Freelancer Jahid Hasan

  • Home
  • Freelancer Jahid Hasan

Freelancer Jahid Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Freelancer Jahid Hasan, Digital creator, .

Assalamualikum, Everyone �Hi gayes I am a student &also a Freelancer, Digital Marketer ��

�Affiliate Marketer
�Digital Marketer
�Digital content creator
�Search Engine Optimizer
�Social Media organic growth Expert
�Canva Expert

01/04/2022

🇸🇦 সৌদি আরবে পবিত্র রমজানের 🌙চাঁদ দেখা গেছে!🇧🇩 কাল থেকে আমরা তারাবিহ নামাজ ও সেহেরী খাবো!
-আলহামদুলিল্লাহ!

আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের বাস্তবতা বার বার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করার পরেও কেন দু'ব...
05/02/2022

আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের বাস্তবতা বার বার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করার পরেও কেন দু'বেলা ভাত খাওয়ার বিনিময়ে টিউশনি চাই। প্রতিবছর লাখ লাখ বেকার বের হচ্ছে যাদের কাছে সার্টিফিকেট গুলো কাগজ সর্বস্ব ছাড়া শেষ পর্যন্ত আর কিছুই নয়।
তবু আমরা সেই গতানুগতিক শিক্ষায় ব্যবস্থায় পড়ে আছি।
তাই সময়কে কাজে লাগিয়ে ফ্রীল্যান্সিং শিখা শুরু করেন।

দুঃখের বিষয় আমরা ১৪/১৫ বছর পড়াশোনা করি তার পর চাকরির জন্য গেলে বলে কয় বছরের বাস্তব অবিজ্ঞতা আছে।।কিন্তু আমাদের স্কুল কলেজ এ যদি অন্য পড়াশোনার পাশা পাশি ফ্রিল্যান্সিং একটা বিষয় থাকত তা হলে আমাদের চাকরির পিচনে গুরা লাগত না ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারতাম।।।কিন্তু আমাদের ত এগুলা কিছুই শেখানো হয় না।।আমাদের শেখানো হয় কে কবে মারা গেছে কবে জন্ম হইছে তার বাবা নাম তার দাদার না কি।।। এগুলা মুখাস্ত করতে করতে আমাদের জীবন শেষ কিন্তু বাস্তবে বা কর্মজীবনে এ গুলা কোন কাজেই আসে না।।🤧😑
🇧🇩🔰

04/02/2022
😅🥴🥴
27/01/2022

😅🥴🥴

28/08/2021

ফাইভার সম্পর্কে কিছু জানা - অজানা প্রশ্ন
-
১। আমি কি একটা মেইল দিয়ে ২ টা একাউন্ট খুলতে পারবো ?
উত্তরঃ না আপনি ১ টা মেইল দিয়ে ২ টা একাউন্ট খুলতে পারবেন না।
২। আমি কি একই পিসি দিয়ে একাধিক একাউন্ট খুলতে পারবো ?
উত্তরঃ আপনি একটি পিসি দিয়ে একাধিক একাউন্ট খুলতে পারবেন কিন্তু একটী একটি একাউন্ট ডিজেবল হওয়ার পর অবশ্যই উইন্ডোজ দিয়ে আবার নতুন একাউন্ট খুলে নিবেন।
৩। আমার একাউন্টে কি যে কোন পিকচার ব্যবহার করতে পারবো ( খারাপ কোন কিছু ছাড়া ?
উত্তরঃ হ্যা পারবেন ।
৪। আমার একাউন্ট কি মোবাইল এপ্স এবং পিসি দিয়ে একই সাথে লগিন রাখতে পারবো ?
উত্তর ঃ হ্যা পারবেন।
৫। আমার একাউন্ট কি একাধিক পিসি দিয়ে লগিন করতে পারবো ?
উত্তরঃ হ্যা পারবেন কিন্তু অবশ্যই সেই পিসিতে অন্য কোন একাউন্ট লগিন করা যাবে না। একটি একাউন্ট একাধিক পিসিতে লগিন করতে পারবেন কিন্তু একাধিক একাউন্ট কোন পিসিতে লগিন করতে পারবেন না। এবং একই সময়ে আপনার একাউন্ট একাধিক জায়গায় লগিন রাখতে পারবেন না।
৬ - আরেকদিন বলবো আজ বাদ থাকুক ।
-------------------
৭। একাউন্টে কি যে কারো ইনফরমেশন ব্যাবহার করতে পারবো ?
উত্তর ঃ হ্যা পারবেন কিন্তু নিজের ইনফরমেশন ব্যাবহার করাই ভালো ।
৮। সিকিউরিটি প্রশ্ন ভুলে গেলে কি করবো ?
উত্তর ঃ সরাসরি সাপোর্টে যোগাযোগ করবেন।
৯। একাউন্ট নাম কি যে কোন নাম ব্যাবহার করতে পারবো ?
উত্তর ঃ হ্যা পারবেন তবে নিজের নাম ব্যাবহার করাই ভালো ।
১০। একাউন্ট এ কি নিজের পোর্টফোলিও এড করতে পারবো ?
উত্তরঃ হ্যা পারবেন। তবে কোন ধরনের ওয়েব সাইট ব্যাবহার করবেন সেটা নিয়ে আরেকদিন পোস্ট দেবো ।
১১। গিগ এর ইমেজ হিসেবে কি ব্যাবহার করবো ?
উত্তর ঃ আপনার ক্যাটাগরি রিলেটেড গিগ ইমেজ ব্যবহার করতে হবে। গিগ ইমেজ খুব সুন্দর ভাবে তৈরি করে দিবেন যেন গিগ ইমেজ দেখেই বায়ার গিগ নিতে আগ্রহী হয়।
১২। গিগ এর টাইটেল এ কি ব্যাবহার করব ?
উত্তর ঃ আপনি যে ক্যাটাগরি রিলেটেড কাজ করবেন সেই ক্যাটাগরির ভালো মানের কিছু গিগ নিয়ে কিছুদিন রিচার্স করেন। এবার সুন্দর করে একটা গিগ টাইটেল ব্যাবহার করেন।
১৩। গিগ এর ডিস্ক্রিপশন এ কি ব্যাবহার করবো ?
উত্তর ঃ গিগ এর ডিস্ক্রিপশন এ আপনার সার্ভিস সম্পর্কিত তথ্য সুন্দর ভাবে ব্যাবহার করেন। ডিস্ক্রিপশন এ আপনার কোন কন্টাক্ট ইনফো ব্যাবহার করবেন না। (মেইল, মোবাইল নাম্বার, ফেসবুক, স্কাইপ , ইত্যাদি।)
১৪।নিজের ভোটার আইডি কার্ড ছাড়া কি ফাইভারে কাজ করা যাবে?
উত্তরঃ যাবে। ফাইভারে সাধারণত নিজের ভোটার আইডি কার্ডের কোনো দরকার পড়েনা। যদি একাউন্ট নিয়ে কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে ভেরিফিকেশন এর জন্য দরকার হতে হয় । তাছাড়া নিশ্চিন্তে থাকতে পারেন।
১৫।নতুন ফোন কিনছি। নতুন করে Fiverr Apps টা ইন্সটল করতে চাচ্ছি। কোনো প্রব্লেম হবে কি??
উত্তরঃ না কোন সমস্যা হবে না।
১৬। ফাইভারে একটা একাউন্ট ব্যান হইসে। নতুন করে Windows দিয়ে আরেকটা আইডি খুলেছি।আমার সেল্ফ ফোনে নতুন আইডি লগ ইন করলে প্রবলেম হবে কি?
উত্তরঃ কোন সমস্যা হবে না তবে ফোন রিস্টোর দিয়ে নিলে ভালো হবে।
১৭। আমার একটা গিগ এ ইম্প্রেশান এবং কমপ্লিট করা অরডার কমে যাচ্ছে। কেউ বলতে পারেন এর সমাধান কি?
উত্তরঃ এই সংখ্যাটা আপনার প্রতি সপ্তাহ / মাস এ আপডেট হয় অর্থাৎ আপনি এই মাসে/সপ্তাহ/বছর কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন সেটা দেখাবে। আপনি যদি চলতি মাসে কোন অর্ডার কমপ্লিট না করেন তাহলে এটা কমই দেখাবে।
১৮। আমি Fiverr এ নতুন। আমি জানতে চাইছি যে Fiverr এ $ active হতে কত সময় লাগে?
উত্তরঃ অর্ডার কমপ্লিট হওয়ার পর ১৪ দিন সময় লাগে ডলার একাউন্টে শো করতে।
১৯। আমার একটি গিগ প্রথম পেইজে আছে। এই অবস্থায় আমি যদি আমার গিগের ভিডিও চেঞ্জ করে নতুন একটি দেই, তাহলে কি গিগের র‍্যাংকিং-এ প্রবলেম হতে পারে?
উত্তরঃ গিগ এর ট্যাগ/টাইটেল/ডিস্ক্রিপশন ছাড়া অন্য কিছু পরিবর্তন করলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকেনা।
২০ । আমার WI-FI নাই,আমি কি ২/৩ টা সিমে MB নিয়ে ব্যবহার করতে পারব কি Fiverr ?
উত্তরঃ জি পারবেন।
২১। Captcha test shows again and again in my fiverr account.
It is boring for me. Now how can I avoid it?
উত্তরঃ এটা শেয়ার আইপি ব্যাবহার করার জন্য দেখাইতেছে।
২২ । TOS violations বলতে কি বুঝায়?
উত্তরঃ ফাইভারের কোন নিয়ম / রুলস ভাঙ্গাকে TOS violation বলে।
#নতুনদের_জন্য_ফ্রিল্যান্সিং

 #নতুনদের_জন্য_ফ্রিল্যান্সিং❝ইউটিউব এর আদ্যোপান্ত❞ ⬇️ইউটিউব মার্কেটিং কি? (What is YouTube marketing)বর্তমানে যেকোনো একট...
19/08/2021

#নতুনদের_জন্য_ফ্রিল্যান্সিং

❝ইউটিউব এর আদ্যোপান্ত❞

⬇️ইউটিউব মার্কেটিং কি? (What is YouTube marketing)

বর্তমানে যেকোনো একটি কোম্পানি, কোন ব্লগ বা ওয়েবসাইট বা ব্যবসা প্রত্যেকই তাদের পন্য, কন্টেন্ট, সার্ভিস, ব্রান্ড ইউটিউব ভিডিও মার্কেটিং এর মাধ্যমে লক্ষ্যবস্তু গ্রহকের মাধ্যমে প্রচার করতে পারে।

এজন্য অনলাইন মার্কেটিং (online marketing) এই প্রক্রিয়াটি আধুনিক মার্কেটিং এর সব থেকে জনপ্রিয় এবং লাভজনক উপায় হিসাবে প্রকাশ পেয়েছে। সহজ ভাবে বলতে গেলে ইউটিউব মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ ভাগ।

যেখানে ব্যবসার সাথে জড়িত ভিডিও কন্টেন্ট তৈরি করে YouTube এবং ইন্টারনেটের সাহায্যে মানুষের ভিডিও গুলো দেখানো হয়। আর ইন্টারনেটে সক্রিয় থাকা সেই সকল মানুষারা আপনার প্রচার করা ভিডিও গুলো ঘরে বসে দেখে প্রডাক্ট (produce) বা ব্যবসার (business) এর ব্যাপারে জানতে পারবে।

⬇️ইউটিউব মার্কেটিং কিভাবে করবেন?

YouTube এর মাধ্যমে marketing করার নিয়ম গুলো অনেক সহজ। কিছু নিয়ম পুরো করে আপনারা ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়া ব্যবহার করতে পারবেন এবং অনেক লাভ ও সুবিধা নিতে পারবেন।

১. নিজের ইউটিউব চ্যানেলের তৈরি করুন
প্রথমে আপনাকে নিজের একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। ইউটিউব চ্যানেল তৈরি করা অনেক সহজ। এর জন্য আপনার একটি gmail account বা google account প্রয়োজন হবে।

gmail account এর মাধ্যমে YouTube channel লগইন করার পরে create channel অপশনে ক্লিক করে video channel তৈরি করে নিতে পারবেন। কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো এই লিংকে যেয়ে আর্টিকেল পড়ে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।

২. Setup YouTube channel
আপনারা যখন ইউটিউব চ্যানেলটি তৈরি করবেন তখন সেটা নিজের business বা product এর নামের উপর ভিত্তি করে দিবেন। চ্যানেলের নাম এমন নির্বচন করবেন যেন যেকেউ দেখে বুঝতে পারে কি বিষয়ে ভিডিও এখানে পাবলিশ করা হবে।

সব সময় চেষ্টা করবেন চ্যানেল নাম নিজের business বা product এর নামে ব্যবহার করার জন্য। এতে মানুষরা সহজে চ্যানেলের নাম দেখে বিসনেস এর এর ব্যাপারে বুঝতে পারবে।

৩. Create videos related to your business
নিজের একটি চ্যানেল তৈরি করার পরে আপনাকে ব্যবসার প্রডাক্ট এর সাথে মিল রেখে সুন্দর আকর্ষণীয় ভিডিও তৈরি করতে হবে।

মনে করুন, আপনার একটি application রয়েছে। যেটার মাধ্যমে online cab booking করা যাবে। এবার আপনাকে এমন একটি ভিডিও তৈরি করতে হবে, যেখানে আপনি application সম্পর্কে সকল তথ্য বুঝিয়ে ভিডিওতে বলতে পারেন।

মনে রাখবেন, ভিডিও দেখে মানুষরা যেন বিরক্ত না হয় সেরকম video content তৈরি করতে হবে। আপনি এই রকমের ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা আপনার সৃজনশীলতার উপর নির্ভর করবে। তাছাড়া ভিডিও কেমন ছোট নাকি বড় হবে সেটাও আপনার নিজের উপর নির্ভর করবে।

মনে রাখবেন, কম সময়ের ভিডিও মানে ছোট ভিডিও গুলো ইউটিউব মার্কেটিং করার জন্য অধিক লাভজনক।

৪. ভিডিও গুলো SEO র জন্য optimization করুন
আপনার ভিডিও গুলোতে Google search এবং YouTube search থেকে প্রচুর পরিমানে organic traffic পাওয়ার জন্য SEO করতে হবে। কীওয়ার্ড রিচার্স করে ভিডিওতে ট্যাগ (tag) বসাতে হবে। কিভাবে সহজে YouTube SEO করবেন সেটা জানতে লিংকে যান।
৫. ভিডিও গুলো ইউটিউবের মাধ্যমে প্রোমোট (promote) করুন।
আপনি যদি ইউটিউব এসইও করেন তাহালে সার্চ ইঞ্জিন থেকে প্রচুর পরিমানে views বা traffic আসার সুযোগ থাকবে। তবে, search engine থেকে ট্রাফিক পাওয়ার পাশাপাশি আমরা ভিডিও গুলো প্রোমোট (promote) করতে পারি।

যেমন- Facebook, Twitter ইত্যাদি সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা প্রোমোট করতে পারি। এই সকল সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ ইউজার সব সময় এক্টিভ থাকে। সেখানে আপনি নিজের business বা product এর নামে একটি profile তৈরি করে ভিডিও লিংক সেখানে শেয়ার করতে পারেন।

৬. YouTube ads ব্যবহার করা
আপনি যদি কম সময়ে নিজের ব্যবসা বা প্রডাক্ট গুলোকে অনলাইনে ইউটিউবে মার্কেটিং করতে চাচ্ছেন তাহালে google ads বা YouTube ads ব্যবহার করুন। google বা YouTube ads সার্ভিস ব্যবহার করে অনেক কম খরচে লক্ষ্যবস্তু ভিডিও ভিউস পেয়ে যাবেন।

এর মাধ্যমে আপনার ভিডিও গুলোকে অন্য ভিডিওর সাথে জড়িত ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন হিসাবে দেখাবে। ভিডিও বিজ্ঞাপনে আপনার ভিডিও গুলো যখন ৩০ সেকেন্ড দেখাবে তখন আপনার কাছ থেকে টাকা কেটে নেওয়া হবে।

আপনারা হয়তো লক্ষ করেছেন যখন ইউটিউকে যেকোনো ভিডিও দেখেন তখন ভিডিও শুরুতে বা মধ্যে বিজ্ঞাপন দেখায়। এভাবে আপনার ব্যবসার বিজ্ঞাপন একই ভাবে দেখাতে পারবেন। ইউটিউব মার্কেটিং করার ক্ষেএে এই প্রক্রিয়াটি অনেক জনপ্রিয় এবং সেরা।

⬇️YouTube marketing করে সুবিধা বা লাভ কি?

ইউটিউব মার্কেটিং কি এবং কিভাবে ইউটিউব মার্কেটিং করবেন এই বিষয়ে সম্পর্ন বিষয়টা আপনাদের বললাম। তাহালে চলুন এবার জেনে আসি ইউটিউব মার্কেটিং এর লাভ ও সুবিধা গুলো কি কি?

⬇️7 Benefits of YouTube marketing

★সব সময় নতুন নতুন গ্রহক (customers) বা ভিউস (views) পাওয়ার সুযোগ পাবেন।

★YouTube এ আপলোড করা ভিডিও গুলোতে google search থেকে প্রচুর পরিমানে ইউজার আসতে থাকবে।

★এর মাধ্যমে আপনি নিজের ব্যবসাকে আন্তর্জাতিক ভাবে মার্কেটিং করতে পারবেন।

★সহজে Google ads এবং YouTube ads এর মাধ্যমে লক্ষ্যবস্তু গ্রহক পেয়ে যাবেন।

★বর্তমানে ইন্টারনেটে ভিডিও কন্টেন্ট এর জনপ্রিয়তা বেশি, সেকারণে ভিডিও মার্কেটিং করাটা অনেক লাভজনক।

★YouTube এর মাধ্যমে অনেক সহজে নিজেই মার্কেটিং করতে পারবন।

★নিজের চ্যানেলে যদি স্থায়ী ভাবে subscribers অর্জন করতে পারেন তাহালে ভবিষ্যৎ তারা আপনার চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে থাকবে। এভাবে আপনার ভালো একটি বড় audience base তৈরি হয়ে যাবে।

তাহালে বুঝতে পারছেন ইউটিউব মার্কেটিং লাভ ও সুবিধা গুলো কি কি। এছাড়া আরো অনেক লাভ রয়েছে এই ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়াতে। আপনি যখন অনলাইন ভিডিও মার্কেটিং এর প্রক্রিয়া শুরু করবেন তখন নিজে থেকেই প্রতিটা লাভ ও সুবিধা গুলো বুঝতে পারবেন।

26/07/2021

Good Night 🥱🙆‍♂️

18/07/2021

টিপস গুলো সবসময় লাগবেইঃ

👉বমি বমি ভাব হচ্ছে?
চোখ বন্ধ করে,অন্ধকার রুমে শুয়ে থাকুন কিছুক্ষণ,কিছুটা লেবু খেতে পারেন।

👉প্রস্রাবে জ্বালাপোড়া করছে?
২.৫-৩ লিটার পানি খান।প্রস্রাব আটকে রাখবেন না।ডায়াবেটিস হয়েছে কিনা চেক করুন।

👉হেঁচকি উঠেছে?
১-২ গ্লাস পানি খেয়ে ফেলুন কিংবা ২০-৩০ সেকেন্ড শ্বাস নেয়া বন্ধ রাখুন।

👉কোষ্ঠকাঠিন্য হচ্ছে?
২.৫-৩ লিটার পানি ও প্রচুর শাকসবজি খান,খাবারের পর ৩০-৪০ মিনিট হাঁটুন।

👉পা ফুলে গেছে?
রাতে ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ রেখে ঘুমান।তাতে পায়ের ফোলা কমবে।

👉ঘাড়ে ব্যথা?ঘাড় কামড়ায়?
নরম বালিশ ও নরম বিছানা পরিহার করুন।গরম পানির ব্যাগ দিয়ে সেক দিন।

👉হাটতে সমস্যা নেই,হাটতেও ভাল লাগে?
হাটুন,হোক সেটা ১-২ ঘন্টা কিংবা ৩০মিনিট।

👉গাড়ীতে চড়লে বমি হয়?
গাড়ী চড়ার সময় কোন লেখা পড়বেন না।মোবাইলে চ্যাট করবেন না যা আপনার মোশন সিকনেসকে উদ্রেক করবে।

👉হঠাৎ পায়ের গোড়ালি মচকে গেছে?
বরফের সেক দিন এবং পায়ের নিচে বালিশ রেখে সোজা হয়ে শুয়ে থাকুন।

👉করেন তো?

প্রাথমিকভাবে এসব করেও কাজ না হলে তারপর ডাক্তার দেখান।

Dr.Mahmudul Islam Chowdhury
MBBS, BCS Health.
Medical Officer
Chattogram General Hospital.

09/07/2021

😍😍🤗
freelancing

.‘সাদিও মানে’ - তিনি একজন মুসলিম ফুটবলার! তিনি বলেন, আমি ৭ বছর বয়সে গ্রামের মাঠে ফুটবল খেলছিলাম, আমার ভাই আমার কাছে দৌঁড়...
02/07/2021

.
‘সাদিও মানে’ - তিনি একজন মুসলিম ফুটবলার! তিনি বলেন, আমি ৭ বছর বয়সে গ্রামের মাঠে ফুটবল খেলছিলাম, আমার ভাই আমার কাছে দৌঁড়ে এসে বলল বাবা মারা গেছেন!

বাবার শুধু পেটে ব্যাথা ছিল যেহেতু আমাদের গ্রামে হাসপাতাল ছিল না, তাই তাকে অন্য গ্রামে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়েছিল এবং সেখানেই তিনি মারা যান। তাই আমি নিয়ত করেছি যে সেনেগালের প্রতিটি দরিদ্র এলাকায় আমি হাসপাতাল এবং মসজিদ তৈরি করব। এবং তা অামি বাস্তবে রূপান্তিত করেছি।

তার গ্রামে একটি মূল্যবান স্কুল তৈরি করেছিলেন £ ২৭০,০০০ দিয়ে। তিনি প্রতিটি পরিবারকে ৭০ ডলার করে দেয় এবং তার গ্রামের বাচ্চাদের জন্য বিনামূল্যে পোশাক সরবরাহ করে দিয়েছেন।

এখন তিনি সেনেগালের করো’না ভা’ইরাস লড়াইয়ে জাতীয় কমিটিতে ৪৫,০০০ ডলার অনুদান দিয়েছেন। তিনি তার আয় থেকে বেশিরভাগ সময় দরিদ্র পরিবারগুলির সাথে তাদের উৎসাহিত করতে ব্যয় করেন।

লোকের কটুক্তিতে তুমি ধৈর্য্য ধারন কর এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলো।আল মুযযাম্মিল (আয়াত ১০)
29/06/2021

লোকের কটুক্তিতে তুমি ধৈর্য্য ধারন কর এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলো।

আল মুযযাম্মিল (আয়াত ১০)

কেন আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন?আপনার যদি কোনও ব্যবসা, সংস্থা বা প্রতিষ্ঠান থেকে থাকে এবং আপনার ব্র্যান্ডকে আরও সম্প্র...
28/06/2021

কেন আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন?

আপনার যদি কোনও ব্যবসা, সংস্থা বা প্রতিষ্ঠান থেকে থাকে এবং আপনার ব্র্যান্ডকে আরও সম্প্রসারিত করার আগ্রহ থাকে তবে আপনার অবশ্যই একটি ওয়েবসাইট থাকতে হবে।

আপনার ব্যবসায়ী বা সার্ভিস রিলেটেড একটি ওয়েবসাইট থাকলে আপনার সম্ভাব্য গ্রাহকরা অনলাইনে আপনার এবং আপনার কোনও পণ্য সম্পর্কে সহজেই জানতে পারবেন। আপনি যদি ভালো নেটওয়ার্কিং এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটাতে পারেন, তবে তারা আপনার ওয়েবসাইটটি দেখতে চাইতে পারে।

এছাড়াও এখনকার সময়ে একটি ওয়েবসাইট থাকা মানে ওই ব্যবসার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরেকটু বৃদ্ধি পাওয়া। অনলাইনের এই যুগে মানুষ কোন সার্ভিস নেয়ার আগেই ওই সার্ভিসটি সম্পর্কে ইন্টারনেটে একবার সার্চ করে নেয়। আর তখন যদি আপনার ওয়েবসাইটটি তাদের সামনে চলে আসে তাহলে খুব সহজেই আপনার দেয়া সার্ভিস সম্পর্কে তারা জানতে পারবে। যা আপার ব্যবসার প্রসারের জন্য অনেকটা ইতিবাচক।

এখন একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাস্টমারের যেকোন অনুসন্ধানের উত্তর সহজে দিতে পারেন। পাশপাশি কাস্টমারের কোন পরামর্শ থাকলে সেটিও জেনে নিতে পারেন। ওয়েবসাইটে আপনার ব্যবসায়ী কর্মকাণ্ডের বিভিন্ন নতুন খবর আপডেট করতে পারবেন। এর ফলে আপনার ক্রেতারা সব সময়ই আপনার ব্যবসা সংক্রান্ত সর্বশেষ তথ্যের সাথে নিজেকে হালনাগাদ করে নিতে পারবে। অতএব ওয়েবসাইটের মাধ্যমে আপনি আধুনিক সময়ে আধুনিক সেবা কাস্টমারকে দিতে পারছেন। যা অফলাইনে কখনোই সম্ভব না।

কেউই রাত তিনটায় কাজ বা ব্যবসা করতে চায় না, তবে আমাদের কেউ কেউ উক্ত সময়ে কেনাকাটা করতে পছন্দ করে থাকেন। আপনার ওয়েবসাইট থাকা মানে কিন্তু আপনাকে উক্ত সময়ে অনলাইনে উপস্থিত থাকতে হবে এমনটা কিন্তু নয়। কোনও ব্যবসার ওয়েবসাইট বা ই-কমার্স স্টোর থাকা মানে আপনি যে কোনও সময়ে পণ্য বিক্রি করতে পারবেন – কেবলমাত্র ১০ টা থেকে ৬ টার মধ্যে সময়টা সীমাবদ্ধ নয়। গ্রাহক তার সুবিধাজনক সময়ে কেনা-কাটা করতে পারবে, যখন ইচ্ছা তখন।

বর্তমান সময়ে ক্রেতাদের একটি বড় সংখ্যা যেকোনো কেনাকাটা করার আগে অনলাইনে গবেষণা করে থাকেন। এর অর্থ হল তারা Google এ যান এবং এক বা একাধিক কীওয়ার্ড টাইপ করেন। যেমন “baby food”। তখন Google তাদেরকে অসংখ্য অপশন দিয়ে থাকে তার পছন্দ অনুযায়ী বেছে নেয়ার। আর এটা সম্ভব হচ্ছে, কারন Google সার্চ ইঞ্জিন পেজে আগেই উক্ত বিষয়ে বিস্তারিত আপডেট করা হয়েছে কোন ওয়েবসাইট থেকে। আর আপনার যদি একটি ওয়েবসাইট না থাকে, তাহলে এটি কখনোই করা সম্ভব না।

অনেকে মনে করে একটি ওয়েবসাইট তৈরি করা অনেক খরচের ব্যপার। এ কথাটি কয়েক বছর আগে সঠিক হলেও এখন আপনি তুলনামূলক কম খরচে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন।
Coppy:AR Manik sir✍😍

বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছেন।খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে ৫ ডলার বকশিস দিলেন! বকশিস পেয়ে ওয়েটার বিল গেটস এর দ...
27/06/2021

বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছেন।
খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে
৫ ডলার বকশিস দিলেন!

বকশিস পেয়ে ওয়েটার বিল গেটস এর দিকে
হা করে তাকিয়ে রইল!

ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করলেন "কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছ কেন?

ওয়েটার বলল "স্যার গতকাল আপনার মেয়ে
এইখানে নাস্তা করার পর আমাকে ১০০ ডলার
বকশিস দিয়েছেন আর আপনি তার বাবা এবং
এত বড় ধনী হয়ে আমাকে মাত্র ৫ ডলার দিলেন?"

বিল গেটস হেসে ওয়েটারকে বললেন
"সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের মেয়ে আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে"।

কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না!
অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক।

#সংগৃহীত

🤗😊
27/06/2021

🤗😊

15/06/2021

Address


Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Jahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Jahid Hasan:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share