25/02/2024
আমি_পদ্মজা'
উপন্যাসে পূর্না মারা যাওয়ার পর মৃদুলরে দুটো উক্তি ছিলো-
"আম্মা মরা মানুষকে বিয়ে করা যায় না? আমারে বিয়ে দাও আম্মা। তাঁরপর এক লগে কবর দাও। আমি ওরে ছাড়া কেমনে থাকুম আম্মা?"
"আমাকেও সবাই কবর দেন। পূর্নার লগে কবর দেন।
(কি সুন্দর ভালোবাসা 🙂)