Reh Numaa

Reh Numaa Personal Blog Page

21/02/2024

ইয়ে মওসাম কেয়া ক্যাহলাতা হ্যায়?? 😕

20/02/2024

এদিকে ফেসবুকে যে আবার পোকাপুকি ( 👉) এর অপশন চালু হয়ে গেছে সেই খেয়াল আছে?
যদিও আমি এখনো পাইনি।😒

Mehedi by Belle Fille ❤️At Business expo 2024
11/02/2024

Mehedi by Belle Fille ❤️
At Business expo 2024

09/02/2024

Pancakes by me..🥞
First time tried, so don't judge.. ☺️

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
09/02/2024

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

First time I made these pancakes 😋Dekhte oto vlo na holeo moja hoisilo..😌
08/02/2024

First time I made these pancakes 😋
Dekhte oto vlo na holeo moja hoisilo..😌

05/02/2024

চাঁদের লিঙ্গ নিয়ে কি কেউ গবেষণা করেছেন? ছোট বেলায় যাকে মামা বলে ডাকে, তাকেই বড়ো হয়ে নিজের প্রেমিকার সাথে তুলনা করে!😕

02/02/2024

কোথাও যাওয়ার আগে সাজ'গোজের সময় বিছানার এমন হাল হয় যেন আর কোনোদিন বাড়িতেই ফিরবো না। 🙂

একটা দুঃখ থাকা দরকার দুর্দান্ত গল্প থাকা দরকার সমাপ্তিহীন পথও দরকার একটা ; একটু "না-মানুষ" হওয়া দরকার,কিছুটা বুদ্ধ হওয়া ...
31/01/2024

একটা দুঃখ থাকা দরকার
দুর্দান্ত গল্প থাকা দরকার
সমাপ্তিহীন পথও দরকার একটা ;
একটু "না-মানুষ" হওয়া দরকার,
কিছুটা বুদ্ধ হওয়া দরকার।
আরও কিছুদিন মিথ্যে হওয়া দরকার। আরও কিছুদিন মুগ্ধ হওয়া দরকার। 🍃

30/01/2024

বানিয়ে ফেললাম ভাইরাল ডিম চাটনি। 😋

27/01/2024
25/01/2024

ফেসবুকে নিজের মনগড়া কথা লিখে, তার নিচে হুমায়ূন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, নাম লেখা বন্ধ করুন!

-কাজী নজরুল ইসলাম।

23/01/2024

পারকি সমুদ্রসৈকতে যেতে ভয়ংকর অভিজ্ঞতা হলো। 😰

ফেসবুকে লাস্ট কিছুদিন খুব ভাইরাল টপিক হলো 'আমরাই শেষ জেনারেশন যাদের মা পিঠা বানাতে পারে'।আবার কেউ বলছে, 'তাঁরাই শেষ জেনা...
21/01/2024

ফেসবুকে লাস্ট কিছুদিন খুব ভাইরাল টপিক হলো 'আমরাই শেষ জেনারেশন যাদের মা পিঠা বানাতে পারে'।আবার কেউ বলছে, 'তাঁরাই শেষ জেনারেশন যাদের মা ভালো রান্না জানে'।

ভাই তোমাদের বলা শেষ?
এবার আমি কিছু বলি?

এই কথার কি ভিত্তি যে এখনকার মেয়েরা রান্না জানে না।পিঠা বানাতে জানে না।বিশ্বাস করেন এমন পোস্ট দেখে আমার রীতিমতো হাসি পায়।
এটা কোনো টপিক হলো?
এতো জাজমেন্টাল কেন আমরা?
বর্তমান জেনারেশনের মেয়েরা যেমন ঘর-সংসার সামলাতে জানে তেমনি বাহিরের পৃথিবী ও জয় করছে।

এই যুগের মায়েরা পিঠা বানাতে জানে না,রান্না জানে না বলে হাহুতাশ করার আমি তো কিছু দেখছি না।বরং এখনকার মেয়েরা যথেষ্ট বেশি আইটেম রান্না জানে যেটা আমার দিদা-ঠাকুমা-মা এদের সময় বাড়িতে রান্না হতো না।এতে যদিও তাদের দোষ নেই কারণ তখন এত উপাদান সহজলভ্য ছিলো না।হোটেল রেস্তোরাঁতে গিয়েই খেতে হতো।কিন্তু বর্তমান সময়ে ইন্টারনেটের যুগে ইউটিউব ঘাটলে অহরহ থাই,চাইনিজ সব ধরনের খাবারের রেসিপি আছে।

তবে এটা স্বীকার করতেই হবে মায়েদের হাতে যাদু থাকে।তবে এটা যেমন আমরা বলছি তেমনি আমাদের সন্তান রাও তাদের মায়ের ক্ষেত্রে বলবে তার মায়ের হাতে যাদু আছে।

আজ থেকে দশ বছর আগে রান্নার স্বাদ পুষ্টি যথেষ্ট বেশি ছিলো।এত কৃত্রিমতা ছিলো না শাক-সবজি ফলমূলে তখন সবকিছু ফ্রেশ ছিলো।মায়েরা লাকড়ির চুলায় রান্না করতে।সত্যি বলতে গ্যাসের চুলার খাবারের স্বাদ আর মাটির চুলার রান্নার স্বাদেরও ভিন্নতা আছে।

সো জাজমেন্টাল হওয়ার কিছু নাই বাঙালি মেয়ে আর রান্না একে অপরের পরিপূরক।আমরা গুরুজনের কাছে শুনেছি জন্ম থেকে মানুষ কাজ শিখে না বরং দেখতে দেখতে শিখে যায়।মেয়েরা রান্না দেখে দেখেই শিখে।যে মেয়ে বাবার বাড়িতে রান্না ঘরে যেতে চায় না সেই মেয়ে একদিন তিনবেলা রান্নার অভ্যাস হয়ে যায়।সো জাজমেন্টাল হওয়া থেকে বিরত থাকুন।

আমরাই শেষ জেনারেশন নই যাদের মা রান্না জানে,পিঠা বানাতে জানে।বরং বছরের পর বছর যার যার মায়েরা তার সন্তানের জন্য সুস্বাদু খাবার তৈরি করবে।

পরিশেষে বলতে চাই আমাদের মায়েরা ভালো থাকুক সবসময়।

- স্মৃতিকথা দত্ত

May your glow be as radiant as a thousand sunsets..💜
20/01/2024

May your glow be as radiant as a thousand sunsets..💜

13/01/2024

One fine winter morning ❄️🌬️

09/01/2024

চা ভর্তি দু’টো কাপের মতো পাশাপাশি রবো; না হয় এক কাপ চা এর সাথে নিসঙ্গতাকে আপন করে নেবো।☕❤️

07/01/2024

আঙুল এর ছবি ভিডিও এর রিচ বেশি হচ্ছে আজকে।😬

03/01/2024

এই বাঙালী ভালোবাসা ছাড়া কিছু বুঝেনা। এদের যত মোটিভেটই করেন না ক্যান টাইন্না মাইন্না খুঁইজ্জা ভালোবাসা বাইর করবে। 12th Fail মুভিতে দেখালো কিভাবে মানুষ এত সংগ্রামের পরেও টিকে থাকে,পরিশ্রম করে নিজের লক্ষ্যে পোঁছায়।ফ্যামিলি সাপোর্ট ছাড়াও,টাকা পয়সা ছাড়াও নিজের পায়ের উপর ভর দিয়ে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করা যায়। দিনের পর দিন কিভাবে স্বপ্নের পিছনে লেগে থাকা যায়।পেটে খাবার না থাকলে,ঘুমানোর জায়গা না থাকলেও,বিদ্যুত না থাকলেও কিভাবে বইয়ের পিছে লাইগা থাকা যায়।শত অপমান,বাবা মা থেকে দূরে থেকে,টয়লেট লাইব্রেরী পরিষ্কার করে,চায়ের কাপ টেনে নিজের পড়ার খরচ নিজে চালায়ে আইপিএস অফিসার হওয়া যায়।জীবনে যত ঝড় থাকুক না ক্যান বই ছাইড়া উঠা যাবে না।পড়ার সাথে গ্লুর মতো লেগে থাকা যায়।সেই সাথে গরীব সংসারের হাল ধরা যায়,দায়িত্ব নেয়া যায়।

এগুলা বাদ দিয়া এরা দেখলো নায়িকারে।যা শিখাইতে চাইলো সব মাটি। সোশ্যাল মিডিয়া উড়ায় ফালাইতেছে গ্রিন ফ্লাগ বলে চিল্লাইয়া। এমন মাইয়া হইলে সব পারা যায়। ভালোবাসাই আসল।ভালোবাসা ছাড়া তাগো চোখে আর কিচ্ছু নাইগা।

ভাই বিশ্বাস কর গ্রিন ফ্লাগ,পিংক ফ্লাগ,পারপেল ফ্লাগ যাই পাস না কেন তুই,তুই পড়তে না বসলে কোনো ফ্লাগেই কাম দিবে না। তাই কে গ্রিন কে রেড এডি শেয়ার বাদ দিয়া,পুরা মুভির ক্লিপ কাইটা কাইটা বাংলা,হিন্দি রোমান্টিক গান না লাগায় পড়তে বয়। সময় থাকতে পড়তে বয়।পড়ার কোনো বিকল্প নাই।পরীক্ষায় পাশ শ্রদ্ধা করে দিয়ে যাবে না।নিজের কলম নিজের চালাইতে হবে,নিজের জায়গা নিজের বানাইতে হবে।🤦‍♀️

©

02/01/2024

হঠাৎ যখন রামেন খেতে ইচ্ছে করে। 🍜😋

28/12/2023

From টিভি টা গলায় ঝুলায় রাখ to ফোনের ভিতরে ঢুকে যা we all grew up.

অল্প তেল আর কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই হেলদি ডায়েট মিক্সড ভেজিটেবল। ❤️
26/12/2023

অল্প তেল আর কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই হেলদি ডায়েট মিক্সড ভেজিটেবল। ❤️

Address


Alerts

Be the first to know and let us send you an email when Reh Numaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share