BCMS Documentation

  • Home
  • BCMS Documentation

BCMS Documentation Bangladesh Conscious Muslim Society
(BCMS)
We work for revealing the truth and spreading Islam.

30/01/2024

ব্র্যাকের রেপুটেশন মানুষের সামনে ধ্বসিয়ে দেওয়া মূলত দুই কারণে বেশ জরুরি।

১. বাংলাদেশে ট্র্যাশ এজেন্ডার প্রধানমত পাপেট মাস্টার এরা
২. মানুষ ব্যাপকভাবে না জানলে বয়কট সফল হবে না, এরাও বাঁকবে না

ব্র্যাককে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার অনেক সুযোগ আছে। এদের অনেক ব্যবসা এদেশে। আড়ঙ, বিকাশসহ অনেক কিছু। তাই মানুষ ব্যাপকভাবে তাদেরকে বয়কট করলে এদের অনেক পলিসি ও কাজ পরিবর্তন করা সম্ভব।

তাহলে মানুষকে কীভাবে জানাবেন ব্র্যাক সম্পর্কে? কয়েকভাবে কাজ করা যায়।

১. শুধু অনলাইনে লেখালেখি করে কাজ হবে কম। কারণ এলগরিদমের কারণে লেখা শুধু একটা নির্দিষ্ট ঘরানার মানুষের কাছেই পৌঁছায়। সেদিক থেকে ভিডিও কার্যকরী হয় বেশি। একটু বেশি রিচ পেলে ব্যাপকভাবে পৌঁছাতে শুরু করে।

২. জনপ্রিয় বক্তা ও আলিমদেরকে ব্যাপারটা নিয়ে কথা বলতে উৎসাহ করা, তাদের বক্তব্য ক্লিপ ও রিলস করা। এ ধরণের বক্তব্য অনেক বেশি পৌঁছায় মানুষের কাছে। বিশেষ করে স্ট্যাবলিশড ওয়াজ মিডিয়াগুলোর ভাইদের এগিয়ে আসতে হবে। প্রশ্নোত্তরের মাধ্যমেও তাদের কাছে ব্যাপারটা পৌঁছানো যায়।

৩. ব্যাপকভাবে পোস্টারিং করা। এ কালচারটা এক্টিভিজমে নতুন। সামাজিক রিজনে পোস্টারিং এর কালচার বাংলাদেশে সেভাবে নেই। আনতে হবে। ভালো রকম পোস্টারের ডিজাইন করে রাস্তায় বাংলা সিনেমার পোস্টারের মত করে জায়গায় জায়গায় লাগানো।
সহজে করার মত কিছু কাজ এগুলো। যাই করা হোক না কেন, কয়েকটা বিষয় ক্লিয়ার করে বলা থাকতে হবে।

১. ব্র্যাক কী করেছে
২. আসিফ মাহতাব স্যারের কন্ট্রোভার্সি
৩. বয়কটের ডাক ও ব্র্যাকের ব্যবসায়ের লিস্ট

ইনশাআল্লাহ এভাবে কাজ করা যায়।

© Irfan Sadik

নেকাব খুলতে বলায় এয়ারপোর্ট থেকেই ফিরে গেলেন এক মুসলিম নারী!এই মুসলিম নারী তিউনিসিয়া থেকে বেলজিয়ামে এসে এয়ারপোর্ট থেকে ফে...
21/11/2023

নেকাব খুলতে বলায় এয়ারপোর্ট থেকেই ফিরে গেলেন এক মুসলিম নারী!
এই মুসলিম নারী তিউনিসিয়া থেকে বেলজিয়ামে এসে এয়ারপোর্ট থেকে ফেরত গিয়েছেন। কারণ এয়ারপোর্টে তাঁকে নেকাব খুলার জন্যে বলা হয়, আর এই পর্দানশীন নারী নেকাব খুলতে অস্বীকৃতি জানান। শুধু তাই নয়, ব্রাসেলস এয়ারপোর্ট কর্তৃপক্ষ এই নারীকে আলাদা কোনো রুমে নিয়ে নারী কর্মকর্তা দিয়ে চেক করাতেও অস্বীকৃতি জানায়।
পর্দাশিল এই নারীও জনসম্মুখে এবং কোনো পুরুষের সামনে নেকাব খুলতে ইচ্ছুক নন, তাই উনি বেলজিয়ামে প্রবেশ না করে ব্রাসেলস এয়ারপোর্ট থেকেই আবার তিউনিসিয়ায় ফিরে যান। সংখ্যাগরিষ্ঠ খৃস্টান দেশের একজন সংখ্যালঘু মুসলিম নারী হওয়ার পরও পর্দার প্রতি তাঁর সম্মান ও ধর্মভীরুতায় মুগ্ধই হতে হয়!

তথ্যসূত্র: আল জাজিরা

18/11/2023

কোনো একটা বিষয়ে ইসলামের সুস্পষ্ট দলিল (আয়াত/হাদিস) থাকার পরেও যদি কেউ আপনাকে অন্য রেফারেন্স না দিয়ে শুধু লজিক দিয়ে ইসলাম বোঝাতে চায় বা মোটিভেশন দিতে চায়, বুঝে নিবেন, সে একজন পাক্কা প্রতারক ।

The fact of W3stern Media 😡😡
15/10/2023

The fact of W3stern Media 😡😡

Speak out before it's too late
15/10/2023

Speak out before it's too late


Ask yourself why.
15/10/2023

Ask yourself why.

14/10/2023

I'm not from PALESTINE
I'm not from SYRIA
I'm not from KASHMIR
I m not from IRAQ
I m not From Yemen
I m not from LIBYA

But when u Bleed ,I bleed too bcz We Are one UMMAH.

14/10/2023

If you’re expressing solidarity with Isr@el, then you’re a really sh*itty, ignor@nt person, who knows absolutely nothing about history, international law, human rights law, and basic moral decency.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BCMS Documentation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share