Rabab-رباب

  • Home
  • Rabab-رباب

Rabab-رباب Alhamdulilah 🖤
Peace is in faith and obedience 💦
(1)

ধরেন আপনার বয়স ২০ আর আপনার সাথে যার সম্পর্ক হবে তার বয়স হলো ১৮। তো আপনারা এই অল্প বয়সেই বিয়ে করে ফেলেন। তবে বিয়ের পরপরই ...
08/06/2023

ধরেন আপনার বয়স ২০ আর আপনার সাথে যার সম্পর্ক হবে তার বয়স হলো ১৮। তো আপনারা এই অল্প বয়সেই বিয়ে করে ফেলেন। তবে বিয়ের পরপরই আপনারা পরিপূর্ণভাবে সংসার শুরু করবেন না। দুজনেরই বয়স কম,পড়ালেখার চাপ ইত্যাদি নানা কারনে হয়তো পরিপূর্ণভাবে সংসার শুরু করতে আরও কয়েকবছরের মতো সময় লাগতে পারে । তবে ততদিন পর্যন্ত কি আপারা আলাদা থাকবেন? "আমমম" না আলাদা না। আপনারা বিয়ের আগে যেভাবে দিনগুলো পার করছিলেন ঠিক সেভাবেই পার করবেন তবে এখন থেকে থাকবে ছোট্ট একটা পার্থক্য। আর পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা হলো আপনাদের মাঝে শুরু হবে সম্পূর্ণ একটা হালাল টিন এইজ সম্পর্ক। অন্যরা যা করতো হারামভাবে আপনারা ঠিক তাই করবেন তবে তা হালালভাবে, যেমন একজন আরেকজনের সাথে কলে কথা বলা, কলেজ ছুটির পর দাড়ানো, ঈদের দিন নতুন জামা পড়ে ছবি দেওয়া, বাসার সামনে এসে দাড়িয়ে থাকা, চিঠি লিখা,একজন আরেক জনকে নিয়ে ডাইরি লিখা একসাথে ঘুরতে যাওয়া, মাঝে মাঝে আপনি তার বাসায় যাবেন আর সে আপনার বাসায় আসবে ইত্যাদি সবই হবে তবে তা সম্পূর্ণ হালাল ভাবে, আপনাদের মাঝে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো অনুশোচনা।

এইটা নিয়েও ভাবা লাগবে না যে কখন এসে আবার বাবা-মা দেখে ফেলবে। ধরা খাওয়া নিয়ে কোনো চিন্তা করা তো দূরের বিষয় আপনাদের মাঝে এতো ভালো সম্পর্ক দেখে উল্টো তারা আরও খুশি হবে, বাধা তো দিবেই না পারলে আরও সাহায্যও করবে।
কি সুন্দর হবে সেই মুহুর্তগুলো তাই না? ইশশ আমিও আমার জীবনেও যদি এমন একটা সম্পর্ক থাকতো!!

বিয়ে, হালাল টিন এইজ প্রেম, একসাথে বড় হওয়া, একজন আরেকজনকে আরও ভালোভাবে জানা, একসাথে সংসার করার আগের স্মৃতিগুলো, একসাথে সংসার করার সময়ের স্মৃতিগুলো ইত্যাদি আরও কতো কি!!! একটা সুন্দর সম্পর্কের জন্য আর কি প্রয়োজন!!

(সংগৃহীত)

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার গ্রীবাদেশে তিনটি গিট দেয়। প্রত...
06/06/2023

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার গ্রীবাদেশে তিনটি গিট দেয়। প্রতি গিটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত। অতএব তুমি ঘুমাও। তার পর সে যদি জাগ্রত হয়ে আল্লাহ্‌কে স্বরণ করে তখন একটি গিট খুলে যায়, পরে ওযূ করলে আর একটি গিট খুলে যায়, তার পর সালাত আদায় করলে আরও একটি গিট খুলে যায়। তখন তার প্রভাত হয় প্রফুলস্ন মনে ও নির্মল চিত্তে। অন্যথায় সে সকালে উঠে কলুষিত মনে ও অলস চিত্তে।

(বুখারী:১১৪২)

19/05/2023

এমন একজন মানুষ হোক যে আপন একেবারে ই আপনজন! যে আমার সম্পত্তি নয় হোক সম্পদ..🖤

17/05/2023

বন্ধু নির্বাচনে কোরআন
‘তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রাসুল এবং বিশ্বাসীরা যারা নামাজ কায়েম করে, জাকাত দেয় ও বিনত হয়।’ (সুরা: মায়িদা, আয়াত: ৫৫)

‘জালিম সেদিন নিজের দুই হাত দংশন করতে করতে বলবে, হায় দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।’ (সুরা : ফুরকান, আয়াত : ২৮)

বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে মনীষীদেরও দিকনির্দেশনা ইমাম গাজ্জালী (রহ.) কারো সঙ্গে বন্ধুত্ব করতে হলে তিনটি গুণের দিকে লক্ষ রাখার কথা বলেছেন—১. নেককার ও পুণ্যবান, ২. চরিত্রবান, ৩. জ্ঞানী ও বিচক্ষণ।

হজরত ইমাম জয়নুল আবেদিন তাঁর ছেলে ইমাম মুহাম্মদ আল-বাকিকে উপদেশ দিতে গিয়ে পাঁচ ধরনের মানুষের সঙ্গে বন্ধু নির্বাচন করতে নিষেধ করেছেন—

১. মিথ্যাবাদী, ২. পাপী, ৩. কৃপণ, ৪. বোকা ও আর ৫. যারা স্বজনদের সঙ্গে প্রতারণা করে।

রাব্বুল আলামীন সবাইকে পরিজন হিসেবে কবুল করুন।
17/05/2023

রাব্বুল আলামীন সবাইকে পরিজন হিসেবে কবুল করুন।

প্রিয় ভাই ও বন্ধুরা"এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে"। জীবন হচ্ছে সেই বহমান নদী যার প্রাণচাঞ্চল্যে ভরা যৌবন ভাটা পড়বে বার্ধক্যে।...
16/05/2023

প্রিয় ভাই ও বন্ধুরা
"এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে"। জীবন হচ্ছে সেই বহমান নদী যার প্রাণচাঞ্চল্যে ভরা যৌবন ভাটা পড়বে বার্ধক্যে। হয়তোবা নিমেষেই শেষ হয়ে যাবে হঠাৎ বৃষ্টির ন্যায়।

كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabab-رباب posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share