ভয় আপনাকে তাড়িয়ে বেড়ালে ভাবুন, আপনি সেই মহামহিমের ইবাদাত করেন যিনি বনী ঈসরাঈলদের জন্য 'মান্না সালাওয়া' নামে আসমানী খাবার পাঠাতেন। মারঈয়াম আলাইহাস সালামের জন্য তিনিই ফেরেশতা মারফত খাবার তার কক্ষে পৌঁছে দিতেন।

যদি অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়েন, তাহলে স্মরণে নিমগ্ন হোন সেই রবের, যিনি জনমানবহীন উপত্যকায় অসহায় হাজরা আলাইহাস সালামের অনুনয় শুনে শিশু ইসমাঈলের পায়ের নিচ থেকে বের করে এনেছিলেন অবিরাম পানির ফুয়ারা। তিনিই নবি ইয়াকুব আলাইহিস সালামের বুকে ফিরিয়ে দিয়েছিলেন পুত্র ইউসুফ আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামকে ফিরিয়ে দিয়েছিলেন তার জন্মদাত্রীর কোলে।

সন্তান হচ্ছেনা বলে বিষাদগ্রস্ত?

যাকারিয়া আলাইহিস সালামের কথা ভাবুন তো। জীবন-সায়াহ্নে বসেও আল্লাহর রহমত থেকে নিরাশ হোন নি তিনি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালাও তাকে নিরাশ করেন নি। তিনি কাউকেউ নিরাশ করেন না। একেবারে শেষ বয়সে বসে তিনি দুহাত তুলে আল্লাহর কাছে সন্তান চাইলেন, এবং আল্লাহ তাকে সন্তান দিলেন।

'কেউ কথা রাখেনা' কে বললো? একজন ঠিক ঠিক কথা রাখেন। তার সাথেই কথা বলুন।

"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না।" [সূরা ইউসুফ, ৮৭]

তিনি কাউকে নিরাশ করেন না। আল্লাহু-আকবার।

 #নারী_ইসলামের_রাণী
03/09/2020

#নারী_ইসলামের_রাণী

23/08/2020

কারো উপর রাগ করার ক্ষমতা থাকার পরও,
মাফ করে দিলে কি হয়?
ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ)

21/08/2020

#কুরআন_সুন্নাহের_আলোকে_আশুরা_ও_মুহাররম

1⃣ হিজরি সনের প্রথম মাসের নাম কী?
✍ মহররম।
2⃣ মহররম শব্দের অর্থ কী?
✍ পবিত্র, সম্মানিত, মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ।
3⃣ আশুরা অর্থ কী?
✍ দশম তারিখ।
4⃣ "আশুরা" শব্দটি আরবি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ?
✍ "আশারা" বা "আশরুন"।
5⃣ আশুরা কাকে বলে?
✍ ইসলামী পরিভাষায় মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়।

6⃣ আশুরায় রোজা রাখার বিধান কী?
✍ নফল ও মুস্তাহাব।
★★★ব্যাখ্যাঃ আশুরার সাওম প্রথমে ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে শাবান মাসে রমজানের রোজা ফরজ হওয়ার কারনে আশুরার রোজা নফল হয়ে যায়। আর রাসূল (সা.) নিজে পালন করেছেন এবং অন্যদেরকে পালনের নির্দেশ দিয়েছেন সে‌ দৃষ্টিকোণ থেকে বলা যায় সুন্নাত।
7⃣ নফল রোজার মধ্যে কোন রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ?
✍ আশুরার রোজা। [সহীহ মুসলিম-১৯৮২, সুনানে কুবরা-৪২১০]
8⃣ কত হিজরিতে আশুরার রোজা ফরজ থেকে নফল হয়ে যায়?
✍ দ্বিতীয় হিজরিতে।
★★★ব্যাখ্যাঃ আগে মুসলমানদের জন্য আশুরার রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে শাবান মাসে রমজানের রোজা ফরজ হওয়ার কারনে আশুরার রোজা নফল হয়ে যায়।
9⃣ আরবি চারটি মাস বিশেষ গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এই চারটি মাস কী কী?
✍ জিলক্বাদ, জিলহজ ও মহররম এবং চতুর্থ মাস মুজার গোত্রের রজব মাস। [বুখারি-৪৬৬২, মুসলিম-১৬৭৯]
🔟 "সুতরাং এই চারটি মাসে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না"। এটি কুরআনের কোন সূরার কোন আয়াত?
✍ সুরা- তাওবা, আয়াত : ৩৬।

১১) রাসূল (সা.) এর প্রথম যুগে আশুরার রোজা রাখার বিধান কী ছিল?
✍ ফরজ।
১২) মহানবি (সা.) আশুরা দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। এটি কোন কোন হাদিসে উল্লেখিত আছে?
✍ বুখারি-৩৩৯৭, মুসলিম-১১৩৯।
১৩) রাসুলুল্লাহ (সা.) আমাদের আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন এবং এর প্রতি উৎসাহিত করতেন। উক্তিটি কার?
✍জাবের (রা.) এর। [মুসলিম-১১২৮,সহিহ বুখারি-৩৩৯৭]
১৪) আশুরার রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। উক্তিটি কার?
✍ রাসূলুল্লাহ স. এর (সা.)। [মুসলিম-১১৬২]
১৫) আশুরা উপলক্ষে রাসূল (সা.) কয়টি রোজা রাখার নির্দেশ দেন?
✍ ২ টি। (মহরমের ৯ ও ১০ তারিখ অথবা ১০ ও ১১ তারিখ) [মুসলিম-১১৩৪, আল-ফতোয়াল কোবরা, খন্ড:৬]

১৬) আল্লাহর নবী নূহ (আ.) এর নৌকা কোথায় স্থির হওয়ায় সাওম পালন করার মাধ্যমে শুকরিয়া আদায় করেছিলেন?
✍ তুরস্কের জুদি নামক পাহাড়ে। [মুসনাদে আহমদ]
১৭) আরাফার দিনটি হলো তাগুতের উপর রিসালাতের বিজয়ের দিবস, শির্কের উপর তাওহীদের বিজয়ের দিবস। উক্তিটিতে "তাগুত" শব্দ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে?
✍ আল্লাহ তাআলা প্রাচীন যুগের বিভ্রান্ত, খোদাদ্রোহী জাতি, ইহুদী, খৃষ্টান এবং ইসলাম যুগের ইহুদী, মোনাফেক, মোশরেক ও কাফেরদের বুঝানো হয়েছে।
১৮) শুকরিয়া আদায়ের অন্যতম মাধ্যম কী?
✍ সাওম পালন করা।
১৯) মুসা আ. শুকরিয়া হিসেবে কোন দিন সাওম পালন করেছেন?
✍ আশুরার দিনে।
ব্যাখ্যাঃ মুসা (আ.) ফিরআউনের অত্যাচার থেকে এই নিষ্কৃতি লাভ করেন বলে শুকরিয়া হিসেবে এই দিনে সাওম পালন করেন। [সহীহ বুখারী ১/৪৮১]
২০) ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন।’ এটি কুরআনের কোন সূরার কত নং আয়াত?
✍ সূরা ইব্রাহিম, আয়াত নং ০৭।

২৪) আল্লাহ তায়ালা দাউদ আ. এর পরিবারকে শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়ে বলেন ‘হে দাউদ পরিবার! শুকরিয়া হিসেবে তোমরা নেক আমল করতে থাক। আমার বান্দাদের মধ্যে অল্পই শুকরিয়া আদায়কারী রয়েছে।’ এটি কুরআনের কোন সূরার কত নং আয়াত?
✍ সূরা সাবা, আয়াত নং ১৩।
২৫) কারবালার ঘটনাকে কেন্দ্র করে আশুরা পালন করার বিধান কুরআন বা সুন্নাহে কোন নির্দেশ আছে?
✍ এ ব্যাপারে কুরআন ও হাদিসে স্পষ্ট কোন কিছুই বলা হয়নি।
★★★ব্যাখ্যাঃ আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ), আনাস ইবনে মালেক (রাঃ), আবু সাইদ খুদরি (রা), জাবের ইবনে আব্দুল্লাহ (রাঃ), সাহল ইবনে সা‘দ (রাঃ), যায়েদ ইবনে আকরাম (রাঃ), সালামা ইবনুল আকওয়া (রাঃ) সহ আরো বহু সংখ্যক সাহাবায়ে কিরাম (রাঃ) জীবিত ছিলেন। তাঁরা কেউই কারবালার ঘটনার কারনে আশুরার দিবসের কোন গুরুত্ব-তাৎপর্য বর্ণনা করেননি কিংবা কোন আমলও সাব্যস্ত করেননি।

২৬) রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘শোকে বিহ্বল হয়ে যে ব্যক্তি গাল চাপড়ায়, কাপড় ছেঁড়ে ও জাহেলি যুগের মতো আচরণ করে সে আমাদের দলভুক্ত নয়।’ এটি কোন হাদিসে উল্লেখিত রয়েছে?
✍ সহীহ বুখারি, হাদিস : ১২৯৭।
২৭) আশুরার দিনে শোকযাত্রা বের করা, আতশবাজি ও আলোকসজ্জা করার বিধান কী?
✍ বিদআত।
২৮) হাদিসের ভাষ্যমতে, ইহুদিরা কোনদিন রোজা পালন করে?
✍ আশুরার দিনে।
২৯) আশুরার দিন ভালো খাবার খেলে বা মানুষকে খাওয়ালে সারা বছর ভালো খাওয়া যাবে’ এটির সঠিক বিধান কী?
✍ এটি একটি বাতিল ও কুসংস্কার পূর্ণ কথা।
৩০)হাদিস শরিফে কোন মাসকে ‘শাহরুল্লাহ’ বা আল্লাহর মাস বলে উল্লেখ করা হয়েছে?
✍ মহররম মাসকে।
★★★ব্যাখ্যাঃ আল্লাহ তাআলার বছরের ১২ মাসই, তবে এখানে এই মাসের গুরুত্ব ও গুনাহ করা থেকে সংযত থাকার জন্য এরূপ বলা হয়েছে। অন্য মাসের তুলনায় এই মাসের গুনাহ গুরুতর অপরাধ।

৩১) তাসুআ কোন দিনকে বলা হয়?
✍ ৯ ই মহহরম।
৩২) আশুরার সাথে তাসুআর দিন রোজা রাখার বিধান কী?
✍ মুস্তাহাব। [আল-ফতোয়াল কোবরা খন্ড:৬]
৩৩) তাসুআর দিন রোজা রাখার জন্য কেন রাসূল (সা.) বলেছেন?
✍ ইহুদিদের বিরোধিতা করা। [ফাতহুল বারি:খন্ড ৪,পৃষ্ঠা ২৪৫ ;আল-ফতোয়াল কোবরা খন্ড:৬]
৩৪) কোন রোজার মাধ্যমে আল্লাহ্‌ এক বছরের গুনাহ (সগীরা) ক্ষমা করেন?
✍ আশুরার রোজা। [সহীহ মুসলিম-১৯৭৬]
৩৫) ‘যে ব্যক্তি আশুরার দিন সুরমা লাগাবে সে ব্যক্তি সে বছর থেকে চক্ষুপ্রদাহ রোগে আক্রান্ত হবে না’। হাদিসটির মান কেমন?
✍ এটি জাল হাদিস।

৩৬) তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই যারা মুখ চাপড়ায়, কাপড় ছিড়ে এবং জাহেলী যুগের কথাবার্তা বলে। উক্তটি কার?
✍ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর।
[সহীহ মুসলিম, হাদীস ১০৩; সহীহ বুখারী, হাদীস ১২৯৭; মুসনাদে আহমাদ, হাদীস ৪৩৬১]
৩৭) “আবু হুরাইরাহ রা. থেকে বর্ণিত, আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রমজানের পর সর্বোত্তম সাওম হল আল্লাহ তায়ালার প্রিয় মাস মুহাররম মাসের সাওম এবং ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হল রাতের সালাত।” এটি কোন হাদিসগ্রন্থে রয়েছে?
✍ সহীহ মুসলিম-১৯৮২।
৩৮) "যদি আমি বেঁচে থাকি, তাহলে অবশ্যই আগামী বছর মুহাররম মাসের নবম ও দশম তারিখে সাওম পালন করব এবং এ সাওম পালন দ্বারা এক বছরের গুনাহ ক্ষমা করা হয়।’ উক্তিটি কার ছিল?
✍ রাসূল (সা.) এর। [সহীহ মুসলিম]
৩৯) আশুরার দিনটি কী আনন্দের দিন নাকি শোকের দিন হিসেবে পালন করব?
✍ এটি শোকের দিনও নয়, আনন্দের দিনও নয়। এটি হলো শুকরিয়ার দিন। যেমনি রাসূল (সা.) এর জীবদ্দশায় থেকে জানা যায়। এই শুকরিয়া মুসা (আ.) থেকেই শুরু।
৪০) আশুরার দিন উপলক্ষে আলাদা কোন ফজীলতপূর্ণ সালাতের কথা হাদিসে উল্লেখ আছে?
✍ এ ব্যাপারে হাদিসে ফজিলতের কোন কথা আসেনি।

৪১) কারবালার যুদ্ধ সংঘটিত হয়েছিল কখন?
✍ ৬১ হিজরির ১০ মহররম,৬৮০ সাল।
৪২) কারবালার যুদ্ধে কাকে মর্মান্তিভাবে হত্যা করা হয়?
✍হুসাইন (রা.) কে।
৪৩) হুসাইন ইবনে আলী (রা.)-এর দেহ মোবারকে কয়টি বর্শা ও তরবারির চিহ্ন বিদ্যমান ছিল?
✍ ৩৩টি বর্শার এবং ৩৪টি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন।
৪৪) তাসুআর দিনের অর্থাৎ মহররমের ৯ তারিখ রোজা রাখার বিধান কী?
✍ মুস্তাহাব।
৪৫) বছরে কোন কোন দিন রোজা রাখা হারাম?
✍ দুই ঈদের দুই দিন এবং ঈদুল আযহার পরের তিন দিন। অর্থাৎ, ১১ই, ১২ই, ১৩ই জিলহজ্জ।

📝আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দিন, তাদেরকে যাহারা এত সুন্দর করে পোস্টটি প্রস্তুত করেছেন।

সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন অহংকার ধুলোয় মিশে যাবে 😞😞
20/08/2020

সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন
অহংকার ধুলোয় মিশে যাবে 😞😞

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Alokito Meherpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share