23/09/2024
সৌম্য,
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সম্প্রতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির দিঘীনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সাম্প্রদায়িক হামলায় নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এছাড়াও সাম্প্রদায়িক হামলায় অর্ধশতাধিক জুম্ম আদিবাসী আহত হয়েছেন এবং আহতদের মধ্যে বর্তমানে অনেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমাদের রীতিনীতি অনুযায়ী মৃত ব্যক্তির পারলৌকিক সুখ ও মঙ্গল কামনায় সাত(৭) দিন পর সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান করে দেওয়া হয়। সম্প্রতি রাষ্ট্রীয় বাহিনীর মদদে সেটেলার বাঙালি(স্থানীয় বাঙালি এবং দেশের সকল বাঙালি ভাইবোনদের ছোট করে নয়) কর্তৃক সাম্প্রদায়িক হামলায় নিহত চারজনকে পারিবারিকভাবে সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান সম্পাদন করে দেওয়া হবে। তাদের সাথে সহানুভূতি জানাতে এবং ক্ষতিগ্রস্ত পরিবার এবং আহতদের চিকিৎসায় সাহায্য করার লক্ষ্যে আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের পক্ষ থেকে Fund Raising তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছি।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন আমাদের উদ্যোগের সাথে সংহতি ও ভালোবাসা শেয়ার করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পাশে সকলেই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সে প্রত্যাশা করি। দেশে-বিদেশে যে যেখানে অবস্থান করছেন যার যার অবস্থান থেকে যে যেভাবে পারেন সকলকে এগিয়ে আসার আহ্বান রইলো। এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসের প্রতিনিধিদেরকে সহযোগিতা করবেন সে আশা করছি। এবং আমাদের এই উদ্যোগের সাথে সামিল হয়ে অফলাইনের মাধ্যমে কেউ যদি ফান্ড তুলে সহযোগিতা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেবন।
আমাদের প্রতিনিধিদের নাম ও মোবাইল ব্যাংকিং নাম্বার:
১। শৈসানু মারমা
মো: 01585806916 (Nagad)
ঢাকা বিশ্ববিদ্যালয়।
২। উজ্জ্বল বাবু তঞ্চঙ্গ্যা
মো: 01608601595(Bkash & Nagad)
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৩। মাছেন হ্লা রাখাইন
মো: 01873214744(BKash)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৪। মিলন চাকমা
মো: 01642870088 (Bkash & Rocket)
ইসলামি বিশ্ববিদ্যালয়।
৫। রনতোষ চাকমা
মোঃ-01881617235 (Bkash)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৬। উচিং মারমা
মো: 01885855415(Bkash & Nagad)
কুমিল্লা বিশ্বিবদ্যালয়।
৭। লিগাল চাকমা
মো: 01609014332 (Bkash & Nagad)
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৮। রফিন চাকমা
বরিশাল বিশ্ববিদ্যালয়
মো: 01606791084(Bkash & Nagad)
বরিশাল বিশ্ববিদ্যালয়।
৯। প্রণব খীসা
মো: 01533019447(BKash)
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১০। পলাশ চাকমা
মো: 01533192970(BKash)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১১। সুনন্দ দেওয়ান
মো: 01624415216 (Bkash & Rocket)
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
১২। মেরিন চাকমা
মো:01537445771(Bkash & Nagad)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
১৩। অরনিস চাকমা
মো: 01871098652(Bkash)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
১৪। রমিতা চাকমা
01516338875(Bkash)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
১৫। অতুল চাকমা
মো: 01533912438(Bkash & Nagad)
খুলনা বিশ্ববিদ্যালয়𑅁
১৬। রেলং খুমী
মো: 01883110334(Nagad)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
১৭। অশেষ চাকমা
01533670129 (Bkash)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
★★★সহযোগিতা পাঠাতে পারবেন নিচের নাম্বারে-------
Swe Sanu Marma - 01585806916(Nagad Account number)
Milon Chakma -01642870088(Bkash Account & Rocket account Number)
এছাড়াও উপরিউক্ত সকল প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন এবং যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। টাকা পাঠানোর আগে বা পরে অবশ্য কল বা মেসেজ দিয়ে কনফার্ম করবেন।
ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চাইলে নিম্নোক্ত ব্যাংক হিসাব নাম্বারে টাকা পাঠানো যাবে:
Islami Bank Account-
20502016700215414
BIJOY CHAKMA,
Rangamati Branch,
Routing Number 125840529
ধন্যবাদান্তে,
পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীবৃন্দ।