24/10/2024
প্রশ্নাওরে রাসূল (সা.) এর জীবনী
প্রশ্নঃ- ১. খাদিজা (রা) কে ছিলেন?
উত্তরঃ খাদিজা বিনতে খুওয়াইলিদ ছিলেন আরবের একজন স্বনামধন্য ব্যবসায়ী।
প্রশ্নঃ- ২. মুহাম্মদ(সা) এর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে খাদিজার পক্ষ থেকে কে এসেছিল?
উত্তরঃ তাঁর বান্ধবী নাফিসা।
প্রশ্নঃ- ৩. বিয়ের জন্য খাদিজা(রা) কেন মুহাম্মদ(সা) কে বেশি পছন্দ করলেন?
উত্তরঃ মুহাম্মদ(সা) এর সত্যবাদিতা এবং সদ্ব্যবহারই খাদিজা(রা) কে আকৃষ্ট করেছে।
প্রশ্নঃ- ৪. মুহাম্মদ(সা) কে তিনি কখন বিয়ে করেন?
উত্তরঃ যখন তাঁর বয়স চল্লিশ তখন তিনি মুহাম্মদ(সা) কে বিয়ে করেন।
প্রশ্নঃ- ৫. মুহাম্মদ(সা) যখন খাদিজা(রা) কে বিয়ে করেন তখন তাঁর বয়স কত ছিল? উত্তরঃ তখন তাঁর বয়স ছিল মাত্র পঁচিশ বছর।
প্রশ্নঃ- ৬.’মোহর’ হিসেবে খাদিজাকে তিনি কি দিলেন?
উত্তরঃ বিশটা উট।
প্রশ্নঃ- ৭. খাদিজা(রা) কি বিধবা ছিলেন?
উত্তরঃ হ্যাঁ, তিনি একজন বিধবা নারী ছিলেন। মুহাম্মদ(সা) তাঁর তৃতীয় স্বামী।
প্রশ্নঃ- ৮. যখন খাদিজা(রা) ইন্তিকাল করেন তখন তাঁর বয়স কত ছিল?
উত্তরঃ মৃত্যুকালে খাদিজার বয়স ছিল পয়ষট্টি (৬৫) অপরদিকে মুহাম্মদ(সা) এর বয়স ছিল তখন পঞ্চাশ।
প্রশ্নঃ- ৯. খাদিজা(রা) এবং মুহাম্মদ(সা) এর মধ্যকার সম্পর্ক কেমন ছিল?
উত্তরঃ তাদের পঁচিশ বছরের দাম্পত্য জীবনে তারা পরস্পর একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়েছিলেন।
প্রশ্নঃ- ১০. মুহাম্মদ(সা) এর জন্য তিনি কি করতেন?
উত্তরঃ তিনি মুহাম্মদ(সা) কে সাধ্যানুযায়ী সাহায্য করতেন এবং বিপদে তাঁকে সান্ত্বনা দিতেন।
প্রশ্নঃ- ১২. বিয়ের পর মুহাম্মদ(সা) কি ব্যবসায়িক সফরে গিয়েছেন?
উত্তরঃ না, বিয়ের পর তিনি কোন ব্যবসায়িক সফরে যাননি।
প্রশ্নঃ- ১৩. খাদিজা(রা) জীবিত থাকাকালীন মুহাম্মদ(সা) আর কাউকে বিয়ে করেছিনে?
উত্তরঃ না, খাদিজা(রা) জীবিত থাকাকালীন তিনি আর কোন মহিলাকে বিয়ে করেননি।
প্রশ্নঃ- ১৪. খাদিজার গর্ভে মুহাম্মদ(সা) এর কতজন ছেলেমেয়ে জন্ম লাভ করেছিলো?
উত্তরঃ খাদিজার গর্ভে মুহাম্মদ(সা) এর দু’জন ছেলে এবং চারজন মেয়ে জন্মলাভ করেন। নিম্নে তাদের নাম উল্লেখ করা হল।
১. কাসিম, তিনি শৈশবে ইন্তিকাল করেন।
২. আব্দুল্লাহ, যাকে তাইয়েব এবং তাহির বলা হয়েছিল।
৩. যাইনাব, আবুল আসের সঙ্গে যার বিয়ে হয়েছিল।
৪. রুকাইয়া, প্রথমে আবু লাহাবের ছেলে উতবার সঙ্গে বিয়ে হয়, পরবর্তীতে উসমান বিন আফফান (রা) এর সঙ্গে বিয়ে হয়।
৫. উম্মে কুলসুম, প্রথমে আবু লাগাবের ছেলে উতাইবার সঙ্গে বিয়ে হয়, পরবর্তীতে রুকাইয়ার ইন্তিকালের পর উসমান বিন আফফানের সঙ্গে বিয়ে হয়।
৬. ফাতিমা আয-যাহারা, আলী বিন আবু তালিবের সঙ্গে যার বিয়ে হয়।
প্রশ্নঃ- ১৫. রাসূল(সা) এর মা আমিনার ইন্তিকালের পর তিনি যাদের ‘মা’ বলে ডাকতেন তাঁরা কারা?
উত্তরঃ তাঁরা হলেনঃ
১. হালিমা আস-সাদিয়া, যিনি তাঁকে দুধ পান করিয়েছেন।
২. উম্মে আইমান, যিনি ছিনে তাঁর বাবার ক্রীতদাসী আর তিনি রাসূলের বেশি দেখাশুনা করতেন।
৩. ফাতিমা বিনতে আসাদ, যিনি ছিলেন তাঁর চাচী। আবু তালিবের স্ত্রি এবং আলী(রা) এর মা।
প্রশ্নঃ- ১৬. রাসূল(সা) এর চাচাদের নাম কী?
উত্তরঃ তারা হলেনঃ হারিস, যুবাইর, আবু তালিব, হামযাহ(রা), আবু লাহাব, খিযাক, যাকওয়ান,সাফার ও আব্বাস(রা)।
প্রশ্নঃ- ১৭. কুরআনে ‘মুহাম্মদ’ শব্দটি কতবার এসেছে?
উত্তরঃ সর্বমোট চারবার।
প্রশ্নঃ- ১৮. রাসূল(সা) এর মামা ছিলেন কারা?
উত্তরঃ তাঁরা হলেনঃ বনী যুহরা ও বনী আদি বিন নাজ্জার।
প্রশ্নঃ- ১৯. তাঁর চাচা আবু তালিব কি ইসলাম গ্রহণ করেছিলেন?
উত্তরঃ না, তিনি ইসলাম কবুল করেননি। তিনি একজন মুশরিক হিসেবে মৃত্যুবরণ করেন।
প্রশ্নঃ- ২০. যখন কারো সামনে ‘মুহাম্মদ’ (সা) এর উল্লেখ করা হয় তখন কি বলা উচিত?
উত্তরঃ তখন, ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বলা উচিত।
প্রশ্নঃ- ২১. আয়েশার ঘরে তিনি কতদিন ছিলেন?
উত্তরঃ আয়েশার ঘরে তিনি প্রায় এক সপ্তাহ ছিলেন।
প্রশ্নঃ- ২২. রাসূল (স) এর মৃত্যুর পাচদিন আগে তিনি কী চাইলেন?
উত্তরঃ তিনি বললেন, “আমাকে সাত মশক পানি ঢেলে গোসল করিয়ে দাও।”
প্রশ্নঃ- ২৩. রাসূল (স) মৃত্যুর চারদিন আগে কী বললেন?
উত্তরঃ রাসূল (স) মৃত্যুর চার দিন আগে বৃহস্পতিবারে তিনি লোকদেরকে বললেন, “এদিকে এসো আমি তোমাদেরকে কিছু পথনির্দেশ দিব যেগুলা পালন করলে তোমরা কখনো ভ্রান্ত পথে যাবে না।”
প্রশ্নঃ- ২৪. রাসূল (স) এর মৃত্যুর একদিন আগে তিনি কি করলেন?
উত্তরঃ তার মৃত্যুর একদিন আগে রবিবার তিনি সাত দীনার দিয়ে সমস্ত দাসদাসীদের মুক্ত করে দেন এবং তার অস্ত্রশস্ত্র মুসলমানদেরকে হাদিয়া হিসেবে দিয়ে যান।
প্রশ্নঃ- ২৫. রাসূল (স) শেষ দিন তার কন্যা ফাতিমাকে কী বললেন?
উত্তরঃ তিনি তাকে বললেন যে, আমি অসুস্থতা থেকে আরোগ্য হচ্ছি না, এটা শুনে ফাতিমা কেঁদে ফেললেন। তারপর যখন বললেন যে, আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে এটা শুনে তিনি হেসে ফেললেন।
প্রশ্নঃ- ২৬. রাসূল (স) কখন ইন্তিকাল করেন?
উত্তরঃ ১১ হিজরীর ১২ই রবিউল আউয়াল সোমবারে তিনি ইন্তিকাল করেন।
প্রশ্নঃ- ২৭. তখন তার বয়স ছিল কত?
উত্তরঃ তখন তার বয়স ছিল ৬৩ বছর ৪ দিন।
প্রশ্নঃ- ২৮. রাসূল (স) এর মৃত্যুর সংবাদ শুনে ওমরের মনোভাব কী হয়েছিল?
উত্তরঃ তিনি এতটাই মূর্ছিতা হয়ে পড়েছিলেন যে, তিনি প্রায় তার চেতনা হারিয়ে ফেলেছিলেন আর লোকদের সামনে দাঁড়িয়ে তাদেরকে বলতে লাগলেন যে, রাসূল (স) মৃত্যুবরণ করেন নি বরং তিনি তো তার রবের কাছে গেলেন যেমনটা মূসা (আ) যেতেন।
প্রশ্নঃ- ২৯. তিনি লোকদেরকে কী বললেন?
উত্তরঃ তিনি লোকদেরকে সান্ত্বনা দিলেন যে, “যারা মুহাম্মদের ইবাদাত করতে তাদের জানা উচিত যে, মুহাম্মদ (স) এখন মৃত কিন্তু যারা আল্লাহর ইবাদত কর, তারা ভালোভাবে জেনে রাখো যে তিনি জীবিত এবং কখনো মরবেন না।”
প্রশ্নঃ- ৩০. রাসূল (স) কে কখন দাফন করা হয়?
উত্তরঃ তাকে দাফন করা হয়েছিল বুধবার রাতে।
প্রশ্নঃ- ৩১. তাকে কোথায় দাফন করা হয়েছিল?
উত্তরঃ তাকে আয়েশা (রা) এর ঘরে দাফন করা হয়েছিল। আবু বকর (রা) বললেন, “আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে, নবীরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তাকে দাফন করতে হবে।”
প্রশ্নঃ- ৩১. কবর খনন করেছিল কে?
উত্তরঃ আবু তালহা (রা)
প্রশ্নঃ- ৩২. রাসূল (স) কে কখন গোসল দেয়া হয়েছিল?
উত্তরঃ মঙ্গলবারে তাকে গোসল দেয়া হয়েছিল।
প্রশ্নঃ- ৩৪. কারা কারা রাসূল (স) কে গোসল দিয়েছিলেন?
উত্তরঃ আব্বাস, আলি বিন আবি তালিবম আব্বাসের পুত্র কাসেম এবং রাসূল (স) এর মুক্ত দাস ওসামা বিন যায়েদ ও আওস বিন খুওয়াইলিদ (রা)
প্রশ্নঃ- ৩৫. রাসূল (স) কে কবরে রাখার জন্য কারা নেমেছিলেন?
উত্তরঃ আলি বিন আবু তালিব, ফজল বিন আব্বাস, ওসামা বিন যায়েদ ও আওস বিন খুওয়াইলিদ (রা)। ✍🏻✍🏻
প্রশ্নঃ- ৩৬. খাদিজা (রা) কে ছিলেন?
উত্তরঃ খাদিজা বিনতে খুওয়াইলিদ ছিলেন আরবের একজন স্বনামধন্য ব্যবসায়ী।
প্রশ্নঃ- ৩৭. মুহাম্মদ(সা) এর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে খাদিজার পক্ষ থেকে কে এসেছিল?
উত্তরঃ তাঁর বান্ধবী নাফিসা।
প্রশ্নঃ- ৩৮. বিয়ের জন্য খাদিজা(রা) কেন মুহাম্মদ(সা) কে বেশি পছন্দ করলেন?
উত্তরঃ মুহাম্মদ(সা) এর সত্যবাদিতা এবং সদ্ব্যবহারই খাদিজা(রা) কে আকৃষ্ট করেছে।
প্রশ্নঃ- ৩৯. মুহাম্মদ(সা) কে তিনি কখন বিয়ে করেন?
উত্তরঃ যখন তাঁর বয়স চল্লিশ তখন তিনি মুহাম্মদ(সা) কে বিয়ে করেন।
প্রশ্নঃ- ৪০. মুহাম্মদ(সা) যখন খাদিজা(রা) কে বিয়ে করেন তখন তাঁর বয়স কত ছিল? উত্তরঃ তখন তাঁর বয়স ছিল মাত্র পঁচিশ বছর।
প্রশ্নঃ- ৪১.’মোহর’ হিসেবে খাদিজাকে তিনি কি দিলেন?
উত্তরঃ বিশটা উট।
প্রশ্নঃ- ৪২. খাদিজা(রা) কি বিধবা ছিলেন?
উত্তরঃ হ্যাঁ, তিনি একজন বিধবা নারী ছিলেন। মুহাম্মদ(সা) তাঁর তৃতীয় স্বামী।
প্রশ্নঃ- ৪৩. যখন খাদিজা(রা) ইন্তিকাল করেন তখন তাঁর বয়স কত ছিল?
উত্তরঃ মৃত্যুকালে খাদিজার বয়স ছিল পয়ষট্টি (৬৫) অপরদিকে মুহাম্মদ(সা) এর বয়স ছিল তখন পঞ্চাশ।
প্রশ্নঃ- ৪৪. খাদিজা(রা) এবং মুহাম্মদ(সা) এর মধ্যকার সম্পর্ক কেমন ছিল?
উত্তরঃ তাদের পঁচিশ বছরের দাম্পত্য জীবনে তারা পরস্পর একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়েছিলেন।
প্রশ্নঃ- ৪৫. মুহাম্মদ(সা) এর জন্য তিনি কি করতেন?
উত্তরঃ তিনি মুহাম্মদ(সা) কে সাধ্যানুযায়ী সাহায্য করতেন এবং বিপদে তাঁকে সান্ত্বনা দিতেন।
প্রশ্নঃ- ৪৬. বিয়ের পর মুহাম্মদ(সা) কি ব্যবসায়িক সফরে গিয়েছেন?
উত্তরঃ না, বিয়ের পর তিনি কোন ব্যবসায়িক সফরে যাননি।
প্রশ্নঃ- ৪৭. খাদিজা(রা) জীবিত থাকাকালীন মুহাম্মদ(সা) আর কাউকে বিয়ে করেছিনে?
উত্তরঃ না, খাদিজা(রা) জীবিত থাকাকালীন তিনি আর কোন মহিলাকে বিয়ে করেননি।
প্রশ্নঃ- ৪৮. খাদিজার গর্ভে মুহাম্মদ(সা) এর কতজন ছেলেমেয়ে জন্ম লাভ করেছিলো?
উত্তরঃ খাদিজার গর্ভে মুহাম্মদ(সা) এর দু’জন ছেলে এবং চারজন মেয়ে জন্মলাভ করেন। নিম্নে তাদের নাম উল্লেখ করা হল।
১. কাসিম, তিনি শৈশবে ইন্তিকাল করেন।
২. আব্দুল্লাহ, যাকে তাইয়েব এবং তাহির বলা হয়েছিল।
৩. যাইনাব, আবুল আসের সঙ্গে যার বিয়ে হয়েছিল।
৪. রুকাইয়া, প্রথমে আবু লাহাবের ছেলে উতবার সঙ্গে বিয়ে হয়, পরবর্তীতে উসমান বিন আফফান (রা) এর সঙ্গে বিয়ে হয়।
৫. উম্মে কুলসুম, প্রথমে আবু লাগাবের ছেলে উতাইবার সঙ্গে বিয়ে হয়, পরবর্তীতে রুকাইয়ার ইন্তিকালের পর উসমান বিন আফফানের সঙ্গে বিয়ে হয়।
৬. ফাতিমা আয-যাহারা, আলী বিন আবু তালিবের সঙ্গে যার বিয়ে হয়।
প্রশ্নঃ- ৪৯. রাসূল(সা) এর মা আমিনার ইন্তিকালের পর তিনি যাদের ‘মা’ বলে ডাকতেন তাঁরা কারা?
উত্তরঃ তাঁরা হলেনঃ
১. হালিমা আস-সাদিয়া, যিনি তাঁকে দুধ পান করিয়েছেন।
২. উম্মে আইমান, যিনি ছিনে তাঁর বাবার ক্রীতদাসী আর তিনি রাসূলের বেশি দেখাশুনা করতেন।
৩. ফাতিমা বিনতে আসাদ, যিনি ছিলেন তাঁর চাচী। আবু তালিবের স্ত্রি এবং আলী(রা) এর মা।
প্রশ্নঃ- ৫০. রাসূল(সা) এর চাচাদের নাম কী?
উত্তরঃ তারা হলেনঃ হারিস, যুবাইর, আবু তালিব, হামযাহ(রা), আবু লাহাব, খিযাক, যাকওয়ান,সাফার ও আব্বাস(রা)।
প্রশ্নঃ- ৫১. কুরআনে ‘মুহাম্মদ’ শব্দটি কতবার এসেছে?
উত্তরঃ সর্বমোট চারবার।
প্রশ্নঃ- ৫২. রাসূল(সা) এর মামা ছিলেন কারা?
উত্তরঃ তাঁরা হলেনঃ বনী যুহরা ও বনী আদি বিন নাজ্জার।
প্রশ্নঃ- ৫৩. তাঁর চাচা আবু তালিব কি ইসলাম গ্রহণ করেছিলেন?
উত্তরঃ না, তিনি ইসলাম কবুল করেননি। তিনি একজন মুশরিক হিসেবে মৃত্যুবরণ করেন।
প্রশ্নঃ- ৫৩. যখন কারো সামনে ‘মুহাম্মদ’ (সা) এর উল্লেখ করা হয় তখন কি বলা উচিত?
উত্তরঃ তখন, ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বলা উচিত।
প্রশ্নঃ-৫৪. আয়েশার ঘরে তিনি কতদিন ছিলেন?
উত্তরঃ আয়েশার ঘরে তিনি প্রায় এক সপ্তাহ ছিলেন।
প্রশ্নঃ- ৫৫. রাসূল (স) এর মৃত্যুর পাচদিন আগে তিনি কী চাইলেন?
উত্তরঃ তিনি বললেন, “আমাকে সাত মশক পানি ঢেলে গোসল করিয়ে দাও।”
প্রশ্নঃ- ৫৬. রাসূল (স) মৃত্যুর চারদিন আগে কী বললেন?
উত্তরঃ রাসূল (স) মৃত্যুর চার দিন আগে বৃহস্পতিবারে তিনি লোকদেরকে বললেন, “এদিকে এসো আমি তোমাদেরকে কিছু পথনির্দেশ দিব যেগুলা পালন করলে তোমরা কখনো ভ্রান্ত পথে যাবে না।”
প্রশ্নঃ- ৫৭. রাসূল (স) এর মৃত্যুর একদিন আগে তিনি কি করলেন?
উত্তরঃ তার মৃত্যুর একদিন আগে রবিবার তিনি সাত দীনার দিয়ে সমস্ত দাসদাসীদের মুক্ত করে দেন এবং তার অস্ত্রশস্ত্র মুসলমানদেরকে হাদিয়া হিসেবে দিয়ে যান।
প্রশ্নঃ- ৫৮. রাসূল (স) শেষ দিন তার কন্যা ফাতিমাকে কী বললেন?
উত্তরঃ তিনি তাকে বললেন যে, আমি অসুস্থতা থেকে আরোগ্য হচ্ছি না, এটা শুনে ফাতিমা কেঁদে ফেললেন। তারপর যখন বললেন যে, আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে এটা শুনে তিনি হেসে ফেললেন।
প্রশ্নঃ- ৫৯. রাসূল (স) কখন ইন্তিকাল করেন?
উত্তরঃ ১১ হিজরীর ১২ই রবিউল আউয়াল সোমবারে তিনি ইন্তিকাল করেন।
প্রশ্নঃ- ৬০. তখন তার বয়স ছিল কত?
উত্তরঃ তখন তার বয়স ছিল ৬৩ বছর ৪ দিন।
প্রশ্নঃ- ৬১. রাসূল (স) এর মৃত্যুর সংবাদ শুনে ওমরের মনোভাব কী হয়েছিল?
উত্তরঃ তিনি এতটাই মূর্ছিতা হয়ে পড়েছিলেন যে, তিনি প্রায় তার চেতনা হারিয়ে ফেলেছিলেন আর লোকদের সামনে দাঁড়িয়ে তাদেরকে বলতে লাগলেন যে, রাসূল (স) মৃত্যুবরণ করেন নি বরং তিনি তো তার রবের কাছে গেলেন যেমনটা মূসা (আ) যেতেন।
প্রশ্নঃ- ৬২. তিনি লোকদেরকে কী বললেন?
উত্তরঃ তিনি লোকদেরকে সান্ত্বনা দিলেন যে, “যারা মুহাম্মদের ইবাদাত করতে তাদের জানা উচিত যে, মুহাম্মদ (স) এখন মৃত কিন্তু যারা আল্লাহর ইবাদত কর, তারা ভালোভাবে জেনে রাখো যে তিনি জীবিত এবং কখনো মরবেন না।”
প্রশ্নঃ- ৬৩. রাসূল (স) কে কখন দাফন করা হয়?
উত্তরঃ তাকে দাফন করা হয়েছিল বুধবার রাতে।
প্রশ্নঃ- ৬৪. তাকে কোথায় দাফন করা হয়েছিল?
উত্তরঃ তাকে আয়েশা (রা) এর ঘরে দাফন করা হয়েছিল। আবু বকর (রা) বললেন, “আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে, নবীরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তাকে দাফন করতে হবে।”
প্রশ্নঃ- ৬৫. কবর খনন করেছিল কে?
উত্তরঃ আবু তালহা (রা)
প্রশ্নঃ- ৬৬. রাসূল (স) কে কখন গোসল দেয়া হয়েছিল?
উত্তরঃ মঙ্গলবারে তাকে গোসল দেয়া হয়েছিল।
প্রশ্নঃ- ৬৭. কারা কারা রাসূল (স) কে গোসল দিয়েছিলেন?
উত্তরঃ আব্বাস, আলি বিন আবি তালিবম আব্বাসের পুত্র কাসেম এবং রাসূল (স) এর মুক্ত দাস ওসামা বিন যায়েদ ও আওস বিন খুওয়াইলিদ (রা)
প্রশ্নঃ- ৬৮. রাসূল (স) কে কবরে রাখার জন্য কারা নেমেছিলেন?
উত্তরঃ আলি বিন আবু তালিব, ফজল বিন আব্বাস, ওসামা বিন যায়েদ ও আওস বিন খুওয়াইলিদ (রা)।