শখ - Shokh

  • Home
  • শখ - Shokh

শখ - Shokh Alhamdulillah

জীবন অনেক অনেক ছোট । রবের সাথে সম্পর্ক মজবুত করার পর রবের সন্তুষ্টির জন্যই.."যত পারো প্রিয় মানুষের সাথে সময় কাটিয়ে নাও"...
10/01/2024

জীবন অনেক অনেক ছোট ।
রবের সাথে সম্পর্ক মজবুত করার পর রবের সন্তুষ্টির জন্যই..
"যত পারো প্রিয় মানুষের সাথে সময় কাটিয়ে নাও" !


©📷

09/01/2024
28/09/2023

ঈদে মিলাদুন্নবী পালন করা স্পষ্ট বিদআত।

রাসুল সা বলেছেন" প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতা পরিনাম জাহান্নাম "
সহীহ মুসলিম ১৫৩৫ নাসায়ি ১৫৬০

20/07/2023

বিয়ের পূর্বে ছেলেদের প্রধানতম দায়িত্ব হচ্ছে বাসায় দ্বীনি পরিবেশ কা-য়ে-ম করা। যদি দ্বীন পালনে তাদের উৎসাহী নাও করা যায় তবুও তারা যেন কমপক্ষে দ্বীন পালনে বাধা না হয় সেদিকে খেয়াল রাখা লাগবে।
অনেকে মনে করেন ও বলে থাকেন যে আমার পরিবারে পর্দা নিয়ে সমস্যা নেই। এটা আসলে কথার কথা। কেননা দেখা যায় পরিবারগুলো পর্দা জিনিসটাই বোঝেনা। তারা মনে করে পর্দা মানে বাসার বাইরে গেলে বোরকা পরবে, বাসায় মাথায় কাপড় দেবে, দেবর আত্মীয়দের সাথে আলাপও করবে।
কাজেই যখন দেখা যাবে আপনার স্ত্রী দেবরের সামনেও বোরকা পরে, বা সামনে আসেই না, খালু, চাচা, মামাদের সামনে আসেনা, বাসায় অতিথি এলে সামনে খাবারটা এগিয়ে দেয় না, তখন পরিবারের লোকদের পি-ত্তি জ্ব-লে যাবে।.
এধরণের পর্দা তারা একে তো চায় না, তার ওপর বোঝেও না। ফলে নানা অশান্তি হয়।
কাজেই বিয়ে করার আগে পরিবারকে স্পষ্টভাবে বুঝিয়ে দিন পর্দা আসলে কী। যদিও এই কাজও বেশ কঠিন, কেননা বাঙালি পিতা-মাতাদের স্বভাব হচ্ছে তারা মনে করেন যে তারা সব জানেন, তাদের আর জ্ঞান দেবার প্রয়োজন নেই, দিতে গেলেও বে-য়া-দ-বে-র ট্যাগ খাওয়া লাগে।
কিন্তু এরপরও চেষ্টা তো করাই লাগবে...
~ ©

19/07/2023

🔴 আশুরার দিবস ২৯ জুলাই শনিবার 🔴

আজ বাংলাদেশের নতুন হিজরি সন ১৪৪৫ এর মুহাররম মাস শুরু হবে। ১০ মুহাররম তথা আশুরার দিবস ২৯ জুলাই শনিবার।

কুরআনে ৪টি মাসকে সম্মানীত ও মর্যাদাপূর্ণ হিসাবে উল্লেখ করা হয়েছে। এরমাঝে মুহাররম অন্যতম। একে হারাম মাস বলা হয়। অন্যান্য মাসে যেমন কোনো খারাপ কাজ ও পাপকাজ নিষিদ্ধ। এই মাসে এগুলো আরো কঠোর ভাবে নিষেধ।

মুহাররম মাসের ৯, ১০ ও ১১ তারিখ রোজা রাখা উত্তম (২৮-৩০ জুলাই)। আশুরার দিন (১০ মুহাররম) রোজা রাখলে আগের ও পরের ২ বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন।

এছাড়াও আমরা সকলে চেষ্টা করব মুহাররম মাসের আইয়ামে বীজের ৩ টি রোজা রাখার। এ মাসের আইয়ামে বীজের রোজা ১,২ ও ৩ আগস্ট।

আল্লাহ আমাদেরকে মুহাররম মাসের মর্যাদা রক্ষা করে চলার তাওফিক দান করুন, আমীন! 🍂

Alhamdulillah ❤️
18/07/2023

Alhamdulillah ❤️

17/07/2023

~ব্যস্ততার দোহাই দিয়ে আপনি শুধু নিজের সালাত ত্যাগ করছেন না.....

~বরং নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন

আরিফ আজাদ

17/07/2023

বুক চিরে কলিজা'য় নখের আঁচড় দিলে কেমন ব্যথা লাগবে ??

একজন মানুষকে পূর্বের কৃত গুনাহের কথা মনে করিয়ে দিলে এমন'ই অনুভব করেন-

যা থেকে তিনি তওবা করেছেন...

আল্লাহুম্মাগফিরলী

cp

কেমন আল্লাহ পেয়েছি আমরা???আমরা আল্লাহর কত অকৃতজ্ঞ বান্দা? ♦ হাদীসে কুদসীতে আল্লাহ বলেছেন- ১.আমি সে রকমই, যে রকম বান্দা আ...
17/07/2023

কেমন আল্লাহ পেয়েছি আমরা???

আমরা আল্লাহর কত অকৃতজ্ঞ বান্দা?

♦ হাদীসে কুদসীতে আল্লাহ বলেছেন-

১.আমি সে রকমই, যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে।
২ আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে।
৩.যদি সে মনে মনে আমাকে স্মরণ করে; আমিও তাকে নিজে স্মরণ করি।

৪.আর যদি সে জন-সমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি।
৫. যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই,

৬.যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়; আমি তার দিকে দু’ হাত এগিয়ে যাই! আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই!

[সহীহ বুখারী, হাদীস ৭৪০৫] 💞

আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর,
আমার তো তোমার অকৃতজ্ঞ বান্দা! 💔

Cp

16/07/2023

দ্রুতগামী এম্বুলেন্সটা হঠাৎ করেই সাইরেন থামিয়ে দাড়িয়ে পড়ল রাস্তায়!

এখন আর তাড়াহুড়ো নেই ; বদলে গেছে গন্তব্য।
স্বপ্ন পোড়ার গন্ধ ছড়িয়ে পড়েছে রাস্তায়।।

এই তো জীবন!!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when শখ - Shokh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share