অবশেষে না ফেরার দেশে চলে গেলেন Sanvee's by Tony আপুর স্বামী।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে।দীর্ঘ চার মাস আপু চেষ্টা করেছেন স্বামীকে সুস্থ করে ফিরিয়ে আনার জন্য কিন্তু ঐযে মৃত্যুর সময় যখন হবে তখন তো দুনিয়ার কোন ক্ষমতা নেই তাকে ধরে রাখার 😥😥
আল্লাহ্ তনি আপুকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন🤲🤲।
মহান আল্লাহ্ যেন ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন🤲😔😥
আমিন।।
Tumhi Meri Mandir....
Hindi Song....
#LataMangeshkar #シ゚viralシ #fypシ゚viralシ2024fyp #mypageforyou #fypシ゚viralシfypシ゚viralシalシ @topfans
Highlight everyone
🥀💔🥀💔
#シ゚viralシ @topfans Highlight everyone
My Head মানে চৌদ্দগুষ্ঠির মাথা🙂
#FYPシ゚viralシ2024fyp #fypシ゚viralシ2024fyp #fypシ゚viralシfypシ゚viralシalシ @topfans Highlight everyone #シ゚viralシ #myvoicereels #highlightsシ゚ #mypageforyou
জানতে যদি চাও কতটা আমার একটু থেকে যাও এ মনে আমার🥀🖤
মানুষ হিসেবে আমি প্রচন্ড অভিমানী।
কন্ঠ:জান্নাত মায়া।
#シ゚viralシ #fypシ゚viralシ2024fyp #fypシ゚viralシfypシ゚viralシalシ #myvoicereels #myvoicevideo #foryoupage @topfans everyone Highlight @
এলো Happy New Year 🤩😁😜🤭🤭
everyone Highlight @topfans
নিরব থেকে দেখতে চাইলাম তুমি কাকে চাও?
আমায় নাকি দূরত্ব —
তুমিও বুঝিয়ে দিলে তোমার দূরত্ব চাই।
আমিও নিরব থেকে তোমার দূরত্বের পথ মসৃণ করলাম।
দূরত্বে থাকার ইচ্ছেয় তুমিও অজুহাতের পথে হাঁটলে—
খুঁজে পেলে নিরবতার অজুহাত —
হ্যাঁ,নিরবতার অজুহাত__দূরত্ব তোমায় টানছে খুব।
তোমার অজুহাত পোক্ত করতে নিরবতার ঘরে ঠাঁই নিলাম।
তুমি দূরত্বেই থাকো যেমন থাকে সকালের সূর্য আর রাতের চাঁদ,বলব না দূরত্ব কমাও—
বলব তুমি ক্ষণে ক্ষণে দূরত্ব বাড়াও যতটা দূরত্বে আমার হৃদয় পোড়ার বিদঘুটে গন্ধ তোমার নাকে না পৌঁছোয়।
অনিহার দৃষ্টিতে আমার সীমানা ছুঁয়ো না।
হ্যাঁ,সীমানা ছুঁয়ো না—
এইযে বারণ করলাম এটা পালনে কাটিয়ে দিও অনন্তকাল, আমার থেকে দূরত্বে থাকতে বারণ হোক তোমার প্রধানস্ত্র।
__দূরত্ব যখন প্রয়োজন অজুহাত তখন প্রধানস্ত্র.
পৃথিবীতে কোন সম্পর্ক নিয়েই মানুষের গর্ব করা উচিত না । আজ যে সম্পর্কটা আপনার মনের গভীরে দখল করে আছে কাল সেটা অপরিচিত হয়ে যেতে পারে । আজ যে মানুষটা আপনার জন্য পাগল হয়ে আপনাকে খোঁজ করছে কাল হয়তবা তাকে আপনি খুঁজবেন কিন্তু সে ইচ্ছে করেই নিজেকে দূরে সরিয়ে রাখবে । কারন সে আগের মত আর আপনাকে প্রয়োরিটি দিবে না ।
এই যে প্রায়োরিটির ব্যাপারটাও এক তরফা বেশিদিন ধরে রাখা যায় না । পৃথিবীর সমস্ত মানুষই চায় তাকে কেউ আগলে রাখুক তাকে কেউ খুঁজুক , তাকে কেউ প্রায়োরিটি দেক ।আপনি যখন একই রকমের ট্রিট করতে থাকবেন , আপনার প্রয়োজনে কাউকে খুঁজবেন কিংবা আগলে রাখবেন, তার প্রয়োজনে আপনাকে যখন সে খুঁজে পাবেনা সে কিন্তু আপনার অবহেলায় অভ্যস্ত হতে হতে আপনাকে আর তার প্রয়োজনে খুঁজ করবে না ।
ভালোবাসা ও বন্ধুত্বের যত্ন জানতে হয় , কেউ খোঁজ করলে তার খোঁজ ও নিতে হয় । কেউ সম্পর্কে নিজেকে পুরো ঢেলে দিল
মানুষ সব ভুলে যেতে পারে!!
রাগারাগি, ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক বিতর্ক,
মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে
সব ভুলে যেতে পারে।
শুধু ভুলতে পারে না কিছু কথা।
প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা
কিছুকিছু কথা যা মানুষের ভিতরে বাজতে থাকে
অদৃশ্য টেপ রেকর্ডারের মতো।
বুকের ভিতর কোনও তীক্ষ্ণ ফলার মতো
বিঁধে থাকে সে'সব অপমান-
গলার ভিতর মাছের কাঁটার মতো আটকে থাকে
সে'সব কটূক্তি-
ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তাড়া করে।
না গেলা যায়, না ফেলা যায়।
একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে
আবার হাসি ফুটে ওঠে মুখে
দিব্যি থাকি আমরা।
তারপর হঠাৎ কোনও ঘুম না আসা একলা রাতে
স্মৃতির বারান্দায় পায়চারি করতে করতে
আমরা পৌঁছে যাই সে'সব কথার কাছে।
কী ভীষণ যন্ত্রণা হয় আবার!
সেই একই কষ্ট আবার ফিরে আসে।
আর আমরা বুঝতে পারি যে,
আমরা মানুষদের ক্ষমা করি ঠিকই
তবে তাদের বলা কথাগুলোকে না...
#foryoupage #fyp
আমরা একদিনে সবটা ভুলি.......
#シ゚viralシ #fypシ゚viralシ2024 #fypシ゚viralシ2024fyp @topfans Highlight #fypシ゚viralシfypシ゚viralシalシ #viralreelsシ #myvoicereels #mypageforyou #foryoupage #myvoicevideo #hj #voiceover