Tajul Islam

Tajul Islam শিক্ষা বা যোগ্যতা সফলতার মাপকাঠি নয় নেক আমল, বিনয় ও সততা-ই সফলতার মাপকাঠি।

27/12/2024

সিসিটিভি ফুটেজ-
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ভয়া'বহ এক্সিডেন্ট : বাসের চাপায় ঘটনাস্থলে ৫জন "নি'হত।

27/12/2024

তোরা রেখে দে দাদা।
আমরা ফেরত চাইনা।

24/12/2024

সাদ রহঃ? ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
যেমন সাদ সাহেব তেমন তার অনুসারী 😐

মাদ্রাসা শিক্ষার্থী শহীদ আরফাতের জানাজায় উপস্থিত হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, প্রধান উপদেষ্টার ব্যক্...
23/12/2024

মাদ্রাসা শিক্ষার্থী শহীদ আরফাতের জানাজায় উপস্থিত হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত প্রেসসচিব শফিকুল ইসলাম।মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শরীফ মোহাম্মদ। ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম ,উপদেষ্টা নাহিদ ইসলাম ,সমন্বয়ক সারজিস আলম।

এই সেই শহীদ মো. আরাফাত (১২)। একজন মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মাদরাসা থেকে নাজেরা শেষ করেন। পবিত্র কোরআন শরীফের তিন পারা ...
23/12/2024

এই সেই শহীদ মো. আরাফাত (১২)।
একজন মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মাদরাসা থেকে নাজেরা শেষ করেন। পবিত্র কোরআন শরীফের তিন পারা মুখস্থ ও করেছিলেন। এরপর কিতাব বিভাগের এবতেদিয়ায় অধ্যয়নরত ছিলেন।

গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেয়া হয়। এরপর নেয়া হয় কুর্মিটোলায়। সেখান থেকেও তাকে ফেরত দিলে পরবর্তীতে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। তিন মাস হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন থাকার পর আজ ২২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। শহীদী মিছিলে যোগ দেন আমাদেরকে ছেড়ে।

ঘাতক বুলেট শহীদ আরাফাতের বাম পাজরের দিক দিয়ে ঢুকে পাজরের হাড্ডি ও মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তাঁর একটি কিডনিও নষ্ট হয়ে যায়।

উন্নত চিকিৎসার জন্য শহীদ আরাফাতকে আগামী ২৪ ডিসেম্বর অর্থাৎ আগামীকাল এয়ার এ্যাম্বুলেন্সে দেশের বাইরে নেয়ার তারিখ নির্ধারিত ছিলো। তার আগেই অনন্ত মহাকালের যাত্রায় অসীম মহাকাশের অন্তে শহীদী মিছিলে তিনি যোগ দিয়েছেন।

"তাঁরা কি ফিরিবে আজ সু-প্রভাতে,
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে"

টঙ্গীতে সাদপন্থী গুন্ডাদের হামলায় আলমী শুরাপন্থী বগুড়ার শহীদ মুবাল্লিগ মরহুম তাজুল ইসলাম রহ.। বগুড়া মারকায মসজিদ চত্ব...
19/12/2024

টঙ্গীতে সাদপন্থী গুন্ডাদের হামলায় আলমী শুরাপন্থী বগুড়ার শহীদ মুবাল্লিগ মরহুম তাজুল ইসলাম রহ.। বগুড়া মারকায মসজিদ চত্বরে জানাযা অনুষ্ঠিত হয়।
মরহুমের ছোট ছেলের কান্নায় উপস্থিত সকলের চোখ ভিজে ওঠে।

18/12/2024

কু*খ্যাত প*থভ্রষ্ট সা'দপন্থীদের স*ন্ত্রাসী কায়দায় হামলা করে একজন দাওয়াতে তাবলীগের ভাইকে টঙ্গির ময়দানে গভীর রাতে ছুরিতে আঘাত করে শহীদ করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

17/12/2024

ইন্না-লিল্লাহ মুফতি সাইদ আহমদ( কলরব) কিডন্যাপ! তাকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে গুন্ডাবাহিনীরা উঠিয়ে নিয়ে গেছে। মুফতি সাঈদ আহমদ কলরব কে বাঁচান।

17/12/2024

ডারতের কান্না শুরু হয়ে গেছে।
আলু পেঁয়াজের দাম না পেয়ে কৃষকরা আ°ত্ম°হ°ত্যা করছে। কতটা ভয়া°নক পরিস্থিতিতে ভারত, কল্পনা করা যায়? আর ওরা বলছিলো, আমরা নাকি না খেয়ে মরবো 😄

28/11/2024

সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান থেকে।

05/11/2024

উলামায়ে কেরামের ইজতেমা ছাড়া অন্য কারো ইজতেমা চলবে না। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দাঃ বাঃ

28/10/2024

স্ত্রীকে কিভাবে শাসন করবেন।

আলহামদুলিল্লাহ মাত্র ২ মাস ১৯ দিনে হাফেজ হলেন মা'হাদু উলুমিল কুরআনের ছাত্র হাফেজ মাকসুদ আলী,ইন্ডিয়া।
07/10/2024

আলহামদুলিল্লাহ মাত্র ২ মাস ১৯ দিনে হাফেজ হলেন মা'হাদু উলুমিল কুরআনের ছাত্র হাফেজ মাকসুদ আলী,ইন্ডিয়া।

05/10/2024

ইতিহাসে প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে সিরাত মাহফিল (সা.)।

সমকামিতা ‘প্রমোটকারী’দের শিক্ষা কমিশন থেকে বাদ দিন. ইবনে শাইখুল হাদিস।
27/09/2024

সমকামিতা ‘প্রমোটকারী’দের শিক্ষা কমিশন থেকে বাদ দিন. ইবনে শাইখুল হাদিস।

ছাত্র আন্দোলনের সময় আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের জাতীয় জরুরি মেডিকেল টিম।🥰
22/09/2024

ছাত্র আন্দোলনের সময় আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের জাতীয় জরুরি মেডিকেল টিম।🥰

20/09/2024

মুফতি রুহুল আমিন সাহেব গহরডাঙ্গা থেকে শত শত ছাত্রদেরকে নিয়ে এসে বায়তুল মোকাররমে জুমআর আলোচনা চলাকালীন মিম্বর দখল করে এদেশের আলেম সমাজকে গোটা জাতির কাছে হেয় করেছেন, অপমানিত করেছেন। গোপালগঞ্জের মানুষের মাথা এত মোটা সেটা আগে জানা ছিল না।

সৈরাচারের বিরুদ্ধে যাওয়ায় তাদের এই অবস্থা।আপনাদের অবদান ভুলবেনা বাংলাদেশ। ❤️
16/09/2024

সৈরাচারের বিরুদ্ধে যাওয়ায় তাদের এই অবস্থা।
আপনাদের অবদান ভুলবেনা বাংলাদেশ। ❤️

Address

Brahmanbaria

Telephone

+8801743244775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tajul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tajul Islam:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share