SK Movies

SK Movies বিনোদন পাওয়ার মাধ্যম🍁

Lets celebrate... 💞
16/03/2023

Lets celebrate... 💞

18/02/2023

পেইজটি কারা চালায়, একটু দেখে নেওয়া যাক চলুন

15/02/2023

Song name :- Halka Hawa
Singer :- Arafatul hasan shanto
Original Song copyright credit :- Binge
Cast: Nu saifa, Sajib.
Cinematography :- Turjo sarder.
Device : Cannon 600D
Edit:- kine master mobile apps.
Status : Non commercial.
Full video on youtube
Link :- https://youtu.be/dXlvrc6ruXo

বসন্তের প্রথম সূর্য 💞
14/02/2023

বসন্তের প্রথম সূর্য 💞

Behind the seen💞
03/02/2023

Behind the seen💞

03/02/2023

বিহাইন্ড দ্যা সিন💞

শুটিং চলে 💞নতুন কিছু আসবে ❣️
01/02/2023

শুটিং চলে 💞
নতুন কিছু আসবে ❣️

পরপারে আল্লাহ যেন আপনার আত্মা কে শান্তি দেয় এবং দোয়া করি যেন আপনাকে দুনিয়ার মতো মর্যাদার আসনে রাখেন।নায়করাজ ❣️
23/01/2023

পরপারে আল্লাহ যেন আপনার আত্মা কে শান্তি দেয় এবং দোয়া করি যেন আপনাকে দুনিয়ার মতো মর্যাদার আসনে রাখেন।

নায়করাজ ❣️

- এই মুহুর্তে কী পেলে..😶- সবচেয়ে বেশি খুশি হবেন..?'🖤🥀🌸
18/01/2023

- এই মুহুর্তে কী পেলে..😶

- সবচেয়ে বেশি খুশি হবেন..?'🖤🥀🌸

ভিডিও করবি কিনা বল? 😅না করলে এক ঘুষিতে পানিতে ফেলে দিব 🤣ব্লগ পার্টনার 🥰
12/01/2023

ভিডিও করবি কিনা বল? 😅
না করলে এক ঘুষিতে পানিতে ফেলে দিব 🤣
ব্লগ পার্টনার 🥰

আসছে,হ্যাপি নিউ ইয়ার স্পেশাল"হালকা হাওয়া"ভিডিও পেতে পেইজে ফলো দিয়ে রাখুন❣️
19/12/2022

আসছে,
হ্যাপি নিউ ইয়ার স্পেশাল
"হালকা হাওয়া"
ভিডিও পেতে পেইজে ফলো দিয়ে রাখুন❣️

16/10/2022
11/10/2022
আজকে অফিস শেষ করে আড়ং এ গিয়েছিলাম  নতুন জুতা-জামার কালেকশন দেখতে। জুতার সেকশনের দৃশ্য ছিলো এটা। আমি এই Moment টা Capture...
11/10/2022

আজকে অফিস শেষ করে আড়ং এ গিয়েছিলাম নতুন জুতা-জামার কালেকশন দেখতে। জুতার সেকশনের দৃশ্য ছিলো এটা। আমি এই Moment টা Capture না করে পারি নাই। দেখেই আমার চোখ আটকিয়ে গেলো । জুতা দেখা বন্ধ করে এই দুজন মানুষকে দেখছিলাম পুরোটা সময় জুড়ে ।

বৃদ্ধ Wife তার Husband কে নিয়ে আসছে জুতা কিনতে লাঠি ভর করে। আর Husband খুব ভালবেসে তার Wife এর bag টা একদম প্রথম থেকে হাতে নিয়ে আছে যেন তার wife শান্তি মতো জুতা দেখে কিনতে পারে। পুরোটা সময় wife এর পাশে দাঁড়িয়ে ছিলো bag টা হাতে নিয়ে। শধু তাই না, সে তার wife এর জুতা Selection এর পুরাটা সময় Help করলো। আবার বলছিলো, “তোমার পায়ে কালো জুতাটা বেশি মানাচ্ছে। আর কালো টা নিলে তুমি আরাম পাবা ।”

কি যে অদ্ভুত ভালোলাগা, মায়া আর সম্মান কাজ করলো আমার। আসলে পুরুষ তো তাকেই বলা হয় যে তার স্ত্রীকে সম্মান করতে জানে, মায়া আর ভালবাসা দিয়ে জীবনের শেষ পর্যন্ত পাশে থাকতে জানে, পাশে রাখতে জানে। একটা মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে থাকতে আসে বিয়ের পর শুধু এই ভরসায় যে, তার Husband তাকে জীবনের শেষদিনটা পর্যন্ত Support করবে, কোন অবস্থায় হাত টা ছাড়বে না।

আসল কথা কি জানেন ? বিয়ে করে দুইজন মানুষের আজীবন একসাথে থাকার পিছনে বিশাল কারণ হলো একজন আরেকজনকে মানসিক শান্তি দেয়াটা। যেটাকে আমি Safe Home বলি। Mental Peace যে কতো বিশাল একটা ব্যাপার, যে একটা ভুল মানুষের সাথে থেকে সেটা হারায় ফেলে সেই কেবল এর অশান্তি বা মর্মটা হারে হারে টের পায়।

যাই হোক, আমার কথা একটাই— যার কাছে যার শান্তি মিলে তার কাছেই যেন জীবনের শেষ দিন পর্যন্ত কেটে যায়।

আমাকে কেন জানি এখন আর Young Couples রা মুগ্ধ করে না। বরং উনাদের মতো Couple দেখলে মুগ্ধ হই, যে জীবনের কতোটা পথ একসাথে পারি দিয়ে একসাথে বৃদ্ধ হয়ে প্রমাণ করে দেয় যে- "ভালো মানুষ আছে এখনও, পাশে আসলেই থাকা যায় ইচ্ছা থাকলে হাজার কিছুর পরও।"
তখন আশ্বাস পাই এই ভেবে যে, শেষ পর্যন্তও মানুষ একসাথে থেকে প্রমাণ করে দিতে পারে যে- ভালোবাসা, সম্মান আর মায়া এখনও বেঁচে আছে।

নিজের মানসিক শান্তির ব্যাপারে এক বিন্দু ছাড় দেয়া উচিত না। জীবনতো একটাই, এটাকে এতো মানসিক কষ্ট দেয়ার কোন মানেই হয় না । একদম সহজ সমীকরণ এবং একটাই সমীকরণ। এর সাথে Compromise হয় না।

ভালো থাকুক সকল ভালোবাসা, সকল সম্মান আর সকল মায়াগুলো একদম জীবনের শেষ দিনটা পর্যন্ত। কথাগুলো ভালো লাগছে ।শান্তি জিনিসটাই দরকার।

~সংগৃহীত

গিনেস রেকর্ড! 🏅❤
10/08/2022

গিনেস রেকর্ড! 🏅❤

একেই বলে পারিবারিক শিক্ষা 👌বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন, ১. নতুন বউকে...
24/04/2022

একেই বলে পারিবারিক শিক্ষা 👌

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।
বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,
১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।

২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।

৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দেখ আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।

৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।

৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।

৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।

তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না।
এটাই নিয়ম।
আল্লাহতালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।

25/02/2022
22/02/2022
08/02/2022
04/02/2022
30/01/2022
12/01/2022

Address


Alerts

Be the first to know and let us send you an email when SK Movies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SK Movies:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share