Bank Job Preparation

  • Home
  • Bank Job Preparation

Bank Job Preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bank Job Preparation, Publisher, .

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক প্রিপারেশনঃ পর্ব ৩ঃ আজকের পর্ব ম্যাথ নিয়ে বিস্তারিতঃশুরুতেই বলি, অনেকেই বলে থাকেন, ম্যাথ ...
26/05/2022

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক প্রিপারেশনঃ
পর্ব ৩ঃ

আজকের পর্ব ম্যাথ নিয়ে বিস্তারিতঃ

শুরুতেই বলি, অনেকেই বলে থাকেন, ম্যাথ পারি না, ভালো লাগে না, ভুলে যাই ইত্যাদি ইত্যাদি। তাদের বলি, আজ থেকে এই কথা গুলো একদম ভুলে যান। এই যুগে এসে আপনি যদি এসব বলেন, তাহলে আপনি নিজেই অনেক অনেক পিছিয়ে যাবেন। আজকে ম্যাথ নিয়ে বিস্তারিত বলছি। শুরুতেই বলি, আপনাদের ম্যাথের জন্য ৩ টা বই হলেই হবে।

১.Khairul's Advanced Bank Math
২.Khairul's Bank math written
৩. GRE Big Book

মনে রাখবেন, "First step of anything is very difficult." ম্যাথ প্রিপারেশনের ক্ষেত্রে আপনি প্রিলি ও রিটেন একসাথেই নিতে পারবেন। শুরুতে একটু সময় লাগবে কিন্তু আপনার ভিত্তি অনেক শক্ত হবে। এখানে ছোট্ট একটা স্ট্র‍্যাটেজি আছে। আপনি বইটার একদম শুরু থেকেই ম্যাথ করবেন। প্রথমবার করার সকয়, যেই ম্যাথে আপনি আটকে যাবেন সেটা একটানা ৩ বার করবেন। দেখবেন ম্যাথ আপনার কাছে সহজ হবেই। প্রতিদিন কমপক্ষে ১ ঘন্টা ম্যাথের জন্য বরাদ্দ রাখবেন। এখানে কোনো ছাড় নয়। আর সপ্তাহে ১ দিন পুরোটা। যদি সম্ভব হয় ২ দিন। এভাবে প্রাকটিস করলে প্রথমবার শেষ করতে আপনার প্রায় সাড়ে ৩ মাস লাগবে। কিন্তু আপনি ম্যাথ শিখতে পারবেন নিজেই। এরপর দ্বিতীয়বার প্রাকটিসের সময় একজাতীয় ম্যাথ গুলো ১ টা করবেন বাকি গুলো জাস্ট চোখ বুলিয়ে দেখে যাবেন। তখন ম্যাথ বই শেষ করতে আপনার সময় লাগবে ২ মাস।

পরবর্তী টপিক ইংরেজি
ধন্যবাদ সবাইকে।।

আসিফ আহমেদ
সহকারী পরিচালক
মনিটারি পলিসি ডিপার্টমেন্ট
বাংলাদেশ ব্যাংক

BB AD Course
BOOKLIST
Written Math:
Rahat Sir's Special Math List
Jafor Iqbal Ansary/ Khairul Advance (Any)
Aggarwal
Previous faculty Exams
Preli Math:
Khairul Bank Math
Aggarwal
Previous faculty Exams
Preli English:
Master English/Cliffs TOEFL
Written English:
ব্যাংক ভোকাবুলারি -রিসেন্ট পাবলিকেশন্স
ব্যাংক রিটেন প্রশ্ন ব্যাংক
প্রথম আলো- (ব্যবসা ও বানিজ্য,সম্পাদকীয় এবং আন্তর্জাতিক পেইজ নিয়মিত পড়া)
The Daily Star থেকে Opinion পেইজ থেকে যে কোন একটা আর্টিকেল প্রতিদিন পড়া।
Bank GK:
BCS Notes
Previous year questions
Govt. Bank Job Solution Magic publication
Google.com
Banking Terms
Recent and international
Bank Computer/ICT:
Previous year question
Dream IT job solution
Computer Awareness
HSC Academic ICT notes (selfmade)
Bank Bangla:
Previous year questions
SSC Bangla Board boi
HAYAT MA'MUD BANGLA 2ND
BCS BANGLA Literature

For Viva voce document
24/01/2022

For Viva voce document

18/01/2022

যেভাবে পড়লে এক পড়া দিয়ে সকল ফ্যাকাল্টির ব্যাংক প্রিলি পাশ করবেনঃ
বাংলাঃ MP3 বাংলা বা অগ্রদূত বাংলা বা Crack the previous question বই থেকে সকল বাংলা MCQ গুলো পড়ে ফেলুন। পরীক্ষায় আপনার থেকে বেশি কেউ পারবে না।
ম্যাথঃ সরকারি- বেসরকারি ব্যাংকের বিগত বছরের সকল পদের MCQ ম্যাথ গুলো আসতে আসতে করতে থাকেন। এতে পরীক্ষায় অনেক ম্যাথ কমন পাবেন এবং কমন না পেলেও ভালোই পারফর্ম করতে পারবেন।
ইংরেজিঃ যদি আপনি ইংরেজিতে দূর্বল হোন তাহলে সরকারি- বেসরকারি ব্যাংকের সকল ফ্যাকাল্টির বিগত বছরের MCQ English গুলো ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়েন। এতে পরীক্ষায় যা পারবেন সেটাই আলহামদুলিল্লাহ বলবেন।
কম্পিউটারঃ সরকারি- বেসরকারি ব্যাংক, বিসিএসসহ সকল পরীক্ষার বিগত বছরের Computer MCQ পড়বেন এবং Examveda website থেকে প্রতিটি অধ্যায়ের ১-৩ সেকশন পড়বেন। এতে যা পারবেন তাতেই আলহামদুলিল্লাহ বলবেন। দুনিয়ার সব পড়া যায় নাকি??
জিকেঃ MP3 বা Crack the previous question বই থেকে সকল GK MCQ গুলো পড়ে ফেলুন এবং সেই সাথে সাম্প্রতিক ঘটনাবলী পড়েন, পরীক্ষায় আপনার থেকে বেশি কেউ পারবে না।
ধন্যবাদ


ব্যাংক কার্ড : ATM Card, Credit Card; Debit Card;Smart Card ;VISA Card ; Master Card সংক্রান্ত ভাইভা মুখী কিছু প্রশ্নের উত্তর :

১। ATM Card কি?
উ: ATM কার্ড হলাে ‘automated teller machine card’, যাকে প্লাষ্টিক কার্ড বলা যায় এবং যার মাধ্যমে ব্যাংকের ATM বুথ থেকে অর্থ উত্তোলন ও জমা দেয়া সম্ভব।

২। ATM Card এর মূল সুবিধা কি?
উ: ATM কার্ডের মূল সুবিধা হলাে- দেশের যে কোনাে স্থানের ATM বুথ থেকে যে কোনাে সময় প্রয়ােজনীয় অর্থ উত্তোলন করা যায়। এ ছাড়াও ATM বুথে জমা করা যায়।
[বিকল্প উ: ATM কার্ড হলাে এক ধরণের প্লাস্টিক কার্ড, যা Automated Teller Machine থেকে অর্থ উত্তোলন ও হিসাব-তথ্য জানার মাধ্যম হিসাবে
ব্যবহৃত হয়। ATM বুথে গ্রাহকরা ২৪ ঘন্টা নির্দিষ্ট কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন, জমা, স্থানান্তর ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারে। ]

৩। Credit card কি?
উ: ব্যাংক কর্তৃক সরবরাহকৃত এক ধরণের প্লাস্টিক কার্ডকে ক্রেডিট কার্ড বলে, যা ব্যবহার করে গ্রাহক নির্দিষ্ট সময় মেয়াদে নির্দিষ্ট পরিমাণ বাড়তি ঋণ (অর্থ) সুবিধা গ্রহণ করতে পারে । গ্রাহকরা এই কার্ডের মাধ্যমে বিভিন্ন বিপনী বিতানে পণ্য ক্রয়ে সুবিধা পায়।
[বিকল্প উ: ক্রেডিট কার্ড হলাে এক ধরণের প্লাস্টিক কার্ড যার মাধ্যমে গ্রাহক তাৎক্ষনিক বিল/পাওনা পরিশােধ করতে পারে।]

৪। কতিপয় ক্রেডিট কার্ডের নাম উল্লেখ কর।
উ: বিশ্বের উল্লেখযোগ্য ক্রেডিট কার্ড হলো: VISA Card, Master Card, Gold Card, Platinum Card,Titanium Card, American Express Credit Card ইত্যাদি ।

৫। Credit Card এর মর্যাদাভিত্তিক শ্রেণীকরণ নির্দেশ কর।
উ: নিম্নে সাধারণ Credit Card থেকে শুরু করে সর্বাধিক মর্যাদা সম্পন্ন Credit Card এর নাম উল্লেখ করা হলাে: (১) Standard Card; এটি হল সাধারণ Basic card, (২) Classic Card: যুক্তরাষ্ট্রের VISA কর্তৃক ইস্যুকৃত Standard Card, (৩) Gold Card/Executive Card: Standard Card এর তুলনায় এই কার্ডের কর্জসীমা উচ্চতর, (৪) Platinum Card: Gold Card এর তুলনায় এই কার্ডের কর্জসীমা উচ্চতর, (৫) Titanium Card: Platinum Card এর তুলনায় এই কার্ডের কর্জসীমা উচ্চতর ।

৬। Credit Card এর সুবিধা কি কি?
উ: Credit Card এর মাধ্যমে বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়ের মূল্য পরিশােধ করা যায়। সেই সাথে ক্রেডিট কার্ডের আরও কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। যেমন- হােটেল ভাড়া ডিসকাউন্ট, বিমান ভাড়া ডিসকাউন্ট, বিশ্বব্যাপী টেলিফোন চার্জের ডিসকাউন্ট, দূর্ঘটনা বীমা সুবিধা, দূর্ঘটনাজনিত মৃত্যুর কারণে কর্জ (ধার) মওকুফ, গৃহস্থালী বীমা ইত্যাদি সুবিধা Credit Card যাদের আছে, তারা পেয়ে থাকেন। Credit Card ব্যক্তির identity card হিসাবেও ব্যবহার করা যায়।

৭। বিশ্বে প্রথম ক্রেডিট কার্ড কত সালে চালু হয়?
উ: ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রে ১ম ক্রেডিট কার্ড চালু করা হয় । তখন ক্রেডিট কার্ডকে চার্জ কার্ড বলা হত। The Diners Club ১ম এই চার্জ কার্ড প্রবর্তন করেছিল।

৮। বিশ্বের জনপ্রিয় ক্রেডিট কার্ড কোনটি?
উ: বিশ্বে জনপ্রিয় Card হলাে American Express Credit Card। এই কার্ড জনগণের কাছে খুবই জনপ্রিয়।

৯। Debit card কি?
উ: ডেবিট কার্ড হলো চুম্বক সহ এক ধরণের প্লাস্টিক কার্ড, যা ব্যাংকের আমানতকারীর হিসাবের বিপরীতে ইস্যু করা হয় এবং তা ব্যাংক -চেক বা নগদের মতোই কাজ করে। তাই ডেবিট কার্ড কে চেক-কার্ড বা ক্যাশ কার্ডও বলা হয়। এই কার্ড দেখতে ক্রেডিট কার্ড এর অনুরূপ।

১০। সবাই কি ডেবিট কার্ড পেতে পারে ?
উ: ডেবিট কার্ড সবাই কে ব্যাংক প্রদান করে না। ডেবিট কার্ড পেতে পলে গ্রাহককে ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হতে পারে । অর্থাৎ যাদের একাউন্ট-এ সেই পর্যাপ্ত অর্থ থাকে না, তাঁরা ডেবিট কার্ড পাওয়ার যোগ্য নাও হতে পারেন।

১১। স্মার্ট কার্ড(Smart Card) কি?
উ: ইলেকট্রনিক ব্যাংকিং অন্যতম অবদান হলাে স্মার্ট কার্ড- এর প্রয়ােগ। চুম্বক লাগানাে সাংকেতিক নম্বরসহ একধরণের প্লাস্টিক কার্ডকে স্মার্ট কার্ড বলে। এর মাধ্যমে অর্থ উত্তোলন, স্থানান্তর এবং জমা প্রদানের কার্যক্রম পরিচালনা করা যায়। স্মার্ট কার্ডকে অগ্রিম পরিশােধিত ডেবিট কার্ডও বলা হয়। গ্রাহক তার হিসাবের টাকা স্মার্ট কার্ড এর মাধ্যমে প্রয়ােজন অনুযায়ি উত্তোলন ও স্থানান্তর করতে পারে। নগদ অর্থ বহনের পরিবর্তে স্মার্ট কার্ড বহন অধিক নিরাপদ। তাই স্মার্ট কার্ড-এর ব্যবহার দিন দিন বাড়ছে।

১২। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে মৌলিক পার্থক্য কি?
উ: ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে মৌলিক পার্থক্য হলাে- ক্রেডিট কার্ড দ্বারা পরবর্তীতে পরিশােধ (pay later) পরিচালিত হয়, কিন্তু ডেবিট কার্ড দ্বারা তাৎক্ষণিক পরিশােধ (pay now) সম্পন্ন হয়। ডেবিট কার্ড সাধারণত: দেশের অভ্যন্তরে নির্দিষ্ট স্থানে সক্রিয় থাকে। অপরদিকে ক্রেডিট কার্ড -এর আওতা বড়। এর দ্বারা ডেবিট কার্ড এর তুলনায় বেশি পরিমাণ পাওনা পরিশােধ করা যায় । ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ অনুমােদিত হওয়ায় তার কার্যক্ষমতা বেশি।

১৩। ডেবিট কার্ড কেন বেশি ব্যবহৃত হয়?
উ: ক্যাশ ঝুঁকি এড়ানাের জন্য ডেবিট কার্ড বেশি ব্যবহৃত হয়।

১৪। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে কোনটিতে অমিতব্যয়িতার আশংকা বেশি থাকে?
উ: Debit Card নিজস্ব ব্যাংক একাউন্টের টাকাই কেবল ব্যবহার করতে পারে, ফলে অমিতব্যয়ী হওয়ার সুযােগ কম। কিন্তু Credit Card এর মাধ্যমে অযথা ব্যয়ের প্রবণতা বাড়ে। যুক্তরাষ্ট্রে ইতোপূর্বে দৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ের প্রধান একটি কারণ হল ক্রেডিট কার্ডের যথেচ্ছা ব্যবহার বা অপ-প্রয়ােগ।

১৫। VISA কাৰ্ড কি ?
উ: বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক VISA এর প্রচলন আছে। USA তে VISA কাৰ্ডধারী ব্যক্তি Master Card এর অনুরূপ নির্দিষ্ট সীমা পর্যন্ত অর্থ কর্জ / ধার নিতে পারেন এবং মাসান্তে তা সুদসহ পরিশোধ করতে পারেন।

১৬। Master Card কি?
উ: সারা বিশ্বে/ আন্তর্জাতিক অঙ্গনে যেসব ক্রেডিট কার্ডের ভিত্তিতে লেনদেন পরিচালিত হয়, তাদেরকে Master Card International এবং VISA Card বলা যায়। সারা বিশ্বে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এসব কার্ড বন্টন করা হয়। এসব কার্ডধারী ব্যক্তি নির্দিষ্ট সীমা পর্যন্ত অর্থ ধার (borrow) করতে পারেন । আর সেই কর্জ বাবদ সুদসহ মূল টাকা মাসান্তে পরিশােধও করতে পারেন ।

দ্রষ্টব্য: আগামী দিন পোস্ট করা হবে - সবুজ ব্যাংকিং / গ্রীণ ব্যাংকিং(Green Banking) সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো।

ধন্যবাদ
মনতোষ চক্রবর্তী।❣️❣️

Jafar Iqbal Ansary
Senior Officer
Karmasangsthan Bank

♥ #৫০টি_আন্তর্জাতিক_সংস্থার_সদর_দপ্তরের_নামচাকরি পেতে হলে জানতে হবে। শেয়ার করে রাখুন।*১।UNDP এর সদর দপ্তর কোথায়?*☞ নিউই...
23/12/2021

♥ #৫০টি_আন্তর্জাতিক_সংস্থার_সদর_দপ্তরের_নাম

চাকরি পেতে হলে জানতে হবে। শেয়ার করে রাখুন।

*১।UNDP এর সদর দপ্তর কোথায়?*
☞ নিউইয়র্ক
২। জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
☞ নিউইয়র্ক।
৩। C I A এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
☞ ভার্জিনিয়া।
৪। OIC এর সদর দফতর অবস্থিত-
☞ জেদ্দা
৫। IRRI-এর সদর দপ্তর কোন দেশে
অবস্থিত?
☞ ফিলিপাইন (লস ব্যানোস)
৬। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
☞ নেপালে (কাঠমুন্ড)
৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর
কোথায় অবস্থিত ?
☞ ব্রাসেলস
৮। NATO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
☞ ব্রাসেলস
৯। ‘UNESCO’ এর সদর দপ্তর কোথায়
অবস্থিত ?
☞ প্যারিসে।
*১০। WIPO এর সদর দপ্তর কোথায়?*
☞ জেনেভা।
*১১।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের*
সদর দপ্তর
অবস্থিত কোথায়?
☞ বার্লিন,জার্মানি।
১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর
কোথায়?
☞ জেনেভা।
১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর যে
শহরে
অবস্থিত –
☞ ম্যানিলা
১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর
যে শহরে
অবস্থিত –
☞ জেদ্দা
১৫। World Bank এর সদর দপ্তর কোথায়?
☞ ওয়াশিংটন
১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর
কোথায়?
☞ হেগ
১৭। IMF এর সদর দপ্তর কোথায়?
☞ ওয়াশিংটন ডিসি
১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে
বলা হয় –
☞ হোয়াইট হল
১৯। PLO এর সদর দপ্তর হল
☞ রামাল্লা, ফিলিস্তিন
*২০। IAEA এর সদর দপ্তর কোথায়?*
☞ ভিয়েনা
*২১। WHO এর সদর দপ্তর কোথায়?*
☞ জেনেভা
২২। FAO এর সদর দপ্তর কোথায়?
☞ রোম
২৩। BIMSTEC এর সদর দপ্তর কোথায়?
☞ ঢাকা
২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর
কোথায়?
☞ *ঢাকা*
২৫। NAM এর সদর দপ্তর কোথায়?
☞ সদর দপ্তরবিহীন
২৬। G-8 এর সদর দপ্তর কোথায়?
☞ সদর দপ্তরবিহীন
২৭। UNIDO এর সদর দপ্তর কোথায়?
☞ ভিয়েনা
২৮। ICJ ( International Court of Justice) এর সদর
দপ্তরকোথায়?
☞ *হেগ*
২৯। OPCW (Organisation for the Prohibition of
Chemical
Weapons) এর সদর দপ্তর কোথায়?
☞ হেগ
*৩০। OPEC এর সদর দপ্তর কোথায়?*
☞ ভিয়েনা
*৩১।WTO এর সদর দপ্তর কোথায়?*
☞ জেনেভা।
৩২। WLO এর সদর দপ্তর কোথায়?
☞ জেনেভা
৩৩। ILO-এর সদর দফতর কোথায় অবস্থিত?
☞ জেনেভা।
৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর
কোথায়?
☞ নিউইয়র্ক
৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা
ইফাদ (IFAD) এর সদর
দপ্তর কোথায় অবস্থিত?
☞ রোম
৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর
সদর দপ্তর
কোথায়?
☞ লন্ডন
৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর
কোথায়?
☞ লিও
৩৮। IDA ( Int’l Development Association) এর সদর
দপ্তর
কোথায়?
☞ ওয়াশিংটন ডিসি
৩৯। UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
☞ নিউইয়র্কে
*৪০। UNCTD এর সদর দপ্তর কোথায় অবস্থিত?*
☞ জেনেভা
*৪১। ITU (Int’l Telecommunication Union) এর সদর*
দপ্তর
কোথায় অবস্থিত?
☞ জেনেভা
৪২। AFP এর সদর দপ্তর কোথায়?
☞ প্যারিস, ফ্রান্স।
৪৩। AP এর সদর দফতর কোথায়?
☞ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৪৪। রয়টার্সের সদর দপ্তর কোথায়?
☞ লন্ডন, ব্রিটেন।
৪৫। CNN (Cable News Network) এর সদর দফতর
কোথায়
অবস্থিত?
☞ আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
৪৬। কমনওয়েলথ এর সদর দফতর কোথায়
অবস্থিত?
☞ লন্ডন
৪৭। D-8 (Developing 😎 এর সদর দফতর কোথায়
অবস্থিত?
☞ ইস্তাম্বুল, তুরস্ক
৪৮UNU (United Nation University) কোথায়?
☞ টোকিও, জাপান।
*৪৯।ফিফার (FIFA) সদর দপ্তর কোথায়*
অবস্থিত?
☞ জুরিখ, সুইজারল্যান্ড
*৫০।আইসিসি এর সদর* দপ্তর কোথায়
অবস্থিত?
*☞ দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)*

23/12/2021

কনফিউজিং কিছু বই এবং লেখকের নাম
০১। একাত্তরের দিনগুলি—জাহানারা ইমাম
০২। একাত্তরের ডায়েরী—সুফিয়া কামাল
০৩। একাত্তরের ঢাকা—সেলিনা হোসেন
০৪। একাত্তরের নিশান—রাবেয়া খাতুন
০৫। একাত্তরের বর্ণমালা—এম আর আখতার মুকুল
০৬। একাত্তরের কথামালা—বেগম নুরজাহান
০৭। একাত্তরের সাহিত্য—বশির আল হেলাল
০৮। একাত্তরের বিজয়গাঁথা—মেজর রফিকুল ইসলাম
০৯। একাত্তরের যীশু—শাহরিয়ার কবির
১০। একাত্তরঃ করতলে ছিন্নমাথা—হাসান আজিজুল হক
১১। একাত্তরের রনাঙ্গন—শামসুল হুদা চৌধুরী
১২। একাত্তরের গণহত্যা—বশির আল হেলাল
১৩। একাত্তরের অগ্নিকন্যা—তুষার আব্দুল্লাহ
১৪। একাত্তরের স্মৃতিময় দিনগুলি—অধ্যাপিকা হোসনে আরা আজাদ।
১৫। একাত্তরের চিঠি ( পত্র সংকলন)—সংকলনে প্রথম আলো ও গ্রামীণফোন।
১৬। একাত্তরের পথের ধারে—শাহরিয়ার কবির
১৭। একাত্তর উপাখ্যান—সাইদ হাসান দারা
১৮। একাত্তরের নারী—মালেকা বেগম
১৯। একাত্তরের ঘাতক ও দালালরা—আজাদুর রহমান চন্দন।
২০। একাত্তরের যুদ্ধশিশু—সাজিদ হোসেন
২১। একাত্তরের স্মৃতি—বাসন্তী গুহঠাকুরতা
২২। একাত্তরের স্মৃতিচারণ—আহমেদ রেজা
২৩। একাত্তরের নয়মাস—রাবেয়া খাতুন
২৪। একাত্তরের নয়মাস—মোঃ আনোয়ারুল কাদির
২৫। একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন -আসাদুজ্জামান আসাদ।
২৬। একাত্তরের বধ্যভূমি ও গণকবর—সুকুমার বিশ্বাস
২৭। একাত্তরঃ নির্যাতনের কড়চা—আতোয়ার রহমান
২৮। একাত্তরের দুঃসহ স্মৃতি—শাহরিয়ার কবির
২৯। একাত্তরের গণহত্যা,নির্যাতন এবং যুদ্ধাপরাধীদের বিচার—শাহরিয়ার কবির
৩০। একাত্তরের ঘাতক ও দালালদের বিচার—মোস্তাক হোসেন।
৩১। সাহিত্য সংস্কৃতি জীবন—আবুল ফজল।
৩২। সাহিত্য ও সংস্কৃতি সাধানা—আবুল ফজল।
৩৩। সংস্কৃতির ভাঙ্গা সেতু—আকতারুজ্জামান ইলিয়াস।
৩৪। সংস্কৃতির চড়াই উৎরাই—শওকত ওসমান
৩৫। সংস্কৃতির সংকট—বদরুদ্দিন ওমর।
৩৬। সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা—বদরুদ্দিন ওমর
৩৭। সংস্কৃতির রূপান্তর—গোপাল হালদার।
৩৮। সংস্কৃতির কথা—মোতাহের হোসেন চৌধুরী
৩৯। সাহিত্য ও সংস্কৃতি—মো. আব্দুল হাই।
৪০। সাহিত্য সংস্কৃতি চিন্তা—আহমদ শরীফ।
৪১। অরন্য সংস্কৃতি—আবদুস সাত্তার
৪২। বামুনের মেয়ে (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪৩। বেদের মেয়ে (নাটক)—জসীমউদ্দীন
৪৪। গরীবের মেয়ে (উপন্যাস)—নজীবর রহমান
৪৫। বিশ শতকের মেয়ে (উপন্যাস)—নীলিমা ইব্রাহিম
৪৬। বেণের মেয়ে (উপন্যাস)—হরপ্রসাদ শাস্ত্রী
৪৭। ধানকন্যা (গল্পগ্রন্থ)—আলাউদ্দিন আল আজাদ
৪৮। কাশবনের কন্যা (উপন্যাস)—শামসুদ্দীন আবুল কালাম।
৪৯। কুচবরণ কন্যা (শিশুতোষ গ্রন্থ)—বন্দে আলী মিয়াঁ
৫০। বিষ কন্যা (কাব্যগ্রন্থ)—আশরাফ সিদ্দিকী
৫১। পদ্মাবতী (নাটক)—মাইকেল মধুসূদন দত্ত
৫২। পদ্মাবতী (কাব্য)—আলাওল
৫৩। পদ্মাবতী (সমালচনামূলক)—সৈয়দ আলী আহসান
৫৪। পদ্মরাগ (উপন্যাস)—বেগম রোকেয়া
৫৫। পদ্মগোখরা (গল্প)—কাজী নজরুল ইসলাম
৫৬। পদ্মা নদীর মাঝি (উপন্যাস)—মানিক বন্দ্যোপাধ্যায়
৫৭। পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস)—আবুল কালাম শামসুদ্দিন।
৫৮। পঞ্চতন্ত্র (রম্যরচনা)—সৈয়দ মুজতবা আলী
৫৯। পঞ্চভূত (রম্যরচনা)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬০। পঞ্চনারী পদ্য (কাব্য)—মীর মশাররফ হোসেন
৬১। পঞ্চশর (গল্পগ্রন্থ)—পেমেন্দ্র মিত্র
৬২। পঞ্চগ্রাম (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়। পঞ্চগ্রাম (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
৬৩। পঞ্চপুন্ডলী (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়। পঞ্চপুন্ডলী (উপন্যাস)—তারাশংকর বন্দ্যোপাধ্যায়।
৬৪। সঞ্চরণ (গবেষণামূলক গ্রন্থ)—কাজী মোতাহার হোসেন।
৬৫। সঞ্চয়িতা (কাব্য)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬৬। সঞ্চিতা (কাব্য)—কাজী নজরুল ইসলাম
৬৭। দেনা পাওনা (ছোট গল্প)—রবীন্দ্রনাথ ঠাকুর
৬৮। দেনা পাওনা (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৬৯। মরুভাস্কর (জীবনীগ্রন্থ)—মোহাম্মদ ওয়াজেদ আলী।
৭০। মরু-ভাস্কর (কাব্য)—কাজী নজরুল ইসলাম
৭১। মরুশিখা (প্রবন্ধ)—যতীন্দ্রনাথ সেনগুপ্ত
৭২। আত্মঘাতী বাঙালী (প্রবন্ধ)—নীরদচন্দ্র চৌধুরী
৭৩। ভবিষ্যতের বাঙালি (প্রবন্ধ)—এস. ওয়াজেদ আলী
৭৪। শেষ লেখা (কাব্য)—রবীন্দ্রনাথ ঠাকুর
৭৫। শেষের কবিতা (উপন্যাস)—রবীন্দ্রনাথ ঠাকুর
৭৬। শেষ প্রশ্ন (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭৭। শেষের পরিচয় (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৭৮। শেষ বিকেলের মেয়ে (উপন্যাস)—জহির রায়হান

08/08/2020

Official Page Of Sushanta Paul

02/07/2020

পোস্টটি মন দিয়ে পড়ে বুঝার চেষ্টা করবেন । অহেতুক ইনবক্সে এ টেক্সট করার দরকার নেই । আমার কোন পোস্ট প্রয়োজনীয় মনে হলে গ্রুপে সার্চ করলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ।
■■ব্যাংক প্রিলি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও কম্পিউটার ■■
একজন beginner হিসেবে নিচের প্রক্রিয়াসমূহ অনুসরণ করতে পারেন ( আমার নিজস্ব মতামতের উপর ভিত্তি করে লিখা)।
●বাংলা ●
☆প্রথমেই বিগত সালের সব বাংলা অংশ নিয়ম করে পড়বেন । একদিনে সব সলভ্ করবেন না তবে নিয়মিত দেখবেন ।
☆ এমপিথ্রি জর্জ/ অগ্রদূত/ ৯ম-১০ম ব্যাকরণ
যে কোন একটা বাংলা ব্যাকরণ উরাধুরা করে ফেলুন । অর্থাৎ যে টপিকসমুহ মুখস্থ টাইপের এগুলো যেন মাথাবন্দী থাকে আর নিয়ম সমূহ প্রতিদিন অনুশীলন করুন।
☆বি.দ্র: আপনি সম্ভব হলে ব্যাকরণ অংশ টাকে 2 ভাগে বিভক্ত করে ফেলুন-
1.ব্যাকরণ এর জটিল অঃশ।
2. ব্যাকরণ এর মুখস্থ অংশ যেমন, এককথায় প্রকাশ, বাগধারা etc.
নিয়মিত এসব দেখলে একসময় সহজে আয়ত্তে আসবে।
● English ●
☆ বিগত সালের সব ইংরেজি অংশ নিয়ম করে দেখবেন ।
☆ বিগত সালের আসা সকল Word meaning সম্বলিত একটা বই যেমন Arifur bank vocabulary অবশ্যই টেবিলে রাখবেন এবং নিয়মিত পড়বেন ।
☆ আবির হাসান বা অন্যান্য ভাই/ আপুদের দেয়া ভোভোকাবুলারি সমূহ প্রতিদিন ই কমপ্লিট করে রাখবেন ।
☆ আর্থিক সমস্যা না থাকলে The Daily Star পত্রিকা রেগুলার পরার চেষ্টা করবেন ।
☆ Toefl/Pearson /Master/ অন্য কোন বই যে টা আপনার ভাল লাগে, নিয়মিত grammar part হতে নিয়মগুলো প্রতিদিন অনুশীলন করবেন ।
☆প্রতি মাসের কারেন্ট এফেয়ার্স এ ব্যাংক ইংলিশ পার্ট টুকু ভালভাবে অবশ্যই পড়বেন ।
☆ Word meaning, Analogy, oneword substitution, synonym antonym অবশ্যই পড়তে হবে ।
ইংরেজির প্রতি যদি আপনার এলার্জি থাকে সেক্ষেত্রে একটা কথা মনে রাখবেন- Learn, Unlearn, Relearn.
●সাধারণ জ্ঞান ●
ব্যাংক প্রিলি উতরানোর জন্য সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই অংশ ভালভাবেই প্রস্তুতি গ্রহণ করবেন ।
☆ বিগত সালের সব সাধারণ জ্ঞান প্রতিদিন দেখবেন ।
☆ এমপিথ্রি জর্জ/ প্রফেসরস অথবা অন্য যে কোনো সিরিজ এর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশ টা ভালভাবে শেষ করবেন ।
☆ মানচিত্র টেবিলে অবশ্যই রাখবেন এবং বিভিন্ন দেশ, মহাসাগর, প্রণালী, রাজধানী, মুদ্রা , দেশের অবস্থান ম্যাপে মহাদেশ অনুসারে বুঝে বুঝে পড়বেন । ম্যাপ বুঝতে সমস্যা হলে expert কারও সাহায্য নিবেন ।
☆ প্রতি মাসের কারেন্ট এফেয়ার্স এ ব্যাংক এর জন্য English medium সাধারণ জ্ঞান দেয়া থাকে, এসব ভালভাবে শেষ করবেন ।
☆ প্রতি দিন নেট থেকে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান বা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা আমদানি রপ্তানি ,ক্রিকেট, ফুটবল র্যাঙ্কিংয়ের অবস্থান গুলো দেখার চেষ্টা করবেন । মনে রাখবেন সাধারণ জ্ঞান ও এক ধরনের বেসিক।
● কম্পিউটার ●
ব্যাংক প্রিলি তে এই পার্ট টুকু সহজ ও কঠিন মিলিয়ে সাধারণত প্রশ্ন করা হয় । তবে অনেকাংশে কমন পাওয়া যায় ।
☆ প্রথমেই বিগত সালের কম্পিউটার অংশ টা খুব সুন্দরভাবে পড়বেন ।
☆ কম্পিউটার বেসিক অংশ জন্য easy computer টা ভালভাবে শেষ করবেন ।
☆ প্রতি মাসের কারেন্ট এফেয়ার্স এর কম্পিউটার অংশ টা ভালভাবে পড়বেন ।
☆ যে কোন web based একটা কম্পিউটার বই অবশ্যই দেখবেন তবে পড়ার সময় নেট এ search দিয়ে কম্পিউটার এর প্রকৃত ব্যবহার সম্পর্কে জানতে পারলে ওই প্রশ্ন গুলো কখনও ভুলবেন না।
একটা কথা মনে রাখবেন, ভাগ্য হাতের রেখায় থাকে না , প্রতিটি রেখার ভাঁজে বিন্দু বিন্দু ঘামে খচিত হয় ।
পরিশ্রমীদের জন্য শুভ কামনা রইল ।
ভাল থাকবেন
Abir'S

30/12/2019

Janata Bank Officer (Cash)
Revise (AUST)
#বাংলাঃ
ভাষা, ধ্বনির পরিবর্তন, সন্ধি,
দ্বিরুক্ত শব্দ, সমাস, উপসর্গ, প্রত্যয়,
পদপ্রকরণ, সমার্থক শব্দ, বিপরীত
শব্দ, বানান শুদ্ধি, পরিভাষা,
বাক্য সংকোচন, বাগধারা।
:
Bank Job solution থেকে বিগত
বছরের প্রশ্ন পড়বেন। বিশেষ গুরুত্ব
দেবেন AUST & Bangladesh Bank।
Sentence completion : Examveda
( section 1-5)
Selecting World : IndiaBIX ( Section
-1)
Comprehension : IndiaBIX ( All
Section)
Analogy : Bangladesh Bank + AUST +
IndiaBIX
Synonyms : Examveda (Section 1-10)
Antonyms : Examveda ( Section 1-8)
Spelling : যে কোন বই থেকে বিগত
বছরের প্রশ্ন।
:
অধ্যায় ভিত্তিক প্রস্তুতিঃ
Percentage, Profit & Loss, Interest,
Ratio, Partnership, Time & Work,
Trains, Boats & streams, Cisterns,
Probability.
বিগত সালের প্রশ্ন থেকে
অনুশীলনঃ বিগত সালের প্রশ্ন
থেকে ৩/৪ টা ম্যাথ কমন পাবেন।
5 Banks officer Cash (29.03.2019)
8 Banks Senior officer(10.05.2019)
4 Banks Officer (24.05.2019)
Probashi kallyan Bank EO
(18.10.2019)
Probashi kallyan Bank EO Cash
(01.11.2019)
Rupali Bank Senior Officer
(15.11.2019)
: Examveda website থেকে
পড়বেন
Basic genaral Knowledge ( Section
1-12) ইন্ডিয়ান তথ্য বাদে পড়বেন।
World geography ( section 1-3)
World Organisations ( all section)
Environmental Science (Section 1-6)
লাস্ট চার মাসের কারেন্ট
অ্যাফেয়ার্স ।
:Examveda website
থেকে পড়বেন
Computer Fundamental (section 1-8)
Operating System ( Section 1-3)
Ms Word ( all section)
Excel ( all section)
PowerPoint ( all section)

12/11/2019

#ব্যাংক_লিখিত_প
রীক্ষার_টিপসঃ_ (যেভাবে আমি
ফলো করি)
-----------------------------------------------
#ইংলিশ_প্যাসেজঃ
-----------------------
অভিজ্ঞতা অনুযায়ী সম্পূর্ণ
প্যাসেজটি না পড়েই প্রশ্ন পড়তে
থাকবেন..."শিরোনাম" রিলেটেড
প্রশ্ন সবার শেষে দিবেন, কারন
বাকি গুলার উত্তর দেয়ার পরে
দেখবেন একটা ধারনা চলে
আসবে...
#ইংলিশ_বাংলা_Essay_writing /
:
-----------------------------------------
যেকোনো ধরণের টপিক থাকুক না
কেন, কখনই শুরুতেই গিয়ার এ চলে
যাবেন না, শুরুতেই টপিক
রিলেটেড কথা লিখবেন না...
কিছুটা তামিল মুভির মত।।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝখানে
যাই লিখেন না কেন, প্রথমার্ধ আর
শেষার্ধ সবসময় লজিকাল কথা
লিখতেই হবে মাস্ট... কিছু কথা
মুখস্ত লিখে দিবেন...
আর পাতার উপর পাতা লিখে
নিজের পরীক্ষা টা নষ্ট করবেন
না...
মার্ক্স ৩০ থাক্লেও ২তা অথবা
১পৃষ্ঠার বেশি লিখবেন না.. একই
কথা বারবার লিখবেন না...
আর focus writing এর জন্য যেই
জিনিসগুলো focus করবেন, অইগুলো
অন্য কালি দিয়ে লিখবেন..
এইখানে মুখস্ত/গদবাধা লিখলে
হবেনা, Focus points আলোচনা
করতে হবে..
#ট্রান্সলেশন_ ( / ):
-----------------------------------------
এই ক্ষেত্রে একটা ব্যাপার এপ্লাই
করা যেতে পারে... (নির্ভর করে
সময়ের উপর)... সেটা হল, এই পার্ট
টায় মার্ক কমে যায় গ্রামার ভুল
আর কাটাকাটি করার জন্য... ওই
সময় কি লিখবো না লিখবো, কোন
ওয়ার্ড আগে লিখবো কোনটা পরে
এই চিন্তা করতে করতে সময় শেষ...
এরপরে লিখার পর মনে হল, ওই
ওয়ার্ড টা আগে লিখলে আরও ভাল
হত... আর কাটাকাটি তো আছেই...
তাই এইক্ষেত্রে ঝটপট যদি এক
লাইন এক লাইন করে রাফ করে
ফেলেন তাহলে কাটাকটিও
হবেনা, কম হবে+ কোন লাইন আগে
পরে হবে বুঝতে পারবেন... আর
মনে রাখবেন এটা ভাবানুবাদ...
একদম লাইন বা লাইন অনুবাদ না
করলেও চলবে... পরীক্ষক কে
বুঝাতে পারলেই চলবে ...
আর কাটাকাটি করে সম্পূর্ণ লিখা
আর সুন্দর করে ২ লাইন লিখলে
লাভ কোনটা?
আর মনে রাখবেন ভাবানুবাদ
করতে হবে, অনুবাদ না।
#প্রতিবেদন / #বিজনেস_লেটারঃ
-------------------------
এই পার্ট গুলো সবচেয়ে সোজা
এবং মার্ক্স উঠানো সবচেয়ে
সহজ।
কিভাবে?
প্রথমেই জেনে রাখেন পরীক্ষকরা
প্রথমেই দেখে আপনার ফরম্যাটিং
(৬টা পার্ট) ঠিক আছে কিনা...
তারপর দেখবে বিষয় ঠিক আছে
কিনা... তারপর বাকিটা ...
ব্যাংক এর লিখিত পরীক্ষায়
বেশিরভাগ সময় বিজনেস লেটার
আসে ঋণ সম্পর্কিত ...
মনে রাখবেন যা বিষয় থাকবে,
সেটার বিপরিতে একটা না একটা
কারন অবশ্যই দেখাবেন... ২/৪
লাইন এর বেশি না...
সবসময়ই এক পেজ এ লিখার চেষ্টা
করবেন... আর ২ পেজ চিন্তা করলে
বাম পাশ থেকে লিখা স্টার্ট
করবেন...
এই পার্ট এর জন্য ম্যাক্সিমাম ৩/৫
মিনিট রাখবেন...বাজারে
রিসেন্ট এর একটা বই আছে, কিনে
দেখতে পারেন.. এই গ্রুপ এর ফটো
সেকসনে পাবেন
#ম্যাথঃ
------------
সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জব
ডিসাইডিং পার্ট
এই ক্ষেত্রে
> সবচেয়ে ছোট এবং জানা ম্যাথ
গুলা করে ফেলেন...
> ভুলেও কোন শর্টকাট করে
করবেন না...
> যতই রিপিট প্রশ্ন আসুক, এইখানে
মুখস্ত করে কোন ফল পাবেন না...
> ম্যাথ করার সময় পাশে পাশে
সাইড নোট দেন... (অন্য কালি
হলে বেটার)
> উত্তর আলাদা ভাবে শেষে
আবার লিখেন...
> কোনভাবেই কাটাকাটি করবেন
না বেশি...
> অর্ধেক পেজ থেকে শুরু করবেন
না...
> কোন ম্যাথ না পারলেও ওই
রিলেটেড নিয়ম অনুযায়ী কোন
কিছু করে আসবেন...
> উত্তর ফ্রেকশন আসলে অইভাবে
রেখে দেন সময় না নষ্ট করে...
> পারলে খাতার মাঝখানে ২ভাগ
করে নিবেন... এটা বুয়েট এর
নিয়মের ভিতর একটা নিয়ম...অংক
করার...
> আর ২পেজ এ করতে চাইলে বাম
পাশ থেকে স্টার্ট করবেন...
#কোন_পার্ট_আগে_দিবো ?
( #আমি_যেভাবে_লিখি )
১. প্রথমে অংক যেকোন ২টা,
এরপরে বাকিগুলা পারার মত হলেও
দিবোনা। (সময়ঃ ২০মিঃ)
২. তারপর যেকোন একটা অনুবাদ
(সময়ঃ ৫-৮মিঃ)
৩. তারপর বিজনেস লেটার (সময়ঃ
৩-৫মিঃ)
৪. তারপর ১টা অংক (সময়ঃ
১০মিঃ)
৫. তারপর আরেকটা অনুবাদ (সময়ঃ
৫-৮মিঃ)
৬. তারপর যদি পেসেজ থাকে
দিবেন (সময়ঃ ১০মিঃ)
৭. তারপর ১টা অংক (সময়ঃ
১০মিঃ)
৮. তারপর Focus/Essay যেকোন
১টা (সময়ঃ ১০-১২মিঃ)
৯. তারপর ১টা অংক (সময়ঃ
১০মিঃ)
১০. তারপর আরেকটা Focus/Essay
(সময়ঃ ১০-১২মিঃ)
মোট সময়ঃ ১১০ মিঃ এর মত.
#কেন_এভাবে_দিবেন ?
★কারন প্রথমেই যদি আপনি সব
অংক দিতে চান, তাহলে অংকের
টেনসনে বাকি পার্টগুলো খারাপ
দিয়ে ফেলবেন।
★লিখিত পরীক্ষা তড়িঘরি করে
দেয়া যাবেনা
★প্রথমেই যদি অংক বাদ দিয়ে
বাকি পার্টগুলো দিতে চান,
তাহলে আর যাই হোক লিখিত
টিকবেন না.. কারন পরে আপনি
অংক করার সময় পাবেন না, অথবা
তাড়াহুড়ায় ভুল করে দিয়ে
আসবেন। ১টা অংক অথবা কোন
অংক না করে কখনই আপনি
লিখিত তে টিকবেন না, আপনি
মুক্তিযোদ্ধার সন্তান অথবা
দেবতার সন্তান যেই হোন না
কেনো.. এই রিলেটেড যা শুনবেন,
সব গুজব.
িছু_কথাঃ
---------------------
১। উপরের সবকিছু খুব দ্রুত এবং
সময়ের ভিতরে করতে হবে...
২। যতটুক সম্ভব কাটাকাটি কম
করবেন...
৩। ভুলেও কোন পেজ খালি
রাখবেন না...খালি থাকলে কেটে
দিবেন
৪। হাতের লিখাটাও কিন্তু একটা
ফ্যাক্টর...মাথায় রাইখেন...
৫। হেডিং এর জন্য নীল কালি আর
বাকি সবকিছুর জন্য কাল কালি ...
যারা জেল পেন দিয়ে লিখবেন
হাতের লিখা সুন্দর করার জন্য,
বিশ্বাস করেন কখনই তাড়াতাড়ি
লিখতে পারবেন না...আমিও আগে
এই ভুল করেছি, এখন আপনার
ব্যাপার... নরমাল ১০ টাকা দামের
পেন সবচেয়ে বেস্ট, ধরতেও আরাম,
লিখাও তাড়াতাড়ি হবে... অন্য
গুলাতে লিখা দেরি হবে, হাত
ব্যথা করবে...
৬। লিখিত পরীক্ষা ২ ঘন্টার হয়ে
থাকে, কিন্তু আপনি বাসায় কম
করে হলেও ১০টা মডেল টেস্ট
দিবেন ১ ঘন্টা করে..
ধন্যবাদ
Rahat M Huq ( )
Senior Officer (Sonali Bank Limited)
Merit Position: 5th

25/09/2019

১। সর্বশেষ মুক্তিযোদ্ধার স্বীকৃতি
পাওয়া বীরাঙ্গনার সংখ্যা -
৩২২জন
২। বঙ্গবন্ধু সারাজীবনে
কারাগারে মোট বন্দী ছিলেন -
৪৬৮২দিন
৩। ৩০৫৩দিন হলো- বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের জেলজীবনের
উপর রচিত একটি গ্রন্থ।
৪। বাংলাদেশে আঘাতহানা
সর্বশেষ ঘূর্ণিঝড় - ফণি (৪মে,২০১৯)
৫। ভারতের লোকসভার মোট আসন-
৫৪৫টি ( নির্বাচিত আসন-৫৪৩টি;
তবে এবছর আর্থিক অনিয়মের
কারণে ১টি আসনে নির্বাচন
স্থগিত করা হয়। ফলে বাকি ৫৪২টি
আসনে নির্বাচন হয় এবং ৫৪৫টির
মধ্যে ২টি আসন রাষ্ট্রপতি কর্তৃক
সংরক্ষিত)
৬। ১৮৬৭সালে রাশিয়ার কাছ
থেকে 'আলাস্কা ' অঙ্গরাজ্যটি
ক্রয় করে- যুক্তরাষ্ট্র
৭। বিশ্বের বৃহত্তম দ্বীপ -
গ্রীনল্যান্ড
৮। সম্প্রতি কোন দেশ ডেনমার্কের
নিয়ন্ত্রণাধীন 'গ্রীনল্যান্ড'
দ্বীপটি ক্রয় করার ইচ্ছা প্রকাশ
করেছে- যুক্তরাষ্ট্র ( ডোনাল্ড
ট্রাম্প)
৯। বিশ্বের প্রথম দেশ হিসেবে
আন্তর্জাতিক অপরাধ আদালত
থেকে সদস্যপদ প্রত্যাহার করে -
বুরুন্ডি
১০। ব্রিটিশ নৌবাহিনী ৪ জুলাই
২০১৯, ইরানের যে জাহাজটি আটক
করে - গ্রেস ওয়ান ( এর বর্তমান
নাম - আদ্রিয়ান দারিয়া ১)
১১। ১৯ জুলাই ২০১৯, ইরান ব্রিটিশ
পতাকাবাহী তেল ট্যাঙ্কার '
স্টেনা ইমপেরো'কে আটক করে
যেটির মালিক- সুইডিশ কোম্পানি
১২। বিশ্বের শীর্ষস্থানীয় জাহাজ
মালিকের দেশ- গ্রীস
১৩। ' ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ২০১৯'
শহর হচ্ছে - সংযুক্ত আরব
আমিরাতের শারজা
১৪। বর্ষীয়ান রাজনীতিবিদ
অধ্যাপক মোজাফফর আহমদ মৃত্যু
বরণ করেন- ২৩ আগস্ট ২০১৯
১৫। ডেঙ্গু ভাইরাস ছড়ায়- এডিশ
মশা
১৬। বর্তমানে বাংলাদেশ ব্যাঙ্ক
বছরে মুদ্রানীতি ঘোষণা করে - ১
বার
১৭। বিভিন্ন দেশের বর্তমান
প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও
পররাষ্ট্রমন্ত্রী :
~ প্রধানমন্ত্রীঃ
★ ইংল্যান্ড - বরিস জনসন
★ ভারত- নরেন্দ্র মোদী
★ ভুটান - লোটে শেরিং
★ কানাডা - জাস্টিন ট্রুডো
★ অস্ট্রেলিয়া - স্কট মরিসন
★ নিউজিল্যান্ড - জাসিন্দা
আর্ডেন
★ ইসরায়েল - বেনজামিন
নেতানিয়াহু
★ পাকিস্তান - ইমরান খান
★ শ্রীলঙ্কা - রনিল
বিক্রমাসিংহে
★ গ্রীনল্যান্ড- কিম কিলসেন
★ জাপান- শিনজো অ্যাবে
★ কম্বোডিয়া - হুন সেন
★ চীন- লে কেকিয়াং
~ প্রেসিডেন্টঃ
★ ভারত- শ্রী রামনাথ কোবিন্দ
★ চীন- শি জিনপিং
★ পাকিস্তান - ডা. আরিফ আলভী
★ শ্রীলঙ্কা - মাইথ্রিপালা
সিরিসেনা
★ মালদ্বীপ - ইব্রাহিম মোহাম্মদ
সালিহ
★ নেপাল- বিদ্যা দেবী
ভাণ্ডারী
★ যুক্তরাষ্ট্র- ডোনাল্ড ট্রাম্প
★ আফগানিস্তান - আশরাফ গণি
★ দক্ষিণ আফ্রিকা - সিরিল
রামফোসা
★ ইসরায়েল - রিউভেন রিভলিন
★ কিউবা- মিগুয়েল দিয়াজ
কানেল
★ ফিলিপাইন - রদ্রিগো দুতের্তে
★ তুরস্ক - রিসেপ তাইয়েপ
এরদোয়ান
★ মিশর- আবদেল ফাত্তাহ আল-
সিসি
★ মিয়ানমার - উইন মিন্ট
★ ভেনেজুয়েলা- নিকোলাস
মাদুরো
★ সিরিয়া- বাশার আল আসাদ
★ রাশিয়া - ভ্লাদিমির পুতিন
★ ফ্রান্স - ইমানুয়েল মাখোঁ
★ জিম্বাবুয়ে- এমারসন
নানগাগওয়া
★ সুদান-
★ আলজেরিয়া-
~ চ্যান্সেলরঃ
★ জার্মানি - অ্যাঞ্জেলা
মার্কেল
~ রাজাঃ
★ ভুটান- জিগমে খেসার
নামগিয়েল ওয়াংচুক
~ বাদশাহঃ
★ সৌদিআরব - আব্দুল্লাহ বিন
আবদুল আজিজ আল সৌদ
~ সুলতানঃ
★ব্রুনাই- হাসান আল বলকিয়াহ
~ প্রধানঃ
★ ভ্যাটিকানের প্রধান- পোপ
ফ্রান্সিস
~ পররাষ্ট্রমন্ত্রীঃ
★ ইংল্যান্ড - জেরেমি হান্ট
★ যুক্তরাষ্ট্র - মাইক পম্পেও
★ ভারত - সুবরামনিয়াম জয়শঙ্কর
★ রাশিয়া - সের্গেই লাভরভ
★ ইরান- মোহাম্মদ জাভেদ
জারিফ
★ পাকিস্তান - মাখদুম শাহ মেহমুদ
কুরেশি
★ বাংলাদেশ - আবুল কালাম
আবদুল মোমেন
১৮। বিভিন্ন সংস্থার প্রধানঃ
★ জাতিসংঘ - অ্যান্থোনি
গুতেরেস
★ বিশ্বব্যাঙ্ক- ডেভিড ম্যালপাস
★ UNHCR - ফিলিপ্পো গ্রান্ডি
★ আইএমএফ - ক্রিস্টিনা লাগার্দ
★ IAEA- কর্ণেল ফেরেতা
★ ইউনেস্কো - ইরিনা বোকাভা
★ WTO- রবার্তো আজেভিদো
★ NATO- জেনস স্টলেনবার্গ
★ কমনওয়েলথ - প্যাট্রিসিয়া
স্কটল্যান্ড
★সার্ক- আমজাদ হোসাইন
★ বিমসটেক - সুমিথ নাকানদাল
★ আরবলীগ- আহমেদ আবুল ঘেইত
★ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল -
সলিল শেঠি
★ ফিফা- জিয়ান্নি ইনফান্তিনো
১৯। বিভিন্ন সংস্থার বর্তমান
সদস্য, সদরদপ্তর ও গঠনকালঃ
★ জাতিসংঘ - ১৯৩ (সর্বশেষ
দক্ষিণ সুদান), নিউইয়র্ক,
যুক্তরাষ্ট্র, ১৯৪৫
★ ইউনেস্কো - প্যারিস, ফ্রান্স
★ ওপেক- ১৪টি, ভিয়েনা,
অস্ট্রিয়া (সর্বশেষ কঙ্গো
প্রজাতন্ত্র), ১৯৬০
★ ওআইসি- ৫৭টি, জেদ্দা,
সৌদিআরব, ১৯৬৯
★ সার্ক- ৮টি, কাঠমান্ডু, নেপাল,
১৯৮৫
★ আসিয়ান- ১০টি, জার্কাতা,
ইন্দোনেশিয়া,১৯৬৭
★ বিমসটেক - ৭টি, ঢাকা,
বাংলাদেশ, ১৯৯৭
★ ন্যাটো- ২৯ (সর্বশেষ
মন্টিনেগ্রো), ১৯৪৯
★ সিরডাপ- ১৫টি, ঢাকা,
বাংলাদেশ, ১৯৭৯
★ আরবলীগ- ২২টি, কায়রো, মিশর,
১৯৪৫
★ আইএমএফ - ওয়াশিংটন ডিসি,
১৯৪৫
★ বিশ্বব্যাঙ্ক- ওয়াশিংটন
ডিসি, ১৯৪৫
★ কমনওয়েলথ - ৫৩টি, মার্লবোরো
হাউজ, লন্ডন, যুক্তরাজ্য (সর্বশেষ
গাম্বিয়া)
★ ন্যাম- ১৯৬১
★ ইইউ- ২৮টি,ব্রাসেলস,
বেলজিয়াম, (সর্বশেষ সদস্য
ক্রোয়েশিয়া), ১৯৯৩
★ জিসিসি- ৬টি, রিয়াদ,
সৌদিআরব
★ G-7- ৭টি (পৃথিবীর উন্নত দেশের
সংগঠন)
★ BRICS- ৫টি, সাংহাই, চীন
★ D-8- ৮টি, ইস্তাম্বুল, তুরস্ক, ১৯৯৭
★ রেডক্রস - জেনেভা,
সুইজারল্যান্ড, ১৮৬৩ ( হেনরি
ডুরান্ট কর্তৃক প্রতিষ্ঠিত)
★ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল -
লন্ডন, যুক্তরাজ্য
★ হিউম্যান রাইটস ওয়াচ -
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
★ ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল - বার্লিন,
জার্মানি
★ UNDP- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
★ FAO- রোম, ইটালি
★ OPCW- হেগ, নেদারল্যান্ডস,
১৯৯৭
★ ADB- ম্যানিলা, ফিলিপাইন,
১৯৬৬
★ Bank of the South- কারাকাস,
ভেনেজুয়েলা
★ এপেক- ২১, সিঙ্গাপুর
★ UNHCR - জেনেভা,
সুইজারল্যান্ড, ১৯৫০
★ WIPO- জেনেভা, সুইজারল্যান্ড
★ WTO- জেনেভা, সুইজারল্যান্ড,
১৯৯৫
★ ইন্টারপুল- লিঁও, ফ্রান্স
★ AIIB- বেইজিং, চীন
★ NDB- সাংহাই, চীন
২০। বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিসমূহঃ
★ ক্যাম্পডেভিড চুক্তি -
১৯৭৮সালের ১৭ সেপ্টেম্বর, মিশর
ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত
হয়। আমেরিকার সাবেক
প্রেসিডেন্ট জিমি কার্টার এই
চুক্তির মধ্যস্থতা করেন।
★ ডেটন চুক্তিঃ ১৯৯৫সালের ১৪
ডিসেম্বর, ফ্রান্সের রাজধানী
প্যারিসে সার্বিয়া-ক্রোয়ে
শিয়া-বসনিয়া ও হার্জেগোভিনার
মধ্যে স্বাক্ষরিত হয়। আমেরিকার
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন
এই চুক্তির মধ্যস্থতা করেন।
★ ম্যাগনেকার্টাঃ ১২১৫সালের
১৫ জুন, সামন্তদের সাথে রাজা
জনের স্বাক্ষরিত হয়। এটিকে
ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল
বলা হয়।
★ UDHR: ১৯৪৮সালের ১০
ডিসেম্বর, মানবাধিকারের
সার্বজনীন ঘোষণা করা হয়।
প্রতিবছর ১০ডিসেম্বর বিশ্ব
মানবাধিকার দিবস পালিত হয়।
★ জেনেভা কনভেনশনঃ
যুদ্ধবন্দীদের প্রতি আচরণ
সম্পর্কিত জেনেভা কনভেনশন
১৯৪৯সালে স্বাক্ষরিত হয়।
★ অসলো চুক্তিঃ ১৯৯৩সালের ১৩
সেপ্টেম্বর, নরওয়ের মধ্যস্থতায়
পিএলও এবং ইসরায়েলের মধ্যে
যুক্তরাষ্ট্রের রাজধানী
ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিক
ভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
★ কার্টাগেনা প্রটোকলঃ
২০০০সালের ২৯ জানুয়ারি,
জাতিসংঘের জৈব নিরাপত্তা
বিষয়ক এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
★ পার্বত্য চট্টগ্রাম শান্তি
চুক্তিঃ ১৯৯৭সালের ২ ডিসেম্বর
উক্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়।
★ সাফটা (SAFTA): ২০০৪সালের ৬
জানুয়ারি চুক্তিটি স্বাক্ষরিত হয়
এবং ২০০৬সালের ১ জুলাই থেকে
কার্যকর করা হয়।
★ সাপটা (SAPTA): ১৯৯৩সালের ১১
এপ্রিল চুক্তিটি স্বাক্ষরিত হয়
এবং ১৯৯৪সালের ১ জানুয়ারি
চুক্তিটি কার্যকর করা হয়।
★ তাসখন্দ চুক্তিঃ ১৯৬৬সালের
১০ জানুয়ারি, উজবেকিস্তানের
তাসখন্দে ভারত ও পাকিস্তানের
মধ্যে স্বাক্ষরিত হয়।
২১। মহাদেশ,দেশ, জনসংখ্যা ও
গুণীজন পরিচিতিঃ
★ পৃথিবীতে মোট স্বাধীন রাষ্ট্র
- ১৯৫টি
★ জাতিসংঘের সদস্য - ১৯৩টি
★ যে দুটি দেশ জাতিসংঘের
সদস্য নয়- ভ্যাটিকান ও কসোভো
★ আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ-
রাশিয়া
★ আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম
দেশ- কানাডা
★ আয়তনে পৃথিবীর ৩য় বৃহত্তম
দেশ- যুক্তরাষ্ট্র
★ আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ-
ভ্যাটিকান সিটি
★ আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ-
চীন
★ আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ-
মালদ্বীপ
★ বিশ্বের নতুনতম দেশ- দক্ষিণ
সুদান
★ আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম
দেশ - কাজাখস্তান
★জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম
দেশ- চীন
★ জনসংখ্যায় পৃথিবীর ২য় বৃহত্তম
দেশ- ভারত
★ জনসংখ্যায় মুসলিম বিশ্বে
বৃহত্তম দেশ- ইন্দোনেশিয়া
★ জনসংখ্যায় বিশ্বে
বাংলাদেশের বর্তমান অবস্থান
-৮ম
★ভারতঃ
~ এর প্রদেশ সংখ্যা ২৮টি
( সর্বশেষ তেলেঙ্গানা)। ভারতের
সীমান্তবর্তী রাষ্ট্রের সংখ্যা
৬টি। ১৯৫০সালের ২৬ জানুয়ারিতে
ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়।
মহাত্মা গান্ধীকে ভারতের
জাতিরপিতা বলা হয়। তাঁর
রাজনৈতিক নেতৃত্ব প্রথম
প্রকাশিত হয় দক্ষিণ আফ্রিকায়।
তবে আশ্চর্য হলেও সত্যি এই যে,
তিনি জাতিরজনক হয়েও
কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতার
সিংহাসনে অধিষ্ঠিত হননি!
★ পাকিস্তানঃ 'ডটার অব দ্য ইস্ট
' নামে খ্যাত বেনজির ভুট্টো
বিশ্বের প্রথম মুসলিম মহিলা
প্রধানমন্ত্রী। আর 'ডটার অব
পাকিস্তান ' বলা হয় মালালাকে।
পাকিস্তানের ১ম গর্ভনর ছিলেন
মুহম্মদ আলী জিন্নাহ, ১ম
প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান
এবং ১ম প্রেসিডেন্ট ইস্কান্দার
মির্জা। সিন্ধু সভ্যতা বলে যা
শুনে থাকি তার পুরোটাই বর্তমান
পাকিস্তানের মহেঞ্জোদারো ও
হরপ্পায় ছিলো বলে
ঐতিহাসিকগণ ধারণা করে থাকেন
এবং বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত
তক্ষশীলা এদেশেই অবস্থিত। তবে
দুঃখের বিষয় এই যে, দেশটি
মেমোগেট কেলেঙ্কারির সঙ্গে
জড়িত।
★ মালদ্বীপঃ বিশ্বের সবচেয়ে
নিচু দেশ। ২০০৯সালে জলবায়ুর
পরিবর্তনের কুফল দৃষ্টি আকর্ষণের
জন্য বিশ্বের প্রথম দেশ হিসেবে
মালদ্বীপ সমুদ্রের তলদেশে গিয়ে
কেবিনেট মিটিং/ মন্ত্রীসভা
করে। দেশটিতে বর্তমানে কোনো
বিশ্ববিদ্যালয় নেই এবং তাদের
নিজস্ব সেনাবাহিনীও নেই।
★ নেপালঃ নেপালের সর্বশেষ
রাজা ছিলেন জ্ঞানেন্দ্র।
'কালাপানি' ভারত ও নেপাল এই
দুই রাষ্ট্রের মধ্যে একটা
অমিমাংসিত ভূখণ্ড।
★ ভুটানঃ দক্ষিণ এশিয়ার তথা
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভুটান
একমাত্র সাংবিধানিক রাজতন্ত্র
প্রচলিত দেশ। এর অনেক উপনাম
রয়েছে। যেমন- বিশ্বের প্রথম
ধূমপানমুক্ত দেশ, বজ্রপাতের দেশ,
ড্রাগন কিংডমের দেশ প্রভৃতি
নামে পরিচিত।
★ শ্রীলঙ্কাঃ এটি দক্ষিণ
এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
১৯৬০সালে নির্বাচিত বিশ্বের
প্রথম মহিলা প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার শ্রীমাভো
বন্দরনায়েকে । মুসলমানদের
পবিত্র স্থান হিসেবে অ্যাডামস
পিক, বৌদ্ধদের পবিত্র স্থান
হিসেবে অনুরাধাপুর ও ক্যান্ডি
এবং কৌশলগত সামরিক স্থান
হিসেবে Elephant Pass এর গুরুত্ব
রয়েছে।
★ আফগানিস্থানঃ দক্ষিণ
এশিয়ার ১ম স্বাধীন দেশ। এটি
১৯১৯সালে স্বাধীনতা লাভ করে।
১৯৭৩সালে আফগানিস্তানের
রাজতন্ত্রের অবসান ঘটে এবং
আফগানিস্তানের সর্বশেষ রাজা
ছিলেন জহির শাহ। এর
সীমান্তবর্তী দেশের সংখ্যা ৬টি।
ভারত, পাকিস্তান, ইরান,
তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও
চীন একে ঘিরে রয়েছে।
★ মায়ানমারঃ অং শান সুচির
প্রতিষ্ঠিত দলের নাম National
League for Democracy। তিনি
১৯৯১সালে শান্তিতে নোবেল
পুরষ্কার পান। মায়ানমারের
সীমান্তরক্ষীর নাম বিজিপি।
রোহিঙ্গা মিয়ানমারের একটি
জাতিগোষ্ঠী, যারা মূলত রাখাইন
রাজ্যে বসবাসরত। তবে অনুতাপের
বিষয়, ১৯৮২সালে রোহিঙ্গারা
তাদের নাগরিকত্ব হারায়।
★ থাইল্যান্ডঃ থাইল্যান্ড শব্দের
অর্থ মুক্তভূমি। এটি অতীতে কখনো
অন্য কোনো দেশের উপনিবেশে
পরিণত হয় নি। ১৭৮২সালে হতে
চক্রী রাজবংশ দেশটি শাসন করে
আসছে৷ মুসলিম সম্প্রদায়ের
সিংহভাগ দেশটির দক্ষিণাঞ্চলে
বাস করে। থাইল্যান্ডের বর্তমান
রাজার নাম
★ ভিয়েতনামঃ ভিয়েতনামের
স্বাধীনতা আন্দোলনের নেতা হো
চি মিন যিনি ' আঙ্কেল হো' নামে
পরিচিত। শান্তিতে নোবেল
পুরষ্কার প্রত্যাখ্যানকারী নেতা
ছিলেন লি ডাক থো যিনি এই
ভিয়েতনামেরই নাগরিক ছিলেন।
১৯৭৫সালে ভিয়েতনাম যুদ্ধের
অবসান ঘটে।
★ ইন্দোনেশিয়াঃ জনসংখ্যা ও
আয়তনে বিশ্বের বৃহত্তম
দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। অর্থাৎ
এটি সর্বাধিক দ্বীপের দেশ
হিসেবে পরিচিত। তবে যদি
এভাবে বলা হয়-' কোন দেশের
সর্বাধিক সংখ্যক দ্বীপ রয়েছে? '
তাহলে এর উত্তর হবে কানাডা।
বোর্ণিও, সুমাত্রা, জাভা,
কালিমান্তান ইন্দোনেশিয়ার
বিখ্যাত দ্বীপ। বোর্ণিও এশিয়া
তথা প্রশান্ত মহাসাগরের বৃহত্তম
দ্বীপ এবং ইন্দোনেশিয়ার
রাজধানী জার্কাতা জাভা
দ্বীপে অবস্থিত। এই দেশ
নেদারল্যান্ডসের কাছ থেকে
স্বাধীনতা লাভ করে।
★ মালয়েশিয়াঃ ১৯৫৭সালে
ব্রিটেনের নিকট হতে স্বাধীনতা
লাভ করে। বিদেশি বিনিয়োগকে
উৎসাহিত করার জন্য এদেশে
Second Home Programme চালু হয়।
ডা. মাহাথির মোহাম্মদকে
আধুনিক মালয়েশিয়ায় রূপকার বলা
হয়। তিনি বর্তমানে বিশ্বের
সবচেয়ে বয়স্কতম প্রধানমন্ত্রী।
★ ফিলিপাইনঃ স্বাধীনতার
পূর্বে ফিলিপাইন ১ম দিকে
স্পেনীয় এবং পরবর্তীতে মার্কিন
যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিলো।
এটি এশিয়ার একমাত্র
সাংবিধানিক খ্রিস্টান
দ্বীপরাষ্ট্র। এর প্রধান দ্বীপগুলোর
মধ্যে লুজন, ভিসায়াস, মিন্দানাও
প্রভৃতি। ফিলিপাইনের রাজধানী
ম্যানিলা বৃহত্তম লুজন দ্বীপে
অবস্থিত। মিন্দানাও
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে
অবস্থিত একটি মুসলিম
সংখ্যাগরিষ্ঠ দ্বীপ। দক্ষিণ চীন
সাগর তথা প্রশান্ত মহাসাগরীয়
অঞ্চলের বৃহত্তম মার্কিন নৌঘাঁটি
ছিলো ফিলিপাইনের সুবিক বে
তে।
★ সিঙ্গাপুরঃ এটি একটি নগর
রাষ্ট্র। মুসলিম দেশ না হলেও
দেশটির পতাকায় চাঁদ তারা
আছে।
★ পূর্ব তিমুরঃ পূর্ব তিমুর প্রথমে
পর্তুগিজ কলোনি ছিলো।
পরবর্তীতে ২০০২সালে
ইন্দোনেশিয়ার নিকট হতে
স্বাধীনতা লাভ করে। এটি
এশিয়ার সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্
ত দেশ। পূর্ব তিমুরের স্বাধীনতা
সংগ্রামের নেতার নাম জানানা
গুসামাও এবং তাঁর রাজনৈতিক
দলের নাম 'ফ্রেটিলিন'।
# মোঃ_দেলোয়ার_হোসেন
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ
ঢাকা-১৩৬০।
# বিবিধঃ
১। ডেঙ্গু জ্বরের বাহক - এডিস
ইজিপ্টি
২। ১২তম বিশ্বকাপ ক্রিকেটে
চ্যাম্পিয়ন- ইংল্যান্ড
৩। পল্লিবন্ধু এরশাদ মৃত্যুবরণ করেন
- ১৪ জুলাই, ২০১৯
৪। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত 'the
Future of Asia ' বিষয়ক নিক্কেই
সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন -
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ
হাসিনা
৫। মালয়েশিয়ার সবচেয়ে উঁচু
টাওয়ার 'পেট্রোনাস টাওয়ার 'এর
স্থপতি - সিজার পেল্লি
৬। ঢাবি'র ৫২তম সমাবর্তনের
প্রধান বক্তা- তাকাআকি
কাজিতা
৭। ব্রিটেনের বর্তমান
প্রধানমন্ত্রী - বরিস জনসন
৮। অর্থনৈতিক সমীক্ষা-২০১৯
অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের
মাথাপিছু আয়- ১৯০৯ মার্কিন
ডলার
৯। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯
অনুযায়ী, দারিদ্র্যের হার- ২১.৮%
১০। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯
অনুযায়ী, বাংলাদেশ সবচেয়ে
বেশি রেমিট্যান্স আয় করে-
সৌদিআরব থেকে
১১। অর্থনৈতিক সমীক্ষা-২০১৯
অনুযায়ী, বাংলাদেশে বর্তমান
স্বাক্ষরতার হার- ৭২.৩%
১২। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯
অনুযায়ী, প্রত্যাশিত গড় আয়ু- ৭২
বছর
১৩। ECOWAS এর ১৫টি সদস্য
রাষ্ট্রের একক মুদ্রা - ইকো
১৪। 'ডিল অব দ্য সেঞ্চুরি ' গোপন
নথিটি প্রকাশ করে - ইসরায়েলের
হাইয়ুম পত্রিকা
১৫। ৩২তম গ্রীষ্মকালীন
অলিম্পিক-২০২০ অনুষ্ঠিত হবে -
জাপানের টৌকিও
১৬। বিশ্ব অর্থনীতির যে দুটি দেশ
বর্তমানে বাণিজ্য যুদ্ধে লিপ্ত
রয়েছে - চীন ও মার্কিন
যুক্তরাষ্ট্র
১৭। সম্প্রতি যে দেশে 'জি-২০
সম্মেলন ' অনুষ্ঠিত হয়েছে -
জাপানের ওসাকায়
১৮। বাংলাদেশের সমুদ্রসীমার
আয়তন - ১১৮৮১৩ বর্গ কিলোমিটার
১৯। পৃথিবীর বৃহত্তম সংসদীয়
গণতান্ত্রিক দেশ- ভারত
২০। পৃথিবীর যে দেশের সংবিধান
সবচেয়ে বড়- ভারত
২১। দক্ষিণ কোরিয়ার বর্তমান
প্রধানমন্ত্রী - লি নাক ইয়োন
২২। যুক্তরাস্ট্রে ও উত্তর
কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত
ঐতিহাসিক বৈঠকের নেতৃত্ব দেন-
জেনারেল কিম ইয়ং চোল
২৩। বিশ্বে ইন্টারনেট চালু হয়-
১৯৬৯সালে
২৪। শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু '
উপাধি পান- ১৯৬৯ সালে
২৫। দেশের সর্বশেষ ১২তম সিটি
করপোরেশন - ময়মনসিংহ
২৬। বিশ্বের বৃহত্তম বার্ন ও
প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট -
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক
সার্জারি ইনস্টিটিউট
২৭। দেশের ১ম 'বঙ্গবন্ধু মানমন্দির '
হচ্ছে - ফরিদপুরের ভাঙা
উপজেলায়
২৮। ২০১৯-২০ অর্থবছরের বাজেটের
সর্বোচ্চ খাত- জনপ্রশাসন
২৯। ঘূর্ণিঝড় 'ফণী' বাংলাদেশে
আঘাত হানে - ৪ মে, ২০১৯
৩০। সম্প্রতি আফ্রিকার যে দেশে
সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ
হয়েছে - ইথিওপিয়া
৩১। ইথিওপিয়ার রাজধানী -
আদ্দিস আবাবা
৩২। সম্প্রতি যে দেশগুলোর নাম
পরিবর্তন করা হয়েছে -
মেসিডোনিয়া, সোয়াজিল্যান্ড,
পূর্ব তিমুর
৩৩। আফ্রিকার সাহিল অঞ্চলের
নতুন সামরিক জোট 'জি-৫' কর্তৃক
পরিচালিত 'বারখান অপারেশন '
এর নেতৃত্ব দেয় - ফ্রান্স
৩৪। বাংলাদেশের ইতিহাসের
সবচেয়ে দীর্ঘ মেয়াদি
পরিকল্পনা 'Delta Plan 2100'
বাস্তবায়নে সহযোগী দেশ -
নেদারল্যান্ডস
৩৫। বাংলাদেশের ব্লু ইকোনমিতে
সহায়তা করছে- জাপান
৩৬। এশিয়ার নতুন আঞ্চলিক জোট
'SEACO' এর প্রস্তাবক- বাংলাদেশ
৩৭। নয়া চীন ভ্রমণ - বঙ্গবন্ধুর
জীবনী বিষয়ক ৩য় গ্রন্থ যা
২০২০সালে বইমেলায় বাংলা
একাডেমি কর্তৃক প্রকাশিত হবে
৩৮। 'T-4' হলো- সিরিয়ার একটি
বিমানঘাঁটি যা 'তিয়াস' নামেও
পরিচিত।
৩৯। 'S-400'হলো- রাশিয়ার
প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপনাস্ত্র
৪০। "চন্দ্রযান-২' --- ভারতের
উৎক্ষেপিত মহাকাশযান
৪১। 'সাফরেন'- ফ্রান্সের নতুন
প্রজন্মের সাবমেরিন
৪২। সুন্দরবনে বর্তমানে বাঘের
সংখ্যা - ১১৪টি
৪৩। বাংলাদেশ রেলের অনলাইনে
টিকিট কাটার অ্যাপের নাম-
সেবা
৪৪। বর্তমানে বাংলাদেশে
বিনিয়োগকারী শীর্ষ দেশ- চীন
৪৫। 'বাংলাদেশ 'নামক গ্রাম
রয়েছে - ভারতের কাশ্মীরে
৪৬। বাংলাদেশের বাইরে অন্য যে
দেশে বাংলা বিষয়ে উচ্চতর
ডিগ্রি চালু রয়েছে - করাচি
বিশ্ববিদ্যালয়, পাকিস্তান
৪৭। 'A World of Three Zeros 'গ্রন্থের
লেখক - ড. মুহাম্মদ ইউনুস
৪৮। বিশ্বকাপ ও ওয়ানডে
ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ
রান- ৩৩৩ রান
৪৯। বর্তমানে বিশ্বে মাথাপিছু
জাতীয় আয়ে শীর্ষ দেশ-
সুইজারল্যান্ড
৫০। জিডিপি-তে শীর্ষ দেশ-
যুক্তরাষ্ট্র
# আরো_গুরুত্বপূর্ণ_সাজেশনঃ
#১। "আলোকিত মানুষ চাই "- কোন
প্রতিষ্ঠানের স্লোগান?
★ বিশ্ব সাহিত্য কেন্দ্র
#২। বাংলাদেশ প্রথম যে
আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ
লাভ করে -
★ কমনওয়েলথ
#৩। বিমসটেক (BIMSTEC) কতসালে
প্রতিষ্ঠিত হয়?
★ ৬জুন, ১৯৯৭
#৪। জাতীয় অর্থনীতির নীতি
নির্ধারণের সর্বোচ্চ ফোরাম-
★ একনেক (ECNEC)
#৫। বাংলাদেশের সরকার
ব্যবস্থা-
★ সংসদীয় গণতন্ত্র।
#৬। বাংলাদেশে উপকূলীয় জেলা
রয়েছে -
★ ১৬টি
#৭। বাংলাদেশের ১ম গণভোট
অনুষ্ঠিত হয়-
★ ৩০মে, ১৯৭৭
#৮। বাংলাদেশ গণপরিষদের ১ম
নির্বাচিত স্পিকার-
★ শাহ আবদুল হামিদ
#৯। সংবিধানের কত নং
অনুচ্ছেদে বলা হয়েছে '
প্রজাতন্ত্রের সকল ক্ষমতার
মালিক জনগণ।'
★ ৭(১)নং
#১০। দেশে বর্তমানে স্থলবন্দর
কয়টি?
★ ২৪টি
#১১। দেশের ১ম ঔষধ শিল্প পার্ক
অবস্থিত-
★ গজারিয়া, মুন্সিগঞ্জ
#১২। বাংলাদেশের বৃহত্তম সার
কারখানা কোনটি?
★ যমুনা ফার্টিলাইজার
কোম্পানি লিমিটেড,
তারাকান্দি, জামালপুর।
#১৩। বাংলাদেশ উন্নয়ন
ফোরামের প্রধান সমন্বয়কারী-
★ বিশ্বব্যাংক
#১৪। বর্তমানে বাংলাদেশে মোট
EPZ রয়েছে -
★ ১০টি (সরকারি ইপিজেট-৮টি)
#১৫। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার -
★ ২১.৮%
#১৬। প্রাচীকালে 'হরিকেল' বলতে
বুঝাতো-
★ সিলেট ও পার্বত্য চট্টগ্রাম
#১৭। মোগল আমলে সুবা বাংলার
রাজধানী ছিলো-
★ ঢাকা
#১৮। সুলতানি আমলে বাংলার
রাজধানী ছিলো-
★ সোনারগাঁও/ গৌড়
#১৯। বাংলার ১ম স্বাধীন ও
সার্বভৌম রাজা-
★ শশাঙ্ক
#২০। লাহোর প্রস্তাব উত্থাপিত
হয়-
★ ২৩মার্চ, ১৯৪০ (গৃহীত হয়-২৪মার্চ,
১৯৪০)
#২১। তমদ্দুন মজলিস গঠিত হয়-
★ ১ সেপ্টেম্বর, ১৯৪৭
#২২। সর্বদলীয় কেন্দ্রীয়
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত
হয়-
★ ৩০জানুয়ারি, ১৯৫২
#২৩। যে চুক্তির ভিত্তিতে ছয়দফা
রচিত হয়-
★ তাসখন্দ চুক্তি
#২৪। বাংলাদেশের সবচেয়ে বড়
সেচ প্রকল্প কোনটি?
★ তিস্তা সেচ প্রকল্প।
#২৫। যে সংকটকে কেন্দ্র করে
১৯৫০সালে 'শান্তির জন্য ঐক্য
প্রস্তাব ' জাতিসংঘের মাধ্যমে
পেশ করা হয় -
★ কোরিয়া সংকট
#২৬। ন্যাটো (NATO-North Atlantic
Treaty Organisation) প্রতিষ্ঠিত হয়-
★ ৪ এপ্রিল, ১৯৪৯
#২৭। বসনিয়ায় যুদ্ধ বিরতি
স্বাক্ষরের মধ্যস্থতাকারী-
★ জিমি কার্টার
#২৮। প্রথম বিশ্ব মানবাধিকার
সম্মেলন অনুষ্ঠিত হয়-
★ ভিয়েনা, অস্ট্রিয়া।
#২৯। টুপাক আমারু-
★ পেরুর গেরিলা সংগঠন
#৩০। ইউরোপীয় ইউনিয়নভুক্ত
দেশসমূহের সীমান্ত বাহিনীর
নাম-
★ Frontex
# ৩১। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
জাপান পার্ল হারবার আক্রমণ
করে -
★ ৭ ডিসেম্বর, ১৯৪১
#৩২। চীনের 'ওয়ান বেল্ট ওয়ান
রোড'(OBOR)এর বর্তমান নাম-
★ বেল্ট অ্যান্ড রোড
ইনিশিয়েটিভ (BRI)
#৩৩। ন্যাটোর সদস্য -
★২৯টি (সর্বশেষ মন্টিনেগ্রো)
#৩৪। বিশ্বে কার্বন-ডাই-অক্সাইড
নিঃসরণে শীর্ষ দেশ-
★ চীন (যুক্তরাষ্ট্র -২য়)
#৩৫। ভিয়েনা কনভেনশন হলো-
★ ওজোন স্তরের সুরক্ষা ও
বিষয়ক।
#৩৬। মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়-
★ ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭
#৩৭। কিয়োটো প্রটোকল
স্বাক্ষরিত হয়-
★ ১১ ডিসেম্বর, ১৯৯৭
#৩৮। কিয়োটো প্রটোকল হলো-
★ ভূমণ্ডলের তাপবৃদ্ধি ও
আবহমণ্ডলের পরিবর্তন রোধ
বিষয়ক প্রটোকল।
#৩৯। আন্তর্জাতিক পরিবেশবাদী
সংস্থা 'গ্রীনপিস ' গঠিত হয়-
★ ১৯৭১সালে
#৪০। জাতিসংঘের সর্বশেষ সদস্য -
★ দক্ষিণ সুদান
#৪১। ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা-
★ পিটার হাজন
#৪২। UNCTAD এর সদরদপ্তর -
★ জেনেভা, সুইজারল্যান্ড
#৪৩। ইসলামিক সহযোগিতা
সংস্থা (OIC) এর বর্তমান সদস্য -
★ ৫৭টি (সর্বশেষ আইভরি কোস্ট)
#৪৪। ভৌগোলিক ভাবে গুরুত্বপূর্ণ
যে কাল্পনিক রেখা
বাংলাদেশের উপর দিয়ে
গিয়েছে -
★ কর্কটক্রান্তিরেখা
#৪৫। বাংলাদেশের 'কুয়েত সিটি'
নামে খ্যাত-
★ খুলনা অঞ্চল
#৪৬। বাংলাদেশের সর্বদক্ষিণের
স্থান-
★ ছেঁড়া দ্বীপ ( ছেঁড়া দ্বীপ না
থাকলে সেন্ট মার্টিন হবে)
#৪৭। ডুরান্ড লাইন-
★ পাকিস্তান ও আফগানিস্তান
#৪৮। বাংলাদেশের একমাত্র যে
সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও
সূর্যাস্ত দেখা যায় -
★ কুয়াকাটা সমুদ্র সৈকত,
পটুয়াখালী।
#৪৯। তিতাস গ্যাস ক্ষেত্র
অবস্থিত-
★ ব্রাহ্মণবাড়িয়া
#৫০। বাংলাদেশে কালবৈশাখী
ঝড় হয়-
★ প্রাক-মৌসূমী ঋতুতে
#৫১। ভারত-বাংলাদেশ সীমান্ত
চুক্তি কার্যকর হয়-
★ ১ আগস্ট, ২০১৫
#৫২। স্পারশো কোন মন্ত্রণালয়ের
অধীন?
★ প্রতিরক্ষা মন্ত্রণালয়
#৫৩। পুণ্ড্রের রাজধানী কোথায়
ছিলো?
★ মহাস্থানগড় (বগুড়া)
#৫৪। পাকিস্তানের গণপরিষদে
বাংলা ভাষাকে অন্যতম
রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি
দেয় -
★ ৯মে, ১৯৫৪
#৫৫। আগরতলা ষড়যন্ত্র মামলা
কবে প্রত্যাহার করা হয়?
★ ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
#৫৬। পাকিস্তানের প্রথম সাধারণ
নির্বাচন কবে অনুষ্ঠিত হয়-
★ ৭ ডিসেম্বর, ১৯৭০
#৫৭। আগরতলা ষড়যন্ত্র মামলা
দায়ের করা হয় -
★ ৩ জানুয়ারি, ১৯৬৮
#৫৮। মুজিব বাহিনীর অপর নাম
ছিল -
★ বাংলাদেশ লিবারেশন ফোর্স
#৫৯। একমাত্র বীর বিক্রম
খেতাবধারী উপজাতি
মুক্তিযোদ্ধা -
★ ইউ কে চিং মারমা
#৬০। বাংলাদেশের মহান
মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করে
কোন দেশ?
★ যুক্তরাষ্ট্র ও চীন
#৬১। বাংলাদেশ সংবিধানের কত
নং অনুচ্ছেদে 'ন্যায়পাল' গঠনের
কথা বলা হয়েছে?
★ ৭৭নং
#৬২। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ
কেন্দ্র -
★ বেতবুনিয়া, রাঙ্গামাটি
#৬৩। বাংলা একাডেমি
প্রতিষ্ঠিত হয়-
★ ৩ ডিসেম্বর, ১৯৫৫
#৬৪। একনেক গঠিত হয়-
★ ১৯৮২সালে
#৬৫। বাংলাদেশে 4G চালু হয়-
★ ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
#৬৬। ফারাক্কা বাঁধ চালু হয়-
★ ১৯৭৫সালে
#৬৭। সোমপুর বিহার নির্মাণ
করেন-
★ রাজা ধর্মপাল
#৬৮। বাংলাদেশের একমাত্র
লোকশিল্প জাদুঘর -
★ সোনারগাঁও
#৬৯। বর্তমান বিশ্বের সবচেয়ে
বয়স্ক প্রধানমন্ত্রী -
★ ডা. মাহাথির মোহাম্মদ
#৭০। অলিম্পিক ২০২০ এর
স্বাগতিক দেশ-
★ জাপান
#৭১। গণচীনের প্রতিষ্ঠাতা-
★ মাও সেতুং
#৭২। রাশিয়ার পূর্বাঞ্চলের
সর্ববৃহৎ শহর-
★ ভ্লাদিভস্টক
#৭৩। 'A Long Walk to Freedom '
গ্রন্থটির লেখক -
★ নেলসন ম্যান্ডেলা
#৭৪। মুক্তার দেশ-
★ কিউবা
#৭৫। মুক্তার দ্বীপ -
★ বাহরাইন
#৭৬। তাহরির স্কয়ার-
★ মিশর
#৭৭। নিশীথ সূর্যের দেশ-
★ নরওয়ে
#৭৮। বিশ্ব ব্যাংকের সদরদপ্তর -
★ ওয়াশিংটন ডিসি
#৭৯। বিশ্বের বৃহত্তম হ্রদ-
★ কাস্পিয়ান সাগর
# ৮০। SAFTA চুক্তি স্বাক্ষরিত হয়-
★ ২০০৪সালে
#৮১। সিপাহি বিদ্রোহ/বিপ্লব
সংঘটিত হয়-
★১৮৫৭সালে
# ৮২। গারুদা যে দেশের
বিমানসংস্থা -
★ ইন্দোনেশিয়া
#৮৩। হাজার হ্রদের দেশ বলা হয় -
★ ফিনল্যান্ড
#৮৪। সুইজারল্যান্ডের প্রাচীন
নাম-
★ হেলভেটিয়া
#৮৫। আইফেল টাওয়ার অবস্থিত-
★ প্যারিস
#৮৬। 'হারারে' এর পুরাতন নাম-
★ সলসব্যারি
#৮৭। পৃথিবীর গভীরতম হ্রদ-
★ বৈকাল হ্রদ
#৮৮। বিশ্বের বৃহত্তম উপসাগর
( Gulf) -
★ মেক্সিকো উপসাগর
#৮৯। ইসরায়েল এর গোয়েন্দা
সংস্থা -
★ মোসাদ
#৯০। ইউরোপের প্রবেশ দ্বার বলা
হয় -
★ ভিয়েনা
#৯১। ট্রাফালগার স্কয়ার-
★ লন্ডন
#৯২। ইউরোপের ককপিট বলা হয়-
★ বেলজিয়াম
#৯৩। ফিনল্যান্ডের রাজধানী -
★ হেলসিংকি
#৯৪। আফ্রিকার বৃহত্তম হ্রদ-
★ ভিক্টোরিয়া
#৯৫। আকাবা যে দেশের সমুদ্র
বন্দর -
★ জর্ডান
#৯৬। বিশ্বের সবচেয়ে জনবহুল
মুসলিম দেশ -
★ ইন্দোনেশিয়া
#৯৭। বিশ্বের বৃহত্তম অরণ্য -
★ তৈগা
# ৯৮।সিরডাপের সদরদপ্তর -
★ ঢাকা
# ৯৯।পৃথিবীর বৃহত্তম হীরকখনি-
★ কিম্বার্লি
#১০০। ডেটন চুক্তির মাধ্যমে
সমাধান হয়-
★ বসনিয়া সংকট
#১০১। বাংলাদেশের পতাকার
সাথে মিল রয়েছে -
★ জাপান
#১০২। বাংলাদেশের রাষ্ট্রীয়
লোগোটি ডিজাইন করেন-
★ এএনএ সাহা
#১০৩। জাতীয় সংসদ ভবনের
স্থপতি -
★ লুই কান
#১০৪। জাতীয় স্মৃতিসৌধের
স্থপতি -
★ সৈয়দ মইনুল হোসেন
#১০৫। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে
জাতীয় সংগীতের কত চরণ
বাজানো হয়?
★ প্রথম চার চরণ
#১০৬। জাতীয় কবি কাজী নজরুল
ইসলাম মৃত্যু বরণ করেন-
★ ১৯৭৬ সালের ২৯ আগস্ট
(১৩৮৩সালের ১২ ভাদ্র)
#১০৭। বাংলাদেশের জাতীয়
খেলা-
★ কাবাডি
#১০৮। বাংলাদেশের জাতীয় বৃক্ষ
-
★ আম গাছ
#১০৯। বাংলাদেশের ১ম মানচিত্র
আঁকেন -
★ জেমস রেনেল
#১১০। জাতীয় শিক্ষক দিবস-
★ ১৯ জানুয়ারি
#১১১। জাতীয় আয়কর দিবস-
★ ১৫ সেপ্টেম্বর
#১১২। জাতীয় শিক্ষা দিবস-
★ ১৭ সেপ্টেম্বর
#১১৩। জাতীয় কৃষি দিবস-
★ ১৫ নভেম্বর/ পহেলা অগ্রহায়ণ
#১১৪। জাতীয় যুব দিবস-
★ ৮ ডিসেম্বর
#১১৫। জাতীয় জনসংখ্যা দিবস-
★ ২ ফেব্রুয়ারি
#১১৬। বাংলাদেশের সর্বোচ্চ
রাষ্ট্রীয় পুরস্কার -
★ স্বাধীনতা পদক
#১১৭। একুশে পদক দেয়া হয়-
★ ১৯৭৬সাল হতে
#১১৮। স্বাধীনতা পদক দেয়া হয়-
★ ১৯৭৭সাল হতে
#১১৯। বাংলা একাডেমি পুরস্কার
দেয়া হয়-
★ ১৯৬০সাল হতে
#১২০। বঙ্গবন্ধু জাতীয় কৃষি
পুরস্কার দেয়া হয়-
★ ১৯৭৩সাল হতে
#১২১। বৃক্ষরোপণের জন্য
'প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার '
দেয়া হয়-
★ ১৯৯৩সাল হতে
#১২২। জাতীয় সংসদের ১নং
আসনটি বাংলাদেশের কোন
জেলায় অবস্থিত?
★ পঞ্চগড়
#১২৩। জাতীয় সংসদের ৩০০নং
আসনটি বাংলাদেশের কোন
জেলায় অবস্থিত?
★ বান্দরবান
#১২৪। বাংলাদেশ সরকারের
প্রধান নির্বাহী কে?
★ প্রধানমন্ত্রী
#১২৫। ঢাকা বিভাগে বর্তমানে
কয়টি জেলা রয়েছে?
★ ১৩টি
#১২৬। বাংলাদেশের বৃহত্তর জেলা
কয়টি?
★ ১৯টি
#১২৭। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
কোন সনে গঠিত হয়-
★ ২০০০সালে
#১২৮। বাংলাদেশের আপীল
বিভাগে মোট বিচারক কতজন?
★ ৯ জন
#১২৯। বাংলাদেশের নির্বাহী
বিভাগ থেকে বিচারবিভাগ
পৃথকীকরণ হয়-
★ ১ নভেম্বর, ২০০৭
#১৩০। বাংলাদেশের তথ্য
অধিকার আইন পাস হয়-
★ ২৯ মার্চ, ২০০৯
#১৩১। বাংলাদেশে কোন
উপজাতির লোকসংখ্যা সবচেয়ে
বেশি?
★ চাকমা
#১৩২। হাজংদের অধিবাস
কোথায়?
★ ময়মনসিংহ ও নেত্রকোনা
#১৩৩। রাখাইন উপজাতিরা
বাংলাদেশের কোন জেলায় বাস
করে?
★ পটুয়াখালী
#১৩৪। তঞ্চঙ্গাদের বসবাস রয়েছে
-
★ পার্বত্য চট্টগ্রামে
#১৩৫। ময়মনসিংহের গারো
পাহাড়ে বসবাস করে-
★ গারো উপজাতি
#১৩৬। সাঁওতাল (২য় উপজাতি)
রয়েছে -
★ রাজশাহী, রংপুর
#১৩৭। বাংলাদেশের যে উপজাতি
মুসলমান -
★ পাঙন ( মৌলভীবাজার)
#১৩৮। কোন উপজাতি
মাতৃতান্ত্রিক?
★ খাসিয়া, গারো
#১৩৯। ওয়াংগালা/ওয়ানগালা
পালন করে-
★ গারো
#১৪০। জলকেলি উৎসব পালন করে -
★ রাখাইন
#১৪১। 'বিজু' বাংলাদেশের কোন
নৃ-গোষ্ঠীর উৎসব?
★ চাকমা
#১৪২। 'ককবরক' যাদের ভাষা-
★ ত্রিপুরা
#১৪৩। গারোদের ভাষা-
★ মান্দি
#১৪৪। বিরিসিরি কোথায়
অবস্থিত?
★ নেত্রকোনা
#১৪৫। পার্বত্য চট্টগ্রাম শান্তি
চুক্তি কবে সম্পাদিত হয়?
★ ২ ডিসেম্বর, ১৯৯৭
# ১৪৬। হিন্দু সমাজে বিধবা
বিবাহের প্রবর্তক -
★ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
# ১৪৭। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কবে জন্মগ্রহণ করেন?
★ ১৭ মার্চ, ১৯২০
#১৪৮। সার্ক প্রস্তাবক দেশ-
★ বাংলাদেশ
#১৪৯। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল
পুরষ্কার পেয়েছেন -
★ ১৯১৩সালে
#১৫০। 'জাত গেল জাত গেল বলে..'-
গানটির রচয়িতা -
★ লালন শাহ
#১৫১। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
অনুযায়ী, জিডিপিতে কৃষি খাতের
অবদান -
★ ১৩.৬০%
#১৫২। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
অনুযায়ী, শিল্প খাতের অবদান
কত?
★ ৩৫.১৪%
# ১৫৩। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯
অনুযায়ী, জিডিপিতে কোন
খাতের অবদান সবচেয়ে বেশি?
★ সেবা খাত (৫১.২৬%)
# মোঃ দেলোয়ার হোসেন
প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ
ডেমরা বাজার, ঢাকা-১৩৬০।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bank Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bank Job Preparation:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share