Nur Gaming

Nur Gaming হায়,আমি নুর ভাই। সবাই কেমন আছো? Nur Gaming এর ?

08/08/2023


Nur Vhai

সমস্যার জন্য রেগুলার হতে পারি নাই অনেক দিন!! এখন রেগুলার ভিডিও আসবে।

আজকে বিকেল ৪.৪০ পর্যন্ত গেমের আপডেট চলবে। চলুন দেখে নি এবারের আপডেটে কি কি থাকছেপ্যাচ নোটঃ হিরো'স এরাইজসাধারণ ফিচারগুলোঃ...
23/03/2022

আজকে বিকেল ৪.৪০ পর্যন্ত গেমের আপডেট চলবে। চলুন দেখে নি এবারের আপডেটে কি কি থাকছে

প্যাচ নোটঃ হিরো'স এরাইজ

সাধারণ ফিচারগুলোঃ
গেমের এনভায়রনমেন্টঃ

১) ক্রেডিট সিস্টেমঃ
গেম থেকে ব্যাক দেওয়া, গেমে কারো সাথে বাজে আচরণ করা সহ ইত্যাদি করলে এখন থেকে ১-৪ পয়েন্ট কাটা যাবে। প্রতি গেমে ভালো আচরণের কারণে ১-২ পয়েন্ট পাবে। পয়েন্ট ৯০এর কম হলে CS র‍্যাংক থেকে ব্যান এবং ৮০ এর কম হলে ফুল ম্যাপ র‍্যাংক থেকে ব্যান। পারফেক্ট স্কোর মূল্যবান পুরষ্কার আনলক করবে।

২) রিপোর্টে সিস্টেম ইম্প্রুভমেন্টঃ
ম্যাচ হিস্টোরি পেইজ থেকে, CS মোডের স্কোরবোর্ড থেকে এখন রিপোর্ট করা যাবে। রিপোর্টের নতুন কারণ এড করা হয়েছে। ইনগেম মেইল রিপোর্ট রেসপন্স অপটিমাইজড করা হয়েছে। এখন আপনি আপনার রিপোর্টের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন।

৩)ইনগেম ভয়েস চ্যাট রিপোর্টিং ফিচারঃ
বর্তমান মিউট বাটনের সাথেই নতুন ফিচার এড করা হয়েছে। আপনার রিপোর্ট যাচাইয়ের পরে রিপোর্ট করা প্লেয়ার মিউট পানিশমেন্ট পাবেন এবং ক্রেডিট স্কোর কমে যাবে।

৪) নতুন সিস্টেম লিংক/LINK
লিংকের সাথে ফ্রি ক্যারেক্টান পানঃ
নতুন লিংক সিস্টেমের মাধ্যমে যেকোন একটি ক্যারেক্টার ফ্রি পাবেন। ক্যারেক্টারের লেভের আপ এবং স্কিল স্লট আনলক করার খরচ আগের থেকেও কম এখন।
যেহেতু ক্যারেক্টার এবং তাদের স্কিল আমাদের গেমপ্লের একটি মৌলিক অংশ হয়ে উঠেছে, আমরা ক্যারেক্টার গুলিকে আরও অ্যাক্সেসযোগ্য করার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছি।

৫) ক্যারেক্টারঃ
নতুন ক্যারেক্টারঃ Kenta
স্কিলঃ সামনে ৫ মিটার প্রস্থের একটি ঢাল তৈরি করে যা সামনে থেকে আসা ড্যামেজ ৫০% কমায়। যা দ্বারা পুরো টিম কিছু সময়ের জন্য কভারে যেতে পারবে সামনে থেকে আসা এ্যাটাক থেকে।
৫.১) নতুন করে কাজ করা হয়েছেঃ
• Nikita রিলোড স্পিড বাড়ানো হয়েছে।
• A124 ৮ মিটার ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করবে যা এনিমির স্কিল এবং কাউন্টডাউন দু’টোই কিছু সময়ের জন্য অফ করে দিবে।
• Steffie একটি ৪ মিটার এলাকা তৈরি করো যা নিক্ষেপযোগ্য জিনিসগুলিকে ব্লক করে। আশেপাশের টিমমেটরা প্রতি সেকেন্ডে 10% আর্মরের স্থায়িত্ব পুনরুদ্ধার করবে এবং শত্রুদের কাছ থেকে নেওয়া এমোর ক্ষয়ক্ষতি কমবে।
৫.২) ব্যালেন্স করা হয়েছেঃ
•Caroline মুভমেন্ট স্পিড বাড়ানো হয়েছে শটগান ধরে রাখার সময়।
• Otho স্কিল দিয়ে একজন এনিমিকে কিল করার পর অন্য এনিমিদের লোকেশন তার টিমমেটদের আরো বেশি সময় ধরে দেখাবে।
• Rafael দিয়ে স্নাইপার এবং রাইফেল ব্যবহার করে শট করলে ফায়রিং সাউন্ড সাইলেন্ট থাকবে এবং সফল শট এনিমিকে আরো তাড়াতাড়ি ডাউন করবে।
• Thiva উদ্ধার করার গতি বৃদ্ধি পাবে।

৬) ক্ল্যাশ স্কোয়াডে কোয়াড্রা কিল করলে নতুন এনিমেশন আসবে।

৭) ব্যাটল র‍্যায়ালঃ
নতুন ইনগেম মিশন
হিট লিস্ট মিশন: FF কয়েন ব্যবহার করে ভেন্ডিং মেশিন থেকে কিনুন। সময়সীমার মধ্যে লক্ষ্য নির্মূল করুন।
সাপ্লাই রান মিশন: মানচিত্রে বিনামূল্যে পান। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছান।

৮) আলটিমেট অস্ত্র আপডেটযোগ্যঃ
VSS,MP5,M60,M4A1,M14,Kar98k,PLASMA, FAMAS এসব বন্দুক এখন চিপ দিয়ে আপডেট করা যাবে।
৮.১) নতুন বন্দুকঃ G38
যা শর্ট এবং মিড শর্ট রেঞ্জের বন্দুক।
৮.২) বন্দুক অ্যাডজাস্মেন্ট
● M4A1: রেঞ্জ -৪%
● Scar: রেঞ্জ +৫%
● M249: রেঞ্জ -৩%
● FAMAS: রেঞ্জ -২%
● XM8: রেঞ্জ +৫%
● AN94: রেঞ্জ +৪%
● AUG: রেঞ্জ +৬%
● PARAFAL: রেঞ্জ +৫%
● Kar98k:গান চেঞ্জ স্পিড +২০%
● UMP: রেঞ্জ -৩%, মুভমেন্ট স্পিড -১০%, স্টেবিলিটি -৭%
● MP5: রেঞ্জ -১০%, ডেমেজ +১০%,
● VSS: রেঞ্জ -১৫%
● MP40:স্টেবিলিটি +১৫%,বহন করার সময় মুভমেন্ট স্পিড +১৫% , গুলি চালানোর সময় মুভমেন্ট স্পিড
+১০%
● Thompson: রেঞ্জ -৩%
● Mini U*i: রেঞ্জ -৮%
● MAC10: রেঞ্জ -৪%
● M1014: রেঞ্জ -১৬%, রিলোড স্পিড +৩০%
● M1873: কার্যকর পরিসীমা -১৫%
● SPAS12: রেঞ্জ -৮%, রিলোড স্পিড+১০%
● M1887: রেঞ্জ -১২%, ডেমেজ +৮%,বহন করার সময় মুভমেন্ট স্পিড +৫%
● MAG-7: রেঞ্জ -১৫%, ডেমেজ +৪%, স্টেবিলিটি +১০%
● Charge Buster: রেঞ্জ -১০%, ডেমেজ +৫%
● M1887-X: নতুন মাজেল স্লট যোগ করা হয়েছে

৯) ইনগেম ভাইব্রেশন ফিডব্যাক এখন এভেইলেভল।

১০) কাষ্টম রুমের উন্নতিঃ
এখন পর্যাপ্ত পরিমাণ FF টোকেন থাকলে প্লেয়ার অটো রিভাইভ হবে। জোনে ড্যামেজ এবং স্পিড কাস্টমাইজ করা যাবে।
CS শপে আইটেমের দাম কাস্টমাইজ করা যাবে।

১১) অন্যান্য অপটিমাইজেশনঃ
পোস্ট গেম রেজাল্টের উন্নতি:
পোস্ট-গেম ফলাফল পৃষ্ঠা এখন আরও তথ্য এবং পরিসংখ্যান প্রদর্শন করবে।
“ড্যামেজ এবং কিল দলে একজন খেলোয়াড়ের অবদানের সম্পূর্ণ সূচক নয়। এই প্যাচ থেকে শুরু করে, আমরা ধীরে ধীরে আপনার ফলাফল পৃষ্ঠায় পরিসংখ্যানের একটি সংগ্রহ প্রবর্তন করতে যাচ্ছি, যার মধ্যে রয়েছে কিন্তু লিমিটেড নয়: এসিস্ট, নক-ডাউন, হিল, রিভাইভ। আমরা খেলোয়াড়দের তাদের দলে ভূমিকা পরিবর্তন করতে উৎসাহিত করি, কারণ প্রতিটি ভূমিকাই জয়ের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।”
রিভাইভ/উদ্ধার/এসিস্ট/নকডাউন শুধুমাত্র মাল্টিপ্লেয়ার এভেইলেভল। রিভাইভ পরিসংখ্যান শুধুমাত্র BR/ ফুল মোডে এভেইলেভল।

১১.১)পোস্ট গেম লুটের উন্নতিঃ
পোস্ট গেম রেজাল্ট পেইজ এখন মেমোরি ফ্রাগমেন্ট প্রসেস এবং লিংক প্রসেস দেখাবে, এক ক্লিকে ক্যারেক্টার লেভেল আপ সাপোর্ট করবে এবং দিনের প্রথম কয়টি গেমে ড্রপ রেট বাড়াবে।

১২) রিসোর্স ডাউনলোড সেন্টার সম্প্রসারণঃ
“আমাদের গেম যত বড় এবং সমৃদ্ধ হচ্ছে, বড় আকারের প্যাকেজগুলি কিছু খেলোয়াড়ের জন্য একটি অসুবিধায় পরিণত হয়েছে। এই প্যাচে, আমরা আমাদের ডাউনলোড কেন্দ্রে বিভিন্ন রিসোর্স আপলোড করেছি, খেলোয়াড়দের পছন্দ অনুযায়ী ডাউনলোড করার স্বাধীনতা দিয়েছি। ইতিমধ্যে, আমরা আমাদের ওয়েব পৃষ্ঠার UI পুনরায় সংগঠিত করেছি, যা আগের চেয়ে অনেক সহজ করে নেভিগেশন করবে।"
নতুন ওয়েব পেইজ লে-আউট।
নিন্মলিখিত রিসোর্সগুলিকে ডাউনলোড কেন্দ্রে সরানো হয়েছেঃ
পেট, ট্রেনিং গ্রাউন্ড, লোন ওলফ, ক্র্যাফটল্যান্ড, ক্যারেক্টার।

১৩) অন্যান্য অপটিমাইজেশনঃ
• এয়ারড্রপ ভেন্ডিং মেশিন সব এঙ্গেল থেকে এক্সেস করা যাবে।
• হিলিং বন্দুক অপটিমাইজড করা হয়েছে. খেলোয়াড়রা এখন সহজেই লো হেলথ টিমমেট দের চিনতে পারবে, যারা আপনার টিম লিষ্টে লাল আলো দিয়ে জ্বলজ্বল করবে।
• হিলিং বন্দুক কাজ করবে না জোনের ভেতরে বেশিক্ষণ থাকলে।
• মাস্টারের জন্য স্টারের সঠিক সংখ্যা এখন ইন-গেম স্কোরবোর্ডে দেখানো হয়েছে।
• প্লেয়ারের তথ্য CS লোডিং স্ক্রিনে দীর্ঘ সময় দেখাবে, এছাড়াও CS মোডে একটি নতুন লোডিং স্ক্রীন যোগ করা হয়েছে।
• ট্রেনিং গ্রাউন্ডে গ্লো ওয়াল দিয়ে অটোমেটিক রিভাইভ বাগ ফিক্স করা হয়েছে।
• মোড সিলেকশন পেইজের এনিমেশন অপটিমাইজড।
• পেট লেভেল আপের খরচ কমলো।
• ম্যাচমেকিং অপটিমাইজ করা হয়েছে।
১৪) ম্যাক্স অপটিমাইজেশনঃ
• 360-ডিগ্রী লবির জন্য নতুন ব্যাকগ্রাউন্ড।
• 360-ডিগ্রী লবিতে আইটেম প্রদর্শনের জন্য UI অপ্টিমাইজ করা হয়েছে৷
• M500 এর জন্য রিলোড অ্যানিমেশন অপ্টিমাইজ করা হয়েছে৷

১৪.১) ক্রাফটল্যান্ড‌‌:
কাস্টমাইজযোগ্য স্কিল কুলডাউন
ক্রাফটল্যান্ডে এখন থেকে আ্যাক্টিভ স্কিল কুলডাউন কাস্টমাইজ করা যাবে।
● ক্রাফটল্যান্ডে একটি মানচিত্র তৈরি করার সময়, প্যাসিভ এবং আ্যাকটিভ স্কিল চালু এবং বন্ধ করতে টুগল করুন। আ্যাক্টিভ স্কিল কুলডাউনগুলি সর্বনিম্ন শূন্য সেকেন্ড পর্যন্ত সামঞ্জস্য করা যেতে পারে।
ক্লিপিং বৈশিষ্ট্য
এখন থেকে অবজেক্ট ওভারল্যাপিং সম্ভব।
● অবজেক্ট ক্লিপিং বৈশিষ্ট্য একাধিক বস্তুকে একই স্থান দখল করতে দেয়।
গ্রুপিং বৈশিষ্ট্য
●এডিটর মোডে, একসাথে বস্তু সিলেক্ট করুন এবং গ্রুপবদ্ধ করুন, এবং একই সাথে আপনার গ্রুপবদ্ধ বস্তুগুলিকে ঘোরান/সরান।
ইন্টারেক্টিভ আইটেম - Dice
ক্রাফটল্যান্ডে নতুন ইন্টারেক্টিভ আইটেম আসছশ্ছ
● ডাইস এখন ক্রাফটল্যান্ডে স্থাপন করা যেতে পারে। অন্য খেলোয়াড় বা ডাইস স্পর্শ করলে তারা অবাধে বাউন্স করবে।
Parkour মোড - যানবাহন
Parkour মোড এখন গাড়ি চালকদের জন্য খোলা।
● এখন, যানবাহন দ্বারা অনুরোধ করা হলে চেকপয়েন্ট সক্রিয় হয়।
১৪.২) অন্যান্য ক্রাফটল্যান্ড বৈশিষ্ট্য
● আপনার মানচিত্রে অনুমোদিত আইটেমের সর্বাধিক সংখ্যা 1000 থেকে 1600-এ উন্নীত করা হয়েছে৷
● QoL-এর জন্য নির্দিষ্ট সম্পাদক মোডে বোতামের অবস্থান সামঞ্জস্য করা হয়েছে।
● ক্রাফটল্যান্ডের হোমপেজে প্রবেশ করার সময় নির্মাতারা এখন নতুন গ্রাহক, পছন্দ এবং অন্যান্য পরিসংখ্যান দেখতে পাবেন।
● নতুন সাধারণ আইটেম যোগ করা হয়েছে।👇👇

✔️𝙈𝘼𝙄𝙉𝙏𝘼𝙉𝘼𝙉𝘾𝙀আজ সারাদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৬.১০ পর্যন্ত গেমে আপডেট চলবে এ সময় কেউ গেমে ঢুকতে পারবেন না❌চলুন দেখে...
04/08/2021

✔️𝙈𝘼𝙄𝙉𝙏𝘼𝙉𝘼𝙉𝘾𝙀
আজ সারাদিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৬.১০ পর্যন্ত গেমে আপডেট চলবে এ সময় কেউ গেমে ঢুকতে পারবেন না❌

চলুন দেখে নিই নতুন আপডেটে কি কি থাকছেঃ

১. ১ভি১ পাগলাদের জন্য সুখবর
সম্পূর্ণ নতুন মোডে নতুন ম্যাপো ১ভি১ আসছে।এই মোডের নাম Lone Wolf

২. নতুন ক্যারেক্টার DIMITRI
স্কিলঃ টিমমেট ডাউন থাকলে তাকে এই দিমিত্রীর একটিভ স্কিল দিয়ে HP দেওয়া যাবে। লেভেল অনুযায়ী সময় বাড়বে।

৩. নতুন ক্যারেক্টার Thiva
স্কিলঃ বিপদজনক পরিস্থিতিতে তার Vital Vibes স্কিল দিয়ে টিমমেটদের উদ্ধার করতে সাহায্য করতে পারবে। লেভেল অনুযায়ী সময় বাড়বে

৪. Jota -Shani -Alvaro -Luqueta এই চারটি ক্যারেক্টার আমরা ব্যবহার করি না বললেই চলে। এদের জনপ্রিয় করার লক্ষ্যে এদের স্কিলে কিছু পরিবর্তন আনা হচ্ছে অনেক এদিক সেদিক করা হচ্ছে।

৫. নতুন পেটঃ Sensei Tig
স্কিলঃ এটা এনেমির ম্যান মার্কয়িং এর সময় কমিয়ে দিবে।
বেশ কাজের পেট হতে যাচ্ছে এটি।

৬. নতুন গানঃ AC80
৫০ করে ড্যামেজ দিবে। ১০ টা এমো থাকবে রেট অফ ফায়ার কম

৭. গেমের মধ্যে M4A1 এর জন্য M4 চিপ লাগিয়ে সেটা X,Y,Z ভার্সনে নিয়ে যেতে পারবেন
৭.১ U*I এর ড্যামেজ ম্যাগাজিন রেঞ্জ বাড়াচ্ছে
৭.২ XM8 এর রেট অফ ফায়ার আর রিকয়ের বাড়াবে
৭.৩ Spas12 এ রেঞ্জ বাড়াবে আর মাজেল এড করা যাবে স্কোপ ও
৭.৪ ভেক্টর এর রেঞ্জ আর মুভমেন্ট স্পিড বাড়বে
৭.৫ দুই নলা শর্ট গানের রেঞ্জ রেট অফ ফায়ার সব কমবে

৮. নতুন AR magazine এ রেট অফ ফায়ার বাড়বে ম্যাগাজিন ১৫% বাড়বে

৮.১ SMG Muzzle এ রেঞ্জ ড্যামেজ দু'টো আরো বেশি হবে।

৯. উপরের দিকে জয়স্টিক Drag করলে এখন থেকে দৌড়াবে

১০. একটিভি আর এলিট পাস মিশন এখন একসাথে ফ্রি ফায়ার মিশন মেনুতে।

১১. যে ডামি আর ভয় পাইনা সেটাতে কিছি নতুনত্ব আনতে যাচ্ছে যাতে এটার ব্যবহার বাড়ে

১২. ম্যাচের শেষে যে লাইক দেয় সেটা ম্যাচ হিস্টোরি তে দেখা যাবে।
১৩.২ ম্যাচ ম্যাকিং শুরু হবার সময় নতুন নোটিফিকেশন সাউন্ড আসবে।

১৩.৩ সম্পূর্ন নতুন লবি

১৪. লবিতে ব্যাগ শো করা যাবে

১৫. ক্লেশ স্কোয়াড এ আইটেম কেনার জন্য বন্ধুদের রিকোয়েস্ট করতে পারবেন

১৬. Rank পয়েন্টে কিছু এডজাস্টমেন্ট করবে যাতে Rank বাড়ানো আরো সহজ হয়

১৭. গ্লো ওয়ালের মতো ট্রেনিং গ্রাউন্ডে গ্রেনেড রেঞ্জ আসছে

অনেক নতুন কিছু আসছে অনেক পরিবর্তন আসছে।
আপনার কাছে কোনটি ভালো লেগেছ?
জানিয়ে দিন???

https://youtu.be/UVcwAm3hOqU
24/06/2021

https://youtu.be/UVcwAm3hOqU

free fire montage gameplay||garena free fireসবাই ফ্রি তে নিয়ে নাও Titan Scar।Titan scar in free fire all para Sansung A3,A5,A6,A7,J2,J3,j7===================...

https://youtu.be/vXEnx0ocugo74লেভেল!!!
20/06/2021

https://youtu.be/vXEnx0ocugo

74লেভেল!!!

74Level হয়ে গেল - গিফট হিসেবে কি দিল? 🙄 || BD Highest Level FF ID কত?====================================Free fire rank push tips gameplay:- https://www.yo...

   -SERVERআজকে ৮ই জুন সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত গেম বন্ধ থাকবে এই সময়ে কে গেমে ঢুকতে পারবেন নাআজকের আপডেটে আস...
08/06/2021

-SERVER

আজকে ৮ই জুন সকাল ১০ টা হতে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত গেম বন্ধ থাকবে এই সময়ে কে গেমে ঢুকতে পারবেন না

আজকের আপডেটে আসছে আমাদের এতো দিনের অপেক্ষার সুফল।অবশেষে আমরা পেতে যাচ্ছি বাংলাদেশী সার্ভার যেখানে শুধু মাত্র বাংলাদেশ থাকবে। এই উপলক্ষে অভিনন্দন সবাইকে❤️
বাংলাদেশ এর ভবিষ্যত ই স্পোর্টস এর জন্য বড় মাইল ফলক।

এর সাথে নতুন OB 28 আপডেটে কি কি থাকছে তা দেখে আসি চলুন

১. ক্লাস স্কোয়াডে গ্র্যান্ডমাস্টার দিচ্ছে

২. টোকন দিয়ে মেশিন থেকে এখন এমো আর রিপেয়ার কিট সহ আরো নানান কিছু কেনা যাবে

৩. রিভাইব দিতে এখন লাগবে ৩৩ সেকেন্ড আর একবার রিভাইভ দিলে আরেকবার দিতে ৩ মিনিট অপেক্ষা করা লাগবে

৪. নতুন গ্রেনেড আইস। যা ১০ সেকেন্ড থাকবে আর এটার ভেতর থাকলে আপনার মুভমেন্ট স্পিড ১০%, রেট of ফায়ার ২০% কমবে সাথে ১০০ ড্যামেজ তো থাকছেই

৫. নতুন গান MINI U*I যার ড্যামেজ ১৭ বুলেট ১৭ টা থাকবে কোনো অ্যাটাচমেন্ট লাগবে না

৬. হ্যান্ড শর্ট গানের ড্যামেজ আর রেঞ্জ দুটোই বাড়ছে।
৬.২. কোর্ড দিয়ে গাড়ীতে মারলে গ্লো ওয়ালে মারলে ড্যামেজ বাড়বে আর এটার একুরিসি বাড়বে।
M60 দিয়ে মারলেও একই শুধু একুরিসি বাড়বে না।
KAR 98 এর ও ড্যামেজ বাড়াচ্ছে

৭. নতুন ক্যারেক্টার D-BEE যার অ্যাবিলিটি ফায়ার করার সময় মুভ করলে স্পিড একুরিসি দুটোই বাড়বে

৮. নতুন পেট DR. BEANIE যার অ্যাবিলিটি শুয়ে থাকলে মুভমেন্ট স্পিড বাড়বে

৯. পালোমা তে এখন সব এমো নিতে পারবেন

আরো কিছু আপডেট
গ্লো ওয়াল অ্যান্ড গ্রেনেড এর নতুন সেটিং । এখন ইনগেমে ভয়েস কমান্ড ও থাকছে । এ ছাড়াও আরো অনেক নতুন কিছু আসছে আজকের আপডেটে😘

তো কার কাছে কেমন লাগছে নতুন সব কিছু।
আপনার পছন্দও হয়েছে কোনটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না❤️

সবাই Pre-registration করছেন তো????
26/05/2021

সবাই Pre-registration করছেন তো????

https://youtu.be/9lb12tD7hegনতুন ভিডিও দেখে নাও সবাই।
24/05/2021

https://youtu.be/9lb12tD7heg

নতুন ভিডিও দেখে নাও সবাই।

কিভাবে প্রি-রেজিস্ট্রিশন করবো??How to do pre-registration for Bangladesh server?Garena free fire====================================Free fire rank push tips ...

নতুন Video upload দিছি দেখে নাও সবাইhttps://youtu.be/S1zV1180Z4Y
14/04/2021

নতুন Video upload দিছি দেখে নাও সবাই

https://youtu.be/S1zV1180Z4Y

Lavel up 72 Lavel / অবশেষে 72 লেভেল।1000Diamond শেষ Garena Free fire আমাকে কিছু দিলো না:-https://youtu.be/sgFICq-Mk...

14/10/2020

সবাই সম্পর্ক তৈরি করো।এতো দিনের সম্পর্ক ২মিনিটের রাগারাগি তে নষ্ট করো না।। যারা এটা করে তারা সম্পর্কের মানে টায় জানে না।

7k like done
18/09/2020

7k like done

পারলে করে দেখাও।
30/08/2020

পারলে করে দেখাও।

29/08/2020
সবাই সাপোর্ট করোhttps://youtu.be/RNoZ7zXHaDc
26/08/2020

সবাই সাপোর্ট করো
https://youtu.be/RNoZ7zXHaDc

Rank Match এ Solo vs Duo তে12 Kill এ Bhooya How to Rank match Never lie to me ============================= ᴮᴰ᭄CRIMEғᴏʀᴄᴇ গ...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nur Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share