Zakigonj Today 24.com

  • Home
  • Zakigonj Today 24.com

Zakigonj Today 24.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zakigonj Today 24.com, News & Media Website, .

06/04/2023
বাংলাদেশ সরকারের কাতার দূতাবাসে নিয়োগপ্রাপ্ত হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, মিফতাহুল ইসলাম তালহা।তিনি জকি...
23/07/2022

বাংলাদেশ সরকারের কাতার দূতাবাসে নিয়োগপ্রাপ্ত হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, মিফতাহুল ইসলাম তালহা।
তিনি জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেবের ছেলে,
জকিগঞ্জ টুডে ২৪.কম পরিবারের পক্ক থেকে তাহাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।

বারহালে লন্ডন ও পাকিস্তানি প্রবাসীদের উদ্যেগে ত্রান সামগ্রী বিতরণ। ---------------------------জকিগন্জ উপজেলার বারহাল ইউন...
19/07/2022

বারহালে লন্ডন ও পাকিস্তানি প্রবাসীদের উদ্যেগে ত্রান সামগ্রী বিতরণ।
---------------------------
জকিগন্জ উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রামের লন্ডন প্রবাসী আব্দুর রহিম ও পাকিস্তান প্রবাসী ভাই বোনদের আর্থিক সহযোগিতার মাইজগ্রাম ও মনতইল গ্রামের প্রায় শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পয্যায় ক্রমে আরও বেশ কয়েকটি গ্রামে ত্রান সামগ্রী ও গৃহ হীনদের গৃহ নির্মাণ করে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করা হয়।বিতরণ কৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাউল,ডাল,তেল,আলু,পিয়াজ,রসুন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যাদি। ত্রান সামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তান প্রবাসী মুজাফফর জন,আবদুল জলিল সেবুল ও সাংবাদিক এখলাছুর রহমান প্রমুখ।

৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। কিন্তু শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে নয়।ড. রেজা কিবরিয়াআহবায়কগণঅধিকার পরিষদ
18/07/2022

৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। কিন্তু শেখ হাসিনার অধীনে কোন নির্বাচনে নয়।

ড. রেজা কিবরিয়া
আহবায়ক
গণঅধিকার পরিষদ

দক্ষিণ ছাতকের দোলার বাজারে বিদ্যুৎ থেকে আগুন লেগে ২৫-৩০ টি দোকান জ্বলে বেহাল অবস্থা।ব্যাবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি, ...
17/07/2022

দক্ষিণ ছাতকের দোলার বাজারে বিদ্যুৎ থেকে আগুন লেগে ২৫-৩০ টি দোকান জ্বলে বেহাল অবস্থা।

ব্যাবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে আল্লাহ হেফাজতের মালিক।

অভিনন্দন ও শুভেচ্ছা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা তৃতীয় বারের মত শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচ...
16/07/2022

অভিনন্দন ও শুভেচ্ছা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা তৃতীয় বারের মত শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বারহালের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব হাসান আহমদ চৌধুরী।
এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

মধ্যযুগীয় বর্বরতা গোয়াইনঘাটে জবাই করে মানুষ হত্যা l বাড়িঘরে অগ্নিসংযোগ lসব অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি চাই l
15/07/2022

মধ্যযুগীয় বর্বরতা

গোয়াইনঘাটে জবাই করে মানুষ হত্যা l বাড়িঘরে অগ্নিসংযোগ l
সব অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসি চাই l

15/07/2022

গোয়াইনঘাটের লাবু গ্রামে দু-পক্ষের সংঘর্ষে ১জন নিহত এবং আহত হয়েছেন আরো কয়েকজন! সংঘর্ষের পর আগুনে পুড়ানো হচ্ছে আব্দুল খালিক নামের একজনের ঘর..!
এ কেমন বর্বরতা, এ কেমন নোংরামি! নিন্দা জানানোর ভাষা নাই..!!
বর্বরোচিত এমন ঘটনার পর অনেকেই বলছেন, আইয়ামে জাহিলিয়াতের যুগকেও যেন হার মানিয়েছে..!
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ৪ বছর আগের জমি বিরোধের জের ধরে এ ঘটনার সৃষ্টি হয়েছে।

ব্রেকিং নিউজ, মাও:-রফিকুল ইসলাম মাদানী (নেত্রকোনা) ভাইকে র‍্যাব পরিচয়ে উঠিয়ে নেওয়া হয়েছে।আল্লাহ হেফাজতের মালিক 🤲
07/04/2021

ব্রেকিং নিউজ,
মাও:-রফিকুল ইসলাম মাদানী (নেত্রকোনা) ভাইকে র‍্যাব পরিচয়ে উঠিয়ে নেওয়া হয়েছে।
আল্লাহ হেফাজতের মালিক 🤲

29/01/2021

জকিগঞ্জ পৌর নির্বাচনে ধানের শীষের প্রার্থী জননেতা ইকবাল আহমদ ভাইয়ের শেষ জনসভায় জকিগঞ্জ বক্তব্য রাখেন
জকিগঞ্জের কৃতি সন্তান কেন্দীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী( ভি.পি মাহবুব)ভাই✌️❤️🌾

20/12/2020

ভালো বন্ধু, ভালো বইগুলো এবং একটি সুপ্ত বিবেক; এটি হল আদর্শ জীবন।
__মার্ক টোয়েন

09/12/2020

- বুকে হাজারো কষ্ট নিয়ে "আলহামদুলিল্লাহ " বলাটা☺

- আল্লাহ'র প্রতি অগাধ বিশ্বাসের নমুনা❤

07/12/2020

“মায়া ব্যাপারটি বেশ অদ্ভুত। হঠাৎ তেমন কোনো কারণ ছাড়াই কঠিন হৃদয় মানুষের মধ্যে এটা জেগে উঠে তাকে অভিভূত করে দেয়।”
___হুমায়ূন আহমেদ

শ্যহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি- জাতীয় ঐক্য, সংহতি এবং স্বনির্ভরতার সনদ___  ০১-দফা◑সর্বোতভাবে দেশের স্বাধীনতা, অখ...
04/12/2020

শ্যহীদ জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি-
জাতীয় ঐক্য, সংহতি এবং স্বনির্ভরতার সনদ___


০১-দফা◑
সর্বোতভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
০২-দফা◑
শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা।
০৩ দফা◑
সর্ব উপায়ে নিজেদের একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলা।
০৪ দফা◑
প্রশাসনের সর্বস্তরে, উন্নয়ন কার্যক্রমে এবং আইন-শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা।
০৫ দফা◑
সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি-উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা।
০৬ দফা◑
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ভুখা না থাকে তার ব্যবস্থা করা।
০৭ দফা◑
দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা।
০৮ দফা◑
কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে, তার যথাযথ ব্যবস্থা করা।
০৯ দফা◑
দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা।
১০ দফা◑
সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোব্যবস্থা করা।
১১ দফা◑
সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা।
১২ দফা◑
দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান।
১৩ দফা◑
শ্রমিকের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলা।
১৪ দফা◑
সরকারি চাকুরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক উন্নয়ন করা।
১৫ দফা◑
জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা।
১৬ দফা◑
সকল বিদেশী রাষ্ট্রের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা।
১৭ দফা◑
প্রশাসন এবং উন্নয়ন ব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা।
১৮ দফা◑
দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা।
১৯ দফা◑
ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা।

03/12/2020

আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসাকে ভালোবাসা বলে না৷
__সুচিতা ভট্টাচার্য

28/11/2020

যতটুকু দেখো, ততটুকু আছি ভালো,
কে দেখে বুকের ভেতর, কতটা অগোছালো!

Right
27/11/2020

Right

25/11/2020

মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।
-রবীন্দ্রনাথ ঠাকুর

23/11/2020

মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও
যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দুয়া করে
আর বেঁচে থাকলে তোমাকে ভালবাসে।
___হযরত আলী (রাঃ)

সিলেটে ইতিহাস সৃষ্টি করল হেফাজতে ইসলাম..................লক্ষাধিক মুসল্লিদের উপস্থিতে সিলেট রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হল...
21/11/2020

সিলেটে ইতিহাস সৃষ্টি করল হেফাজতে ইসলাম..................
লক্ষাধিক মুসল্লিদের উপস্থিতে সিলেট রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হলো হযরত মোহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ।
নগরীর তালতলা, সুরমা পয়েন্ট, বন্দর বাজার সহ প্রত্যেকটি সড়ক ছিলো আজ স্লোগানে-স্লোগানে মুখোরিত।

20/11/2020

পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো,কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে,যদি আমি জানতে পারি, আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে।

__আনিসুল হক

18/11/2020

~ তোমাকে না পেয়ে এতো ভালোবাসি ♥
~ ভাবো তোমাকে পেলে কত ভালোবাসতাম 💝

SJ 💖

14/11/2020

সম্পর্ক যে কোন ধরনের হোক না কেন,তা শেষ হয় অসম্মান, অহংকার, স্বার্থপর আর বিশ্বাসঘাতকের কারণে। "

আজ স্থানীয় নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর  আয়োজনে জাইকার সার...
14/11/2020

আজ স্থানীয় নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার এর আয়োজনে জাইকার সার্বিক সহযোগিতায় মহিদপুর সিসি এর কমিউনিটি সাপোর্ট গ্রুপ ( সি এস জি) প্রশিক্ষণে।

12/11/2020

সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়।

__হুমায়ূন আজাদ

10/11/2020

অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায়, যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না।

__ড. এ পি জে আবদুল কালাম

10/11/2020

যখন সম্ভব হাসুন, কারণ এটি হলো সবচেয়ে সস্তা ঔষধ।

__লর্ড বায়রন

09/11/2020

এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
অভিশাপ তোমাকে দিলাম,
তুমি সুখী হবে, খুব সুখী হবে।

_

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakigonj Today 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share