নির্জন স্বাক্ষর

  • Home
  • নির্জন স্বাক্ষর

নির্জন স্বাক্ষর ডুবে গেলে উঠতে হবে সুর্যের মতো☀️🌞

মাঝেমাঝে  ভাবি কিসের স্বামী, কিসের সংসার, কিসের সন্তান! সবকিছু আমার হলেও আমি কারো না! নারী তার সারাজীবন উৎস্বর্গ করলেও দ...
31/01/2025

মাঝেমাঝে ভাবি কিসের স্বামী, কিসের সংসার, কিসের সন্তান! সবকিছু আমার হলেও আমি কারো না! নারী তার সারাজীবন উৎস্বর্গ করলেও দিনশেষে কারোই মন ভরাতে পারে না, না স্বামীর, না সন্তানের আর না অন‍্যকারো! অথচ সেই নারীই গোটা জীবন শেষ করে দেয় স্বামী, সন্তান আর সংসারের পিছেই💔🙂

   #রাসেল_মিয়াএকটু আগে শুনলাম ভুমিকম্প হইছে। ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য ফেসবুকে ঢুকলাম দেখি বর্ষা চৌধুরী আপু গলায় দড়ি ...
24/01/2025

#রাসেল_মিয়া
একটু আগে শুনলাম ভুমিকম্প হইছে। ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য ফেসবুকে ঢুকলাম দেখি বর্ষা চৌধুরী আপু গলায় দড়ি দিতে গিয়ে মাটিতে পড়ে গেছে।

ভুমিকম্পের কারণ কি এটা নাকি আসল ভূমিকম্প ছিল আমাকে কেউ জানান।

বর্ষা আপু আপনি আমার অনেক সিনিয়র কিন্তু একটা উপদেশ দেই। আপনি সোস্যাল মিডিয়া থেকে ব্রেক নেন এবং মানসিক ডাক্তার দেখান। আপনার জন্য না হলেও নিজের বাচ্চাদের জন্য সুস্থ হন।
এই যে আপনি সু*ই-সাড লাইভ করে যে নাটক করলেন কি লাভ হলো? হ্যা ভাইরাল হয়েছেন, নিজের যতটুকু সন্মান ছিলো সবকিছু হাসির খোরাক বানালেন। মরতে হলে চুপ চাপ মরে যাইতেন। কিন্তু এখন তো ব্যাপারটা অন্য রকম হয়ে গেলো।

আপনার বাচ্চা যখন স্কুলে যাবে তাকে তার ক্লাস মেটরা জিজ্ঞাসা করবে তোর মার সু*ই*সাই*ড লাইভ দেখলাম। অন্য বাচ্চার মায়েরা আপনার কথা তাকে জিজ্ঞেসা করবে আর মজা নিবে। তখন আপনার বাচ্চাটা কি ধরনের মানুষিক অত্যাচার হবে বুঝেন?

আপনি যদি বাচ্চা নিজের কাছে রাখতে চান তাহলে সুস্থ হন নাহলে একজন দায়িত্ববান গার্জিয়ানের কাছে বাচ্চার দায়িত্ব দেন।

আমার সব থেকে কি খারাপ লাগছে জানেন? দরজা বন্ধ করে আপনি যখন নাটক করতেছিলেন আপনার বাচ্চারা ভয়ে কাদছিলো। তারা তো জানে না আপনি নাটকবাজ। তারা ভয় পাইছে- এবার মনে হয় তারা মা-কেও হারাবে।

Shame on You.

বি:দ্র: আ*ত্মহ*ত্যা' প্রচেষ্টার শাস্তি ১ বছর। উনাকে ১ বছর জেল এ রাখলে মনে হয় উনি এবং দর্শক সবাই বেঁচে যাইতো!

Highlight everyone

বন্ধনের আলো যেখানে ছড়িয়ে পড়ে, সেখানে অন্ধকারের কোনো স্থান নেই।📷  Highlight everyone
21/01/2025

বন্ধনের আলো যেখানে ছড়িয়ে পড়ে, সেখানে অন্ধকারের কোনো স্থান নেই।

📷
Highlight everyone

~শত বর্ষের একটি প্রাচীরে কিছু বিষাদ কিংবা মায়াবী রৌদ্রময়!
20/01/2025

~শত বর্ষের একটি প্রাচীরে
কিছু বিষাদ কিংবা মায়াবী রৌদ্রময়!

_কাঠগড়ায় উঠায়ে মোরে আঙ্গুল তুলিলেন রোজ! সকল দোষ'ই বুঝি আমার? ভাটা কেবল আমার 'ই পাশে 'ঐ পাশে জোয়ার!💔
19/01/2025

_কাঠগড়ায় উঠায়ে মোরে আঙ্গুল তুলিলেন রোজ! সকল দোষ'ই বুঝি আমার?
ভাটা কেবল আমার 'ই পাশে 'ঐ পাশে জোয়ার!💔

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মান...
18/01/2025

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?
গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মানুষ কস্মিনকালেও থাকতে পারে না।

যে থাকার সে এমনিতেই থাকে না, তাকে আগলে রাখতে হয়। যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়।

প্রভুভক্ত কুকুরকে তিনবেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে, সেও তার চিরচেনা স্থান পাল্টায়। সেখানে আমি তো মানুষ মাত্র।

অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেয়ার পরেও মানুষটা থেকে যাবে, এই আশা করাটা যে বড্ড বোকামী, জানো তো?

আজকাল মানুষকে সবকিছু উজার করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না, সেখানে অবহেলা আর অসম্মান করে কীভাবে রাখবে? বলো...

মানুষ যেখানে আদর, যত্ন, ভালোবাসা আর সময় পায়, সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না– সরে যেতে পারে না। মানুষ সেখানে আমৃ ত্যু থেকে যায়, থেকে যেতে বাধ্য হয়।

নিয়তির রশি ধরে জীবনের যে পথটা পাড়ি দিতে চেয়েছিলাম-সে পথের শুরুতেই ছিলো বিশ্বাসঘাতকতা!তাই নিয়তি নামক কঠিন সত্যটা আর বদলায়...
17/01/2025

নিয়তির রশি ধরে
জীবনের যে পথটা পাড়ি দিতে চেয়েছিলাম-
সে পথের শুরুতেই ছিলো বিশ্বাসঘাতকতা!
তাই নিয়তি নামক কঠিন সত্যটা
আর বদলায় নি।
আমি চাইলেই বদলাতে পারতাম,
কিন্তু পারি নি!
কেনো পারি নি?
এই উত্তর খুঁজতে রোজ বের হই
প্রতিটি রাতের মধ্য প্রহরে-
আকাশ পাতাল এক করেও
চোখ জোড়া শুধু অশ্রুতে ভিজেই
ধোঁয়াসায় মিলিয়ে যায়,
অথচ কোনো উত্তর পায় না!

゚ ゚viralシ2024fyp ゚viralシfypシ゚viralシalシ everyone Highlight #シ゚viralシ

আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম, তুমি বলতে 'অতি ভক্তি কিন্তু চোরের লক্ষন'।- তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ ...
16/01/2025

আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম, তুমি বলতে 'অতি ভক্তি কিন্তু চোরের লক্ষন'।
- তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম।

~ আমি যখন কথা বলতে চাইতাম সময় দিতে বলতাম, তুমি বলতে 'সময়ের দাম দিতে শেখো'!
- তাই আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম।

- আমি যখন তোমার একটা কল বা ম্যাসেজ এর জন্য দীর্ঘ অপেক্ষা করতাম, তুমি বলতে 'বেশি আশা ভালো না'!
- তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম।

~ আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে, সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম তুমি ঠিক আছো কিনা, তুমি বলতে 'পাগলামী টা একটু কমাও'!
- নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম।

~ আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কিনা, তুমি বলতে 'এতো ন্যাকামি ভাল্লাগে না'।
তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামতকে তখন গুরুত্ব দিতে শিখলাম।

~ আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায় ;
তুমি বলতে 'এতো দূর্বল কেনো তুমি'?
তাই মন খারাপ ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম।

কিছু দিন পর তুমি যখন চলে যেতে চাইলে, আমি বললাম- যেতে পারো আটকাবো না!
তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি।

হ্যাঁ, তুমি আমায় অনেক কিছু শিখিয়েছো, এর জন্য ধন্যবাদ।

তবে তুমি হয়তো জানতে না, এই ন্যাকামি গুলোই
একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে।
তুমি জানতে না, এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে।
তুমি হয়তো জানতে না, এই ছোট ছোট আবেগগুলো থেকেই ভালোবাসা তৈরি হয়।
তুমি হয়তো জানতে না, আমি ভালোবাসি বলেই আমার অতি গুরুত্বপূর্ণ সময়টুকু তোমায় দিতাম।

আজ আমিও একটা জিনিষ তোমাকে শেখালাম,
"সময় থাকতে মূল্য দিতে শিখো। কারণ, অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কখনো ফিরে আসে না"। 🍂

সারফারাজ জানেনা ওর আব্বুর কথা। দিশাকে বার বার বলতেছিলো।নিচে চলো একটু পর ড্যাডি আসবে দেখা করবো।আল্লাহ পরিবারের সবাইকে এই ...
16/01/2025

সারফারাজ জানেনা ওর আব্বুর কথা। দিশাকে বার বার বলতেছিলো।নিচে চলো একটু পর ড্যাডি আসবে দেখা করবো।
আল্লাহ পরিবারের সবাইকে এই শোক সইবার তৌফিক
দান করুন। আমিন।

Better me to be alone ❤️Highlight everyone
16/01/2025

Better me to be alone ❤️

Highlight everyone

ভার্চুয়ালে কোন বিশুদ্ধ প্রেম নেই। বিশুদ্ধ প্রেমিকাও না। ইনবক্সে প্লেবয়দের ব্রা'র হুক আর প্যান্টি খোলার ভিড়ে বিশুদ্ধ প্রে...
15/01/2025

ভার্চুয়ালে কোন বিশুদ্ধ প্রেম নেই। বিশুদ্ধ প্রেমিকাও না। ইনবক্সে প্লেবয়দের ব্রা'র হুক আর প্যান্টি খোলার ভিড়ে বিশুদ্ধ প্রেমিক'রা ভিখারির মতো অসহায় হয়ে পড়ে আছে, তাদের কলমে কবিতা আসে না!

আগে একেকটা প্রেমিক ছিলো একেকটা কবি। রাত জেগে জেগে কবিতা লেখা, ভুল বানানে চিঠি লেখা; তৃতীয় কাউকে বসে এনে তার দ্বারা সেই চিঠি পৌঁছে দেয়া। প্রেমিকা চিঠি পড়লে প্রেমিক হৃদয়ের প্রশান্তি। না পড়লে সর্বনাশ।

ক্যাসেট প্লেয়ারে স্যাড সং... হাত কেটে রক্ত ঝরিয়ে প্রেমিক প্লাস প্রেমিকার নাম লিখে পুনরায় চিঠি পাঠানো.... অতি চালাক প্রকৃতির কেউ কেউ মুরগীর রক্ত দিয়ে I Love You লিখে পাঠাতো.... সেই লেখা দেখে প্রেমিকার হৃদয়ে ভীরু ভীরু কাঁপুনি দিয়ে ওঠে ; প্রেম জন্মায়। পাল্টা কোন চিঠিতে জানিয়ে দেয়, আমি রাজি।

তারপর কলেজ ফাঁকি দিয়ে ঘুরা... পার্কে যাওয়া... বাদাম খাওয়া.... কোন এক ফাঁকে যদি কোনমতে প্রেমিকাকে একটা চুমু খাওয়া যায়, সেই চুমু ইতিহাস হয়ে থাকে প্রেমের। প্রেমিকার বিয়ে হয়ে যাবার অনেকদিন পরও ডায়েরীর ভাজে রাখা শুকনো গোলাপের পাপড়ি, পুরনো চিঠি আর পুরনো চুমুর স্পর্শের কথা ভেবে কেঁদেকেটে অস্থির হতো প্রেমিক মন।

আর এখন???

হাই? হ্যালো?? তুমি আমাকে ভালোবাসো? একটা পায়ের ছবি দাও৷ একটা বুকের ছবি দাও। ওড়না সরাও। এভাবে না খুলে দাও। ভিডিও কল দাও। দেখাও। কাছে আসো। রুমে চলো। ভিডিও চালু....

কিছুদিন যাবার পর, একজন আর একজনের প্রতি ঘাড় হেলানো থেকে মাথা দোলানো পর্যন্ত সব কিছুতেই অভিযোগের আনাগোনা। অভিযোগ সুষ্ঠু বিচার না পেলে একজন জায়গা করে নিচ্ছে জাস্ট ফ্রেন্ডের বিছানায়। অন্যজন অবৈধ ছবি ভিডিও পৌঁছে দিচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের ঠিকানায়.....

কল রেকর্ড, ইমো রেকর্ড, ফেসবুক চ্যাট, হোয়াটসঅ্যাপ চ্যাট, কতো শত স্কীনশর্ট দিয়ে এখন প্রমাণ করতে হয়, তার সাথে আমার প্রেম ছিলো! হায়রে প্রেম রে...

15/01/2025

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন Sanvee's by Tony আপুর স্বামী।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে।দীর্ঘ চার মাস আপু চেষ্টা করেছেন স্বামীকে সুস্থ করে ফিরিয়ে আনার জন‍্য কিন্তু ঐযে মৃত‍্যুর সময় যখন হবে তখন তো দুনিয়ার কোন ক্ষমতা নেই তাকে ধরে রাখার 😥😥

আল্লাহ্ তনি আপুকে এই শোক সহ‍্য করার তৌফিক দান করুন🤲🤲।
মহান আল্লাহ্ যেন ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন🤲😔😥

আমিন।।

Hurts thinking about these kids. 💔
15/01/2025

Hurts thinking about these kids. 💔

14/01/2025

কতোটা আজাইরা হলে মানুষ হোয়াটসঅ্যাপ এ স্টোরি দেয়🤔

11/01/2025

ছবি তুলার সময় শ্বাস আটকে পেট ছোট করার কষ্ট শুধু যাদের পেট মোটা তারাই বুঝে...🙂

11/01/2025

- একটা'ই ঘাড় তা-ও আবার ত্যাড়া🥴

অভিমান করতে করতে মেয়েরা  একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই সেই মানুষটার কাছে, ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ...
11/01/2025

অভিমান করতে করতে মেয়েরা একদিন বুঝে যায়, তার আবেগ অনুভূতির কোন মূল্যই নেই
সেই মানুষটার কাছে,
ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় তখন,
তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়,
নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় ,
তারপর তাকে কে ভালবাসলো কে বাসলো না,
কে পাত্তা দিল কে পাত্তা দিল না,
তাতে তার কিছুই যায় আসে না,
মানুষ বদলে গেলে ভয়ংকর ভাবে বদলে যায়
মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায়,
চাইলেও তাকে আর নরম মাটিতে ফেরানো যায় না💔

— আমরা কে, কাব্য?— সংসার!— সংসার? — হুম। না হওয়া সংসার দুইজন দুইজনের হয়েও, কেউ কারো নই!বই : ভালো নেই ভালোবাসা লেখক : সবু...
11/01/2025

— আমরা কে, কাব্য?
— সংসার!
— সংসার?
— হুম। না হওয়া সংসার
দুইজন দুইজনের হয়েও, কেউ কারো নই!

বই : ভালো নেই ভালোবাসা
লেখক : সবুজ আহম্মদ মুরসালিন

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when নির্জন স্বাক্ষর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নির্জন স্বাক্ষর:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share