Focus Kolkata

  • Home
  • Focus Kolkata

Focus Kolkata Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Focus Kolkata, Media/News Company, .

03/02/2023

মহেশতলার একটি অভিজাত আবাসনে হাতেনাতে ধরা পড়লো চোর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ

24/01/2023

পিঠে পুলি উৎসব পালিত হলো মহেশতলায়

24/01/2023

পর্ণশ্রীতে নেতাজীর মূর্তি উন্মোচিত করা হলো

10/10/2022

কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনায় রত্না চট্টোপাধ্যায়

27/09/2022

বেহালা ১২৮ নাম্বার ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে বস্ত বিতারণ ও হুইল চেয়ার প্রদান।

22/05/2022

বেহালা চৌরাস্তা বিবেকানন্দ মহিলা কলেজের সামনে থেকে বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল (চোর ধরো,জেল ভরো)

18/05/2022

মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসের ডাকে রান্নার গ্যাস সহ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকঘর মোর থেকে বাটা মোড় পর্যন্ত মহামিছিল।

04/05/2022

বেহালা পর্ণশ্রী মনসা গিনি ম্যানসন শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনার গহনার উপরে রয়েছে 20% ডিসকাউন্ ।

03/05/2022

রবীন্দ্রনগর আকড়া ফটকের সত্যপীর মাজার সংলগ্ন বস্তির ১১ টি বাড়ি সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত।

03/05/2022

বেহালা পর্ণশ্রী এলাকায় জুয়েলারি শোরুম মনসা গিনি ম্যানসন এখানে সঠিক মূল্যে সোনার গহনা থেকে শুরু করে নানা রকম গহনা পাওয়া যায়। আজ শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনার গহনার উপরে রয়েছে 20% ডিসকাউন্ট এছাড়াও রয়েছে আকর্ষণীয় গিফট।

24/04/2022

প্রাচীন যুগে যে জিনিসটা কি বাঙালিরা সবথেকে বেশি প্রাধান্য দিতেন সেটি হলো "ষোলো আনা বাঙালিয়ানা"। বর্তমান যুগে এই অতি উন্নত মানের মানব সভ্যতার মাঝে ধীরে ধীরে লুপ্ত প্রায় হয়ে যেতে চলেছে সেই বাঙালিয়ানা। বর্তমান মানব সভ্যতা এখন পুরোপুরি নির্ভরশীল ডিজিটাল ইন্ডিয়ার উপর। তাই সেই লুপ্তপ্রায় বাঙালিয়ানা কি পুনরায় বাংলাভাষী মনে স্থান দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তৃণমূল নেত্রী। সেই নেত্রীর একনিষ্ঠ সৈনিক তথা বজ বজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দোপাধ্যায় নিজের উদ্যোগে এবং বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ২১ এপ্রিল অর্থাৎ ৭ ই বৈশাখ পঞ্চায়েত সমিতির প্রাঙ্গনে সেই শোলোয়ানা বাঙালিয়ানা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন বজবজ ২ নং পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বন্দোপাধ্যায়, বজ বজ 2 নম্বর ব্লকের প্রতিটি অঞ্চলের প্রধান উপপ্রধান সহ এলাকার সুদি নাগরিকবৃন্দ। বিভিন্ন জাতির (হিন্দু, মুসলিম, ক্রিশ্চান) দের নিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিভিন্ন জাতির ১০ জন বৃদ্ধ-বৃদ্ধা স্বামী-স্ত্রীর মধ্যাহ্নভোজের মধ্যে দিয়ে এবং শেষ হয় রবীন্দ্র সংগীত নৃত্যের মধ্যে দিয়ে। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরে বৃদ্ধ-বৃদ্ধারা বাঙালিয়ানা সম্মান পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এবং বুচান বন্দ্যোপাধ্যায় কে আশীর্বাদ করলেন।আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমানে যেভাবে ৩৬৫ দিন বুচান বাবু সাধারণ অসহায় মানুষের পাশে থাকেন সেই ভাবেই আগামী দিনে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কাজ করার চেষ্টা চালিয়ে যাবেন। আর একটা কথা না বললেই নয় বজবজের বুকে এই প্রথমবার যে ভাবে বুচান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ষোলআনা বাঙালিয়ানা উৎসবটি শুরু হলো সেভাবে যদি বাংলার প্রতিটি জেলায় জেলায় এই উৎসবটি শুরু হয় তাহলে অন্তত বাঙালিয়ানা জিনিসটা বাংলাবাসীর মন থেকে বিলীন হয়ে যাবে না

24/04/2022

বেহালা পূর্ব বিধানসভার ১২১ নম্বর ওয়ার্ডে বেহালা পূর্বের বিধায়িকা রতনা চট্টোপাধ্যায় ও স্থানীয় কাউন্সিলর রুপক গাঙ্গুলীর নেতৃত্বে শান্তি মিছিল

31/03/2022

পেট্রোপণ্যের ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বেহালা পূর্ব বিধানসভার বিধায়িকা তথা 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না চ্যাটার্জী এর নেতৃত্বে মহিলার তৃণমূল কর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল। মিছিলটি শুরু হয় পর্ণশ্রী এয়ারপোর্ট মোড় থেকে বেহালা থানা পর্যন্ত।

27/03/2022

পুজালীর ১৪নং ওয়ার্ডের আছিপুর ছোট বটতলার বেদের বস্তি এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

মহেশতলা পুরাতন ডাকঘর ১লা বৈশাখ , ১৫ এপ্রিল- মহেশতলায় ম্যারাথন সকাল ৬টা ।
26/03/2022

মহেশতলা পুরাতন ডাকঘর ১লা বৈশাখ , ১৫ এপ্রিল- মহেশতলায় ম্যারাথন সকাল ৬টা ।

23/03/2022

মহেশতলা পৌরসভা ৩৫টি ওয়ার্ডের কাউন্সিলর দের নিয়ে বোর্ড মিটিং করা হয় মহেশতলা পৌরসভাতেই। বোর্ড মিটিংএ সিদ্ধান্ত নেওয়া হয় পীযূষ দাস (জল দপ্তর),সুকান্ত বেরা (স্বাস্থ্য দপ্তর ও গার্বেজ),তাপস হালদার (সোশ্যাল ওয়েলফেয়ার),অলকা মাইতি (শিক্ষা দপ্তর),আতিউর রহমান মোল্লা (বিদ্যুৎ দপ্তর) দায়িত্ব পায়।

08/03/2022

হাসানুল কাদিরের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন হলো শরৎচন্দ্রের বাসভবনে

তৃণমূল কর্মীদের লাথি খেয়ে তৃণমূলেই যোগদান করল জয় প্রকাশ
08/03/2022

তৃণমূল কর্মীদের লাথি খেয়ে তৃণমূলেই যোগদান করল জয় প্রকাশ

07/03/2022

হরিদেবপুর ১৪২নং ওয়ার্ডের পৌরপিতা রঘুনাথ পাত্রর নেতৃত্বে রক্তদান শিবির।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Focus Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share