18/09/2023
>আনন্দ সংবাদ<
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজন
ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন জহির রায়হান, আলমগীর কবির, তারেক মাসুদ
ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন জহির রায়হান, আলমগীর কবির, তারেক মাসুদ
বাংলাদেশের এমন কয়েকজন চলচ্চিত্রকার রয়েছেন, যাঁরা নিজ চলচ্চিত্রস্রষ্টাবৃত্তির স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য। এই চলচ্চিত্রকারগণ কেবল যে দর্শকদের জন্য প্রাতস্মরণীয় তা নয়, তাঁদের নিজস্ব সৃষ্টির অনুপম কীর্তির মাইলফলকগুলো নবাগত, আগত এবং অনাগত সকল চলচ্চিত্রকর্মী ও নির্মাতাদের নিত্যপাঠ্য।
বাংলাদেশের চলচ্চিত্রে এমনই তিন কীর্তিমান চলচ্চিত্রকার আমাদের নিত্যপাঠ্য হয়ে আছেন। তাঁরা কেবল যে বাংলাদেশের তা নয়, তাঁরা সমগ্র বাংলার চলচ্চিত্র অনুরাগীদের পাঠ ও পর্যালোচনায় নিত্য আলোচিত। তাঁরা হলেন- জহির রায়হান, আলমগীর কবির ও তারেক মাসুদ।
জহির রায়হান, আলমগীর কবির ও তারেক মাসুদের চলচ্চিত্র ও তাঁদের চলচ্চিত্রচিন্তা পাঠের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
৩ দিনব্যাপি ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন জহির রায়হান, আলমগীর কবির, তারেক মাসুদ’ অনুষ্ঠিত হবে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর ২০২৩।
সেশন চলবে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
নিবন্ধন ফি: ৬০০ টাকা।
নিবন্ধনের জন্য আপনার নাম, বয়স ও পেশা লিখে এসএমএস করুন ০১৯৭১ ১০১১০৬ নাম্বারে
#ম্যুভিয়ানা_ফিল্ম_সোসাইটি