মুক্তিযুদ্ধের হাতিয়ার,জয় বাংলার হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার১৯৭৮বীরনাজমুল

  • Home
  • মুক্তিযুদ্ধের হাতিয়ার,জয় বাংলার হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার১৯৭৮বীরনাজমুল

মুক্তিযুদ্ধের হাতিয়ার,জয় বাংলার হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার১৯৭৮বীরনাজমুল স্মৃতিরক্ষার্থে:ভারতীয় তালিকা২৫৮৪৫লাল মুক্তিবার্তা০৫০৩০১০১৬৫ গেজেট ১৫৫ সমন্বিত তালিকা(প্রথমপর্ব)১৭৬৫

আওয়ামী লীগের ফাঁকা আওয়াজের রাজনীতি -                   *";*:'^°™^°\*:;":*-
03/01/2025

আওয়ামী লীগের ফাঁকা আওয়াজের রাজনীতি -
*";*:'^°™^°\*:;":*-

সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসঠায় অপব্যবহারের ঝুঁকি রয়েই গেল -                  *:'":''^°™^°™^°™°*":'";
03/01/2025

সাইবার সুরক্ষা অধ্যাদেশ খসঠায় অপব্যবহারের ঝুঁকি রয়েই গেল -
*:'":''^°™^°™^°™°*":'";

পাকিস্তানের ইতিহাসে অত্যন্ত কঠিন এক মুহূর্ত ছিল ১৯৭১ সাল। ঢাকার দখল হারানোকে ‘ঢাকা পতন’ বা ‘পূর্ব পাকিস্তানের পতন’ বলা হ...
19/12/2024

পাকিস্তানের ইতিহাসে অত্যন্ত কঠিন এক মুহূর্ত ছিল ১৯৭১ সাল। ঢাকার দখল হারানোকে ‘ঢাকা পতন’ বা ‘পূর্ব পাকিস্তানের পতন’ বলা হয় দেশটির গণমাধ্যমে। সেই সময় পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের (পিপিআই) নিউজ রুমে কাজ করছিলেন আদ্রিস বখতিয়ার। সেদিন টেলিপ্রিন্টারে তিন লাইনের একটি খবর পড়ে স্তম্ভিত হয়ে যান, অসাড় হয়ে আসে তার হাত-পা। খবরটিতে বলা হয়েছিল, পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজি ও ভারতীয় জেনারেল জগজিৎ সিং অরোরার মধ্যে একটি চুক্তি হয়েছে; যার মাধ্যমে নিয়াজি তার সৈন্যদের নিয়ে আত্মসমর্পণ করেছেন।

আদ্রিস খবরটি পড়ে কাঁদতে শুরু করেন। নিউজ এডিটরের সামনে খবরটি রাখলে তিনিও এক নজর দেখেই মাথা নিচু করে ফেলেন। এরপর আদ্রিস দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে বসে পড়েন। তার চোখ বেয়ে তখন অশ্রু গড়িয়ে পড়ছিল।

১৬ ই ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস।℅^°℅
18/12/2024

১৬ ই ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস।℅^°℅

১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস। ১৯৭১ সালের আজকের দিনে ~
15/12/2024

১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস। ১৯৭১ সালের আজকের দিনে ~

আজ ১৪ ই ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাতবার্ষিকী-১৯৭১ সালের আজকের এই দিনে -বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহ...
14/12/2024

আজ ১৪ ই ডিসেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাতবার্ষিকী-১৯৭১ সালের আজকের এই দিনে -

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৩তম শাহাদাতবার্ষিকী আজ ১৪ ডিসেম্বর। এ উপলক্ষে আজ সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতস্থলে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

এ ছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিটের উদ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, দোয়া মাহফিল ও গণকবর জিয়ারতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৭১ সালের এই দিনে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর দক্ষিণ তীরে রেহাইচর এলাকায় যুদ্ধে শত্রু বাহিনীর গুলিতে শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ওই দিন শহরকে শত্রুমুক্ত করতে চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়। ক্যাপ্টেন জাহাঙ্গীরের ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মহানন্দা নদীর ওপর নির্মিত সেতুর নামকরণ করা হয়েছে 'বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু'। এ ছাড়া দুটি কলেজও নির্মিত হয়েছে তাঁর নামে।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে ১৯৪৯ সালের ৮ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মৌলভি আবদুল মোতালেব হাওলাদার ও মাতা সাফিয়া বেগম।

বাংলাদেশ বিরোধী প্রচারণায় ~ভারতের রাজনীতিতে আওয়ামীলীগ নির্ভরতার দায় ~
12/12/2024

বাংলাদেশ বিরোধী প্রচারণায় ~
ভারতের রাজনীতিতে আওয়ামীলীগ নির্ভরতার দায় ~

পতিত আওয়ামীলীগ সরকার দেশকে চোরতন্ত্রে  পরিণত করেছিল ~~~
12/12/2024

পতিত আওয়ামীলীগ সরকার দেশকে চোরতন্ত্রে পরিণত করেছিল ~~~

12/12/2024

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হলে ফেঁসে যাবেন ১৬ লাখ ভারতীয়~ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প:

যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে জন্ম নেওয়ার শর্তে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার বাতিল করার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পদক্ষেপ নেওয়া হলে ফেঁসে যেতে পারেন দেশটিতে বসবাসকারী ৩৪ শতাংশ ভারতীয়। প্রবাসী বাবা–মা অন্য দেশের নাগরিক হলেও যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই তাদের নবজাতক মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিধান রয়েছে আমেরিকায়। মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে দেড়শ’ বছরেরও বেশি সময় ধরে দেশটিতে বহাল এ ঐতিহাসিক বিধান।

তবে এই শতবর্ষী বিধান সংশোধন করে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিলের কথা বারবার বলছেন নবনির্বাচিত (প্রেসিডেন্ট-ইলেক্ট) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার এই জোর তৎপরতা উদ্বিগ্ন করে তুলেছে দেশটিতে বসবাসরত এক-তৃতীয়াংশ প্রবাসী ভারতীয়দের।
২০২২ সালে মার্কিন আদমশুমারি অনুযায়ী, দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ জানায়, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয়–আমেরিকান বসবাস করছেন। এর মধ্যে ৩৪ শতাংশ, অর্থাৎ ১৬ লাখের জন্ম যুক্তরাষ্ট্রের মাটিতে।

ফলে তারা আইনগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক। যদি ট্রাম্প এই আইনটি বাতিল করেন, তাহলে এই ১৬ লাখ ভারতীয়–আমেরিকান নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, “যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছিলেন তিনি ওই রাজ্যের নাগরিক হবেন। ”

তবে """রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই আইন ‘হাস্যকর’""":

প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও এই আইনের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত সেই আইন পরিবর্তন করেননি ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার সাফ জানিয়ে দিয়েছেন, ২০ জানুয়ারি শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ দেবেন তার মধ্যে এটিও থাকবে।ট্রাম্প গত শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি (প্রবাসী) পরিবারগুলো ভাঙতে চাই না। তাই একমাত্র উপায়, সবাইকে একসঙ্গে তাদের (উৎস) দেশে ফেরত পাঠানো।

অর্থাৎ, আইনি প্রক্রিয়ায় এই ধরনের নাগরিকদেরও পরিবারের সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ”
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডকে আইনজীবী রাসেল এ স্টেমেটস বলেন, ট্রাম্প ও তার অনুসারীরা মনে করেন, সব দেশে এমন বিষয় নেই। এই আইনের অপব্যবহার হচ্ছে। মার্কিন নাগরিক হওয়ার কঠোর মানদণ্ড থাকা উচিত বলে মনে করেন তারা।

একে ‘বার্থ টুরিজম’ (জন্ম পর্যটন) হিসেবে অভিহিত করে ট্রাম্প এই নীতির বিরোধিতা করে বলেন, অনেকে সন্তানকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক বানাতে এখানে এসে সন্তান জন্ম দেন। পরে তারা নিজ দেশে ফিরে যান।

নাম্বারস ইউএসএ’র গবেষণা পরিচালক এনরিক রুয়ার্ক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, “শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রবেশ করে একটি শিশু জন্মই নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা হওয়া উচিত নয়। ”
তবে কাজটি মোটেও সহজ হবে না। এভাবে জন্মসূত্রে নাগরিকদের বাছাই প্রক্রিয়ায় পড়ে অনেক নাগরিকই হয়রানির শিকার হতে পারেন। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের ২০১১ সালের একটি নথি অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা হলে এটি সবার ওপর প্রভাব ফেলবে। মার্কিন বাবা–মায়েদের জন্য তাদের শিশুদের নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হয়ে পড়বে।
(সংগৃহীত :১১ডিসেম্বর ২০২৪ তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড)

আইনশৃঙ্খলা পরিস্থিতি মামলা বাণিজ্য থেকে পরিত্রাণের উপায় কি?
11/12/2024

আইনশৃঙ্খলা পরিস্থিতি
মামলা বাণিজ্য থেকে পরিত্রাণের উপায় কি?

আগামী ১৬ ই ডিসেম্বর২০২৪ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার নিয়াজীর ...
10/12/2024

আগামী ১৬ ই ডিসেম্বর২০২৪ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার নিয়াজীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের প্রথম স্বাধীনতার সূর্যোদয় হয়। আজকের এই দিনটিকে সামনে রেখে সবাইকে অগ্রিম শুভেচ্ছা ~

আজ ৬ই ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবসঃ°°°°°°^^
06/12/2024

আজ ৬ই ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবসঃ°°°°°°^^

26/11/2024

আওয়ামী গডফাদারের রাজনীতিতে কেউ আর ফিরতে চায় না- দেশবাসী চাই রাষ্ট্রীয় সংস্কার।
09/10/2024

আওয়ামী গডফাদারের রাজনীতিতে কেউ আর ফিরতে চায় না- দেশবাসী চাই রাষ্ট্রীয় সংস্কার।

09/10/2024
ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে মন্ত্রণালয়
10/09/2024

ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে মন্ত্রণালয়

সাবেক আইজিপি স্বাধীনতার পর থেকে ২৮ জন আই জিপির মধ্যে দুর্নীতিতে সর্বশ্রেষ্ঠ আইজিপি বেনজির আহমেদের জমি ~~
10/09/2024

সাবেক আইজিপি স্বাধীনতার পর থেকে ২৮ জন আই জিপির মধ্যে দুর্নীতিতে সর্বশ্রেষ্ঠ আইজিপি বেনজির আহমেদের জমি ~~

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when মুক্তিযুদ্ধের হাতিয়ার,জয় বাংলার হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার১৯৭৮বীরনাজমুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share