Tolaram College Short Stories

  • Home
  • Tolaram College Short Stories

Tolaram College Short Stories আপনার না বলা যেকোনো গল্প বলতে পারেন এখানে।
(1)

☹️
28/01/2025

☹️

28/01/2025

চাচা হেনা কোথায়?
— ওর আগামীকাল একাদশের ষান্মাসিক পরীক্ষা। মোবাইলে গ্রুপ স্টাডি করে।

28/01/2025

চাচা হেনা কে?
হেনাকে নিয়ে এতো কথা কেন?

28/01/2025

"অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিলো, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিলো"
"মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। মুক্তিযুদ্ধের যারা কুশীলব তাদের মূল আক্রোশ ছিল ইসলামের সাথে।"
— ছাত্রশিবিরের প্রকাশনা 'ছাত্র সংবাদ'

"জামাত বাংলাদেশপন্থী দল"
— মাহফুজ আলম 🐸

আসলেই ☹️একটি  ছোট গল্প নং – ১৭১৭
28/01/2025

আসলেই ☹️

একটি
ছোট গল্প নং – ১৭১৭

ভেবেছিলাম এ ব্যাপারে কিছু বলবো না। স্রেফ এই ছবিটা রাখলাম। আপনি ট্রল, সমালোচনা করতেই পারেন, করেন। তবে সাহস অনেক বড় ব্যাপা...
27/01/2025

ভেবেছিলাম এ ব্যাপারে কিছু বলবো না। স্রেফ এই ছবিটা রাখলাম। আপনি ট্রল, সমালোচনা করতেই পারেন, করেন। তবে সাহস অনেক বড় ব্যাপার, খুব কম মানুষেরই থাকে।

27/01/2025

৭ কলেজের ঢাবি অধিভুক্তি বাতিল হলো। এতে খুশি দুইপক্ষই। নতুন করে কিভাবে কলেজগুলোর কার্যক্রম পরিচালিত হবে বলে আপনি মনে করেন?

27/01/2025

যেভাবে বেরিয়ে এসেছে ইডেন কলেজ, তুমিও কি আসবে প্রিয় মহিলা কলেজ?

26/01/2025

ফেইসবুকে দেখলাম, বিয়ের ১৪ দিন পরে বিডিয়ার বিদ্রোহের ইস্যুতে ১৬ বছর জেল জীবন পার করে এসে দেখেন সেই তখন সদ্য বিয়ে হওয়া তার অর্ধাঙ্গিনী তার জন্য এই দীর্ঘ সময় অপেক্ষা করছে। একটা না হয়ে ওঠা সংসার আঁকড়ে ধরে বেঁচে আছেন।

নারীর যদি একবার কারোর প্রতি বিশ্বাস জন্মায় সেখানে আটলান্টিকের মত গভীরতা জন্মায়। নারী যদি একবার করো জন্য অপেক্ষা করে সেখানে শতবর্ষী পাহাড় হয়ে দাঁড়িয়ে যায়। নারী যদি একবার কাউকে ভালোবেসেই থাকে তার জন্য নির্দ্বিধায় একটা সখের জনম শেষ করে দিতে প্রস্তুত হয়ে যায়!

26/01/2025

বিপিএলের রেকর্ডঃ
১. দুর্বল রাজশাহী মাঠে নামছে কোনো প্রকার বিদেশী খেলোয়াড় ছাড়া।
২. দুর্বল রাজশাহীর সাথে রংপুরের ৩৬ রানে ৬ উইকেট।

26/01/2025

রিটার্ন ভালোবাসা প্রদানকারীকে আমার ধন্যবাদ এত কষ্ট করে পোস্ট করার জন্য কিন্তু কথা হচ্ছে আমি এই ছোট্ট টোকেনটিতে ভালোবাসাটা প্রকাশ করেছিলাম অর্থনীতি ডিপার্টমেন্টের তাজকিয়া, নাফাইসা, তাইবাকে আর বিশেষ করে তাজকিয়াকে যে আমাকে একটি গোলাপ গিফট করেছিলো ওদের কেক আর স্টল এর প্রশংসা করায়। ওরাই বলেছিলো ভালো লাগলে কমেন্ট করতে। হয়ত অনেকগুলো কমেন্ট এর মধ্যে আপনার এই কমেন্টটি ভালো লাগছে তাই এইটা নিয়ে বলেছেন পোস্ট এ। কিন্তু আপনার এই পোস্ট দেখার পর আমার বান্ধুবীরা যে পরিমাণ অত্যাচার আমার ইনবক্সে করছে তা আর বল্লাম না ভাই। অথচ আমি আপনাকে চিনি না, কখনো দেখিও নাই কিংবা স্টলেও না। তাই সকল বান্ধুবীদের উদ্দেশ্যে বলছি এই পোস্টকারী ভাইকে আমি চিনি না। তোরা আমারে আর জালাইস না, আর মজা নিস না। অনেকেই ব্যাপারটা অন্যভাবে নিতে পারে তাই মনে হলো কথাটুকু বলা উচিত তাই বললাম।

রায়না
ইংরেজি বিভাগ

ভালোবাসার ভাগটা কাউকে দিতে চাই না৷ গ্রাজুয়েশন শেষ করা অব্দি পারলে বাকিটুকু তোলা রাইখেন। নাম প্রকাশে অনিচ্ছুক রিটার্ন ভাল...
26/01/2025

ভালোবাসার ভাগটা কাউকে দিতে চাই না৷ গ্রাজুয়েশন শেষ করা অব্দি পারলে বাকিটুকু তোলা রাইখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক
রিটার্ন ভালোবাসা ফ্রম অর্থনীতি বিভাগ

25/01/2025

বহুবছর পর আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা। আবেদন চলছে। আপনার প্রস্তুতি কেমন? কে কোন বিষয়ে পড়বার ইচ্ছা?

সরকারি তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা সফরে যাওয়ার পথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের দ্রু...
24/01/2025

সরকারি তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা সফরে যাওয়ার পথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের দ্রুত সুস্থতার জন্য আজ সরকারি তোলারাম কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে রোভার স্কাউটের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়।

সরকারি তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বার্ষিক শিক্ষা সফর ছিলো রাঙামাটি এবং কক্সবাজারে। পথিমধ্যে মিরসরাইতে আজ ভোরে...
24/01/2025

সরকারি তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বার্ষিক শিক্ষা সফর ছিলো রাঙামাটি এবং কক্সবাজারে। পথিমধ্যে মিরসরাইতে আজ ভোরে ট্যুর বাসের একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঐ বাসে থাকা অনেকে আহত হয়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে, কে'টে গেছে। সবাইকেই হসপিটালে এডমিট করা হয়। তারা চিকিৎসাধীন রয়েছে।

আহতদের জন্য সবাই দোয়া করবেন। তবে ফেসবুকের বিভিন্ন জায়গায় নি'হত এর খবর প্রচার করছেন অনেকেই। জানতে পেরেছি এমন কিছুই হয়নি। আল্লাহ যেন সবাইকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন।

23/01/2025

মাত্রই ভূমিকম্প অনুভত হলো 😥

রাতের আধারে তারা আস্থা খুঁজে তার উপর যে পালিয়ে গেছে ভরদুপুরে। এসব এরিয়ায় সিসি ক্যামেরা থাকার কথা। চেক করা হোক, কাদের দিয়...
23/01/2025

রাতের আধারে তারা আস্থা খুঁজে তার উপর যে পালিয়ে গেছে ভরদুপুরে।

এসব এরিয়ায় সিসি ক্যামেরা থাকার কথা। চেক করা হোক, কাদের দিয়ে লাগানো হইছে, কোন প্রেস এগুলা ছাপায়ে আওয়ামী পুনর্বাসনে কাজ করে; তা নারায়ণগঞ্জের কিনা বের করতে হবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tolaram College Short Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tolaram College Short Stories:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share