JE Inamul bhay

  • Home
  • JE Inamul bhay

JE Inamul bhay (All video music )Bengal comedy block Love story
video all Videos

24/10/2024

প্রশ্নাওরে রাসূল (সা.) এর জীবনী

প্রশ্নঃ- ১. খাদিজা (রা) কে ছিলেন?
উত্তরঃ খাদিজা বিনতে খুওয়াইলিদ ছিলেন আরবের একজন স্বনামধন্য ব্যবসায়ী।

প্রশ্নঃ- ২. মুহাম্মদ(সা) এর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে খাদিজার পক্ষ থেকে কে এসেছিল?
উত্তরঃ তাঁর বান্ধবী নাফিসা।

প্রশ্নঃ- ৩. বিয়ের জন্য খাদিজা(রা) কেন মুহাম্মদ(সা) কে বেশি পছন্দ করলেন?
উত্তরঃ মুহাম্মদ(সা) এর সত্যবাদিতা এবং সদ্ব্যবহারই খাদিজা(রা) কে আকৃষ্ট করেছে।

প্রশ্নঃ- ৪. মুহাম্মদ(সা) কে তিনি কখন বিয়ে করেন?
উত্তরঃ যখন তাঁর বয়স চল্লিশ তখন তিনি মুহাম্মদ(সা) কে বিয়ে করেন।

প্রশ্নঃ- ৫. মুহাম্মদ(সা) যখন খাদিজা(রা) কে বিয়ে করেন তখন তাঁর বয়স কত ছিল? উত্তরঃ তখন তাঁর বয়স ছিল মাত্র পঁচিশ বছর।

প্রশ্নঃ- ৬.’মোহর’ হিসেবে খাদিজাকে তিনি কি দিলেন?
উত্তরঃ বিশটা উট।

প্রশ্নঃ- ৭. খাদিজা(রা) কি বিধবা ছিলেন?
উত্তরঃ হ্যাঁ, তিনি একজন বিধবা নারী ছিলেন। মুহাম্মদ(সা) তাঁর তৃতীয় স্বামী।

প্রশ্নঃ- ৮. যখন খাদিজা(রা) ইন্তিকাল করেন তখন তাঁর বয়স কত ছিল?
উত্তরঃ মৃত্যুকালে খাদিজার বয়স ছিল পয়ষট্টি (৬৫) অপরদিকে মুহাম্মদ(সা) এর বয়স ছিল তখন পঞ্চাশ।

প্রশ্নঃ- ৯. খাদিজা(রা) এবং মুহাম্মদ(সা) এর মধ্যকার সম্পর্ক কেমন ছিল?
উত্তরঃ তাদের পঁচিশ বছরের দাম্পত্য জীবনে তারা পরস্পর একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়েছিলেন।

প্রশ্নঃ- ১০. মুহাম্মদ(সা) এর জন্য তিনি কি করতেন?
উত্তরঃ তিনি মুহাম্মদ(সা) কে সাধ্যানুযায়ী সাহায্য করতেন এবং বিপদে তাঁকে সান্ত্বনা দিতেন।

প্রশ্নঃ- ১২. বিয়ের পর মুহাম্মদ(সা) কি ব্যবসায়িক সফরে গিয়েছেন?
উত্তরঃ না, বিয়ের পর তিনি কোন ব্যবসায়িক সফরে যাননি।

প্রশ্নঃ- ১৩. খাদিজা(রা) জীবিত থাকাকালীন মুহাম্মদ(সা) আর কাউকে বিয়ে করেছিনে?
উত্তরঃ না, খাদিজা(রা) জীবিত থাকাকালীন তিনি আর কোন মহিলাকে বিয়ে করেননি।

প্রশ্নঃ- ১৪. খাদিজার গর্ভে মুহাম্মদ(সা) এর কতজন ছেলেমেয়ে জন্ম লাভ করেছিলো?

উত্তরঃ খাদিজার গর্ভে মুহাম্মদ(সা) এর দু’জন ছেলে এবং চারজন মেয়ে জন্মলাভ করেন। নিম্নে তাদের নাম উল্লেখ করা হল।

১. কাসিম, তিনি শৈশবে ইন্তিকাল করেন।

২. আব্দুল্লাহ, যাকে তাইয়েব এবং তাহির বলা হয়েছিল।

৩. যাইনাব, আবুল আসের সঙ্গে যার বিয়ে হয়েছিল।

৪. রুকাইয়া, প্রথমে আবু লাহাবের ছেলে উতবার সঙ্গে বিয়ে হয়, পরবর্তীতে উসমান বিন আফফান (রা) এর সঙ্গে বিয়ে হয়।

৫. উম্মে কুলসুম, প্রথমে আবু লাগাবের ছেলে উতাইবার সঙ্গে বিয়ে হয়, পরবর্তীতে রুকাইয়ার ইন্তিকালের পর উসমান বিন আফফানের সঙ্গে বিয়ে হয়।

৬. ফাতিমা আয-যাহারা, আলী বিন আবু তালিবের সঙ্গে যার বিয়ে হয়।

প্রশ্নঃ- ১৫. রাসূল(সা) এর মা আমিনার ইন্তিকালের পর তিনি যাদের ‘মা’ বলে ডাকতেন তাঁরা কারা?

উত্তরঃ তাঁরা হলেনঃ
১. হালিমা আস-সাদিয়া, যিনি তাঁকে দুধ পান করিয়েছেন।

২. উম্মে আইমান, যিনি ছিনে তাঁর বাবার ক্রীতদাসী আর তিনি রাসূলের বেশি দেখাশুনা করতেন।

৩. ফাতিমা বিনতে আসাদ, যিনি ছিলেন তাঁর চাচী। আবু তালিবের স্ত্রি এবং আলী(রা) এর মা।

প্রশ্নঃ- ১৬. রাসূল(সা) এর চাচাদের নাম কী?
উত্তরঃ তারা হলেনঃ হারিস, যুবাইর, আবু তালিব, হামযাহ(রা), আবু লাহাব, খিযাক, যাকওয়ান,সাফার ও আব্বাস(রা)।

প্রশ্নঃ- ১৭. কুরআনে ‘মুহাম্মদ’ শব্দটি কতবার এসেছে?
উত্তরঃ সর্বমোট চারবার।

প্রশ্নঃ- ১৮. রাসূল(সা) এর মামা ছিলেন কারা?
উত্তরঃ তাঁরা হলেনঃ বনী যুহরা ও বনী আদি বিন নাজ্জার।

প্রশ্নঃ- ১৯. তাঁর চাচা আবু তালিব কি ইসলাম গ্রহণ করেছিলেন?
উত্তরঃ না, তিনি ইসলাম কবুল করেননি। তিনি একজন মুশরিক হিসেবে মৃত্যুবরণ করেন।

প্রশ্নঃ- ২০. যখন কারো সামনে ‘মুহাম্মদ’ (সা) এর উল্লেখ করা হয় তখন কি বলা উচিত?
উত্তরঃ তখন, ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বলা উচিত।

প্রশ্নঃ- ২১. আয়েশার ঘরে তিনি কতদিন ছিলেন?
উত্তরঃ আয়েশার ঘরে তিনি প্রায় এক সপ্তাহ ছিলেন।

প্রশ্নঃ- ২২. রাসূল (স) এর মৃত্যুর পাচদিন আগে তিনি কী চাইলেন?
উত্তরঃ তিনি বললেন, “আমাকে সাত মশক পানি ঢেলে গোসল করিয়ে দাও।”

প্রশ্নঃ- ২৩. রাসূল (স) মৃত্যুর চারদিন আগে কী বললেন?
উত্তরঃ রাসূল (স) মৃত্যুর চার দিন আগে বৃহস্পতিবারে তিনি লোকদেরকে বললেন, “এদিকে এসো আমি তোমাদেরকে কিছু পথনির্দেশ দিব যেগুলা পালন করলে তোমরা কখনো ভ্রান্ত পথে যাবে না।”

প্রশ্নঃ- ২৪. রাসূল (স) এর মৃত্যুর একদিন আগে তিনি কি করলেন?
উত্তরঃ তার মৃত্যুর একদিন আগে রবিবার তিনি সাত দীনার দিয়ে সমস্ত দাসদাসীদের মুক্ত করে দেন এবং তার অস্ত্রশস্ত্র মুসলমানদেরকে হাদিয়া হিসেবে দিয়ে যান।

প্রশ্নঃ- ২৫. রাসূল (স) শেষ দিন তার কন্যা ফাতিমাকে কী বললেন?
উত্তরঃ তিনি তাকে বললেন যে, আমি অসুস্থতা থেকে আরোগ্য হচ্ছি না, এটা শুনে ফাতিমা কেঁদে ফেললেন। তারপর যখন বললেন যে, আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে এটা শুনে তিনি হেসে ফেললেন।

প্রশ্নঃ- ২৬. রাসূল (স) কখন ইন্তিকাল করেন?
উত্তরঃ ১১ হিজরীর ১২ই রবিউল আউয়াল সোমবারে তিনি ইন্তিকাল করেন।

প্রশ্নঃ- ২৭. তখন তার বয়স ছিল কত?
উত্তরঃ তখন তার বয়স ছিল ৬৩ বছর ৪ দিন।

প্রশ্নঃ- ২৮. রাসূল (স) এর মৃত্যুর সংবাদ শুনে ওমরের মনোভাব কী হয়েছিল?
উত্তরঃ তিনি এতটাই মূর্ছিতা হয়ে পড়েছিলেন যে, তিনি প্রায় তার চেতনা হারিয়ে ফেলেছিলেন আর লোকদের সামনে দাঁড়িয়ে তাদেরকে বলতে লাগলেন যে, রাসূল (স) মৃত্যুবরণ করেন নি বরং তিনি তো তার রবের কাছে গেলেন যেমনটা মূসা (আ) যেতেন।

প্রশ্নঃ- ২৯. তিনি লোকদেরকে কী বললেন?
উত্তরঃ তিনি লোকদেরকে সান্ত্বনা দিলেন যে, “যারা মুহাম্মদের ইবাদাত করতে তাদের জানা উচিত যে, মুহাম্মদ (স) এখন মৃত কিন্তু যারা আল্লাহর ইবাদত কর, তারা ভালোভাবে জেনে রাখো যে তিনি জীবিত এবং কখনো মরবেন না।”

প্রশ্নঃ- ৩০. রাসূল (স) কে কখন দাফন করা হয়?
উত্তরঃ তাকে দাফন করা হয়েছিল বুধবার রাতে।

প্রশ্নঃ- ৩১. তাকে কোথায় দাফন করা হয়েছিল?
উত্তরঃ তাকে আয়েশা (রা) এর ঘরে দাফন করা হয়েছিল। আবু বকর (রা) বললেন, “আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে, নবীরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তাকে দাফন করতে হবে।”

প্রশ্নঃ- ৩১. কবর খনন করেছিল কে?
উত্তরঃ আবু তালহা (রা)

প্রশ্নঃ- ৩২. রাসূল (স) কে কখন গোসল দেয়া হয়েছিল?
উত্তরঃ মঙ্গলবারে তাকে গোসল দেয়া হয়েছিল।

প্রশ্নঃ- ৩৪. কারা কারা রাসূল (স) কে গোসল দিয়েছিলেন?
উত্তরঃ আব্বাস, আলি বিন আবি তালিবম আব্বাসের পুত্র কাসেম এবং রাসূল (স) এর মুক্ত দাস ওসামা বিন যায়েদ ও আওস বিন খুওয়াইলিদ (রা)

প্রশ্নঃ- ৩৫. রাসূল (স) কে কবরে রাখার জন্য কারা নেমেছিলেন?
উত্তরঃ আলি বিন আবু তালিব, ফজল বিন আব্বাস, ওসামা বিন যায়েদ ও আওস বিন খুওয়াইলিদ (রা)। ✍🏻✍🏻
প্রশ্নঃ- ৩৬. খাদিজা (রা) কে ছিলেন?
উত্তরঃ খাদিজা বিনতে খুওয়াইলিদ ছিলেন আরবের একজন স্বনামধন্য ব্যবসায়ী।

প্রশ্নঃ- ৩৭. মুহাম্মদ(সা) এর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে খাদিজার পক্ষ থেকে কে এসেছিল?
উত্তরঃ তাঁর বান্ধবী নাফিসা।

প্রশ্নঃ- ৩৮. বিয়ের জন্য খাদিজা(রা) কেন মুহাম্মদ(সা) কে বেশি পছন্দ করলেন?
উত্তরঃ মুহাম্মদ(সা) এর সত্যবাদিতা এবং সদ্ব্যবহারই খাদিজা(রা) কে আকৃষ্ট করেছে।

প্রশ্নঃ- ৩৯. মুহাম্মদ(সা) কে তিনি কখন বিয়ে করেন?
উত্তরঃ যখন তাঁর বয়স চল্লিশ তখন তিনি মুহাম্মদ(সা) কে বিয়ে করেন।

প্রশ্নঃ- ৪০. মুহাম্মদ(সা) যখন খাদিজা(রা) কে বিয়ে করেন তখন তাঁর বয়স কত ছিল? উত্তরঃ তখন তাঁর বয়স ছিল মাত্র পঁচিশ বছর।

প্রশ্নঃ- ৪১.’মোহর’ হিসেবে খাদিজাকে তিনি কি দিলেন?
উত্তরঃ বিশটা উট।

প্রশ্নঃ- ৪২. খাদিজা(রা) কি বিধবা ছিলেন?
উত্তরঃ হ্যাঁ, তিনি একজন বিধবা নারী ছিলেন। মুহাম্মদ(সা) তাঁর তৃতীয় স্বামী।

প্রশ্নঃ- ৪৩. যখন খাদিজা(রা) ইন্তিকাল করেন তখন তাঁর বয়স কত ছিল?
উত্তরঃ মৃত্যুকালে খাদিজার বয়স ছিল পয়ষট্টি (৬৫) অপরদিকে মুহাম্মদ(সা) এর বয়স ছিল তখন পঞ্চাশ।

প্রশ্নঃ- ৪৪. খাদিজা(রা) এবং মুহাম্মদ(সা) এর মধ্যকার সম্পর্ক কেমন ছিল?
উত্তরঃ তাদের পঁচিশ বছরের দাম্পত্য জীবনে তারা পরস্পর একটি অন্তরঙ্গ সম্পর্ক গড়েছিলেন।

প্রশ্নঃ- ৪৫. মুহাম্মদ(সা) এর জন্য তিনি কি করতেন?
উত্তরঃ তিনি মুহাম্মদ(সা) কে সাধ্যানুযায়ী সাহায্য করতেন এবং বিপদে তাঁকে সান্ত্বনা দিতেন।

প্রশ্নঃ- ৪৬. বিয়ের পর মুহাম্মদ(সা) কি ব্যবসায়িক সফরে গিয়েছেন?
উত্তরঃ না, বিয়ের পর তিনি কোন ব্যবসায়িক সফরে যাননি।

প্রশ্নঃ- ৪৭. খাদিজা(রা) জীবিত থাকাকালীন মুহাম্মদ(সা) আর কাউকে বিয়ে করেছিনে?
উত্তরঃ না, খাদিজা(রা) জীবিত থাকাকালীন তিনি আর কোন মহিলাকে বিয়ে করেননি।

প্রশ্নঃ- ৪৮. খাদিজার গর্ভে মুহাম্মদ(সা) এর কতজন ছেলেমেয়ে জন্ম লাভ করেছিলো?

উত্তরঃ খাদিজার গর্ভে মুহাম্মদ(সা) এর দু’জন ছেলে এবং চারজন মেয়ে জন্মলাভ করেন। নিম্নে তাদের নাম উল্লেখ করা হল।

১. কাসিম, তিনি শৈশবে ইন্তিকাল করেন।

২. আব্দুল্লাহ, যাকে তাইয়েব এবং তাহির বলা হয়েছিল।

৩. যাইনাব, আবুল আসের সঙ্গে যার বিয়ে হয়েছিল।

৪. রুকাইয়া, প্রথমে আবু লাহাবের ছেলে উতবার সঙ্গে বিয়ে হয়, পরবর্তীতে উসমান বিন আফফান (রা) এর সঙ্গে বিয়ে হয়।

৫. উম্মে কুলসুম, প্রথমে আবু লাগাবের ছেলে উতাইবার সঙ্গে বিয়ে হয়, পরবর্তীতে রুকাইয়ার ইন্তিকালের পর উসমান বিন আফফানের সঙ্গে বিয়ে হয়।

৬. ফাতিমা আয-যাহারা, আলী বিন আবু তালিবের সঙ্গে যার বিয়ে হয়।

প্রশ্নঃ- ৪৯. রাসূল(সা) এর মা আমিনার ইন্তিকালের পর তিনি যাদের ‘মা’ বলে ডাকতেন তাঁরা কারা?

উত্তরঃ তাঁরা হলেনঃ
১. হালিমা আস-সাদিয়া, যিনি তাঁকে দুধ পান করিয়েছেন।

২. উম্মে আইমান, যিনি ছিনে তাঁর বাবার ক্রীতদাসী আর তিনি রাসূলের বেশি দেখাশুনা করতেন।

৩. ফাতিমা বিনতে আসাদ, যিনি ছিলেন তাঁর চাচী। আবু তালিবের স্ত্রি এবং আলী(রা) এর মা।

প্রশ্নঃ- ৫০. রাসূল(সা) এর চাচাদের নাম কী?
উত্তরঃ তারা হলেনঃ হারিস, যুবাইর, আবু তালিব, হামযাহ(রা), আবু লাহাব, খিযাক, যাকওয়ান,সাফার ও আব্বাস(রা)।

প্রশ্নঃ- ৫১. কুরআনে ‘মুহাম্মদ’ শব্দটি কতবার এসেছে?
উত্তরঃ সর্বমোট চারবার।

প্রশ্নঃ- ৫২. রাসূল(সা) এর মামা ছিলেন কারা?
উত্তরঃ তাঁরা হলেনঃ বনী যুহরা ও বনী আদি বিন নাজ্জার।

প্রশ্নঃ- ৫৩. তাঁর চাচা আবু তালিব কি ইসলাম গ্রহণ করেছিলেন?
উত্তরঃ না, তিনি ইসলাম কবুল করেননি। তিনি একজন মুশরিক হিসেবে মৃত্যুবরণ করেন।

প্রশ্নঃ- ৫৩. যখন কারো সামনে ‘মুহাম্মদ’ (সা) এর উল্লেখ করা হয় তখন কি বলা উচিত?
উত্তরঃ তখন, ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ বলা উচিত।

প্রশ্নঃ-৫৪. আয়েশার ঘরে তিনি কতদিন ছিলেন?
উত্তরঃ আয়েশার ঘরে তিনি প্রায় এক সপ্তাহ ছিলেন।

প্রশ্নঃ- ৫৫. রাসূল (স) এর মৃত্যুর পাচদিন আগে তিনি কী চাইলেন?
উত্তরঃ তিনি বললেন, “আমাকে সাত মশক পানি ঢেলে গোসল করিয়ে দাও।”

প্রশ্নঃ- ৫৬. রাসূল (স) মৃত্যুর চারদিন আগে কী বললেন?
উত্তরঃ রাসূল (স) মৃত্যুর চার দিন আগে বৃহস্পতিবারে তিনি লোকদেরকে বললেন, “এদিকে এসো আমি তোমাদেরকে কিছু পথনির্দেশ দিব যেগুলা পালন করলে তোমরা কখনো ভ্রান্ত পথে যাবে না।”

প্রশ্নঃ- ৫৭. রাসূল (স) এর মৃত্যুর একদিন আগে তিনি কি করলেন?
উত্তরঃ তার মৃত্যুর একদিন আগে রবিবার তিনি সাত দীনার দিয়ে সমস্ত দাসদাসীদের মুক্ত করে দেন এবং তার অস্ত্রশস্ত্র মুসলমানদেরকে হাদিয়া হিসেবে দিয়ে যান।

প্রশ্নঃ- ৫৮. রাসূল (স) শেষ দিন তার কন্যা ফাতিমাকে কী বললেন?
উত্তরঃ তিনি তাকে বললেন যে, আমি অসুস্থতা থেকে আরোগ্য হচ্ছি না, এটা শুনে ফাতিমা কেঁদে ফেললেন। তারপর যখন বললেন যে, আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে এটা শুনে তিনি হেসে ফেললেন।

প্রশ্নঃ- ৫৯. রাসূল (স) কখন ইন্তিকাল করেন?
উত্তরঃ ১১ হিজরীর ১২ই রবিউল আউয়াল সোমবারে তিনি ইন্তিকাল করেন।

প্রশ্নঃ- ৬০. তখন তার বয়স ছিল কত?
উত্তরঃ তখন তার বয়স ছিল ৬৩ বছর ৪ দিন।

প্রশ্নঃ- ৬১. রাসূল (স) এর মৃত্যুর সংবাদ শুনে ওমরের মনোভাব কী হয়েছিল?
উত্তরঃ তিনি এতটাই মূর্ছিতা হয়ে পড়েছিলেন যে, তিনি প্রায় তার চেতনা হারিয়ে ফেলেছিলেন আর লোকদের সামনে দাঁড়িয়ে তাদেরকে বলতে লাগলেন যে, রাসূল (স) মৃত্যুবরণ করেন নি বরং তিনি তো তার রবের কাছে গেলেন যেমনটা মূসা (আ) যেতেন।

প্রশ্নঃ- ৬২. তিনি লোকদেরকে কী বললেন?
উত্তরঃ তিনি লোকদেরকে সান্ত্বনা দিলেন যে, “যারা মুহাম্মদের ইবাদাত করতে তাদের জানা উচিত যে, মুহাম্মদ (স) এখন মৃত কিন্তু যারা আল্লাহর ইবাদত কর, তারা ভালোভাবে জেনে রাখো যে তিনি জীবিত এবং কখনো মরবেন না।”

প্রশ্নঃ- ৬৩. রাসূল (স) কে কখন দাফন করা হয়?
উত্তরঃ তাকে দাফন করা হয়েছিল বুধবার রাতে।

প্রশ্নঃ- ৬৪. তাকে কোথায় দাফন করা হয়েছিল?
উত্তরঃ তাকে আয়েশা (রা) এর ঘরে দাফন করা হয়েছিল। আবু বকর (রা) বললেন, “আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে, নবীরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই তাকে দাফন করতে হবে।”

প্রশ্নঃ- ৬৫. কবর খনন করেছিল কে?
উত্তরঃ আবু তালহা (রা)

প্রশ্নঃ- ৬৬. রাসূল (স) কে কখন গোসল দেয়া হয়েছিল?
উত্তরঃ মঙ্গলবারে তাকে গোসল দেয়া হয়েছিল।

প্রশ্নঃ- ৬৭. কারা কারা রাসূল (স) কে গোসল দিয়েছিলেন?
উত্তরঃ আব্বাস, আলি বিন আবি তালিবম আব্বাসের পুত্র কাসেম এবং রাসূল (স) এর মুক্ত দাস ওসামা বিন যায়েদ ও আওস বিন খুওয়াইলিদ (রা)

প্রশ্নঃ- ৬৮. রাসূল (স) কে কবরে রাখার জন্য কারা নেমেছিলেন?
উত্তরঃ আলি বিন আবু তালিব, ফজল বিন আব্বাস, ওসামা বিন যায়েদ ও আওস বিন খুওয়াইলিদ (রা)।

20/10/2024

✍🏻✍🏻✍🏻
আসসালামু আলাইকুম
বাংলা গজল
👇🏻_________
এই মিছা দুনিয়ায়
তুমি থাকবা কতদিন
এই মিছা দুনিয়ায়
তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে

হঠাৎ করে উঠবে বেজে
চলে যাওয়ার বীণ ..........💫..............
এই মিছা দুনিয়ায়
তুমি থাকবা কতদিন
এই মিছা দুনিয়ায়
তুমি থাকবা কতদিন.........🕌...........
এই দুনিয়ার মিছে মায়ায়
আছো তুমি ডুবে
একবারও ভাবনি হায়
চলে যেতে হবে ........💞.......
এই দুনিয়ার মিছে মায়ায়
আছো তুমি ডুবে
একবারও ভাবনি হায়
চলে যেতে হবে
কি হিসাব দিবে তুমি

কি হিসাব দিবে তুমি
শেষ বিচারের দিন,,,........⭐......
এই মিছা দুনিয়ায়
তুমি থাকবা কতদিন
এই মিছা দুনিয়ায়
তুমি থাকবা কতদিন.......🌜🌜........

নতুন সাজে সাজবে তুমি
সাদা পোশাকে
দলে দলে আসবে সবাই
তোমায় দেখিতে .......🕋......
নতুন সাজে সাজবে তুমি
সাদা পোশাকে,
দলে দলে আসবে সবাই
তোমায় দেখিতে,
তোমায় মনে রাখবে সবাই

তোমায় মনে রাখবে সবাই
অল্প কিছুদিন,,.......💞........
এই মিছা দুনিয়ায়
তুমি থাকবা কতদিন
এই মিছা দুনিয়ায়
তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে

হঠাৎ করে উঠবে বেজে
চলে যাওয়ার বীন ..💞🕋🌜⭐🕌..
এই মিছা দুনিয়ায়
তুমি থাকবা কতদিন
এই মিছা দুনিয়ায়
তুমি থাকবা কতদিন
✍🏻✍🏻✍🏻JE Inamul bhay
_______×________

28/09/2024

স্ত্রী আমার জীবন সাথী স্ত্রী আমার জান্নাতের সাথে || বুলবুলি হাবিবুর রহমান ওয়াজ

22/09/2024
22/09/2024

আসসালামু আলাইকুম
সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা কামনা করলাম আমার একটি কথা সবাইকে বলতে বাধ্য হলাম আমি ছাত্র ছাত্রীর কে বলছি আমার প্রিয় ভাই বন্ধুরা আরো আমার আপু দিদিরা তোমরা সবাইকে আমি একটা কথা বলছি আমার যদি কোন ভুল কুটি হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবা তোমাদের school and college _ 2024 sep.27 28 তারিখে একটি প্রোগ্রাম হবে এই প্রোগ্রামটা তোমার ছাত্র-ছাত্রী কেউ যাবেনা
আমি শুধু মুসলমান ভাই-বোনদেরকে বলছি তোমরা যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তাহলে কেউ যাবে না আমি তোমাদেরকে মানা করি নাই ( হয় তোমরা যাবে কিন্তু এই মাস্টাত তোমরা কেউ যাবে না___এই মাসটা কি মাস তোমরা জানো কি এই মাসটা কি এই মাসটা নবীজির জন্মদিনের মাস আর এই মাসটা তোমরা কি করতে চাইছো freshers enjoy dance করতে চাইছো তোমরা কি জানো ওই মাস্টার মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছেন
প্রিয় নবীর জন্মের মাস্টার তোমরা ফুর্তি ডান্স dance enjoy করাটা সঠিক হবে না সেই কারণে আমি তোমাদেরকে মানা করছি কারণ যে নবীর উছিলা কইরা তোমরা এই পৃথিবী পেয়েছ এই দিন পেয়েছো সেই দিন টা তোমরা নবীজির জন্ম মাস বলে মনে করো আমি মুসলমান ভাই-বোনদেরকে বলছি তোমরা কেউ যাবে না যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর দিকে তোমরার মহব্বত থাকে

ছাত্র ছাত্রীর sir madam স্যার বাইদু সবাইকে বলছি এই মেসেজটা পাইয়া থাকলে যদি কোন ভুল কুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন 🙏🏻🙏🏻🙏🏻
Assalamualaikum
Khuda Hafiz

I've just reached 3.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. ...
18/09/2024

I've just reached 3.5K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

26/08/2024

Biwanath chariali || sowaguri Jame masjid _kamsoli ase) 🕌 || vlog_video_👈🏻👈🏻

22/08/2024

হাতি কি কাম করে দেখেন 😭😭😲

26/07/2024

✍🏻✍🏻পরিশ্রম হয়তো চেহারা খারাপ করে দেবে ‌ কিন্তু ভবিষ্যৎ না 🥺😔🥲

25/07/2024

_মানুষ বলে
ভাগ্য যা আছে তাই হবে.?

_আল্লাহ বলেন আমার কাছে চেয়ে দেখো ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা আমার আছে

আলহামদুলিল্লাহ

16/06/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

আমি তোকে এতটাই ভালবাসি যে।তোকে পাবার জন্য আমি আমার ভবিষ্যত ও নষ্ট করতে পারি.।
10/05/2024

আমি তোকে এতটাই ভালবাসি যে।
তোকে পাবার জন্য আমি আমার ভবিষ্যত ও নষ্ট করতে পারি.।

09/01/2024

কথাগুলো মনোযোগ দিয়া শুনুন😔🥺🥺

28/11/2023

কিছু ভাইরাল ভিডিও বাংলা || Bangla video 📸

11/11/2023

মৈৰাবৰী H A M কলেজৰ পৰা সাংকৃতিক অনুষ্ঠাতৰ 🥰🥰 Full enjoy 🤗

_ওই পাগলী      গভীর রাতে যখন তোমার কথা                মনে পরে..        “তখন„     দুচোখের জল আর ধরে রাখতে পারেনা.!!
17/10/2023

_ওই পাগলী
গভীর রাতে যখন তোমার কথা
মনে পরে..
“তখন„
দুচোখের জল আর ধরে রাখতে পারেনা.!!

_আজ মনটা সত্যি   খুব খারাপ.....❤️🥲💔🥺_কিন্তু বোঝার মত কেউ নেই...!https://youtube.com/?si=bls29CJm7VqR0TkR
17/09/2023

_আজ মনটা সত্যি
খুব খারাপ.....❤️🥲
💔🥺
_কিন্তু বোঝার মত
কেউ নেই...!

https://youtube.com/?si=bls29CJm7VqR0TkR

01/09/2023

বড়লই বহুমুখী উচ্চ বিদ্যালয় || Bangla_song #বাংলা_সং || Nutun video Bangla

10/08/2023





#নতুন_গজল




Gojol, New Bangla Gazal, Ghazal, Gojol, Islamic Gazal, Ramzan Gojol, Bangla New Gazal 2023

#শবে বরাতের নতুন গজল ২০২৩ Borater Gojol 2023 video gujal ে বরাতের নিউ গজল ২০২৩

03/08/2023

মানুষের প্রতি প্রাণীর ভালোবাসা || কুকুরে ভালোবাসা বোঝে কিন্তু মানুষে বোঝেনা
মানুষের ভালোবাসা

03/08/2023

বহুত কষ্টের গান || #বাংলাদেশ #বাংলা ||

22/07/2023

কষ্ট তখনই হয় যখন প্রিয় মানুষটি প্রিয় অকারনে ভুল বুঝতে থাকে #বাংলাদেশ

18/07/2023

বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে || বাংলা গজল ||Bangla_Gojal #ইসলামিক #বাংলাদেশ sona #নতুনগজল || Islamic video

27/06/2023

Oi hunasun.....💓💓💓
Kotha ata Kow,,,😉

Bohut ,,,,,,, din

Hol,,,,,,💓💓💓💚💚💚

Kothatu ,,,,kom,,,vabi,,,,,
Thakute,,,aro time,,,,,,, puanai💘💘💘💘💕💕

Aji ,,,,,vabilu ,,,,,kothatu koiye ,,,,,,💘😀😀😀diu,,,
Nohole mur,,,,,,💙💙💙💙💙💙💙💙💙💙
Agote belege,,,,, koi dibo,,,,,💞💞💞💞💞💞

😘😘😘😘😘😘

Aru,,,,,,,moi nibisaru,,moy,,
Kuwar❤️❤️❤️❤️agote belege a,,,,,,,,koi ,,,,diyok😉😉😉😉😉😉😉😉😜😜😜😜😜😜😜😜

Olp,,,,,,,,tolot ase and,,,,😀😀😀😀😀😀😀😀

Olop tolot ase

Olop tolot
😛😛😛😛😜,,,


😉😉😉😉😉

Olop tolot

Just olp tolot❤️❤️

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
And kotha tu hol,,,,,,,,,,
😛😛😛😛😛😛

Happy ,,,,,ED MUBARAK in
Advance,,,,,,,,,,jodi,,,,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️olp,,,,val,,,,,lagise muku,,,,,,send koriba,,,,,,
Aru soboke send Kora,,,,,
Jiman friend ,,,,,,,,ase.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💓💓💓💓💕💕💕💕💕💕💕💖💖💖💖💛💛💛💛💛💛💛🧡🧡🧡🧡💜💜💜💚💚💝💝💝💝💝💝💝💝💝💝💝💘💘💘💘💘💘💘💘💘💘😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😜😜😜😜😜😜😜😜😜😜😜

Address


Alerts

Be the first to know and let us send you an email when JE Inamul bhay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JE Inamul bhay:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share