এম তাজুল ইসলাম Tv

  • Home
  • এম তাজুল ইসলাম Tv

এম তাজুল ইসলাম Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এম তাজুল ইসলাম Tv, TV Channel, .

22/09/2022
শোক সংবাদ  ব্রিটেনের রানী এলিজা বেথ মৃত্যুবরণ করেছেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বৎসর l (১৯২৬-২০২২)রানীর মৃত্যুতে গভী...
08/09/2022

শোক সংবাদ ব্রিটেনের রানী এলিজা বেথ মৃত্যুবরণ করেছেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বৎসর l (১৯২৬-২০২২)রানীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে l

শুভ জন্মদিন 'সিলেটের বিশ্বনাথ থানার'জানাইয়া গ্রামের কৃতি সন্তান 'নর্থ ইস্ট মেডিক্যাল  কলেজে পেক্টিসিং মেডিসিনের স্টোডেন্...
15/08/2022

শুভ জন্মদিন 'সিলেটের বিশ্বনাথ থানার'জানাইয়া গ্রামের কৃতি সন্তান 'নর্থ ইস্ট মেডিক্যাল কলেজে পেক্টিসিং মেডিসিনের স্টোডেন্ট'আমার ভাতিজা জনাব আসরাফ আলি (রুফন)এর আজ জন্মদিন 'আমি সকলের কাছে দুয়া পারতি'আপনারা সকলে দুয়া করবেন' আল্লাহ তালাহ যেন তাহার মনের আশা ফুরন করেন ও নেক হায়াত দান করেন আমিন ছুমআমিন।

দেশে স্ত্রীদের ঝগড়ার জের ধরে সৌদিতে ছোটভাই কর্তৃক বড়ভাই  খুন! হায়রে জিবন! কুমিল্লা জেলার বড় ভাই মোতাহার, ছোট ভাই আজাদ। ...
14/08/2022

দেশে স্ত্রীদের ঝগড়ার জের ধরে সৌদিতে ছোটভাই কর্তৃক বড়ভাই খুন!

হায়রে জিবন! কুমিল্লা জেলার বড় ভাই মোতাহার, ছোট ভাই আজাদ। একই মায়ের পেটের সৌদি প্রবাসি দুই ভাই। সবকিছু ঠিকঠাকই চলছিল।

বিগত বেশ কয়েক মাস আগে বাড়িতে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সবসময়ের মতো সেদিনও স্ত্রীদের ঝগড়ার খবর চলে যায় দুই ভাইয়ের কাছে। খবর শুনে ছোট ভাই আজাদ ছুটে যায় বড় ভাই মোতাহার এর বাসায়। স্ত্রীদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায়
বড় ভাইকে ছুরির আঘাতে হত্যা করে।

সেইদিনই সৌদি পুলিশ গ্রেপ্তার করে ছোট ভাই আজাদকে।
আর প্রায় তিন মাস পর দেশের মাটিতে এলো বড় ভাই মোতাহারের লাশ সৌদি সরকারের আইন অনুযায়ী বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই আজাদের শিরচ্ছেদ করা হবে। অতঃপর শেষ হবে এক হতভাগা মায়ের বুকের দুই মানিক-রতনের জীবন গল্পের সমাপ্তি।
,
আর তাদের এই স্ত্রীরা কিন্তু সময়ের ব্যবধানে অন্য কারো বুকে ঠিকই বাসা বেঁধে নেবে। ভুলে যাবে অতিত। একসময় ভুলে যাবে এই আজাদ আর মোতাহারকেও।

মাঝ থেকে ঝড়ে গেল দুটি তাজা প্রাণ। নিঃস্ব হলো মায়ের বুক। ধ্বংস হলো তিন-তিনটি পরিবার।

জানাইয়া প্রবাসী জুবেদা রইছ আলী ট্রাষ্ট ও জামেয়া মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক,যুক...
14/08/2022

জানাইয়া প্রবাসী জুবেদা রইছ আলী ট্রাষ্ট ও জামেয়া মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক,যুক্তরাজ্য প্রবাসী, আমর শ্রদ্ধাভাজন চাচা জনাব হাজী রইছ আলী সাহেব এর শুভ জন্মদিনে জানাই প্রাণ ঢলা অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা।
দোয়া করি আল্লাহ তায়ালা যেনো প্রিয় চাচার নেক হায়াত বারিয়ে দেন,আমিন।

শুভ জন্ম দিন ভাই ,অল্প দিনের চলাফিরা একসাথে কাজ করা কুভি নম্র বদ্র সাদা মনের মানুষ,অল্প সময়ে সকলকে আপন করে নেওয়া সেই মান...
11/08/2022

শুভ জন্ম দিন ভাই ,অল্প দিনের চলাফিরা একসাথে কাজ করা কুভি নম্র বদ্র সাদা মনের মানুষ,অল্প সময়ে সকলকে আপন করে নেওয়া সেই মানুষটির আজ জন্ম দিন , আজ আরকটি নতুন বৎসরে পা দিয়েছে ,আমি সকলের কাছে দুয়া প্রত্তাশি আল্লাহ তালাহ যেন এই ভাইটির মনের সকল আশা ফুরন করেন এবং নেক হায়াত দান করেন আমিন।

বিশ্বনাথের পুরানগাঁও গ্রামে পূর্ব বিরোধের জেরে হামলার  প্রধান আসামি আশিক আলী ও তছির আলী এই দুইজনকে গ্রেফতার করেছে বিশ্বন...
05/08/2022

বিশ্বনাথের পুরানগাঁও গ্রামে পূর্ব বিরোধের জেরে হামলার প্রধান আসামি আশিক আলী ও তছির আলী এই দুইজনকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। আজ শুক্রবার সকালে জালালাবাদ থানা এলাকার বলাউরা গ্রাম (তাদের বোনের বাড়ি) থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আমির আলী জেল হাজতে রয়েছেন।

সামাজিক ,সাংস্কিতিক , ইসলামিক,সাংগঠনিক সংগঠক  ফ্রান্স প্রবাসি ছোট ভাই সুমনের জন্ম দিন আজ,তুমার জন্ম দিনে রইলো অফুরন্ত ভা...
01/08/2022

সামাজিক ,সাংস্কিতিক , ইসলামিক,সাংগঠনিক সংগঠক ফ্রান্স প্রবাসি ছোট ভাই সুমনের জন্ম দিন আজ,তুমার জন্ম দিনে রইলো অফুরন্ত ভালো বাসা এবং দুয়া,আগামি দিনের জন্য রইলো শুভকামনা,, আল্লাহ তালাহ তুমাকে জেনো বালো রাখেন এবং নেক হায়াত দান করেন আমিন ।সুম্মাহ আমিন

ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন হে রাহমানুর রাহিম আল্লাহ আপনার দরবারে আরজ সবাই কে জান্নাতুল ফিরদাউস নসীব দান করুন ...
01/08/2022

ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন
হে রাহমানুর রাহিম আল্লাহ আপনার দরবারে আরজ সবাই কে জান্নাতুল ফিরদাউস নসীব দান করুন আমিন।

28/07/2022

উইলিংহাম ওয়াল্ড লাইফ পারক - পারট 2

28/07/2022

উইনিংহাম ওয়াল্ড লাইফ পারক,মাছ ছাষ পারট-৪

কিশোরগঞ্জের_পাগলা_মসজিদ কিশোরগঞ্জের পাগলা মসজিদ,যার নাম আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়ছে। প্রতি শুক্রবারে হাজার হাজার মুসু...
27/07/2022

কিশোরগঞ্জের_পাগলা_মসজিদ

কিশোরগঞ্জের পাগলা মসজিদ,যার নাম আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়ছে। প্রতি শুক্রবারে হাজার হাজার মুসুল্লি জুমার নামায আদায় করে থাকেন।
রাজধানী শহর ঢাকা থেকেও লোকজন আসেন এখানে নামায আদায় করতে।

এখানে মহিলাদের জন্যে আলাদা নামাযের সুব্যবস্থা রয়েছে। মুসুল্লীদের জন্যে এ যেন এক মহা মিলনমেলায় পরিনত হয়। স্বচক্ষে না দেখলে উপলব্ধি করা যাবেনা। ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বিরাজ করে।

প্রতি শুক্রবারে মসজিদের দান বাক্সে প্রচুর টাকা মুসুল্লীগণ দান করে থাকেন।
অনেকে স্বর্ণালংকারও দান করে থাকেন।অনেকের ধারণা মসজিদে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়ে থাকে।
প্রতি ৩ মাস পর পর কিশোরগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দান বক্স খোলা হলে ৩ কোটি থেকে সাড়ে ৩ কোটির মতো টাকা সংগ্রহ হয়ে থাকে।যা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি।

গাছের ফল,মুরগী,ছাগলসহ অনেক জিনিস মানুষ মানত করে পাগলা মসজিদের নামে।
বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি যিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা।কিশোরগঞ্জে "শহিদ পাগলা" নামে সবার কাছে সু-পরিচিত একজন ব্যক্তি ছিলেন তিনি।

ছবিতে দেখানো লোকটাকে চিনেন না,কিশোরগঞ্জে এমন খুব কম মানুষই পাওয়া যাবে।
জনশ্রুতি রয়েছে তিনি পাগল ছিলেন কিন্তু তিনি ছিলেন আল্লাহর পাগল।

এই সেই মহান ব্যক্তি যার হাত ধরেই কিশোরগঞ্জে বিভিন্ন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মার্কেটে মাঝেমধ্যে ওনাকে দেখা যেতো। মানুষের কাছে এসে বলতো "দে তর উপকার হবে দে"
আবার ওনি হাত পাতলে কিছু দেয়নি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।

লোকমমুখে শোনা যায় ওনাকে অনেক সময় দেখা গেছে ১০ফুট লম্বা টিন মাথায় বা মাটি দিয়ে টেনে টেনে আছড়াতে আছড়াতে নিতে।
হয়তো ভাবতে পারেন এইসব কালেকশন করে কি করতো?
তিনি কালেকশন করে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দিতেন।তিনি নিজের জন্যে কিছুই করেন নি।

তার হাত ধরেই কিশোরগঞ্জের অলিতে গুলিতে বিভিন্ন মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।
তার মাঝে উল্লেখযোগ্য হলো ঐতিহাসিক #পাগলা_মসজিদ ও
কিশোরগঞ্জ রেলওয়ে জামে মসজিদ।তিনি অসংখ্য মসজিদ মাদ্রাসার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।

তিনি কিশোরগঞ্জের স্মরণীয় ব্যক্তিদের মধ্যে একজন। শহিদ পাগলা ২০১৫ সালের ১জুলাই তারিখে ইন্তেকাল করেছেন।
আল্লাহ সোবহানাতায়ালা যেন উনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমীন।

সিলেটের ওসমানীনগরে বাড়ি থেকে অচে.তন অবস্থায় ৫ যুক্তরাজ্য প্রবাসী উদ্ধার ; হাসপাতালে নেওয়ার পথে ২ জনের মৃ.ত্যু,  ৩ জন গুর...
27/07/2022

সিলেটের ওসমানীনগরে বাড়ি থেকে অচে.তন অবস্থায় ৫ যুক্তরাজ্য প্রবাসী উদ্ধার ; হাসপাতালে নেওয়ার পথে ২ জনের মৃ.ত্যু, ৩ জন গুরু.তর অবস্থায় হসপিটালে ভর্তি। 5 UK Expats were Rescued Unconscious from their House in Osmani Nagar, Sylhet; 2 people died on the way to the hospital, 3 people were admitted to the hospital in serious Condition.

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন। অতঃপর.... সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।এই ...
26/07/2022

দীর্ঘ ৭ ঘন্টার অপারেশন। অতঃপর....
সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।
এই মা মারাত্মক রোগে আক্রান্ত। যার কারণে কোন বাচ্চা নিতে পারছিলেন না! দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে বড় ধরনের রিস্ক নিয়েছেন সন্তান নেয়ার জন্য। হয়তো সন্তান বাঁচবে না হয় মা!
এরপর ডাক্তার তার সবটুকু দিয়ে ৭ ঘন্টার চেষ্টায় বললো, বাচ্চা এবং মা দুই জনকে একসাথে বাঁচানো সম্ভব নয়। সর্বশেষ ডাক্তার সিদ্ধান্ত নিলেন - বাচ্চার মাকে জিজ্ঞেস করবেন, তিনি কী করতে চান? বাচ্চাকে বাঁচাবেন, না কি নিজের জীবন?
মা নিজেই নিভে গিয়ে বাচ্চাকে আলো দিতে রাজি হলেন.. অপারেশন এর পর মা তার ফুটফুটে বাচ্চাটিকে তার মুখের কাছে নিয়ে চুমু খেলেন,বুকে জড়িয়ে নিলেন। মাত্র দুই মিনিট পর হাসি দিয়ে চোখ বন্ধ করলেন সারা জীবনের জন্য।মা হিসেবে দুই মিনিটের স্বার্থক জীবনের কাছে হার মানল মায়ের পুরোটা জীবন।হাঁ এটাই মায়ের জাত।
সারাবিশ্বে হাজারেরও বেশি মা প্রতি বছর মৃত্যুবরণ করেন বাচ্চা জন্ম দেয়ার সময়।
সৃষ্টিকর্তা প্রত্যেক সন্তানকে মায়ের সম্মানটুকু দেয়ার জ্ঞান দিক। (আমীন)
হে আল্লাহ সকল মা কে জান্নাত দান করিও, আমীন।

26/07/2022

লন্ডনের এনিম্যাল প্লেইজ ইন বারশিংটন।

26/07/2022

এনিম্যাল প্লেইজ ইন লন্ডন বারশিনটন।

26/07/2022

এনিম্যাল ইন লন্ডন পারট-২

26/07/2022

এনিম্যাল ইন লন্ডন পারট-১

সিলেটের ওসমানীনগর উপজেলার দুলিয়ার বন এলাকায় এক পরিবারের ৫ লন্ডন প্রবাসীকে অচেতন অবস্থায় মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পুলি...
26/07/2022

সিলেটের ওসমানীনগর উপজেলার দুলিয়ার বন এলাকায় এক পরিবারের ৫ লন্ডন প্রবাসীকে অচেতন অবস্থায় মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারের পর পুলিশ তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে দুপুরে হাসপাতালে ২ জনের মৃত্যু হয়।

নিহতরা ওসমানীনগরের বড় দিরারাই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও মৃত রফিকুল ইসলামের ছেলে মাইকুল ইসলাম (১৮)।

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০) ।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অচেতন অবস্থায় এক পরিবারের ৫ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে ২ জন মারা যান। বাকি ৩ জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।



ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন,
২ জনের মরদেহ মর্গে রয়েছে। অসুস্থ অবস্থায় ভর্তি আরও ৩ জনের অবস্থাও ভালো না। আমরা যথাসাধ্য তাদেরকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

৩ জনের সুচিকিৎসার জন্য দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ব্রিটিশ চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের ট্রাষ্টি, লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর, ...
26/07/2022

ব্রিটিশ চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের ট্রাষ্টি, লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর, বিশ্বনাথের শাহ আমিন উল্লাহ মাদরাসার প্রতিষ্ঠাতা কবি শাহ সোহেল আমিন সম্প্রতি বাংলাদেশ সফরে এলে ওয়ান পাউন্ড হসপিটালের বিশ্বনাথ অফিস পরিদর্শনকালে তাঁর গর্বিত পিতা সাবেক কৃতি ফুটবলার শাহ আমিন উল্লাহসহ...............

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) 😭*_*জানাইয়া জুম্মাবাড়ী নিবাসী জনাব আমির উদ্দীন(চাচা)আজ সকাল ৮.টায় তাহার নিজ বাড়িতে...
26/07/2022

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) 😭

*_*জানাইয়া জুম্মাবাড়ী নিবাসী জনাব আমির উদ্দীন(চাচা)আজ সকাল ৮.টায় তাহার নিজ বাড়িতে ইন্তকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের জানাযার নামাজ
আজ বাদ আছর জানাইয়া শাহী ইদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্তিতি ও দোয়া কামনা করি।*_*😭

26/07/2022

লন্ডনের রানির বাড়ির লাইভ ভিডিও পারট -৬

26/07/2022

লন্ডনের রানির বাড়ির লাইভ ভিডিও পারট -৫

26/07/2022

লন্ডনের রানির বাড়ির লাইভ ভিডিও পারট-৪

Address


Alerts

Be the first to know and let us send you an email when এম তাজুল ইসলাম Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share