Rs Noyon

Rs Noyon ভদ্র পোলা

17/04/2023

ফেসবুকে রিলেশন করে বিয়ে করার স্বপ্ন দেখা🤔🤔 , আর রিকশা দিয়ে বিদেশ যাওয়া একটি কথা🙃🙃

11/04/2023

একটি অসাধারন শিক্ষানীয় গল্প:-

একদিন একটা গরীব ছেলে রাস্তায় হাঁটছিলো। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো। ছেলেটার গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিলো। সে ভাবলো যে পরে যে বাড়ীতে যাবে, সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে। কিন্তু সে যখন একটা বাড়ীতে গেল খাবারের আশা নিয়ে, সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন। সে খাবারের কথা বলতে ভয় পেলো। সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইলো। মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্থ। তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস দুধ এনে দিলেন। ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল" আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য?" মহিলা বলল "তোমাকে কোন কিছুই দিতে হবে না। ছেলেটা বলল "আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে। তাহলে আমি আপনাকে মনের অন্ত:স্থল থেকে ধন্যবাদ দিচ্ছি।" ছেলেটার নাম ছিলো স্যাম কেইলি। স্যাম যখন দুধ খেয়ে ঐ বাড়ি থেকে বের হয়ে এল, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করলো। স্যাম এর বিধাতার উপর ছিলো অগাধবিশ্বাস । তাছাড়া সে কখনো কিছু ভুলতো না।

অনেক বছর পর ঐ মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরলো। স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যার্থহল । তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে যেখানে দুলর্ভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়।

ডা: স্যাম কেইলি কে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো। যখন ডাঃ স্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন, তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠলো। তিনি তাড়াতাড়ি ঐ মহিলাকে দেখতে গেলেন। ডাক্তারের এপ্রোন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে , যেভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেনই। ঐ দিন থেকে তিনি ঐ রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন। অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো। ডাঃ স্যাম কেইলি হাসপাতালের একাউন্টেন্টকে ঐ মহিলার চিকিৎসার বিল দিতে বললেন, কারণ তার সাইনছাড়া ঐ বিল কার্যকর হবে না। ডাঃ স্যাম কেইলি ঐ বিলের কোণায় কি যেনো লিখলেন এবং তারপর সেটা ঐ মহিলার কাছে পাঠিয়ে দিলেন। মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে কারণ তিনি জানেন যে এতো দিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও জীবনেও শোধ করতে পারবেন না।

04/04/2023

রেস্টুরেন্টে মুরগির মাংস খেতে খেতে এক কাস্টমার রেস্টুরেন্টের মালিককে বললেন :
--- বাহঃ ! মুরগির মাংসটাতো বেশ নরম আর সুস্বাদু ।

--- হবেনা কেন স্যার , পোষা মুরগি , আর রোজ কাজু , কিসমিস , প্রোটিনেক্স খাওয়াই l

--- কি ? মুরগি কে কাজু কিসমিস ? ব্ল্যাক মানি রাখার আর জায়গা পাচ্ছেননা বুঝি ? দেখি আপনার সব হিসাবের খাতা পত্তর দেখান , আমি ইনকাম ট্যাক্স অফিসার l

কাস্টমার মুরগির মাংসের দাম তো দিলেনইনা , উল্টে দুই হাজার টাকা পকেটে পুরে চলে গেলেন l

কয়েক দিন পর আরেকজন কাস্টমার মুরগির মাংস খেয়ে খুব খুশি হয়ে বললেন :
--- বাহঃ ! পোষা মুরগি বুঝি ? তা কি খাওয়ান এদেরকে ?

রেস্টুরেন্ট মালিক এখন অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাবধান হয়ে গেছেন , বললেন :
--- আজ্ঞে , ভালো কিছু তো আর খাওয়াতে পারিনা , ওই পোকামাকড় , আরশোলা এসবই খাওয়াই ।

--- কি ? মুরগিকে পোকামাকড় খাওয়ান ? জানেন আমি , " প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এডিবল বার্ডস " এর আধিকারিক ! একথা উর্দ্ধতন মহলকে জানালে আপনার ভিটেতে মুরগির বদলে ঘুঘু চড়বে ।

এবারও আরো দুই হাজার টাকা গেল মালিকের ।

কয়েক দিন পর আরেকজন কাস্টমার এর একই প্রশ্নে রেস্টুরেন্ট মালিকের সোজা সাপ্টা জবাব :
--- একদম বলতে পারবোনা স্যার । রোজ সকালে প্রত্যেক মুরগির হাতে পাঁচ টাকা করে দিয়ে দিই । কে কি কিনে খায় জানিনা ।
😐🙃🤣😂😉😴

03/04/2023

💌শিক্ষনিয় কিছু কথা,🙏
✨ গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন :
"তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা। তোকে আয়ু দিলাম ৫০ বছর।

👉 গাধা : সে কি !! এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। প্লিজ, আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।

👉 সৃষ্টিকর্তা : যাহ, তাই দিলাম।

👉 কুকুরকে বললেন : "তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।" শুনে, কুকুর বলল : দয়া করে একটু শর্ট করে ঐটা ১৫ করান। এতদিন বাঁচতে চাইনা। এইবারও রাজি হয়ে গেলেন।

👉 এরপর উনি বানরকে বললেন : "হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর।

👉 সে আবেগে কেঁদে বলল : দিবেনই যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব??

👉 এইবার মানুষকে বলল : "তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।" সে তো খুশিতে পাগল হয়ে গেল,কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০বছর??

👉 সে করজোরে প্রভুকে বলল : একটা কাজ করা যায়না?আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর,
কুকুরের ১৫ বছর,
বানরের ১০ বছর দিয়ে দেন।

👉 সৃষ্টিকর্তা বললেন : নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না। যাহ, দিলাম।

সেই থেকে মানুষ সুন্দর ভাবে বাঁচে ২০ বছর,
পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে,
তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের দশ বছর বানরের মত, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।

(সংগ্রহীত)

28/03/2023

পোলাপাইন আকাম-কুকাম সব ইফতারির পরে করার জন্য জমা করে রাখে।

'মুখভর্তি গালি। কিন্তু তোরে এখন গালি দিলাম না, মুখে তালা মারছি । ইফতারির পর আসিস, চোদ্দগুষ্টি উদ্ধার করে দিবো। '

সিগারেট টানতে হবে?
দোস্ত ইফতারির পর বাইর হ ।

বাবুরে ইনবক্সে চুমো এখন দেওয়া যাবে না, রোজা হালকা হবে, ইফতারির পরে দি।

শয়তান আসলে বন্দী না, শয়তান দিনে ঝিমায়, আর ইফতারির পর গা ঝাঁকাইয়া জেগে উঠে ।🤭

27/03/2023
বলেন তো এই পাখির নাম কি 🤔পাখি টি প্রায় সবাই দেখছেন মনে হয় ।
27/03/2023

বলেন তো এই পাখির নাম কি 🤔
পাখি টি প্রায় সবাই দেখছেন মনে হয় ।

বরই গাছ
27/03/2023

বরই গাছ

🤭🤣🤣🤣
27/03/2023

🤭🤣🤣🤣

গাছের উপর বাড়ি
27/03/2023

গাছের উপর বাড়ি

কত সুন্দর বাবুই পাখির বাসা 😍😍
27/03/2023

কত সুন্দর বাবুই পাখির বাসা 😍😍

26/03/2023

পর্ব নং ০৯ ..
----------------------

দিহান ক্যান্টিনে বসে মোবাইল টিপছিল।দিয়া এসে হুঠ করে তার পাশের চেয়ারে বসে পড়ে।

"হাই দিহান.

দিহান জবাব দেয়না।এমনকি দিয়ার দিকে তাকায়ও না।

" ওই দিহান সাহেব।এতো ভাব নিচ্ছেন কেনো?আমার দিকে তাকাচ্ছেনও না।

"কিছু বলার থাকলে বলে যাও।না হয় ফুটো।

"আপনার মোবাইল টিপা বন্ধ করুন,তারপর বলছি।

দিহান মোবাইলটা টেবিলের উপর রেখে দেয়।

" আপনি এখানে একা কেনো?আপনার বন্ধুরা কোথায়?

"ওরা কাজে আছে।

" কী কাজ আমার ভালোই জানা আছে।গার্লফ্রেন্ড নিয়া ঘুরতেছে কোথাও।

"যেটাই হোক।গার্লফ্রেন্ড আছে ঘুরবে।তাতে তোমার কী?

" আমার কিছু হতে যাবো কেনো?আপনার জন্য আমার মায়া হয়।আপনি টেনশন করবেন না,আপনার জন্য আমি গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দিবো।

"এই মেয়ে আমি কখন গার্লফ্রেন্ড এর জন্য টেনশন করলাম?বেশি কথা বলো তুমি?

" আচ্ছা আমাকে আপনার কেমন লাগে?আমাকে আপনার পছন্দ হয়?

দিয়ার এই কথা শুনা মাত্রই দিহান বিষম খেয়ে উঠে।এই মেয়ে বলে কী?ডিরেক্টলি তাকে জিজ্ঞাস করছে?লজা শরমের কোনো বালাই এই মেয়ের নাই দেখছি।

"বিষম খেলে চলবে না?বলেন না,কেমন লাগে আমাকে,আপনার?

"আমার কাজ আছে,আমি উঠি।

" ওই বলে যান।

দিহান দাঁড়ায় না।হেটে তাড়াতাড়ি ক্যান্টিন ত্যাগ করে।দিহানের কান্ড দেখে দিয়া হেসে দেয়।

"মামা সিঙারা দিয়েন তো।

"

"আমি জাস্ট ফ্রেন্ড হতে চাইছি।আর আমাকে ইগ্নোর করে,আমার সাথে কথা বলতে অনীহা করে,এখন সবার সামনে এই ছেলেকে জড়িয়ে ধরে।এ-ই মেয়েকে বুঝাবো এই জিসান কী জিনিস।(রেগে)

"

দিয়া সিনহাকে খুঁজতেছে বাসায় যাওয়ার জন্য।কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না।

"এই মেয়েটা গেলো কোথায়?ফোনও নেই যে কল করে জানবো।

দিয়া খুঁজতে খুঁজতে এক জায়গায় সিনহাকে পেয়ে গেলো।সিনহা তার ভাইয়ের সাথেই আছে।দিয়া তাড়াতাড়ি হেটে তার ভাইয়ের কাছে আসে।

" কীরে ভাইয়া?তুই সিনহারে নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস।আর আমি সিনহাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম।

"কেনো খুঁজতেছিলি?

" গাধা নাকি তুই ভাইয়া?কয়টা বাজে?বাসায় যাবো না?

"যা সিনহা বাসায় যা।

" তুই যাবিনা বাসায়?

"যাবো পরে,তোরা যা।

" আচ্ছা চল সিনহা।আমরা যাই।

"

দিহান,ইমরানের কাছে এসে দাঁড়ায়।

"কীরে দিহান?আয়ান কই?

" কোথায় আবার,তার ব্রেকআপওয়ালীর সাথে।

"চল একটু মার্কেটে যাবো।

" হঠাৎ মার্কেটে কেনো?

"গেলে দেখতে পারবি।

" আচ্ছা চল।

"✍ সাথী আক্তার ।

ইমরান বাসায় এসে নিজের রুমে না গিয়ে সোজা সিনহার র

18/02/2023

__কেউ একজন থাকুক আর প্রচণ্ড অভিমান নিয়ে বলুক..!😊❤️

__সারাদিন কোথায় থাকো হ্যাঁ, মনে পড়ে না আমাকে, মেসেজ দেওনি কেনো.!🙂🌸

__অনলাইনে এসেই প্রথমে আমার আইডি'টা খুঁজবে অফলাইন দেখলে কল করে অনলাইনে আসতে বলবে🙃🥀

__হাজার মান-অভিমানের পরেও সে আমার হয়েই থাকবে🥀🫰💜

06/02/2023

কাল দুপুরে আমার স্ত্রী বাপের বাড়ি গেছে। আমি তখন অফিসে ছিলাম। বাড়ি ফিরে দেখি একটি কাগজে কী কী করতে হবে, তা লিখে টেবিলে রেখে দিয়েছে।
আমি বাচ্ছাকে নিয়ে মায়ের কাছে যাচ্ছি। নীচের নির্দেশ গুলো পালন করবে :-

1 - বন্ধুদের ডেকে ঘরটাকে নোংরা জায়গায় পর্যবসিত করবে না, এর আগের বার খাটের বক্সের ভিতর চারটে মদের খালি বোতল পেয়েছিলাম।

2 - খাবার ঘরে বানিয়ে নেবে অথবা বাইরে হোটেল থেকে খেয়ে আসবে। ঘরে নিয়ে এসে গুষ্টিশুদ্ধ বন্ধু বান্ধবকে খাওয়াবে না। এর আগের বার চারটে বিরিয়ানি ও তিনটে চিকেন কাবাব এর বিল খাটের তলায় পেয়েছিলাম ।

3 - চশমা আয়নার কাছে রাখবে। আগের বার ফ্রিজের ভিতরে পেয়েছিলাম ।

4 - কাজের বুয়াকে ছুটি দিয়ে দিয়েছি । বেশী দরদ দেখাবার কোন কারন নেই ।

5 - অতিরিক্ত আগ্রহ নিয়ে প্রতিবেশী কোন মহিলাকে ' খবরের কাগজ এসেছে? ' জিজ্ঞাসা করার কোন কারন নেই, আমাদের কাগজ, দুধ, লন্ড্রী সব অন্যলোকে দেয় ।

6 - তোমার জাঙ্গিয়া নীচের তাকে আর বাচ্ছার জাঙ্গিয়া আলমারির ওপরের তাকে। গতবার বাচ্ছার জাঙ্গিয়া ব্যবহার করেছিলে

7 - তোমার সমস্ত রিপোর্ট স্বাভাবিক ।
বার বার ওই লেডি ডাক্তারের কাছে যেতে হবে না।

8 - আমার বোন আর ভাবির জন্মদিন গতমাসে ছিল। রাতে ফোন করে ওদের উইশ জানাতে হবে না।

9 - ওয়াই ফাইয়ের পাস ওয়ার্ড বদলে দিয়েছি। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে।

10 - বেশী খুশি হয়ে অত্যধিক সাজগোজ করার দরকার নেই কারন মিসেস ইমতিয়াজ, মিসেস মাসুদ, মিসেস জাহাঙ্গীর, মিসেস বেলাল সবাই বাপের বাড়ি যাচ্ছে ।

11. চিনি, চা পাতা চাইবার অছিলায় ওই শয়তান মিসেস মারুফের কাছে যাবার দরকার নেই, আমি সব এনে রেখেছি।

আর সবচেয়ে দরকারী কথা .....
12 - বেশী ওভার স্মার্ট হবার চেষ্টা করবে না, আমি যে কোন সময় বাড়ি চলে আসতে পারি!!

01/02/2023

-একজন বোকা লোকের বউ গাছের সাথে ফাঁসি দিয়ে ঝোলানো!

CID সেটা তদন্ত করতে লোকটিকে জিজ্ঞাসা করছিলো,

ACP Pradyaman:- ইনি কি আপনার স্ত্রী?

বোকালোকঃ- হ্যা স্যার।

ACP Pradyaman:-আপনাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে?

বোকালোকঃ- না স্যার।

ACP Pradyaman:- আপনার কোনো প্রেমিকা আছে?

বোকালোকঃ- স্যার একটা মাত্র বউ, ওকেই ভালোবাসি।

ACP Pradyaman:- তাহলে আত্মহত্যা করলো কেন?

বোকালোকঃ- আত্মহত্যা করেনি তো।

ACP Pradyaman:- তাহলে? কিভাবে মারা গেল?

বোকালোকঃ- স্যার, আজ সকালে ও সুইমিংপুলে পড়ে ভিজে গিয়েছিলো, তাই গাছের সাথে ঝুলিয়ে শুকাতে দিয়েছি।😆😆

ACP Pradyaman:- অজ্ঞান😆

🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rs Noyon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share