শূন্য পকেট14

  • Home
  • শূন্য পকেট14

শূন্য পকেট14 লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন
(75)

29/12/2024

কেন জানি না,বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে।

দেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভাবে ইউরোপে সুখ। ইউরোপে থাকলে ভাবে, লন্ডন -আমেরিকা-ক্যানাডায় সুখ।সেখানে গেলে ভাবে, ধুর ছাই, দেশই ভালো ছিলো

এভাবে ‘সুখ’ নামের মরীচিকার পেছনে ছুটতে ছুটতে জীবনকেই একসময় ছুটি দিয়ে দেয়।

অথচ সুখটা হওয়ার কথা ছিলো মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়া।

12/12/2024

হারিয়ে ফেলেছি মানসিক শান্তি
কারো আলোকিত শহরে আর হাটতে চাইনা আমি

17/11/2024

কাফনের কাপড় এক আজব জিনিস যে বানায় সে বিক্রি করে দেয় যে কেনে সে ব্যবহার করে না যে ব্যবহার করে সে জানেই না😢

15/11/2024

-তিল তিল,,,,
করে সাজানো একটা স্বপ্ন -যখন ভেঙে যায়,,,,
-মানুষ তখন,,,,, স্বপ্ন দেখতে ভুলে যাই........!

13/11/2024

দিন শেষে একটাই ভরসা "হাসবুনাল্লাহু ওয়া'নিমাল ওয়াকীল"
আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট!

12/11/2024

কম চাওয়া
কম পাওয়া, কম আফসোস, জীবন সুন্দর!

11/11/2024

সুন্দর সে নয় যে দেখতে সুন্দর সুন্দর তো সে যার মন মানসিকতা সুন্দর

10/11/2024

জীবনের সবচেয়ে বড় শান্তনা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন..!

08/11/2024

সময়কে মনে রাখুন!
কোন সময়ে কোন মানুষ কীরকম আচরণ করেছে, এটা খুব দরকারী।

07/11/2024

তুমি নিজেও জানো না"
তোমার মায়া ঠিক কতটা ভয়ংকর.!

28/10/2024

যদি রানি হতে চাও তবে রাজাকে তার রাজ্য গড়ার আগমুহূর্ত পর্যন্ত পাশে থেকে যাও!🥀🖤

26/10/2024

কি খুজছেন, আপন মানুষ?
আকাশের দিকে তাকাও, আল্লাহ ছাড়া কাউকেই আপন মনে হবে না।🤔

18/10/2024

গন্তব্য যেহেতু মাটির নিচে, তাহলে আমাদের এতো আকাশ ছোয়ার স্বপ্ন কেন!?

10/10/2024

কিছু শূন্যতা পূর্ণতা পায় না, তবুও মুখে একগাল হাসি রেখে বলতে হয় ভালো আছি তো..!

09/10/2024

স্বপ্ন পূরন করতে এসে
ঘুমই পূরন হয় না!
স্বপ্ন পূরন তো বিলাশিতা!

08/10/2024

সময়টা বদলে গেছে এখন,
নিজের মনের খেয়াল রাখা নিজেরই দায়িত্ব।

07/10/2024

কিসের এত অহংকার
একদিন গরম পানি আর বরই পাতা, পৃথিবীর সব মায়া ধুয়ে দিবে-😢

07/10/2024

আগে জানতাম না জীবন মানে কি!
এখন মনে হয় জীবন মানে যুদ্ধ
কখনো ক্লান্ত মস্তিষ্ক কিংবা শরীরের সাথে আবার
কখনো চেনা অচেনা মানুষের সাথে🤫

Address


Telephone

+60172431321

Website

Alerts

Be the first to know and let us send you an email when শূন্য পকেট14 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share