Abul Hosen official 101

  • Home
  • Abul Hosen official 101

Abul Hosen official 101 আল্লাহ ভরসা,,,
আপনারা পাশে থাকলে, ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ ���

24/02/2023
টিয়া পাখি ও তার পরিবার,,,
06/10/2022

টিয়া পাখি ও তার পরিবার,,,

06/10/2022

শ্রদ্ধেয় প্রিয় আমার মুসলিম ভাই-বোনেরা সাবধান, এই ধরনের কুফরি ভাগ্য বলা থেকে নিজেকে হেফাজত রাখুন 👇👇
১. আল্লাহও লাগে ইল্লাও লাগে।
২.তোর মুখে ফুল চন্দন পড়ুক।
(ফুল চন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী)
৩.কষ্ট করলে কেষ্ট মেলে
(কেষ্ট হিন্দু দেবির নাম, তাকে পাবার জন্য কষ্ট করছেন?)

___শেয়ার করে ইসলামিক দাওয়াতি কাজে সহযোগিতা করুন।
E
মহান আল্লাহ যেন আমাদেরকে কুফরি, শিরক এবং বিদায়াত থেকে হেফাজত করেন।

04/10/2022

💖আল্লাহ💖

03/10/2022

মৃ'ত্যুর পর সকল মুসলিমের ঠিকানা হোক
জা' ন্না 'তুল ফেরদৌসে।🕋💌

- আমীন।🤲❤️🥀

02/10/2022

হেদায়েত জিনিসটা কি জানেন?🥰🥰
আমোলের নিয়েতে পড়ব,ইনশাল্লাহ,

১. 🖋️যে ছেলে/মেয়ে গান বাজনায় মেতে থাকতো।
সে এখন গান বাজনা শুনে না হারাম মনে করে এটাই হেদায়েত।

২. 🖋️যে ছেলে/ মেয়ে মুভি নাটক নিয়ে পড়ে থাকতো! সে এখন হারাম মনে করে বিরত থাকে এটাই হেদায়েত।

৩. 🖋️যে ছেলে /মেয়ে প্রেম ভালবাসায় মেতে থাকতো! সে এটাকে এখন জিনা মনে করে বিরত থাকে এটাই হেদায়েত।

৪. 🖋️যে ছেলে/ মেয়ে এক ওয়াক্ত নামাজ পড়লে তিন ওয়াক্ত পড়ত না! এখন পাঁচ ওয়াক্ত ও তাহাজ্জুদ পড়ে এটাই হেদায়েত।

৫. 🖋️যে রাতের অন্ধকারে পর্নগ্রাফিতে আসক্ত ছিল! এখন এটা জিনা মনে করে বিরত থাকে আল্লাহর দৃষ্টি বাহির নয় সে এটা জেনে ভয় করে এটাই হেদায়েত।

৬. 🖋️যে বন্ধু বান্ধব অহেতুক আড্ডায় মেতে থাকতো! দুনিয়া নিয়ে পড়ে থাকত!এখন আজান হলে সে মসজিদে চলে যায় এটাই হেদায়েত।

৭. 🖋️অন্তরে আল্লাহর ভয় অনুভব করা! এটাই হেদায়েত।

৮. 🖋️কেউ মূর্তি পূজা বা অন্য জাতির ছিল! সে ইসলাম চিনতে পেরেছে এটাই হেদায়েত।

৯. 🖋️নিজের ইচ্ছাকে বাতিল করে আল্লাহর আদেশ মান্য করা! এটাই হেদায়েত।

১০. 🖋️নিজমনে অপরকে আল্লাহর বানী শুনানো,আল্লাহর পথে ডাকা এটাই হেদায়েত।

১১🖋️. যে ছেলেটা মেয়ে দেখলে তাকিয়ে থাকত! আজ তার দৃষ্টি নিচু এটাই হেদায়েত।

১২.🖋️ যে মেয়ে পর্দা করত না! এখন সে পর্দা করে এটাই হেদায়েত।

১৩. 🖋️যে ছেলে/মেয়ে কুরআন পড়তো না! সে এখন কুরআনে আল্লাহ কি বলেছেন তা খুঁজতে শুরু করে এটাই হেদায়েত।

১৪.🖋️ যার চাওয়ার শেষ ছিল না! আজ সে সন্তুষ্ট আল্লাহর ফয়সালার উপরে এটাই হেদায়েত।

১৫.🖋️ যে মৃত্যুকে স্মরণ করতো! না এখন যে মৃত্যুর পর কবর ও জাহান্নামের শাস্তি থেকে মাফ চায় এটাই হেদায়েত।

১৬.🖋️ যে হারাম উপার্জন ছেড়ে, হারাম চাকরি অফার ছেড়ে দিয়ে, হালাল খোঁজার কষ্ট করে!এটাই হেদায়েত।।

১৭.🖋️ যে আমানতের খেয়ানত হবে বলে ভয় পায়! সাবধানে অপরের জিনিস রাখে! এটাই হেদায়েত।

১৮.🖋️ যে বদমেজাজি রাগী ছিল! এখন সে সুন্দর ও ভদ্র সুরে কথা বলে এটাই হেদায়েত।

১৯.🖋️ যে আল্লাহ উপর দৃঢ় ভরসা করে! এটাই হেদায়েত। 🌸

আলহামদুলিল্লাহ্ 💞।
মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে নেক হেদায়েত দান করুন-আমীন🖋️ ❤️☘

01/10/2022

- যখন আমার কথায় কেউ কষ্ট পায়.😥💔

- কিছুক্ষণ পর তার চেয়ে বেশি কষ্ট আমি নিজে পাই!😔

29/09/2022

🥰মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত💝💝
🔥 ততোবারই হৃদয় টা ভরে হয়ে যায় 💖💖

28/09/2022

ক্লাসে কিছু লিখতে দিলে তখনও করতাম,,,,🤣🤣

#পরীক্ষা
#এক্সাম

BABA🔥🔥
28/09/2022

BABA🔥🔥

25/09/2022

সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারেনা-!🌼🤍
_•হযরত মোহাম্মদ সাঃ-!🏵️🖤

আবারো স্বীয় প্রতিভার ঝলক দেখালেন টাঙ্গাইল নাগরপুর ভাদ্রার কৃতি সন্তান হাফেজ সালেহ আহমেদ তাকরীম। হাফেজ তাকরীম রাজধানীর মি...
23/09/2022

আবারো স্বীয় প্রতিভার ঝলক দেখালেন টাঙ্গাইল নাগরপুর ভাদ্রার কৃতি সন্তান হাফেজ সালেহ আহমেদ তাকরীম।

হাফেজ তাকরীম রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী,ঢাকা’র শিক্ষার্থী। হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী।

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে শারীরিক অসুস্থ্যতা সত্ত্বেও তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ তাকরীম।

এর আগে ইরানের তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ৩৮তম আসরে সারাবিশ্বে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম।

সাইফুর সাগরের ফেস দ্যা পিপল এর এক আলোচনায় হাফেজ তাকরীমের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছিল। তাঁকে আমার অসম্ভব চৌকস বুদ্ধিদীপ্ত মেধাবী মনে হয়েছে।

বহির্বিশ্ব থেকে দেশের জন্য বয়ে নিয়ে আনা প্রতিটি সম্মানই আমাদের গর্বের বিষয়। হাফেজ তাকরীম এবং তাঁর সম্মানিত শিক্ষকদের জন্য অনেক ভালবাসা শুভেচ্ছা অভিনন্দন রইলো। তার উত্তরোত্তর সফলতা কামনা করি।

22/09/2022

নিজের মূল্য বুঝানোর জন্য হারিয়ে যাওয়াটা প্রয়োজন!❤️

20/09/2022

- প্রেমের টানে আমিও একদিন ছুটে যাবো 💫
- প্রিয় নবীজির দেশে!🦋💖

- ইনশাআল্লাহ.!☺🌻

17/09/2022

কিছু আত্মীয়কে block করে দেওয়া উচিৎ
ওরা পোস্ট, ছবি ফেসবুকে দেখে,
আর comment বাড়িতে এসে করে...🙂
সবার সামনে🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul Hosen official 101 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share