NFSC-Keraniganj Bookzone

  • Home
  • NFSC-Keraniganj Bookzone

NFSC-Keraniganj Bookzone বাংলাদেশের সর্বপ্রথম (কালেক্টর'স এডি?

13/08/2023

হবে কি?

NFSC কালেক্টর’স এডিশন: মদিনায় মুহাম্মদ (সা.)
[বছরভিত্তিক ম্যাপ ও গাইডবুক সংস্করণ]

ক: ৬০০+৬০০=১২০০ পৃষ্ঠার দুই খণ্ডের নির্মাণ!
খ: মদিনাকালীন সময়ের বছরভিত্তিক গাইডবুক!
গ: প্রতিটি যুদ্ধ ও ঘটনার গ্রাফিক্যাল ডাটা-শিট!
ঘ: নবী-জীবন সময়কালের ৫০+ থ্রিডি মডেল!
ঙ: সাথে থাকবে ১০ বছরের টাইমলাইন চার্ট!

এমন একটি নির্মাণ,
যা পৃথিবীর মানুষ একসাথে কোনোদিন দেখেনি!

ক্লাবের সাথে থাকুন;
ক্লাব অতীতে বর্তমানে ভবিষ্যতে যা যা করেছে করছে এবং করবে; একতায় সব ঐতিহাসিক হবে!

05/08/2022
05/08/2022
22/06/2022
30/04/2022
23/04/2022

Tomorrow evening 23rd April 6 pm onwards at Vilopilly samskruthi Bhavan in Trivandrum. No tickets. All are welcome! JoyGuru

20/04/2022
14/04/2022

শুভ নববর্ষ

14/04/2022
12/04/2022
08/04/2022

Dear Baul Anuragee of Kerala
I am very delighted to let you know that I will be singing in Vilopilly samskruthi bhavan in Trivandrum on 23 rd of April 6 pm. Is organised by Vilopilly samskruthi bhavan and Ekathara Kalari. Everyone is welcome, there is no ticket and seat first come first serve basis.
Thanks to Sreya Srikumar to put things together.
I am super delighted to sing in Trivandrum after a very long pause. My student Shantipriya from Kerala will join me in this concert.
See you there!
JoyGuru !

18/03/2022

ইসরায়েলি ইতিহাসবিদ ইউভাল নোয়া হারারি একজন গল্পকার তবে তিনি যে একজন উচ্চমানের চিত্রনাট্যকার তার প্রমাণ এই সেপিয়েন্স গ্রাফিক নভেল ।
তার লেখার বিষয়বস্তু স্বাধীন ইচ্ছা চেতনা ও বুদ্ধিমত্তা। "সেপিয়েন্স a brief history of humankind বইটি বিশ্বব্যাপী এ পর্যন্ত 10 মিলিয়ন কপি বিক্রি হয়েছে তিনি তার সাম্প্রতিক বইগুলোতে একটি বুদ্ধিবৃত্তিক সতর্কীকরণ মূলক বার্তা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন হোমোসেপিয়েন্স হিসেবে আমরা যাদের জানি তারা এক শতাব্দীর মধ্যে অদৃশ্য হয়ে যাবে! এবার ভাবুন!

বইটির
পেপারব্যাক লাগলে বলবেন
আমার কাছে চার-পাঁচটা এখনো অবশিষ্ট আছে!

"সেপিয়েন্স" গ্রাফিকস নভেল (দৃশ্যমান ইতিহাস) পেপারব্যাক ৫ কপি আছে।  আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন,  ধন্যবাদ।
28/10/2021

"সেপিয়েন্স" গ্রাফিকস নভেল (দৃশ্যমান ইতিহাস) পেপারব্যাক ৫ কপি আছে। আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন, ধন্যবাদ।

পারফিউম: একজন খুনীর গল্প! (পারফিউম্ড কালেক্টর’স এডিশন)[বাংলাদেশের সর্বপ্রথম সুগন্ধযুক্ত বই, সাথে একটি টুইষ্ট]মূল: প্যট্র...
16/10/2021

পারফিউম: একজন খুনীর গল্প!
(পারফিউম্ড কালেক্টর’স এডিশন)
[বাংলাদেশের সর্বপ্রথম সুগন্ধযুক্ত বই, সাথে একটি টুইষ্ট]

মূল: প্যট্রিক সাসকিন্ড
ভাবানুবাদ: ………………

*

ফ্রান্স। অষ্টদশ শতাব্দী। এসময় প্যারিসের মাছ বাজারে জন্মগ্রহণ করে একজন ক্ষুরধার প্রতিভাবান ব্যাক্তি। প্রতিভাবান হলেও তার নৃশংসতা পশুকেও হার মানায়। মানুষটির নাম জ্যাঁ ব্যাতিস্ত গ্রেনোয়ে। গল্পটি তাকে নিয়ে। গ্রেনোয়ের নৃশংসতা, অমানবিকতা ড্য সেডস, সেইন্ট জাস্ট, বুচেস বা বোনাপোর্টকেও হার মানায়। গ্রেনোয় হলো সেই মানুষ যে একটা ভিন্ন অস্ত্র দিয়ে মানবজাতিকে পদানত করতে চেয়েছিল। গ্রেনোয়ের এই অপচেষ্টার গল্প বলা হবে।

সে সময়ের প্যারিস আজকের প্যারিসের মত এত পরিস্কার সাজানো গোছানো ছিলো না। তখন প্যারিসের বাতাস ছিল দূর্গন্ধে ভরা। রাস্তায় যত্রতত্র পড়ে থাকতো ঘোড়ার লাদ। কোর্টইয়ার্ডে মানব বর্জ আর বাসাবাড়ির কোনাকানায় পাওয়া যেত মরা ইঁদুর। প্যারিসের বাসাবাড়ি আর কারখানার চিমনী দিয়ে বের হওয়া সালফারের ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হতো শহরবাসীর। অধিকাংশ বাড়ির রান্নাঘরের চুলোর পাশের দেয়াল চাপা পড়ে থাকতো চর্বির পুরু আস্তরের নীচে। গ্রাম থেকে আসা কিষাণ ও জেলেরা যত্রতত্র বসে যেত সব্জি ও মাছ নিয়ে, বিক্রির জন্য। কসাইরা যেখানে খুশি পশু কেটে মাংস বিক্রয় করতো, আসলে সে সময়ের প্যারিস ছিল একটা বড় বস্তি; দুর্গন্ধময় বস্তি!

প্রকাশিত হবে মার্চ/এপ্রিল ২০২২!

"বুদ্ধঃ গ্রাফিক গাইড" আনবক্সিং ইভেন্ট শুরুর সময়সূচীঃ ২০ সেপ্টেম্বর ২০২১1/ বাড্ডাঃ মেরুল বাড্ডা আন্তর্জাতিক বুদ্ধ বিহার।ব...
19/09/2021

"বুদ্ধঃ গ্রাফিক গাইড" আনবক্সিং ইভেন্ট শুরুর সময়সূচীঃ ২০ সেপ্টেম্বর ২০২১

1/ বাড্ডাঃ মেরুল বাড্ডা আন্তর্জাতিক বুদ্ধ বিহার।
বিকাল ৪ টা
2/ বাসাবোঃ ধর্মরাজিক বুদ্ধ বিহার।
সকাল ৯ টা
3/ মিরপুর ১৩ঃ শাক্যমুনি বৌদ্ধ বিহার
সকাল ৯ টা
৪/ কুমিল্লাঃ কুমিল্লা শালবন বৌদ্ধ বিহার
সকাল ১১ টা
৫/ জয়পুরহাটঃ পাচবিবি
দুপুর ১২ টা
৬/ চট্টগ্রামঃ চট্টগ্রাম বৌদ্ধবিহার, নন্দনকানন।
সকাল ৬ টা
৭/ রাঙ্গামাটি: রাজবন বিহার
সকাল ৬ টা
৮/ রাজশাহী- নওগা পাহাড়পুর বৌদ্ধ বিহার
সকাল ৯ টা
৯/ কক্সবাজারঃ রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার
বিকাল ৩ টা
১০/ খাগড়াছড়িঃ ধর্মপুর আর্য বনবিহার
সকাল ৮ টা
১১/ রাঙ্গামাটি: বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার
সকাল ৮ টা

18/09/2021

আমাদের ১০০১ জন বইপ্রেমী সদস্যের Not For Sale Club

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)

*

ভালোবাসা ৭১ টিভি!

*
*
*
সারাদিন চোখ রাখুন ৭১ টিভির পর্দায়!

মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর'স এডিশন (ম্যাপ সংস্করণ)মূল: ডব্লিউ. এম. ওয়াটভাষান্তর: প্রান্ত হাসান*"নট ফর সেল ক্লাব"-এর ...
14/09/2021

মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর'স এডিশন (ম্যাপ সংস্করণ)
মূল: ডব্লিউ. এম. ওয়াট
ভাষান্তর: প্রান্ত হাসান

*

"নট ফর সেল ক্লাব"-এর ৪র্থ কালেক্টর'স এডিশনের সাথে দেয়া হবে ১৯ ডলার মূল্যমানের ৭০টি স্থান/বিষয় ও সাহাবীদের বাসস্থান চিহ্নিত ৩২ ইঞ্চি মাপের "৬০০ সালের মক্কা" বাংলা ম্যাপ!

ঘোষণা আসবে ০১ অক্টোবর, ২০২১, রাত ১০. ৩৭ মিনিটে!

১ মিনিটে ক্লাব:
https://youtu.be/u_Sdneo1eok

১ ঘন্টায় ক্লাব:
https://youtu.be/Mu0MVmzYMxs

যদি মৃত্যু না হতো****************যদি এমন হয় যে 'আমার' মৃত্যু হবে না, বা 'আমি' অমর তাহলে কি হবে ।আলেকজান্ডার চেয়েছিল অমর ...
14/09/2021

যদি মৃত্যু না হতো
****************
যদি এমন হয় যে 'আমার' মৃত্যু হবে না, বা 'আমি' অমর তাহলে কি হবে ।

আলেকজান্ডার চেয়েছিল অমর হতে । তাই সে ভারতে এসেছিল অমরত্বের সন্ধানে । অনেক খোঁজাখুঁজির পর এক যোগীর সন্ধান পেল । সম্রাটের আদেশ, "আমাদের সাথে এক্ষুনি যেতে হবে" । "আমি কোথাও যাই না, সম্রাটের ইচ্ছে হলে এখানে আসতে পারে", যোগী জানায় । এই কথা শুনে সৈন্যরা মূহুর্তে তরবারি বের করে ও বলে চল নাহলে তোমার মুন্ডু নিয়ে যাব । যোগী নির্বিকার, হাসল, বলে তাহলে তাই কর । সৈন্যরা এরকম আশ্চর্য জিনিস দেখে নি যার মৃত্যুভয় নেই । কিছুক্ষণ অবাক হয়ে তারা ফিরে গেল এবং সম্রাটকে সমস্ত জানাল । আলেকজান্ডার অগত্যা এল কারণ অমরত্ব বড় বালাই । জিজ্ঞেস করল তুমি কি আমায় অমরত্বের সন্ধান দিতে পারো? যোগী সন্ধান ও রাস্তা, দুইই দিল । সেইমত আলেকজান্ডার যাত্রা শুরু করল এবং যেমন যেমন বলেছিল যোগী তেমন তেমন মিলে গেল । শেষে সেই স্বচ্ছ জলের সরোবরের সন্ধান পেল । হাতে আঁজলা করে জল নিয়ে পান করতে যাবে, আওয়াজ এল, "খেয়ো না, খেয়ো না"! অবাক হয়ে দেখে একটা কাক, তাকে সতর্ক করছে । কাকটা বলল জানো আমার কি কষ্ট! আমি অমর । আমার মৃত্যু নেই কারণ আমি এই জল পান করেছিলাম কত হাজার বছর আগে । আমার একটুও বেঁচে থাকতে ইচ্ছে করে না । কিন্তু কি করব ! আমার সাধ, আহ্লাদ কিছু নেই ! এইভাবে বেঁচে থাকা যে কষ্ট তা কল্পনাও করতে পারবে না ! আমি সুইসাইড ও করতে পারি না ! আলেকজান্ডার কিঞ্চিত থমকে গেল । জীবনে এই প্রথম দোদন্ডপ্রতাপ ঘাবড়ে গেল, হাতের জল গলে গেল । কি একটা ভেবে প্রচন্ড ভয় পেল । উঠে দাড়াল, ধীরে ধীরে পেছন ফিরে চলে গেল ।

মৃত্যু সুন্দর, খুব সুন্দর । একটা পূর্ণ জীবন কাটিয়ে নির্দিষ্ট সময়ে পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা যে কত সুন্দর ও বাঞ্ছনীয়, তা যারা সেই সুযোগ দেরীতে পায় তারাই একমাত্র অনুভব করতে পারে । সবথেকে আনন্দের জিনিস হলো আমরা জানি যে আমাদের একদিন মৃত্যু হবে । তাই যতদিন আছি আনন্দ করে বাঁচি, এটাই আশা করা উচিত । *জীবন দীর্ঘ নয়, আনন্দের হোক* । মৃত্যু নেগেটিভ নয়, বরং অনেক বেশি পজিটিভ । যারা মৃত্যুকে রিজেক্ট করতে চায় তারা জীবনও উপভোগ করতে পারে না । মৃত্যু আছে বলেই জীবন আনন্দের । আমরা যখন পৃথিবীতে আসি তখন আধা মৃত্যু সাথে নিয়েই আসি । মানে আধা জন্ম আধা মৃত্যু । জন্ম হয় নিঃশ্বাস (inhalation) গ্রহণ দিয়ে, মৃত্যু হয় প্রশ্বাস (exhalation) ত্যাগ দিয়ে ।

অমরত্ব লাভ হোক ভাবনায়, কর্মে, অনুভবে, চেতনায়.... শরীরে নয় ।

সংগৃহীত

"বুদ্ধ" আসছে-

08/09/2021

Not For Sale Club 🤎
এক মিনিটে বুঝলে বুঝপাতা;
না বুঝলে তেজপাতা!

06/09/2021

বুদ্ধ অাসচ্ছেন নতুন রূপে পুরাতন গুণে.....

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)

*

নট ফর সেল ক্লাবের আহ্বানে
“বুদ্ধ” আসছেন মধু পূর্ণিমায়!

ভিডিও মাস্তানি: রাকিব রানা!

https://m.facebook.com/story.php?story_fbid=325766742664160&id=100871775153659
04/09/2021

https://m.facebook.com/story.php?story_fbid=325766742664160&id=100871775153659

বার্তা!

*

নতুন আগ্রহীগণ বলেন: “নট ফর সেল ক্লাব” বুঝতে ঘন্টার পর ঘন্টা সময় দেয়া সম্ভব নয়; আমরা শর্টকাটে দুনিয়া বুঝে নিতে চাই! এমন দ্রুতপাত ভক্তদের জন্য তৈরি হচ্ছে:

“১ মিনিটে NFSC” মিনিপ্যাক শ্যাম্পু!

এরপরেও যদি ক্লাবকে না বোঝেন; তবে আমরা পরমাণু পর্যায়ে চলে যাবো; মানে, কাওকে আর কিছুই বলবো না!

ক্লাবের বর্তমান পলিসি:
“একটা মুক তো, কতা কম কবা!”

১ মিনিটে NFSC আসবে ৭ দিনের মধ্যেই!

ঈভের ডায়েরি (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)মূলঃ মার্ক টোয়েনভাষান্তরঃ ফরিদ আহমেদ "এই পৃথিবীতে আমার বয়স এখন প্রা...
23/08/2021

ঈভের ডায়েরি
(কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)

মূলঃ মার্ক টোয়েন
ভাষান্তরঃ ফরিদ আহমেদ


"এই পৃথিবীতে আমার বয়স এখন প্রায় একদিন। আমার মনে হয় আমি গতকাল এখানে এসেছি। এমন মনে হওয়াটা সঠিক হবারই কথা। কারণ, গতকালের আগে যদি কোনো দিন থেকেও থাকে, আমি সেখানে ছিলাম না; থাকলে, আমার তা অবশ্যই মনে থাকতো। অথবা এমনও হতে পারে গতকালের আগের দিনটা আসলেই ছিলো। কিন্তু, আমি সেটা খেয়াল করি নাই। যাই হোক, এখন থেকে এ ব্যাপারে আমি খুব সচেতন থাকবো। যদি গত দিনের আগের দিনের কোনো স্মৃতি আমার মনে আসে, আমি সেটার বর্ণনা নিশ্চিত টুকে রাখবো। সবচেয়ে ভালো হবে টুকে রাখার বিষয়টা এখন থেকেই শুরু করলে; এতে করে ভুলে যাবার সম্ভাবনা তেমন থাকবে না। আমার কেনো যেনো মনে হচ্ছে একদিন এই বর্ণনাগুলো ভবিষ্যতের ঐতিহাসিকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।" - ঈভ

১১৫ বছর পর বাংলা ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে, "নট ফর সেল ক্লাব" থেকে, মার্ক টোয়েনের কালজয়ী রচনা "ঈভের ডায়েরি"-এর (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)! আমরা আশাবাদী প্রকাশনার জগতে এটি আরও একটি মাইলফলক হতে যাচ্ছে!

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)*সম্ভবত,বাংলাদেশের প্রতিটি বৈদ্ধধর্ম সংক্রান্ত পর্যটন কেন্দ্রের আগত দর্শকদের হাতে ...
13/08/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)

*

সম্ভবত,
বাংলাদেশের প্রতিটি বৈদ্ধধর্ম সংক্রান্ত পর্যটন কেন্দ্রের আগত দর্শকদের হাতে থাকা অনন্তযৌবনা বই হতে যাচ্ছে “বুদ্ধ: গ্রাফিক গাইড (পেপারব্যাক)। এটি আগামী ৫০ বছরে ১ কোটি সংখ্যায় ছাপা হবে……!!

কীভবে?
সেটা NFSC খুব ভালোভাবে জানে!

Not For Sale Club

26/07/2021

বইবিহীন ঘরকে আত্মাবিহীন দেহের সাথে তুলনা করা যায়। জন্ লিলি।
সচিত্র চার রংয়ের ঝকঝকে ছাপা, বিষ্ময়ে ভরপুর এক নিঃশ্বাসে পড়ার মতো বই।
আগ্রহী হলে ইনবক্সে জানান।

26/07/2021

আমার আত্মার মাঝে যে জমাটবাধা সমুদ্র, সেই সমুদ্রের বরফ ভাঙ্গার কুঠার হলো বই। -ফ্রাঞ্জ কাফ্কা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when NFSC-Keraniganj Bookzone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC-Keraniganj Bookzone:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Want your business to be the top-listed Media Company?

Share