08/06/2023
ধরেন আপনার বয়স ২০ আর আপনার সাথে যার সম্পর্ক হবে তার বয়স হলো ১৮। তো আপনারা এই অল্প বয়সেই বিয়ে করে ফেলেন। তবে বিয়ের পরপরই আপনারা পরিপূর্ণভাবে সংসার শুরু করবেন না। দুজনেরই বয়স কম,পড়ালেখার চাপ ইত্যাদি নানা কারনে হয়তো পরিপূর্ণভাবে সংসার শুরু করতে আরও কয়েকবছরের মতো সময় লাগতে পারে । তবে ততদিন পর্যন্ত কি আপারা আলাদা থাকবেন? "আমমম" না আলাদা না। আপনারা বিয়ের আগে যেভাবে দিনগুলো পার করছিলেন ঠিক সেভাবেই পার করবেন তবে এখন থেকে থাকবে ছোট্ট একটা পার্থক্য। আর পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা হলো আপনাদের মাঝে শুরু হবে সম্পূর্ণ একটা হালাল টিন এইজ সম্পর্ক। অন্যরা যা করতো হারামভাবে আপনারা ঠিক তাই করবেন তবে তা হালালভাবে, যেমন একজন আরেকজনের সাথে কলে কথা বলা, কলেজ ছুটির পর দাড়ানো, ঈদের দিন নতুন জামা পড়ে ছবি দেওয়া, বাসার সামনে এসে দাড়িয়ে থাকা, চিঠি লিখা,একজন আরেক জনকে নিয়ে ডাইরি লিখা একসাথে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে আপনি তার বাসায় যাবেন আর সে আপনার বাসায় আসবে ইত্যাদি সবই হবে তবে তা সম্পূর্ণ হালাল ভাবে, আপনাদের মাঝে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো অনুশোচনা।
এইটা নিয়েও ভাবা লাগবে না যে কখন এসে আবার বাবা-মা দেখে ফেলবে। ধরা খাওয়া নিয়ে কোনো চিন্তা করা তো দূরের বিষয় আপনাদের মাঝে এতো ভালো সম্পর্ক দেখে উল্টো তারা আরও খুশি হবে, বাধা তো দিবেই না পারলে আরও সাহায্যও করবে।
কি সুন্দর হবে সেই মুহুর্তগুলো তাই না? ইশশ আমিও আমার জীবনেও যদি এমন একটা সম্পর্ক থাকতো!!
বিয়ে, হালাল টিন এইজ প্রেম, একসাথে বড় হওয়া, একজন আরেকজনকে আরও ভালোভাবে জানা, একসাথে সংসার করার আগের স্মৃতিগুলো, একসাথে সংসার করার সময়ের স্মৃতিগুলো ইত্যাদি আরও কতো কি!!! একটা সুন্দর সম্পর্কের জন্য আর কি প্রয়োজন!!
(সংগৃহীত)