NE-3F

NE-3F you remember everything..!

এখন সব কিছুতেই টাকা প্রোয়োজন😅❤️‍🩹!
03/01/2025

এখন সব কিছুতেই টাকা প্রোয়োজন😅❤️‍🩹!

কিভাবে ভুলি তোমায়....?❤️‍🩹
26/11/2024

কিভাবে ভুলি তোমায়....?❤️‍🩹

অভিমান বড্ড বাজে জিনিস *
24/11/2024

অভিমান বড্ড বাজে জিনিস *

simplicity is peaceful.
24/11/2024

simplicity is peaceful.

ছোট্ট একটা জীবন। তাও কত না পাওয়ার আ'ক্ষেপ। মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই সুন্দর আবার মাঝে মধ্যে মনে হয় 'এমন জীবন কেনো দিলো ...
24/11/2024

ছোট্ট একটা জীবন। তাও কত না পাওয়ার আ'ক্ষেপ। মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই সুন্দর আবার মাঝে মধ্যে মনে হয় 'এমন জীবন কেনো দিলো সৃষ্টিকর্তা?

তারপরেও মানুষ আশায় বাঁ'চে আমিও মানুষ। জীবন অদ্ভুত সুন্দর!

শুনো প্রেমিকা এই পৃথিবীতে সব হারাবা কিন্তু প্রেমিক হারাবা না! 😅💔
24/11/2024

শুনো প্রেমিকা এই পৃথিবীতে সব হারাবা কিন্তু প্রেমিক হারাবা না! 😅💔

আমাকে ভালোবাসা বুঝতে এসো না,এমন অনেককে চোখের সামনে দেখেছি।ভালোবাসি ভালোবাসি বলে চিল্লাতে চিল্লাতেগলা ভেঙে ফেলা মানুষও রং...
24/11/2024

আমাকে ভালোবাসা বুঝতে এসো না,
এমন অনেককে চোখের সামনে দেখেছি।
ভালোবাসি ভালোবাসি বলে চিল্লাতে চিল্লাতে
গলা ভেঙে ফেলা মানুষও রং বদলায়।
ভালোবাসা কখনো প্রকাশ্যে হয় না।
ভালোবাসা হয় একান্তই অনুভূতিতে*

19/11/2024
অদ্ভুত না..?🌸
15/11/2024

অদ্ভুত না..?🌸

মায়া বড় অদ্ভুত জিনিস..!
15/11/2024

মায়া বড় অদ্ভুত জিনিস..!

ভুলতে চাই তোমার দেওয়া যাবতীয় স্মৃতি আর প্রতিশ্রুতি কিন্তু ভুলতে পারি কই!
15/11/2024

ভুলতে চাই তোমার দেওয়া যাবতীয় স্মৃতি আর প্রতিশ্রুতি কিন্তু ভুলতে পারি কই!



আমাকে হারালে কেউ আফসোস করবে এমন যোগ্যতা হয় নাই আমার এখনো😅💔
15/11/2024

আমাকে হারালে কেউ আফসোস করবে এমন যোগ্যতা হয় নাই আমার এখনো😅💔

29/09/2024

Sometimes when I say 'I'm okay'.

I want someone to look me in the eye,
hug me tight and say,
'I know you're not.'

আমাকে হারালে হয়তো তুমি বেশিকিছু হারাবে না হারাবে কেবল একজোড়া চোখ, যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখে।  হারাবে কেবল...
29/09/2024

আমাকে হারালে হয়তো তুমি বেশিকিছু হারাবে না
হারাবে কেবল একজোড়া চোখ,
যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখে।
হারাবে কেবল একজোড়া ঠোঁট,
যা তোমার কথা ভাবতেই হেসে উঠে।
হারাবে কেবল একজোড়া হাত,
যা তোমার নামে প্রার্থনার জন্যে উঠে।

আমাকে হারালে তুমি সত্যি খুব বেশিকিছু হারাবে না
হারাবে কেবল এক সমুদ্র বিশ্বাস,
যা তোমার নানান ভুলের পরেও বেড়ে চলে।
হারাবে কেবল এক আকাশ ভরসা,
যা তোমার পাশে কাউকে পাওয়ার আশ্বাস দেয়।

আমাকে হারালে হয়তো তুমি সত্যিই বড্ড বেশিকিছু একদম ই হারাবে না,
তোমার খুব বড়সড় ক্ষতিও হবে না।
থমকে যাবে না তোমার সময় বা জীবনের গতিপথ,
কেউ আঙুল তুলে বলবেও না কিছুই তোমায়।
আমাকে হারালে কেবল তোমার একটি আক্ষেপ রইবে,
আমাকে না পাওয়ার আক্ষেপ।
একজোড়া চোখে,ঠোঁটের, হাতের না পাওয়ার আক্ষেপ,
হাতে হাত রেখে বিশ্বাস, ভরসা দেয়ার মানুষের অভাব
"আমি আছিতো" বলার জন্য আমির অভাব।
আমাকে হারালে তুমি কেবল একটি অভ্যাস ই হারাবে
যে অভ্যাস লেপ্টে আছে তোমার জীবন ঘিরে।
এর বেশি আর কিছুই তুমি হারাবে না!!

কার জন্য কাদঁবেন আপনি?  যে সাহস করে আপনার হাত টা ধরতে পারেনি তার জন্য...!কার জন্য কাঁদবেন আপনি?  যে মিথ্যে স্বপ্ন দেখিয়ে...
27/09/2024

কার জন্য কাদঁবেন আপনি?
যে সাহস করে আপনার হাত টা ধরতে পারেনি তার জন্য...!

কার জন্য কাঁদবেন আপনি?
যে মিথ্যে স্বপ্ন দেখিয়ে আপনাকে খুন করেছে তার জন্য...!

কার জন্য কাঁদবেন আপনি?
যে ভালোবাসা নামক পবিত্র শব্দ কে আপনার কাছে বিষিয়ে তুলেছে তার জন্য...!

কার জন্য কাঁদবেন আপনি?
যে হাজার টা মিথ্যা কথার বেড়াজালে আপনাকে ঘিরে রেখেছিল..!

কার জন্য কাঁদবেন আপনি?
যে চেহারা দেখে মানুষ পাল্টায় তার জন্য/ যার কাছে বাহ্যিক সৌন্দর্য টাই মুখ্য তার জন্য..!

কার জন্য কাঁদবেন আপনি?
যে নিজ স্বার্থে আপনাকে ছুড়ে ফেলে দিতে পারে তার জন্য..!

কার জন্য কাঁদবেন আপনি?
যে মানুষ হয়ে আরেকটা মানুষের মন বুঝে না তার জন্য কেন কাঁদবেন আপনি..?

কেন..?

আপনি তো কাঁদার জন্য এই পৃথিবীতে আসেন নি.. তাহলে ঐ সকল মানুষের জন্য কেন কাঁদবেন যে আপনার কখনো ছিল ই না। যে থাকার সে এভাবে চলে যেত না। যে থাকার শক্ত করে হাত ধরে সকল প্রতিকূল পরিস্থিতির সাথে লড়ত।

রাতভর যে একটা মেসেজের অপেক্ষায় কাটিয়ে দিচ্ছেন, বিশ্বাস করুন আসবে না কোনো মেসেজ। কারণ অপরপক্ষ আপনার মত আটকে নেই সে মুভ অন করে সামনে এগিয়ে চলছে অন্যকারো সাথে বা অন্যভাবে তাহলে কেন আপনি রাতজেগে চোখের নিচে কালো দাগ নিয়ে ঐ জায়গায় আটকে আছেন। আপনি আপনার মত চলুন।

পিছন ফিরে তাকানোর সময় শেষ।

পুরনো সব স্মৃতি কে মন থেকে বাহির করে তালাবদ্ধ করে রাখুন। যে তালার কোনো চাবি নেই। কোনো একসময় মনে পরতে চাইলেও যেন " তালা " শব্দটা চোখের সামনে ভেসে উঠে । ঐ তালাবদ্ধ স্মৃতিগুলো যেন ঐখানে গুমড়ে পরে থাকে।

এমন ভাবে মুভ অন কর যাতে ভাগ্যক্রমে কখনো সামনাসামনি হলে চোখ ফিরিয়ে না নিয়ে না লুকিয়ে ঠোঁট বাকিয়ে একটা তাচ্ছিল্যতার তার হাসি হাসতে পার। যাতে তাকে দেখিয়ে দিতে পার যে তুমি টাকে তুমি রেখে গিয়েছিলে সেই তুমি টা আর আগের তুমি না এক নতুন রুপে নতুন ভাবে কারো দূর্বলতা নয় কারো শক্তি রুপে আবার তৈরি হয়েছে। মুখে যেন সেই বাঁকা হাসিটা থাকে।

দিন শেষে সুখে থাকার অভিনয় না সুখে থাকার ভালো থাকার অনুভূতি গুলোকে অনুভব করুন যে আপনার জন্য আসবে আপনার জীবনে। মিথ্যে মায়া মিথ্যে স্বপ্ন কে ভুল বলে মাটিচাপা দিয়ে সেখানে চারা রোপন করুন সুখের, সত্যের, সততার আর সাহসের। ভালো থাকাটা আপনার হাতে ই। অন্যের হাতের মুয়া হবেন না আর হতে দিবেন। নিজেকে নিজের জন্য তৈরি করুন দেখবেন আপনার জন্য অন্যকেউ তৈরি হয়ে আছে। ভালোবাসাটা তার জন্য বরাদ্দ থাক.........।

Address


1420

Website

Alerts

Be the first to know and let us send you an email when NE-3F posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share