10/03/2023
Q1 এবং Q2 জার্নাল কী? আমরা অনেক সময় দেখি প্রফেসর 'X' Q1 জার্নালে রিসার্চ পেপার পাবলিশ করেছে, লেকচারার 'Y' Q2 জার্নালে পেপার পাবলিশ করেছে? এই Q1 এবং Q2 আসলে কি?
Q1এবং Q2 দিয়ে সাধারণত 1st Quartile এবং 2nd Quartile বুঝানো হয়। এভাবে Q1, Q2, Q3 এবং Q4 এ চার ক্যাটাগরিতে বিশ্বখ্যাত SCOPUS index এবং Web of Science index এর জার্নালগুলোকে তাদের কোয়ালটি অনুযায়ী র্যাংকিং করা হয়।
এই Scopus ইন্ডেক্স টা আবার কী? Scopus হচ্ছে বিশ্ববিখ্যাত পাব্লিশার Elsevier এর একটি স্কলারলি ডাটাবেস, যেখানে বিশ্বের সকল গুণগত মানসম্পন্ন, পিয়ার রিভিউড জার্নাল, কনফারেন্স প্রসিডিংস, এবং বই এর টাইটেল এবং এবস্ট্রাকট ইন্ডেক্সিং করা হয়। Scopus বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, সামাজিক বিজ্ঞান, এবং কলা ও মানবিক বিষয়সহ সকল ফিল্ডের গুণগত মানসম্পন্ন জার্নাল এর মেটাডাটা একত্রিত করে থাকে।
একাডেমিক জগতে সাধারণত Scopus ইন্ডেক্সড জার্নালে পেপার পাবলিশ করাকে গবেষণার গুনগত মানের নির্দেশক হিসেবে ধরা হয়। বিশ্বব্যাপী অনেক বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান তাদের শিক্ষক ও গবেষকদের গবেষণাকর্মকে মূল্যায়ন করতে কেবল Scopus জার্নালকে বিবেচনা করে থাকে। কেননা আমরা অনেকেই হয়তো জানি না, QS ওয়ার্ল্ড র্যাংকিং এর একটি অন্যতম ইনক্লুশন ক্রাইটেরিয়া হলো একটি বিশ্ববিদ্যালয়ের গত ৫ বছরে একটি নির্দিষ্ট সংখ্যক Scopus indexed publications থাকতে হয়।
আবার ফিরে আসা যাক Q1, Q2 তে। Scopus ডাটাবেসে সংযুক্ত জার্নালগুলো কে Q1, Q2, Q3, Q4 এ চার ক্যাটাগরিতে র্যাংকিং করা হয়।
Q1 জার্নাল হলো সেসব জার্নাল যেগুলো একটি নির্দিষ্ট ফিল্ডে (যেমন: ফাইন্যান্স) এর সব জার্নাল এর মধ্যে শীর্ষ ২৫%-এ স্থান পায়। Q2 সেসব জার্নাল যেগুলো একটি নির্দিষ্ট ফিল্ডের সব জার্নাল এর মধ্যে শীর্ষ ২৫% - ৫০%-এ স্থান পায়।
Q3 জার্নালগুলো সব জার্নালের শীর্ষ ৫০% থেকে ৭৫% এর মধ্যে এবং
Q4 জার্নালগুলো ৭৫% থেকে ১০০% অর্থাৎ নিচের ২৫% এর মধ্যে স্থান করে।
তার মানে কোন ফিল্ডের যদি ২০০ টি জার্নাল Scopus ইন্ডেক্সড হয় তার টপ ৫০টি হবে Q1, পরবর্তী ৫০-১০০ র্যাংকের ৫০ টি হবে Q2, 3rd Quartile এর ৫০ টি হবে Q3, এবং 4th Quartile এর ৫০টি হবে Q4 জার্নাল। এই র্যাংকিংটি একটি জার্নালের সাইটেশন সংখ্যা, আর্টিকেল সংখ্যা, এবং আর্টিকেল প্রতি সাইটেশন সংখ্যার উপর ভিত্তি করে করা হয়।
কোন জার্নাল Scopus ইন্ডেক্সড কিনা এবং কোন ক্যাটাগরির তা জানতে Scopus এর ওয়েবসাইটে একটি ফ্রী একাউন্ট খুলে Scopus Preview নামক ওয়েবপেজে সার্চ করলেই পাওয়া যাবে। এছাড়াও Scimago Journal Ranking ওয়েবসাইটে সকল ফিল্ডের সকল Scopus ইন্ডেক্সড জার্নালের লিস্ট ও র্যাংকিং পাওয়া যাবে।
ছাত্রাবস্থায় গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের এক বা একাধিক Scopus ইন্ডেক্সড পাবলিকেশনের টার্গেট থাকা উচিত। ব্যাচেলরে অথবা দেশে মাস্টার্সে একটি Q1 অথবা Q2 পাব্লিকেশন বিদেশে উচ্চশিক্ষার জন্য তোমার এপ্লিকেশনকে কম্পিটিটিভ করে তুলতে পারে।
তবে Scopus এর কিছু সীমাবদ্ধতার জন্য বিশ্বব্যাপী অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে Web of Science ইন্ডেক্সকে প্রাধান্য দেয়া হয়। এছাড়াও বিজনেস ফিল্ডে কিছু স্বনামধন্য জার্নাল র্যাংকিং রয়েছে যেমন: ABS ranking, ABDC ranking, সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব।