আজব দুনিয়া

  • Home
  • আজব দুনিয়া

আজব দুনিয়া Cricketer Mahadi Hasan ShaMim 🥰

তুমি ছুঁয়ে দিলেই আমি শান্তশিষ্ট মন ভোলা এক গান। তুমি ছুঁয়ে দিলেই আমি ভোরের আলো রোদ্দুরে মাখা প্রাণ।কেবল তুমিই আমার খেলার...
06/09/2024

তুমি ছুঁয়ে দিলেই আমি শান্তশিষ্ট
মন ভোলা এক গান।
তুমি ছুঁয়ে দিলেই আমি ভোরের আলো
রোদ্দুরে মাখা প্রাণ।
কেবল তুমিই আমার খেলার পতুল
বৃদ্ধ বয়সে মাথা রেখে বেঁচে থাকার প্রাণ।
কেবল তুমিই আমার রক্তের মাঝে মিশে থাকা
সকল কবিতার শব্দ চয়নের গান?
কেবল তুমিই আমার সব
বিধাতার হাতে বানানো শ্রেষ্ঠ উপহার।
কেবল তুমিই সব,তুমিই সব
মৃত্যু অব্দি বেঁচে থাকার প্রাণ।
আত্মার সাথে আত্মার বসত তোমার
নেইতো এর কোনো বিধান?
যদিও আসে ঝড় তুফান অন্তরটা করিও আমাকে দান।
কেবল তুমিই পারো হতে
বিদ্রোহীর কবিতাই উপন্যাসে
মন মাতানো প্রেমের গান?
তুমিই আমার খেলার পতুল
বৃদ্ধ বয়সে মাথা রেখে
বেঁচে থাকার এক অনুপ্রেরণার প্রাণ

সব দায়িত্বে ভালোবাসা থাকে না ।সব ভালোবাসায় না চাইতেও দায়িত্ব  এসে যায় ।স্বামী যদি সারাদিন তার কর্তব্য শেষে বাসায় ফিরে স্...
06/09/2024

সব দায়িত্বে ভালোবাসা থাকে না ।সব ভালোবাসায় না চাইতেও দায়িত্ব এসে যায় ।স্বামী যদি সারাদিন তার কর্তব্য শেষে বাসায় ফিরে স্ত্রীর খোঁজ খবর নেয় সেটা তার দায়িত্ব ।কিন্তু বাহিরে থাকা অবস্হায় তার স্ত্রী জন্য ভালো কোন জিনিস চোখে পড়লেই কিনে নেয় তার স্ত্রীর অজান্তে ওটা তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা ।স্ত্রীর জন্মদিন , তার ভালোলাগা , মন্দ লাগার ছোট ছোট ডিটেলস মনে রাখে তবে সেটা ভালোবাসা । সে কিসে খুশি হয় তা খেয়াল রাখা সেটা ভালোবাসা ।

তেমনই ভাবে একজন স্ত্রী যদি তার স্বামীর জন্য রান্না করে ঘর ও সন্তান সামলায় এটা তার দায়িত্ব । ভালোবাসাটা তখনই প্রকাশ পায় যখন সেই স্ত্রী সমস্ত দায়িত্ব শেষে তার স্বামীর পাশে বসে তাকে খাবার বেড়ে দেয় । যদি তার ক্লান্ত মুখ দেখে তার জন্য মায়া তৈরী হয় । স্বামীর অসুস্হতায় তার সমস্ত খাওয়া - দাওয়া ঔষুধ পত্র খেয়াল করে রুটিন মেনে সেবা করে ।
স্বামীর শখগুলো যদি সে নিজের মত মেনে নিয়ে পূর্ন করতে চেষ্টা করে ।

ভালোবাসা আর দায়িত্বে অনেক বড় পার্থক্য থাকে। আপনি কারো জন্মদিনে তাকে ভালো গিফট পাঠালেন এটা দায়িত্ব আর ভালোবাসা হলো সামান্য গোলাপ ফুল হলেও হাতে নিয়ে তাকে নিজ থেকে শুভেচ্ছা দেওয়া । সেটা ভালোবাসা ।

কারো অসুখে তার খোঁজ নেওয়া এটা দায়িত্ব কিন্তু ভালোবাসা হলো প্রিয় মানুষটার অসুস্হতায় নিজে তার পাশে থাকা । তাকে সাহস যোগানো তার খেয়াল রাখা ।তাকে ফিল করানো যে আমি আছি তোমার পাশে ।

ভালোবাসা মানুষকে প্রিয় মানুষ সম্পর্কে শিক্ষিত করে তোলে । যে বিদ্যা সে আগে শিখেনি সে শিখে যায় । যে জিনিস তার অপছন্দ ছিল সে জিনিসটা তার প্রিয় মানুষের জন্য পছন্দ করতে শিখে যায় । ভালোবাসা হলো প্রিয় মানুষের খুশির জন্য নিজেকে তৈরী করা ।
আর দায়িত্ব হলো সংসার ধর্ম পালন করা ।

🏏🏏🏏❤️‍🔥❤️‍🔥
17/08/2024

🏏🏏🏏❤️‍🔥❤️‍🔥

আমি সেরা নই, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসবো„🥰💝
08/08/2024

আমি সেরা নই, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালবাসবো„🥰💝

কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন। বকুল ফুল পুরানো হলেও  যেমন তার গ'ন্ধটা থেকে যায়। তেমনি ভালোবাসা পুরনো হলে...
02/08/2024

কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন। বকুল ফুল পুরানো হলেও যেমন তার গ'ন্ধটা থেকে যায়। তেমনি ভালোবাসা পুরনো হলেও যেন ভালোবাসার মানুষের প্রতি সম্মান ,বিশ্বাস আর শ্রদ্ধা থেকে যায়!

কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতো করে ভালোবাসুন। কৃষ্ণচূড়া যখন আসে তখন তার আগমনের কথা জানন দেয় আকাশ, বাতাস সব কিছুকে। কেমন নিজ রঙে রাঙিয়ে তোলে প্রকৃতিকে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে আড়ালে রেখে নয় বরং কৃষ্ণচূড়ার মতো সব্বাইকে জানান দিয়েই ভালোবাসুন।

কাউকে ভালোবাসলে গোলাপের মতো করে ভালোবাসুন! কাঁ'টার ভ'য়ের বাঁ'ধা পেরিয়ে গোলাপ কেমন সৌন্দর্যের প্রতীক হয়েছে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে পেতে সকল বাঁ'ধা বি'প'ত্তির শি'ক'ল ভে'ঙে নিজের আপন করে নিন। হয়ে উঠুন তার কাছে শুদ্ধতার প্রতীক!

কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন। বকুল ফুল পুরানো হলেও  যেমন তার গ'ন্ধটা থেকে যায়। তেমনি ভালোবাসা পুরনো হলে...
28/06/2024

কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন। বকুল ফুল পুরানো হলেও যেমন তার গ'ন্ধটা থেকে যায়। তেমনি ভালোবাসা পুরনো হলেও যেন ভালোবাসার মানুষের প্রতি সম্মান ,বিশ্বাস আর শ্রদ্ধা থেকে যায়!
কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতো করে ভালোবাসুন। কৃষ্ণচূড়া যখন আসে তখন তার আগমনের কথা জানন দেয় আকাশ, বাতাস সব কিছুকে। কেমন নিজ রঙে রাঙিয়ে তোলে প্রকৃতিকে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে আড়ালে রেখে নয় বরং কৃষ্ণচূড়ার মতো সব্বাইকে জানান দিয়েই ভালোবাসুন।
কাউকে ভালোবাসলে গোলাপের মতো করে ভালোবাসুন! কাঁ'টার ভ'য়ের বাঁ'ধা পেরিয়ে গোলাপ কেমন সৌন্দর্যের প্রতীক হয়েছে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে পেতে সকল বাঁ'ধা বি'প'ত্তির শি'ক'ল ভে'ঙে নিজের আপন করে নিন। হয়ে উঠুন তার কাছে শুদ্ধতার প্রতীক!

প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে শুধু শরীর স্পর্শ হয় না,  দু'টি হৃদয়ও স্পর্শ হয়🥰🥰🥰🫂
20/06/2024

প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরলে শুধু শরীর স্পর্শ হয় না, দু'টি হৃদয়ও স্পর্শ হয়🥰🥰🥰🫂

নিজেকে সবচেয়ে বেশি খুশি তো তখনই লাগে, যখন তুমি অধিকার দেখিয়ে বলো,তুমি অন্য কারো না তুমি শুধু আমার..✨️💖
10/06/2024

নিজেকে সবচেয়ে বেশি খুশি তো তখনই লাগে, যখন তুমি অধিকার দেখিয়ে বলো,তুমি অন্য কারো না তুমি শুধু আমার..✨️💖

"প্রত্যেকটা মানুষ-ই এমন একটা মানুষ চায়, যে তার ছোট্ট ছোট্ট জিনিস গুলোকে ভালোবাসবে, তার খুঁত-নিখুঁত সবকিছু নিয়ে তার পাশে ...
05/06/2024

"প্রত্যেকটা মানুষ-ই এমন একটা মানুষ চায়, যে তার ছোট্ট ছোট্ট জিনিস গুলোকে ভালোবাসবে, তার খুঁত-নিখুঁত সবকিছু নিয়ে তার পাশে থাকবে....💗🥀

ভাগ্যে নেই হাল ছেড়ে দিও না, কাউকে এমন ভাবে ভালোবাসো যদি সে তোমার ভাগ্যে নাও থাকে! তবুও যেন সৃষ্টিকর্তা তোমার ভালোবাসা দে...
05/06/2024

ভাগ্যে নেই হাল ছেড়ে দিও না, কাউকে এমন ভাবে ভালোবাসো যদি সে তোমার ভাগ্যে নাও থাকে! তবুও যেন সৃষ্টিকর্তা তোমার ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে সেই মানুষটাকে তোমার ভাগ্যে লিখে দেয়!'❤️

তোমাকে আমি অসম্ভব ভালোবাসি! মানসিক শান্তি বলতে আমি শুধু তোমাকেই বুঝি🥰❤️
05/06/2024

তোমাকে আমি অসম্ভব ভালোবাসি! মানসিক শান্তি বলতে আমি শুধু তোমাকেই বুঝি🥰❤️

একটা পুরুষের  সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার প্রিয় মানুষ , প্রিয় মানুষ টা  চাইলে তাকে সুস্থ রাখতে পারে আবার চাইলে তা...
05/06/2024

একটা পুরুষের সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার প্রিয় মানুষ , প্রিয় মানুষ টা চাইলে তাকে সুস্থ রাখতে পারে আবার চাইলে তাকে পাগলও বানিয়ে দিতে পারে।🥀💗😥

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আজব দুনিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share