Swarajit Photography স্বরজিৎ ফোটোগ্রাফি

  • Home
  • Swarajit Photography স্বরজিৎ ফোটোগ্রাফি

Swarajit Photography স্বরজিৎ ফোটোগ্রাফি photo create alive

16/11/2023

🙏🫰👏

27/10/2023
17/10/2023

"সত্যকে প্রকাশ করিতে পারাই
সত্য সম্বন্ধে চরম শিক্ষা।"

রবীন্দ্রনাথ ঠাকুর🙏🏻
(নৌকাডুবি)

14/10/2023

আজ মহালয়া..পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের শুভ সূচনা 🙏পরিবারের প্রতিটি সদস্যকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা 😊❤️সকলের পুজো যেন খুব ভাল ভাবে কাটে ,আনন্দে কাটে এই কামনা করি 😊❤️🙏

30/07/2023

অর্ধেকের বেশি ক্রিকেট ফ্যান স্টুয়ার্ট ব্রডের নাম শুনলে প্রথমেই যুবরাজের কাছে ছয় বলে ছয় ছক্কার কথা মাথায় আসবে। কতটা Embarrassing একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে! অথচ লাল বলের ইতিহাস অন্য কথা বলে। এই ম্যাচেই অ্যাসেজে ১৫০ উইকেট নেবার নজির গড়ল। টেস্টে উইকেটের সংখ্যা ৬০২ হয়তো আরও দুটো তিনটে যাওয়ার আগে যোগ হবে। এই অ্যাসেজে যেভাবে জ্বলে উঠেছিল তাতে এই খবরটা চমক এনে দেবার মতো!

এলবিডব্লিউ আউট হলে আম্পায়ারের দিকে না তাকিয়েই ছুটতে ছুটতে সেলিব্রেশনের ব্যাপারটা মিস করবো খুব।

১৭ বছরের গ্লোরিফাইং একটা অধ্যায়ের শেষ 💔
Happy retirement Stuart Broad ❤️

25/07/2023

রাস্তায় পড়ে থাকা ছেড়া কাগজটাও একদিন কোনো
দরকারি বইয়ের পৃষ্ঠা ছিল। আজ প্রয়োজন শেষে পড়ে রয়েছে রাস্তায়!🙂

প্রয়োজন শেষ হলে সবকিছুই এভাবে.....

"I am become Death, the destroyer of worlds"  — Oppenheimer quoting line from the Bhagavad-Gita.
22/07/2023

"I am become Death, the destroyer of worlds" — Oppenheimer quoting line from the Bhagavad-Gita.

500 reasons to admire the journey! Congratulations to Virat Kohli on his 5️⃣0️⃣0️⃣th international match for   🇮🇳🫡  | Vi...
20/07/2023

500 reasons to admire the journey!

Congratulations to Virat Kohli on his 5️⃣0️⃣0️⃣th international match for 🇮🇳🫡

| Virat Kohli

19/07/2023

দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই ১৮৬৩ - ১৭ মে ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তার বিখ্যাত গান "ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন। তার নাটকগুলি চার শ্রেণিতে বিন্যস্ত: প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে জীবদ্দশায় প্রকাশিত আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার-পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল-বিজয় ইত্যাদি।

লবন হ্রদের বিকালবেলা ০৯/০৭/২০২৩
09/07/2023

লবন হ্রদের বিকালবেলা
০৯/০৭/২০২৩

রবিবারের বিকালবেলা০৯/০৭/২০২৩
09/07/2023

রবিবারের বিকালবেলা
০৯/০৭/২০২৩

Flower unknown Dop 09/07/2023
09/07/2023

Flower unknown
Dop 09/07/2023

03/06/2023

লোকনাথ ব্রহ্মচারী (জন্ম: ১৭৩০ - মৃত্যু: ১৮৯০) ছিলেন একজন হিন্দু সিদ্ধপুরুষ। তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত। হিন্দুধর্মানুশারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যাক্তিত্ব। তিনি দেহত্যাগের পূর্বপর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে অবস্থান করেছিলেন। বাবা লোকেনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান।

মেঘের ঘনঘটা
12/05/2023

মেঘের ঘনঘটা

Happy Vesak Day!Happy Buddha Pornima
05/05/2023

Happy Vesak Day!
Happy Buddha Pornima

02/05/2023

শ্রী সত্যজিৎ রায়ের ১০২ তম জন্মবার্ষিকী তে জানাই শ্রদ্ধাঞ্জলি। 🙏

Remembering the greatest filmmaker, Satyajit Ray, on his 102nd birth anniversary!

13/04/2023

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (অমৃতসর হত্যাকাণ্ড) ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। ১৯১৯ সালের ১৩ এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই শহরের জালিয়ানওয়ালাবাগ নামক একটি বদ্ধ উদ্যানে সমবেত নিরস্ত্র জনগণের উপর গুলিবর্ষণ করা হয়েছিল।
এই হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া "নাইটহুড" উপাধি ত্যাগ করেন।

22/03/2023

জল সংরক্ষন করুন, জীবন সুরক্ষিত রাখুন! সমাজে পরিবর্তন আনুন! বিশ্ব জল দিবস।

07/03/2023

সকলকে জানাই শুভ দোলপূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।

20/02/2023

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

17/02/2023

জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। তার কবিতায় পরাবাস্তবের দেখা মিলে। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধানী। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিষ্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন।গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা-পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাঁকে 'নির্জনতম কবি' বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে ‘শুদ্ধতম কবি’ অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাঁকে রবীন্দ্রনাথ ও নজরুল-পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত (১৯৫৩) হয়। ১৯৫৫ সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি ২১টি উপন্যাস এবং ১২৬টি ছোটগল্প রচনা করেছিলেন যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন। বিংশ শতাব্দীর শেষার্ধকালে অনপনেয়ভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে।

13/02/2023

রঞ্জি ট্রফি ফাইনালে কোনো টিকিটের ব্যবস্থা থাকছে না।
চারটি ব্লক খোলা রাখার ব্যবস্থা রাখছে সিএবি।
দর্শকদের কাছে অনুরোধ আপনারা সবাই আসুন এবং নিজেদের ভালোবাসা ও সাপোর্ট দিয়ে বাংলাকে জিততে সাহায্য করুন। ৩৩ বছরের শিকল ভেঙে যাক এবার।

"আমাকে PAN INDIAN STAR ট্যাগ দেবেননা দয়া করে আমি আমার ACTOR পরিচয়েই খুশি। আমি সব ভাষায় কাজ করতে চাই তামিল তেলুগু সাউথ হি...
13/02/2023

"আমাকে PAN INDIAN STAR ট্যাগ দেবেননা দয়া করে আমি আমার ACTOR পরিচয়েই খুশি। আমি সব ভাষায় কাজ করতে চাই তামিল তেলুগু সাউথ হিন্দীই না আমি সুযোগ পেলে বাংলা বা গুজরাটি সিনেমাও করতে চাই। আপাতত অভিনেতা পরিচয়েই আমি খুশি"

— বিজয় সেতুপতি

Indian plum
29/01/2023

Indian plum

Address

SALTLAKE

Website

Alerts

Be the first to know and let us send you an email when Swarajit Photography স্বরজিৎ ফোটোগ্রাফি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swarajit Photography স্বরজিৎ ফোটোগ্রাফি:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share