পুত্রকাহন- Zahraan Efaaz

  • Home
  • পুত্রকাহন- Zahraan Efaaz

পুত্রকাহন- Zahraan Efaaz I m doing lots of things in a day n my ma has started to share thoes things to you all.stay with us. I m a little boy. Stay with us by like n follow. Thanks

I m doing lots of things in a day n my mammam has started to share thoes activities to you all.

🔔ডেঙ্গু রোগীর পথ্য 💜জাহরানের মা বলছি, ডেঙ্গু রোগীর জন্য একটি আদর্শ খাবার হতে পারে পেঁপে দিয়ে বা সাথে আরো সবজি মিলিয়ে নরম...
27/08/2023

🔔ডেঙ্গু রোগীর পথ্য 💜

জাহরানের মা বলছি,

ডেঙ্গু রোগীর জন্য একটি আদর্শ খাবার হতে পারে পেঁপে দিয়ে বা সাথে আরো সবজি মিলিয়ে নরম খিচুড়ি সাথে একটি ডিম, মুখের স্বাদ বাড়াতে একটু আমের টক মিষ্টি আচার ।

খিচুড়ি ফোড়নে দিতে পারেন পাঁচ ফোড়ন। আলাদা একটা স্বাদে গন্ধে হবে।


🔔ডেঙ্গু নিয়ে কিছু ভুল ধারনা - জাহরানের মা বলছি, প্রথমত:এই বর্ষা সিজনে জ্বর হওয়াটাকে স্বাভাবিক ভাবা। যেহেতু কাঁপুনি দিয়ে ...
26/08/2023

🔔ডেঙ্গু নিয়ে কিছু ভুল ধারনা -

জাহরানের মা বলছি,

প্রথমত:এই বর্ষা সিজনে জ্বর হওয়াটাকে স্বাভাবিক ভাবা। যেহেতু কাঁপুনি দিয়ে জ্বর আসছেনা। অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ নাই শরীরে, তারমানে এটা নরমাল জ্বর। ৩ দিনেই সেরে যাবে এই ভাবনাটাই কাল হয়ে দাড়াচ্ছে এবার।

ভাই ডেঙ্গু প্রতিবছরই তার রুপ বদলায়, আর এবছরে সামান্য জ্বরে ডেঙ্গু টেস্ট পজিটিভ আসছে। তার প্রমান আমার ঘরে। তাই জ্বর নিয়ে বসে থাকবেন না।

দ্বিতীয়: জ্বর থেকে হাম, পক্স/ গুটি বসন্ত এগুলি একটা সিজনে হয় আমরা জানি। আর গায়ে কোনো রেশ উঠলে আমরা স্বাভাবিক হাম, গুটিবসন্ত যা ১ সপ্তাহ পরে নিজে নিজে কমে যাবে ভেবে ঘরেই থাকি আর এটাও করা যাবে না।
এবারের ডেঙ্গু জ্বরের একটা অন্যতম লক্ষণ হচ্ছে গায়ে রেশ উঠা এটা হালকা জ্বরেও উঠছে আবার কাঁপুনি দেয়া জ্বরেও। তাই শরীরে জ্বরের সাথে কোনো গুটি দেখলেই ডাক্তারের কাছে যান।
( মুলতঃ আমরা এই রেশ দেখেই ডা. দেখাই, টেস্ট করি এবং ডেঙ্গু পজিটিভ আসে )

তৃতীয়ত : আমাদের একটা ভুল ধারনা ছিল ডেঙ্গু শুধু দিনে কামরায়, রাতে কামরায় না বা চোখে দেখে না।
এটাও গবেষণায় ভুল প্রমানিত হয়েছে।
তাই দিনে- রাতে সব সময়ই সচেতন হন। মশা থেকে সাবধান।

চতুর্থত : আরেহ, ডেঙ্গু হচ্ছে শহরের রোগ, গ্রামে ডেঙ্গু নাই।
এই ভেবে নিশ্চিতে অসাবধানে দিন কাটানো গ্রামের মানুষও ডেঙ্গুতে আক্রান্ত। তাই সচেতন হতে হবে সবখানে।

পঞ্চম : পরিষ্কার পানিতেই শুধু ডেঙ্গু হয় ।
গবেষণায় এটাও ভুল প্রমানিত হয়েছে, ডোবা নালায়ও নাকি ডেঙ্গুর বিস্তার হচ্ছে।

ষষ্ঠ : শুধুমাত্র বর্ষা সিজনেই ডেঙ্গু হয়, শুষ্ক মৌসুমে বা শীতে ডেঙ্গু হয় না।
এখন সারা বছরই ডেঙ্গুর রাজত্ব চলছে তাই সচেতনতা চাই সারা বছর।

তাই সবাই আমরা একটু সচেতন হই, কোনো ভাবে শারীরিক অস্বাভাবিকতা লক্ষ করলেই ডা. এর স্মরনাপন্য হই।
মহান আল্লাহ সকলের সহায় হোন, আমিন।

Adv Jannatul Ferdaus


ছবি: গুগল

23/08/2023

জাহরান মিয়ার উচ্চাঙ্গসংগীত,
ওহ্ না....... ঘুম সংগীত 😴🤣

আল্লাহুম্মা বারিক লাহুম.......

🙄সুখে হাসমু নাকি দুঃখে কানমু বুইঝা উঠার আগেই ঘটনা ঘইটা যায় --জাহরানের মা বলছি,কয়েকদিন যাবত পুত্রের কনস্টিপেশনের সমস্যা য...
17/08/2023

🙄সুখে হাসমু নাকি দুঃখে কানমু বুইঝা উঠার আগেই ঘটনা ঘইটা যায় --
জাহরানের মা বলছি,
কয়েকদিন যাবত পুত্রের কনস্টিপেশনের সমস্যা যাচ্ছে । ডা. দেখালাম ওষুধ শুরু করলাম, এখন তার সমস্যার একটু সমাধানের দিকে আলহামদুলিল্লাহ।

এখন ঘটনা যেটা হইছে, পুত্র আমার পটি করবে কিন্তু পটিতে বসবে না। আচ্ছা, না চাইতেও তার কষ্টের কথা ভেবে রাজি হলাম যে যেই ভাবে আরাম পাও করো।
সে আমার কাজ বাড়াইয়া তার কাজ সম্পন্ন করলো।

মন-মেজাজ দুইটাই মনে মনে খারাপ, মুখে বলিনাই তাও পোলা বুইঝা আমারে বলতেছে -

:মাম্মাম আমি তোমাকে হ্যাল্প তছছি হ্যাল্প ( হেল্প করছি)
: আব্বা দুনিয়া ঘর আউলায়া কি হেল্প করতাছো তুমি, হ্যা?
: নো মাম্মাম আমি তোমাকে হ্যাল্প তছছি, আমাকে মাশাল্লাহ বলো, আমাকে সাব্বাস বলো... আমি ভেরি গুড বয়।

: রাগ পানি কইরা আমি হো হো কইরা হাসতেছি.... আর মনে মনে দোয়া করতেছি আল্লাহ আপনি সকল নিসন্তান দম্পতির ঘরে সন্তান দান করেন, আমিন।

মনে মনে এগুলা বলতে বলতে আর হাসতে হাসতে আল্লাহর কাছে পুত্রের নেক হায়াত চাইতেছি আর ছেলেকে ক্লিন করে রেডি করে দিয়ে নিজে ক্লিনআপ হইতে বাথরুমে গিয়ে দরজা দিছি।

বের হওয়ার সময় দেখি আর দরজা খোলে না.......

আমার ভেরি গুড বয় আমাকে লক করে গিয়ে নানুমনির সাথে গপ্প করতেছে,,, আমি দরজা ভাঙার দসা তহন........
Adv jannatul ferdaus

#জীবনসুন্দর😑
আলহামদুলিল্লাহ

13/08/2023

পানি বন্দী ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্যান্টনমেন্ট এলাকা 😐

Happy friendship day! .........  (💛)  ............Allahhumma  barik lahum....🤲
05/08/2023

Happy friendship day! ......... (💛) ............
Allahhumma barik lahum....🤲

05/08/2023

বেবি পাড়ে না😐
তাহার বেশি ঘুম পেয়ে গেলে আর দোয়া-দরুদ এর ধৈর্য হয় না!
আল্লাহুম্মা বারিক লাহুম...🤲
#ঘুমের_দোয়া

04/08/2023

শুভ দুপুর,
জাহরানের মা বলছি..... সবার দুপুরের খাওয়া নিশ্চয়ই শেষ!?
আমিও একটু খাইতে গিয়াছিলাম অতঃপর আসিয়া বিছানায় একখানা ইদুর দেখিতে পাইয়া আঁতকে উঠিলাম......🙄

#জীবনসুন্দর

Handsome littleboy masha allah🌿🌼Allahummah barik lahum....
01/08/2023

Handsome littleboy masha allah🌿🌼

Allahummah barik lahum....

Allahhumma barik lahu......
28/07/2023

Allahhumma barik lahu......

27/07/2023

Welcome to Zahraan Alam Efaaz 💐

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when পুত্রকাহন- Zahraan Efaaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুত্রকাহন- Zahraan Efaaz:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share