পরী আর পূর্ণ

  • Home
  • পরী আর পূর্ণ

পরী আর পূর্ণ আমরা মাম্মা বাপ্পির দুই চোখের মনি🥰🥰🥰।

Their brother suddenly called me that day & said mami I wanna take picture like this📷. I was like okay, but it's too sun...
06/01/2024

Their brother suddenly called me that day & said mami I wanna take picture like this📷. I was like okay, but it's too sunny Aayush☀️. He said it's fine mami, just keep it like a memory😁.
Keeping it as a precious moment🥰🥰🥰

01/01/2024

Happy new year to everybody🎉🎉. Thank you so much 2023🙏.It was
my blessed year. My Jahnvi Zyan was the most wonderful gift from you. 2023 is about to end. As we bid goodbye to this year, let's reflect on all that happened and hope to be a better human being and work towards our happiness.

ভগবান তুমি আশীর্বাদ করো, আমার ঘর সবসময় যেন ঝলমল করে😘🥰
24/12/2023

ভগবান তুমি আশীর্বাদ করো, আমার ঘর সবসময় যেন ঝলমল করে😘🥰

খুব শখের🥰🥰🥰বক্ষমাঝে রাখিবো, ছেড়ে দেবোনা🌷💐🌺
19/12/2023

খুব শখের🥰🥰🥰
বক্ষমাঝে রাখিবো, ছেড়ে দেবোনা🌷💐🌺

Good morning🌞
16/12/2023

Good morning🌞

আমরা মাম্মার পেটুতে তখন ৩০ সপ্তাহ। টুক টুক করে বড় হচ্ছি। আর প্রস্তুতি নিচ্ছি মাম্মাকে আরো টেনশন দেওয়ার😥😨। পরের সপ্তাহেই...
16/12/2023

আমরা মাম্মার পেটুতে তখন ৩০ সপ্তাহ। টুক টুক করে বড় হচ্ছি। আর প্রস্তুতি নিচ্ছি মাম্মাকে আরো টেনশন দেওয়ার😥😨।

পরের সপ্তাহেই আমি হসপিটালে ভর্তি হই তীব্র কনট্রাকশন নিয়ে........
শনিবার সকাল থেকেই প্রচন্ড দূর্বল লাগছে। কনট্রাকশন হচ্ছিল বার বার। সেদিনই যে প্রথম হলো তা না। ডক্টর বলেছিল ঘন ঘন আর বেশীক্ষণ কনট্রাকশন স্টে করলে ভয়ের বিষয়😢..............।
অনেক কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল আমার। সাথে সাথেই কল দেই আমার হাই রিস্ক ডক্টর অফিসে। নার্স বলে তখনই হসপিটালে চলে যেতে। কর্তামশাইকে বললে সে তো কাজ থেকে আসতে পারছিল না। তখন খুব একজন পরিচিত দাদা পাশে এসে দাঁড়ান । আমাকে নিয়ে ৫০ মিনিটের ট্রাফিক ঠেলে নিয়ে যায়। কি টেনশন, নার্ভাসনেস, ভয়ে যে পার করেছি তা আমিই জানি😭😭
তখনই ডাক্তার মনিটর করে বলে হয়ত সি সেকশন করতে হবে। আমি একা হাসপাতালে। পেটে তিনটা মেশিন বসিয়ে রেখেছে, দুই বাচ্চা আর ব্যাথা মনিটর করতে। এদিকে একবার NICU ডক্টর আসছে, এ্যানেস্থেসিয়লজিষ্ট আসছে, একবার স্টেরয়েড ইনজেকশন দিচ্ছে, একবার মিডওয়াইফ এসে সার্জারীতে কি হয় সেগুলো বলছে। উফ!!!! কি যে টেনশন🥺!!!!
আমার বার বার শুধু আল্ট্রাতে দেখা মুখগুলোর কথা মনে পড়ছে। ভগবানকে ডাকছি যেন এদের সুস্থভাবে বাসায় নিতে পারি🙏।
যাইহোক পাঁচদিন পর বাসায় ফিরি। কোনোরকম ব্যাথা বন্ধ হয়।

সদ্য মা হয়েছি👸👩🏻।এইত আজ ছেঁচল্লিশ দিন। আমার টুকটুক পাখিরা একটু একটু আইকন্টাক্ট করে, তখন নিজেকে জগতের শ্রেষ্ট সুখী মানুষ ...
08/12/2023

সদ্য মা হয়েছি👸👩🏻।এইত আজ ছেঁচল্লিশ দিন। আমার টুকটুক পাখিরা একটু একটু আইকন্টাক্ট করে, তখন নিজেকে জগতের শ্রেষ্ট সুখী মানুষ মনে হয়🥰🥰। কিন্তু আজ খুবই অসহায়, ব্যর্থ লাগছে😩😫। এমনিতেই বিদেশ বিভুইয়ে থাকি, প্রথম মা হওয়া তাও আবার দুই বাচ্চার। মা হওয়ার সাথে ফ্রি গিফ্ট হলো সি-সেকশন আর পোষ্টপার্টম ডিপ্রেশন।
যাইহোক আজ বিকেল থেকে ছেলেটা ঘুমাচ্ছে না।বিরক্ত হয়ে গেছি দুইজনকে নিয়ে, তারপর আবার পেয়েছে খুব জোর খিদে। রাত নটা নাগাদ ছেলেটা একটু ঘুমোলে ভাবলাম কিছু খেয়ে আসি। মেয়েটা আমার বড্ড শান্ত স্বভাবের। ওকে কোলে নিয়েই নিচে গেছি। মামনিকে বাউন্সারে( দোলনা টাইপের) রেখে কেবল রান্নাঘরে গিয়ে প্লেট বের করেছি , ওমনি আমার মেয়ে চিৎকার দিয়ে কান্না শুরু🥺। পড়ে গেছে দোলনা থেকে, কিজানি কি করে। হায় ভগবান, আমার পায়ের তলের মাটি সরে গেল যেন😭😭😭😭। পৃথিবী কেপে উঠেছে মনে হল।যে মেয়ে খিদে পেলেও কাঁদে না, সেই মেয়ে কি কান্না। এদিকে মেয়েটা একটু থামলে কানে আসে ছেলেটার কান্না। পড়ি কি মরি, দৌড়ে গেলাম উপরে ছেলেকে নিতে। এখন মা হওয়ার গর্ব চলে গিয়ে মনে হচ্ছে, আমি কত ব্যার্থ।
বারবার আমার মায়ের কথা মনে হচ্ছে আর কান্না পাচ্ছে😢😢। কত্ত কষ্টই না করেছে আমার মা আমাকে মানুষ করতে গিয়ে।
এমন সময় নিজের মা পাশে না থাকলে, প্রতিটা মেয়ের পৃথিবী অন্ধকার😢😢।
# # # # # #বেশ কিছুদিন আগে লিখেছিলাম

24/07/2021
05/06/2021

Address


Alerts

Be the first to know and let us send you an email when পরী আর পূর্ণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share