08/06/2023
" স্যাক্রিফাইস " এই শব্দটাই জীবনে রাখতে নেই।এখন বলতে পারেন,এটা আবার কেমন কথা🤨!!? তাহলে কি স্বার্থপর হয়ে থাকবো নাকি🫤? এবার তাহলে আসল কথায় আসি..........
১)প্রথমত,আপনি যখন ছোট ছিলেন আপনার অন্য ভাই-বোনের তুলনায় আপনি একটু শান্ত শিষ্ট ছিলেন, কিন্তু যে ভাই/বোন যেকোনো জিনিস না পেলেই চরম অশান্তি করতো তাদের কিন্তু সেগুলো দিতেই হয়েছে।কিন্তু আপনি শান্ত ছিলেন বিধায় আপনাকে নিয়ে মা-বাবার তেমন একটা চিন্তা ছিলনা।
২)যখন মুটামুটি কিছুটা বড় হলেন,আপনার কিছু একটা জিনিস দরকার আপনি মা- বাবাকে বলেছেনও কিন্তু তারা দেরি করবে,ভাববে আপনাকে মাতানো যায়,সেই সন্তানের তুলনায় যে কিনা অশান্তি করে।
তাই সহজে আপনি কিছু পাবেননা।😐
৩)যখন আপনি বড় হয়েছেন,মুটামুটি উপার্জন করতে পারেন,দেখবেন আপনার উপর মা-বাবার কত রকমের প্রত্যাশা। তারা চাইবে এবার আপনার ঐ ভাই -বোনের চাহিদা এবার আপনি মেটান যেগুলো এতদিন তারা মিটিয়েছিলো। কিন্তু আপনারও কিছু আশা,প্রত্যাশা ছিলো যা এতদিন পূরণ করতে পারেননি সেদিকে কারো খেয়ালই একদম নাই🫡।অথবা,
৪)আপনি পরিবারের বড়/ ছোট, বউ / মেয়ে কিন্তু আপনি যথেষ্ট লক্ষি।সংসারের সমস্ত কাজ, দায়িত্ব কেবল আপনারই যেন একার।কাজে সমস্যা হলেও ভুল আপনার।যেন আর কারো কোনো দায় নেই🥱।
৫)আপনার স্বামী যখন বুঝতে পারবে আপনি স্যাক্রিফাইস করতে জানেন তখন দেখবেন পরিবারের অন্যদের আবদার মেটাতেই থাকবে আর ভাববে আপনি তার পরিস্থিতি বুঝতে পারবেন তাই আপনার বেলায় থাকবে হেলা-ফেলা🫠।
🥸এভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে কেবল ধৈর্যের দোকান নিয়েই বসতে হবে।সবার অবহেলার পাত্র হবেন আপনি।কারণ সবাই জানে আপনি এতে কিচ্ছু মনে করবেননা।ঘুরেফিরে তাদের কাছেই ফিরে যাবেন।
যে একবার বুঝতে পারবে আপনি স্যাক্রিফাইস করতে জানেন তার কাছে আপনি কখনোই এর দাম পাবেননা😒।