পাবনাইয়া

  • Home
  • পাবনাইয়া

পাবনাইয়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পাবনাইয়া, News & Media Website, .

পাবনার Youtube ভিত্তিক নিউজ পোর্টাল.Online Latest Bangla News Article Sports, Crime, Entertainment, , Business, Politics, Education, Opinion, Lifestyle, Photo, Video, Travel, National, World

প্রিয় বাংলাদেশ
22/08/2024

প্রিয় বাংলাদেশ

03/08/2024

ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ
স্মৃতি দিয়ে ঘেরা..... (Sound On...and then Play).

আমি জানতাম না, আমরা দেশটাকে এত ভালোবাসি!

আজকের রাজধানীর শহীদ মিনার এলাকায় ছাত্র-জনতার মহাসমাবেশ।

কোটা আন্দোলনে পাবনায় পুলিশের গুলিতে আহত  ইনজামুল হক নামের একজন শিক্ষার্থী ৷ আল্লাহ তায়ালা তাকে সুস্থ করুন ;আমিন।
18/07/2024

কোটা আন্দোলনে পাবনায় পুলিশের গুলিতে আহত ইনজামুল হক নামের একজন শিক্ষার্থী ৷
আল্লাহ তায়ালা তাকে সুস্থ করুন ;আমিন।

18/07/2024

আপডেট: সারাদেশে আজকে টোটাল ২৮ জন মৃত্যুবরণ করেছে। হয়তো আরো বেশি মৃত্যুবরণ করেছে যা আমাদের অজানা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমার ধারনা কাল রাত ১২টা নাগাদ সংখ্যাটা ১০০ পার হয়ে যেতে পারে কারন অনেক সিভিয়ারলি ঔন্ডেড মানুষ হাসপাতালে।

আলোচনার কথা বলে পুলিশ আর র‌্যাবকে দিয়ে সমানে গুলি করছেন, মানুষ মারছেন। এখন শোনা যাচ্ছে সেনাবাহিনীও নামাচ্ছেন। এই সেনাবা...
18/07/2024

আলোচনার কথা বলে পুলিশ আর র‌্যাবকে দিয়ে সমানে গুলি করছেন, মানুষ মারছেন। এখন শোনা যাচ্ছে সেনাবাহিনীও নামাচ্ছেন। এই সেনাবাহিনী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু করেছে, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষের বুকে তারা গুলি করবে না। আমাদের ভয় নেই। ইনশাল্লাহ্।

২০জন শহীদের জীবন ফিরিয়ে দিতে পারলে আলোচনায় আসো, না হলে ক্ষমতা ছাড়ো
18/07/2024

২০জন শহীদের জীবন ফিরিয়ে দিতে পারলে আলোচনায় আসো, না হলে ক্ষমতা ছাড়ো

18/07/2024

পাবনা ট্রাফিক মোর কমপ্লিট শাটডাউন
ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল পাবনা এডওয়ার্ড কলেজ এলাকা।

16/07/2024

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অবৈধ প্রবেশ।

বাবার সাথে প্রায় ঘন্টা খানেক ধরে ব্যাংকে বসে আছি। বিরক্ত হচ্ছি খুব।যত না  নিজের উপর,  তার চেয়ে  বেশি বাবার উপর। অনেকটা র...
05/07/2024

বাবার সাথে প্রায় ঘন্টা খানেক ধরে ব্যাংকে বসে আছি।
বিরক্ত হচ্ছি খুব।
যত না নিজের উপর, তার চেয়ে বেশি বাবার উপর।
অনেকটা রাগ করেই বললাম-
"বাবা, কতবার বলেছি,অনলাইন ব্যাঙ্কিংটা শিখো। "

বাবা বললেন --
এটা শিখলে কি হবে?
-- ঘরে বসেই তুমি এই সামান্য কাজটা করতে পারতে।
শুধু ব্যাংকিং না,
শপিংটাও তুমি অন- লাইনে করতে পারো।
ঘরে বসে ডেলিভারি পেতে পারো।
খুবই সহজ।
কিন্তু এই সহজ জিনিসটাই তুমি করবে না।

বাবা জানতে চাইলেন --
করলে আমাকে ঘরের বাইরে বের হতে হতো না-
তাই না?

-- হ্যাঁ, বাবা তাই।
এখানে এসে ঘন্টা খানেক অনর্থক বসে থাকতে হতো না।

এরপর বাবা যা বললেন
তাতে আমি নির্বাক হয়ে গেলাম।

বাবা বললেন:-
এতো সময় বাঁচিয়ে তোমরা কি করো ?

ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো।
কবে শেষদিন তুমি তোমার ফুফুর সাথে কথা বলেছো?
দশ হাত দূরে প্রতিবেশী --
বৃদ্ধ সেজো কাকার খবর নিয়েছো ?
অথচ, আপন জনের সাথে দেখা করতে
আমরা দশ মাইল পথ হেঁটেছি।
সময় বাঁচানোর চিন্তা করিনি।
মানুষ যদি মানুষের পাশেই না যায়-
তবে এতো সময় বাঁচিয়ে কি হবে বলো ?

বাবার কথা পাশ থেকে মানুষেরা শুনছেন।
আমি চুপচাপ বসে আছি।

বাবা বললেন --
ব্যাংকে প্রবেশের পর থেকে
চারজন বন্ধুর সাথে কুশল বিনিময় করেছি।
তুমি জানো, আমি ঘরে একা।
তাই ঘর থেকে বের হয়ে আসাটাই আমার আনন্দ।

এইসব মানুষের সাহচর্যটাই আমার সঙ্গ।
আমার তো এখন সময়ের কমতি নেই।
মানুষের সাহচর্যেরই কমতি আছে।
ডিভাইস, হোম-ডেলিভারি,
এনে দেবে অনেক কিছু, কিন্তু
মানুষের সাহচর্য তো আমায় এনে দেবে না।

মনে পড়ে, দু বছর আগে
আমি অসুস্থ হয়ে পড়েছিলাম।
যে দোকান থেকে আমি
দৈনন্দিন কেনাকাটা করি,
তিনিই আমাকে দেখতে গিয়েছিলেন।
আমার পাশে বসে থেকে
মাথায় হাত রেখেছিলেন।
আমার চোখ অশ্রুসিক্ত হয়েছিলো।

তোমার ডিভাইস বড়জোড় একটা যান্ত্রিক ইমেইল পাঠাবে,
কিন্তু আমার পাশে বসে থেকে
চোখের জল তো মুছে দেবে না,
বরং মনের কষ্ট আরও বাড়াবে, তাই না ।

চোখের জল মুছে দেয়ার মতো
কোনো ডিভাইস কি তৈরি হয়েছে?

সকালে হাঁটতে গিয়ে তোমার মা পড়ে গিয়েছিলেন।
কে তাকে ঘরে পৌঁছে দিয়েছিলো?

অনলাইন মানুষের একাউন্ট চেনে,
সে তো মানুষ চেনে না!
মানুষের ঠিকানা চেনে, কিন্তু
রাস্তায় পড়ে থাকা মানুষের ঘর তো চেনে না!

এই যে মানুষ আমার শয্যাপাশে ছিলো,
তোমার মাকে ঘরে পৌঁছে দিলো,
কারণ - দৈনন্দিন নানা প্রয়োজনে
একজন আরেকজনকে চিনেছি।

সবকিছু অনলাইন হয়ে গেলে --
মানুষ "হিউম্যান টাচটা" কোথায় পাবে বলো ?

আর পায় না বলেই --
পাশের ঘরে মানুষ মরে গিয়ে লাশ হয়ে থাকে,
দুর্গন্ধ না আসা পর্যন্ত
কেউ কারো খবরও আর রাখে না।

বড় বড় অ্যাপার্টমেন্টগুলো আমাদের
" অ্যাপার্টই " করে দিয়েছে ।

পুরো পাড়ায় একটা টেলিভিশনে
কোনো অনুষ্ঠান একসাথে দেখে সবার আনন্দ,
আমরা একসাথে জড়ো করতাম।
এখন আমরা রুমে রুমে
নানা ডিভাইস জড়ো করেছি।
আনন্দ আর জড়ো করতে পারি না।

এই যে ব্যাংকের ক্যাশিয়ারকে দেখছো --
তুমি তাঁকে ক্যাশিয়ার হিসাবেই দেখছো,
সেলসম্যানকে সেলসম্যান হিসাবেই দেখছো।

কিন্তু আমি সুখ- দুঃখের অনুভূতির
একজন মানুষকেও দেখছি।
তাঁর চোখ দেখছি।
মুখের ভাষা দেখছি।
হৃদয়ের কান্না দেখছি।
ঘরে ফেরার আকুতি দেখছি ।

এই যে মানুষ মানুষকে দেখা,
এটা একটা বন্ধন তৈরি করে।
অনলাইন শুধু সার্ভিস দিতে পারে,
এই বন্ধন দিতে পারে না।
পণ্য দিতে পারে,
পুণ্য দিতে পারে না।

এই যে মানুষের সাথে হাসিমুখে কথা বলা,
কুশলাদি জিগ্যেস করা --
এখানে শুধু পণ্যের সম্পর্ক নেই,
পুণ্যের সম্পর্কও আছে।

-- বাবা, তাহলে টেকনোলজি কি খারাপ ? আমি জানতে চাই।

বাবা বললেন --
টেকনোলজি খারাপ না। অনেক কিছু সহজ করেছে নিঃসন্দেহে সত্য।
ভিডিও কলের মাধ্যমে লাখে লাখে ছেলেমেয়েরা পড়ছে,
শিখছে, এটা তো টেকনোলজিরই উপহার।

তবে, টেকনোলজির নেশাটাই খারাপ।

স্ক্রিন অ্যাডিকশন
ড্রাগ অ্যাডিকশনের চেয়ে কোনো অংশে কম না।

দেখতে হবে,
ডিভাইস যেন আমাদের মানবিক সত্ত্বার
মৃত্যু না ঘটায়।
আমরা যেন টেকনোলজির দাসে পরিণত না হই।
মানুষ ডিভাইস ব্যবহার করবে।
মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে।

কিন্ত ভয়ঙ্কর সত্য হলো,
এখন আমরা মানুষকে ব্যবহার করি,
আর ডিভাইসের সাথে সম্পর্ক তৈরি করি।

মানুষ ঘুম থেকে ওঠে আপন সন্তানের মুখ দেখার আগে মোবাইলের স্ক্রিন দেখে,

সায়েন্টিফিক রিসার্চ ইন্সটিউট
এটাকে ভয়ঙ্কর মানসিক অসুখ বলে ঘোষণা করেছে।

কিছুদিন আগে আশা ভোঁসলে
একটা ছবি পোস্ট করে ক্যাপশান লিখেছেন-
" আমার চারপাশে মানুষ বসে আছে --
কিন্তু কথা বলার মানুষ নেই।
কারণ সবার হাতে ডিভাইস।"

বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন --
জানি না ভুল বলছি কি-না,
তবে আমার মনে হয়,
তোমরা পণ্যের লোগো যতো চেনো,
স্বজনের চেহারা ততো চেনো না।

তাই,যতো পারো মানুষের সাথে সম্পর্ক তৈরি করো,
ডিভাইসের সাথে না।
টেকনোলজি জীবন নয়।

স্পেন্ড টাইম উইথ পিপল,
নট উইথ ভিডাইস।

এ সময় বাবাকে কাকা বলে কে একজন ডাক দিলেন...।
বাবা কাউন্টারের দিকে হেঁটে যাচ্ছেন।
এই প্রথম আমি বুঝতে পারলাম --
বাবা কেবল ক্যাশিয়ারের দিকে যাচ্ছেন না,
একজন মানুষ,আরেকজন মানুষের কাছেই যাচ্ছেন।

বাবাকে আমি অনলাইন শেখাতে চেয়েছিলাম,
বাবা আমাকে লাইফলাইন শিখিয়ে দিলেন।

(সংগৃহিত)


ইতিহাস-ঐতিহ্যে লীলাভূমি, প্রাণের পাবনা জেলা  ❤️❤️❤️
29/06/2024

ইতিহাস-ঐতিহ্যে লীলাভূমি,
প্রাণের পাবনা জেলা ❤️❤️❤️

30/04/2024

৪৩ ডিগ্রীও ছাড়িয়ে গেল পাবনার তাপমাত্রা!..

আজকে ৩০শে এপ্রিল ২০২৪ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস।

★ বিশেষ সতর্কতা ★৩০শে এপ্রিল ২০২৪ মঙ্গলবার বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে যাচ্ছে সমগ্র বাংলা। দ...
30/04/2024

★ বিশেষ সতর্কতা ★

৩০শে এপ্রিল ২০২৪
মঙ্গলবার
বিগত ১০০ বছরের মধ্যে সবচেয়ে তীব্রতর দাবদাহের সাক্ষী হতে যাচ্ছে সমগ্র বাংলা।
দাবদাহের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও বিপদজনক তাপপ্রবাহ দ্বারা আক্রান্ত হতে চলেছে সমগ্র বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ।
ভয়াবহ লাল তাপপ্রবাহ বলয় চক্কর সবচেয়ে বিপদজনক মাত্রায় পৌঁছাতে চলেছে মঙ্গলবার।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগুনের হল্কা ভয়াবহ বিপদজনক লু হাওয়া প্রবল বেগে প্রবাহিত হবে।
মঙ্গলবার সবচেয়ে বেশি তাপপ্রবাহের দ্বারা মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
তাই বিশেষ সতর্কতা অবলম্বন করুন।
৩০ মিনিট থেকে ১ঘন্টা টানা রোদের মধ্যে থাকলে সানস্ট্রোক ও সংজ্ঞাহীন হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। বেশিক্ষণ রোদের নীচে থাকলে নাক মুখ দিয়ে রক্তপাত ও মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

সংগৃহীত

29/04/2024

আজ সোমবার (২৯ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা পাবনা জেলায় চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। আর বাতাসের আদ্রর্তা রেকর্ড করা হয়েছে ১২ শতাংশ।

 #শোক_সংবাদ- 🥲পাবনা ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক, পাবনা চাঁপা মসজিদের সাবেক খতিব ও জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আব্...
28/04/2024

#শোক_সংবাদ- 🥲
পাবনা ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক, পাবনা চাঁপা মসজিদের সাবেক খতিব ও জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আব্দুস শাকুর (৫৬) নিজ বাড়িতে পুকুরে পানি সেচ দেওয়ার সময় সেচ পাম্প চালু করার সময় বিদ্যুতিক স্পর্শে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২৮ এপ্রিল) দুপুরে পাবনা পৌর এলাকার মহেন্দ্রপুরে এ ঘটনা ঘটে।

পায়ে হাঁটা পথের মধ্যে বিশ্বের দীর্ঘতম পথ হল দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে রাশিয়ার মাগাদান। এই পথ অতিক্রম করতে সমুদ্র বা ...
07/04/2024

পায়ে হাঁটা পথের মধ্যে বিশ্বের দীর্ঘতম পথ হল দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে রাশিয়ার মাগাদান। এই পথ অতিক্রম করতে সমুদ্র বা অন্য কোনো উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হতে হয় না।

এই পথে হাটতে এমনকি নৌকারও কোন প্রয়োজন নেই। কেননা পথিমধ্যে প্রয়োজনীয় ব্রিজ আছে। পথের মোট দূরত্ব ২১,৮০৮ কিমি। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লাগবে ৪,৩১০ ঘণ্টা। সেজন্য ১৮৭ দিন বিরতিহীন ভাবে হাঁটতে হবে। অথবা, প্রতিদিন ৪ ঘণ্টা হাটলে সময় লাগবে ৫৬১ দিন।

পথিমধ্যে পড়বে ১৭ টি দেশ। ছয়বার ঘড়ির কাঁটা বদল করতে হবে। এছাড়াও পথচারী সবগুলো ঋতুই দেখতে পারবেন।

তথ্য ও ছবি: সংগৃহীত

বৃষ্টি আসার ঠিক আগ মুহুর্তে, গ্রাম বাংলা দৃশ্য♥️⛈️
22/03/2024

বৃষ্টি আসার ঠিক আগ মুহুর্তে, গ্রাম বাংলা দৃশ্য♥️⛈️

একই জায়গায় ছয়টি ঋতু....।।
17/03/2024

একই জায়গায় ছয়টি ঋতু....।।

আজকের ধূমকেতুর যাত্রাঃ আজ(০৫/০৩/২০২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এটাকে পরীক্ষা না বলে ভর্তি যুদ...
07/03/2024

আজকের ধূমকেতুর যাত্রাঃ
আজ(০৫/০৩/২০২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এটাকে পরীক্ষা না বলে ভর্তি যুদ্ধ বলা যেতে পারে। প্রায় ৭০০ ছাত্র ছাত্রী আজকে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে এসে বিকেল সাড়ে তিনটার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ।

রেল ব্রোকেনের জন্য ধুমকেতু এক্সপ্রেস ঢাকা থেকেই বিলম্বে রওনা হয়। সকাল ১১ টায় হিসেব করে দেখা গেল ট্রেনটি বিকেল ৩:০০ টা নাগাদ রাজশাহী পৌঁছবে। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ট্রনটি অন্য ট্রেনকে বসিয়ে দিয়ে এগিয়ে আনছিলাম। ভাগ্য এতই খারাপ, লাহেড়ী মোহনপুর স্টেশনে এসে ধূমকেতুর ইঞ্জিন ফেইল করে, চাকা ঘুরছে না । কি করা যায়, কি করা যায় পরীক্ষার্থীদের কথা চিন্তা করে শরৎনগরে বসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন কেটে এনে ধুমকেতু আবার চালু করলাম।

হিসেবে করে দেখলাম ট্রেনটি বিকেল ৪ ঘটিকায় রাজশাহী পৌঁছবে, তখন পরীক্ষা শুরু হয়ে যাবে। মাননীয় ভিসি মহোদয়কে পরীক্ষার সময় পিছিনোর বিনীত অনুরোধ করলাম। তিনি আমাকে প্রায় ৪ বার ফোন করে ট্রেনের খবর নিলেন। ট্রেন সর্বোচ্চ অনুমোদিত গতিতে চলছে। দূশ্চিন্তা ছাড়ছে না। পরীক্ষার্থীদের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। উপায়ন্ত না দেখে আড়ানী স্টেশনের স্টপেজে ট্রেন না থামিয়ে থ্রু পাশ করলাম।

ঈশ্বরকে খুব একটা ডাকি না, পরীক্ষার্থীদের কথা চিন্তা করে জোড়ে জোড়ে ডাকা শুরু করলাম, একটু মানত ও করলাম। ঈশ্বর মনে হয় সদয় হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামিয়ে দিলাম, তখন বিকেল ৩/৩৮ ঘটিকা। দৌড় দৌড় হলে ঢুকতে হবে ৪ টার মধ্যে। ভিসি মহোদয়কে বিনীত অনুরোধ করলাম ছেলে মেয়েদের হলে ঢোকার সুযোগ দেয়ার জন্য। তিনি কথা রাখলেন এবং রেলওয়ের সবাইকে ধন্যবাদ দিলেন।

ট্রেন পরিচালনায় পাকশী কন্ট্রোলে সার্বক্ষনিক ভাবে মনিটরিং করেন ডিআরএম(পাকশী)। এখন নিজেকে বেশ হালকা লাগছে।

(Repost)

Address


Alerts

Be the first to know and let us send you an email when পাবনাইয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

পাবনার কিডা কিডা আছেন....তাড়াতাড়ি আহেন ! ( ইডা একখান পাবনাইয়া ছাওয়াল পালের আড্ডার পোষ্ট

আমরা পাবনার ছাওয়াল পাল । পাবনা আমাগরে সপ । আমাগরে একখান পদ্মা নদী আছে , একখান মেন্টাল আছে । প্যারাডাইস আছে । আরো অনেক কিছু আছে । মানুষগুলাও সেইরম । এহানে কিডা কিডা পাবনার আছেন তাড়াতাড়ি আহেন ...