The Story Teller シ︎

  • Home
  • The Story Teller シ︎

The Story Teller シ︎ আসসালামু আলাইকুম
welcome to my page
���

কিছু ভাল্লাগে না।🙂
21/11/2023

কিছু ভাল্লাগে না।🙂

সৌন্দর্য প্রকৃতির প্রতিটি আলোকবিন্দুতে বিদ্যমান। 🖤🌸
16/09/2023

সৌন্দর্য প্রকৃতির প্রতিটি আলোকবিন্দুতে বিদ্যমান। 🖤🌸

shesh issa🙂
28/08/2023

shesh issa🙂

এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন। আসলে এটারোকনুজ্জামান খানের ৫২ লাইনের অসম্ভব সুন্দর একটি ছড়া।'...
04/08/2023

এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন। আসলে এটা
রোকনুজ্জামান খানের ৫২ লাইনের অসম্ভব সুন্দর একটি ছড়া।
'
'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনলো কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।'

-সম্মানের সাথে সদ্য স্মাতক হওয়া মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা মেয়েকে নিয়ে গ্যেরেজে গেলেন।বললেন,“এখানের এই গাড়িটা...
23/07/2023

-সম্মানের সাথে সদ্য স্মাতক হওয়া মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা মেয়েকে নিয়ে গ্যেরেজে গেলেন।

বললেন,“এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তারা তোমাকে কত অফার করে।”

মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′ তারা আমাকে এক হাজার ডলার অফার করেছে কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”

বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!”

মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে এখানে মাত্র ১০০ ডলার অফার করেছে।′′
বাবা তখণ একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহল ভাবে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ্ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"

তখন বাবা তাঁর মেয়েকে বললেন, "সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে রাগ করবেনা। বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুনের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার মূল্য কেউ দেখে না।”

07/07/2023

ঘরে ফ্রিজ রাখা হারাম মনে করে তারা
———————————
আমি একবার ইরানের একটি এলাকায় গেলাম। সেখানে দেখলাম কারো ঘরে ফ্রিজ নেই। আমি যে ঘরে মেহমান হয়েছিলাম তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলল, আমরা ঘরে ফ্রিজ থাকাকে গোনাহ মনে করি। জিজ্ঞেস করলাম, কেন? আমি কথাটি শুনে আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর মেযবান বলতে লাগলেন, শাহে ইরানের শাসনকালে রাষ্ট্র জনগণকে ফ্রিজ কিনতে উৎসাহ দিত। স্বল্পমূল্যে কিস্তিতে ফ্রিজ, টিভি, অনেক কিছু মিলত। মানুষও ব্যাপকহারে ফ্রিজ কিনল।

কিছুদিন পর আমরা বুঝতে পারলাম যে, আমাদের হৃদয় সংকীর্ণ হয়ে গেছে। অতিরিক্ত খাবারগুলো অনাহারীকে না বিলিয়ে ফ্রিজে রেখে দিতে অভ্যস্ত হয়ে গেলাম। আগে অতিরিক্ত খাবার অভাবীদের মধ্যে দান করে দিতাম বা প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দিতাম, তারাও আমাদের ঘরে পাঠাতেন। ফ্রিজ ওই দান আর প্রীতির ধারাবাহিকতা বন্ধ করে দিল। পরে একদিন আমাদের জামে মসজিদের ইমাম সাহেব পুরুষ-মহিলা সকলকে সামনের জুমুআয় হাজির হতে বললেন। তিনি সামাজিক বন্ধন ও প্রীতি নিয়ে দীর্ঘ আলোচনা করে ফ্রিজকে হারাম ঘোষণা করলেন। আমরা সারা এলাকাবাসী ফ্রিজ বিক্রি করে ফেললাম। আলহামদুলিল্লাহ, আবার আমাদের সেই পরিবেশ ফিরে এল। এরপর থেকে আজ পর্যন্ত আমাদের এলাকায় আর ফ্রিজ ঢুকেনি।

আমি জিজ্ঞেস করলাম, এতে ফায়দা আর কী হল? বললেন, সবচে বড় যে ফায়দাটা হয়েছে তা হল, আমাদের এলাকায় কেউ এখন ক্ষুধার্ত থাকে না, অনাহারে কেউ রাত কাটায় না।

সুবহানাল্লাহ ❤️

01/07/2023

পছন্দের কবিতা কোনটা?

ছবিটা উল্টো করে দেখুন🫨🫨🫨🫨
26/06/2023

ছবিটা উল্টো করে দেখুন🫨🫨🫨🫨

এবার এটাই উপায়, তবু যদি স্বস্তি মিলে!
21/06/2023

এবার এটাই উপায়, তবু যদি স্বস্তি মিলে!

:— তখন বাস কেই পানিতে নামিয়ে দেই কারন হচ্ছে আমরা মাধ্যবিত্ত স্টুডেন্ট 🙂👍
13/06/2023

:— তখন বাস কেই পানিতে নামিয়ে দেই কারন হচ্ছে আমরা মাধ্যবিত্ত স্টুডেন্ট 🙂👍

~কুসংস্কার~ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,মোরগ ডাকলে ভোর।কুকুর ডাকলে লেজ গুছিয়ে,ছিটকে পালায় চোর।।পেঁচা ডাকলে অশুভ হয়, শকুন ডা...
10/06/2023

~কুসংস্কার~

ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।।
পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।।
পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।।
সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।।
হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ,
ঘরেরই চৌকাটে।।
যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে,
চুলকালে ডান হাতে।।
খাবার সময় উঠলে হাঁচি,
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে,
তার অকালে বউ মরে।।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।।.................................

বাস্তবতা কল্পনার পাশ ঘেঁষে যাওয়া এক অচেনা পথিক।🥀🖤
05/06/2023

বাস্তবতা কল্পনার পাশ ঘেঁষে যাওয়া এক অচেনা পথিক।🥀🖤

ওই যে ওই দূরের মেঘ কণ্যাদের দেখেছো?ওই মেঘে-রাজ্যের ওপারে পাহাড়-সম দীর্ঘশ্বাস গুলো জমা হয়।মেঘমালা তার ভার বইতে না পেরেই হ...
28/05/2023

ওই যে ওই দূরের মেঘ কণ্যাদের দেখেছো?
ওই মেঘে-রাজ্যের ওপারে পাহাড়-সম দীর্ঘশ্বাস গুলো জমা হয়।
মেঘমালা তার ভার বইতে না পেরেই হয়তো
আকাশের বুক চিড়ে ধরণীর বুকে
চিরনিদ্রায় শায়িত হয়।

✍️ Fahmida Akhi

12/05/2023

আমি সারাদিন অফিসে খেটেখুটে ক্লান্ত হয়ে বাড়ি এলাম। ধপ করে সোফায় বসে পা টা টিপয়ে তুলে দিয়েছি.....এমন সময় বউ এসে একগ্লাস পানি দিল আর পেছন থেকে আমার ছেলে একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিল।📄

English. 17 /100
Bangla. 35/100
Maths. 40 /100
Physics 37/100
Chemistry 42/100

আমার মাথায় আগুন জ্বলে উঠলো।
😤😤😤😡😡😡

"কুলা'ঙ্গার, পা'জি, নচ্ছার, ইডি'য়ট। এটা কি....বলি, কী এটা...হ‍্যাঁ। সারাক্ষণ খালি ফোন আর টিভি!!! এইসব মার্কস দেখানোর সাহস হয় কি করে তোর....বাঁ'দর কোথাকার!!!"
😡😡😡

বউ বাধা দিল,

" ওগো, মাথা ঠান্ডা করে এক মিনিট শোনো না....."

আমি তর্জনী উঁচিয়ে বললাম,

"শাট আপ!! এই তোমার আদরে আদরেই গোল্লায় গেছে ছেলেটা। কোন আশা নেই... পুরোপুরি বখে গেছেন লাটসাহেব!!"

বউ আমতা আমতা করতে লাগলো,

"ওহ্ হো, আরে আগে শোনই না কথাটা!!"

আমি ষাঁড়ের মত চেঁচিয়ে উঠলাম,

" কি শুনবো... হ্যাঁ, কী শোনাবে তুমি? শোনার কিছু বাকি আছে কি? তোমার ঐ আদরের বাছা বংশের মান সম্মান সব ধুলিস্যাৎ করেছে... আমার চোদ্দ গুষ্টির কেউ এত বাজে রেজাল্ট করে নি। দ‍্যাখো, তোমার আদরের দুলাল কেমন চোখ মিটমিট করে তাকাচ্ছে.... ইচ্ছে করছে, চোখ গেলে দিই,এতো খারাপ নম্বর.... ছিঃ ছিঃ ছিঃ, কী কৈফিয়ত আছে তোর কাছে..... মুখে কুলুপ এঁটে না বসে কি বলবি, বল হতচ্ছাড়া!!
নইলে ঠাস করে মারবো এক চড়।"

ছেলে মাথা নিচু করে বলল,

*"দুপুরে আদ্দিকালের আলমারিটা সাফ করতে গিয়ে এই কাগজটা পেলাম ।এটা তো তোমার মার্কসীট।"*

আমি.......😕🙁☹😣😖

ছেলে.......😐

বউ........😏

😂

😂🤣
10/05/2023

😂🤣

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যা...
07/05/2023

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হত।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।❤️

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল চল্লিশ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না।

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা।"🙂

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ।-সংগৃহীত

In Sha Allah ❤️🌸
07/05/2023

In Sha Allah ❤️🌸

কেউ একজন কোন বিবাহিতা ভদ্রমহিলাকে প্রশ্ন করেছিলেন আপনি হাউস ওয়াইফ না ওয়ার্কিং ওম্যান?   ভদ্রমহিলা খুব সুন্দর একটা মন ছ...
05/05/2023

কেউ একজন কোন বিবাহিতা ভদ্রমহিলাকে প্রশ্ন করেছিলেন আপনি হাউস ওয়াইফ না ওয়ার্কিং ওম্যান? ভদ্রমহিলা খুব সুন্দর একটা মন ছুঁয়ে যাওয়া উত্তর দিয়েছিলেন ----- তিনি বলেছিলেন আমি একজন পারফেক্টলি ওয়ার্কিং লেডি। আমি সকালের এলার্ম ক্লক, একজন কুক, একজন ওয়েটার, একজন সার্ভেন্ট, আমি একজন পার্ট টাইম টেলার এবং আমি ধোপারও কাজ করি।
প্রয়োজনে আমাকে বাসন ধুতে হয়, ঘর সাফ করতে হয়, বাচ্চাদের জন্য আমি একজন গৃহশিক্ষিকা, আর বাড়ির বয়স্কদের জন্য আমি একজন নার্স।
বাড়িতে আসা অতিথির জন্য আমি একজন রিসেপশনিস্ট, এবং সারাদিন বাড়িতে থাকা আমি একজন সিকিউরিটি গার্ড।
আমি ঘরে সেজে গুজে থাকারএকজন বউ।
আমার স্বামীর জন্য আমি একজন মিত্রা,
একজন প্রেমিকা এবং স্ত্রী।
বাচ্চাদের জন্য আমি যেন আলাদিনের চীরাগ,
না আমার কোন ওয়ার্কিং না আমার কোন বেতন
আছে, কোন প্রমোশনও নেই, কোন ইনক্রিমেন্টও
নেই, নেই কোন বোনাস।
তবুও প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি হাউস ওয়াইফ না একজন ওয়ার্কিং লেডি!

When the client says can you do it cheaper:🤣🤣🤣
29/04/2023

When the client says can you do it cheaper:🤣🤣🤣

25/04/2023

স্বপ্ন বলে দিলে কি হয় জেনে নিন।
-মিজানুর রহমান আজহারী এর সম্পর্কে কি বলল !

17/04/2023

Intelligent & kind dog😳🤍

15/04/2023

ঈদের কেনাকাটা 🦋🌸❤️

05/04/2023

মাগরিবের নামাজের পড়ে শুধু এই দোয়াটি পড়ুন।
বহু ফজিলতপূর্ণ দোয়া। ❤️

02/04/2023

গল্পটি সম্পূর্ণ পড়লে খুব ভালো লাগবে!🌸

অদ্ভুতুড়ে  ঘটনা..মাগরিবের আজার মাত্র দিছে, হঠাৎ মায়ের ফোনটা বেজে উঠলো মা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আমার দুলাভাই বলছে আ...
25/03/2023

অদ্ভুতুড়ে ঘটনা..
মাগরিবের আজার মাত্র দিছে, হঠাৎ মায়ের ফোনটা বেজে উঠলো
মা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আমার দুলাভাই বলছে আমার আপু খুব অসুস্থ. হসপিটালে নিয়ে গেছে সবাই, মা বাবাকে দুলাভাই তক্ষুনি যেতে
বলে, আমি ও যেতে চাই তাদের সাথে কিন্তু মা নিলো না কারন কিছুদিন পর আমার এসএসসি পরীক্ষা শুরু
মা বললো আজ রাতেই চলে আসবে, এই শর্তে আমাকে একা রেখে মা বাবা আর ছোট বোন চলে গেলো। সন্ধ্যা থেকে রাত ১০ টা পযন্ত একা ই বাসাই আছি বাহিরে টিপটিপ বৃষ্টি পড়ছে
মাঝে মাঝে ভয় লাগতেছে আবার ভালো একটা ফিলিংস কাজ করতেছে হঠাৎ রাত ১১ টার সময় কলিংবেল টা বেজে উঠল দরজা খুলতেই দেখি মা বাবা আর ছোট বোন দাড়িয়ে আছে মা খুব রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে, আজব বিষয় তাদের গায়ে বৃষ্টির বিন্দু মাত্র ফোটা নেই, আমি কিছু জিগ্যেস করার আগেই মা বাবা আর ছোট বোন তাড়াহুড়ো করে ঘরের ভিতর চলে গেলো হঠাৎ আমার ফোনটা বেজে ওঠল
ফোনটা রিসিভ করতেই মা বলে ওঠল "মা তোর আপু খুব অসুস্থ আজকে আমারা আসতে পারবো না. কাল সকালেই চলে আসবো
তুমি খাবার খেয়ে এখন ঘুমিয়ে পড়"
আমি থতমত খেয়ে গেলাম, তাহলে মাত্র যারা রুমে গেলো তারা কারা🙄

23/03/2023

😱❤️drama:my dear brothers

22/03/2023

she is just amazing 🖤🖤

😂
21/03/2023

😂

Address


Alerts

Be the first to know and let us send you an email when The Story Teller シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Story Teller シ︎:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share