To Do Good in Exam

  • Home
  • To Do Good in Exam

To Do Good in Exam পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পেইজে লাই?
(1)

10/06/2020

‘ঘুঙুর’ শব্দের অর্থ কী?
উত্তর : নূপুর।

10/06/2020

ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত?

উত্তর : ঝালকাঠি জেলায়।

10/06/2020

রূপসা নদী কোন জেলার পাশ দিয়ে প্রবাহিত?

উত্তর : খুলনা জেলার।

10/06/2020

জীবনানন্দ দাশ কবে মারা যান?

উত্তর : ১৯৫৪ সালে।

10/06/2020

কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : ১৯০৩ সালে।

10/06/2020

একুশের গান’ কবিতাটির রচয়িতা কে?

উত্তর : আবদুল গাফ্ফার চৌধুরী।

10/06/2020

কবি জসীমউদ্দীন কত সালে মারা যান?

উত্তর : ১৯৭৬ সালে।

10/06/2020

ভ্যাকসিন কী?

উত্তর : রোগজীবাণু থেকে তৈরি যে উপাদান মানুষের শরীরে প্রয়োগ করলে ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ জন্মায় তাকে ভ্যাকসিন বলে।

29/05/2020

এসএসসির ফল জানতে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।

দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন।

আর কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

26/05/2020

আাালপিন’ কোন ভাষার শব্দ?

ক. পর্তুগিজ খ. ওলন্দাজ গ. গুজরাটি ঘ. তুর্কি

26/05/2020

কলকাতা বিশ্ববিদ্যালয় কবি কামিনী রায়কে কোন পদকে ভূষিত করে?

উত্তর : জগত্তারিণী স্বর্ণপদকে।

26/05/2020

ফরাসি শব্দ কোনটি?

ক. হরতাল খ. পাদ্রি গ. তোপ ঘ. কুপন

26/05/2020

আঞ্চলিক ভাষার অপর নাম কী?

ক. কথ্য ভাষা খ. উপভাষা গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা

21/05/2020

৬। ‘মসনদ’ শব্দের অর্থ কী?

উত্তর : সিংহাসন।

21/05/2020

সম্রাট বাবুর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?

উত্তর : ১১ বছর বয়সে।

21/05/2020

কালিদাস রায় কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর : ১৯৭৫ সালে।

21/05/2020

ডঙ্কা’ শব্দের অর্থ কী?

উত্তর : জয়ঢাক।

21/05/2020

রণ’ শব্দের অর্থ কী?

উত্তর : লড়াই

‘সাম্য’ শব্দের অর্থ কী?

উত্তর : সমতা।

16/05/2020

সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?

ক. সোঁনারগা খ. ঢাকা

গ. জাহাঙ্গীরনগর ঘ. সাভার
উত্তর:- (ক)

16/05/2020

ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল?
ক. ১১৭৬ সালে খ. ১২৭৬ সালে

গ. ১৩৭৬ সালে ঘ. ১৪২০ সালে
উত্তর :- (ক)

16/05/2020

কলায় কোনটি পাওয়া যায়?

ক. গ্লুকোজ খ. ফ্রুকটোজ

গ. সুক্রোজ ঘ. সেলুলোজ
উত্তর :- (খ)

16/05/2020

সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম কোনটি?

ক. বেতার খ. টেলিভিশন

গ. ই-মেইল ঘ. ফেসবুক
উত্তর :- (খ)

09/05/2020

অ্যান্টিবডি গঠন করে কোনটি?

ক. নিউট্রোফিল

খ. বেসোফিল

গ. লিম্ফোসাইট

ঘ. মনোসাইট

09/05/2020

His sympathy ... the poor is praiseworthy.

ক. to খ. of

গ. for ঘ. from

09/05/2020

মহেশ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি?

ক. মহে+ইশ খ. মহা+ঈশ

গ. মহা+ইশ

ঘ. মহে+ঈশ

09/05/2020

নিয়নের পারমাণবিক সংখ্যা কত?

ক. ৮ খ. ৯ গ. ১০ ঘ. ১১

09/05/2020

৮৬৫৫ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে?

ক. ৬ খ. ৭

গ. ৮ ঘ. ৯

28/03/2020

‘করোনা’ কোন ভাষার শব্দ?

(ক) মান্দারিন (খ) লাতিন

(গ) ফারসি (ঘ) ইংরেজি

15/02/2020

‘জনৈক বঙ্গ মহিলা’ কার ছদ্মনাম?

উত্তর : কামিনী রায়।

08/02/2020

কোন গ্যাস দাহ্য নয়?

ক. অক্সিজেন খ. হাইড্রোজেন

গ. বিউটেন ঘ. প্রোপেন

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when To Do Good in Exam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share