The Story Teller シ︎

  • Home
  • The Story Teller シ︎

The Story Teller シ︎ আসসালামু আলাইকুম
welcome to my page
���

🙈🖤🌸
10/06/2025

🙈🖤🌸

🖤
08/06/2025

🖤

Photography একটা নেশার মতো... আর প্রকৃতি এতোটাই মুগ্ধতা ছড়ায় যে নেশাটাই পেশা করে নিতে মন চায়।
30/05/2025

Photography একটা নেশার মতো... আর প্রকৃতি এতোটাই মুগ্ধতা ছড়ায় যে নেশাটাই পেশা করে নিতে মন চায়।

14/05/2025

একটা ব্যাঙকে যদি আপনি ঠাণ্ডা পানির পাত্রে রাখেন, আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন—ব্যাঙটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ পানিতে বসে থাকে, আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে।
ধীরে ধীরে পানি গরম হতে থাকে, আর ব্যাঙও ধীরে ধীরে তার শরীরের ভেতর সেই উত্তাপ সহ্য করতে থাকে। সে ভাবে, "এটা তো এখনো সহ্য করা যাচ্ছে।"

কিন্তু সমস্যা তখনই শুরু হয়। পানির তাপ এক সময় এত বেশি হয়ে যায় যে, তখন আর সহ্য করা যায় না। ব্যাঙ তখন বুঝতে পারে, "এখন আমার লাফ দিয়ে বাঁচা দরকার!"

কিন্তু হায়! তখন আর তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য! তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না। ধীরে ধীরে সে পানিতে সেদ্ধ হয়ে মারা যায়…

আপনি কি জানেন—ব্যাঙটা আসলে মারা যায়নি পানির তাপে, বরং মারা গেছে সময়মতো সিদ্ধান্ত না নিতে পারায়!

এই ঘটনাটাকেই বলা হয় "Boiling Frog Syndrome"।

এই গল্প আমাদের জীবনের সঙ্গেও হুবহু মিলে যায়।
আমরা অনেক সময় একের পর এক অন্যায়, অবহেলা কিংবা কষ্ট সহ্য করতে থাকি—ভাবি, “এখন না হয় মেনে নিচ্ছি, পরে কিছু একটা করব।”

কিন্তু যে সমস্যা শুরুতেই ঠেকানো যেতো, তা ধীরে ধীরে এমন ভয়াবহ রূপ নেয় যে তখন আর কিছুই করার থাকে না।
তখন আমাদের মনের শক্তিটাও থাকে না, সাহসটাও ক্ষয়ে যায়।
শিক্ষনীয়
তাই, জীবনে কখনো এমন পর্যায়ে পৌঁছাবেন না যেখানে লাফ দেওয়ার মতো শক্তিটুকুও থাকবে না।
সময় থাকতে নিজের অবস্থান পরিষ্কার করুন, প্রতিবাদ করুন, নিজের সম্মানকে রক্ষা করুন।
না হলে একদিন হয়তো আপনিও সেই “সেদ্ধ ব্যাঙ” হয়ে যাবেন, যে বাঁচতে চেয়েও বাঁচতে পারল না…

🙂
10/05/2025

🙂

কবিতা: কৃষ্ণচূড়ার কাছেতুমি কি দেখেছো কৃষ্ণচূড়া ঝরা বিকেল—রক্তিম আলোয় ভেজে পাতা, নীরব এক হাহাকার?আমার হৃদয়ও সেভাবেই ঝ...
06/05/2025

কবিতা: কৃষ্ণচূড়ার কাছে

তুমি কি দেখেছো কৃষ্ণচূড়া ঝরা বিকেল—
রক্তিম আলোয় ভেজে পাতা, নীরব এক হাহাকার?
আমার হৃদয়ও সেভাবেই ঝরে,
রামধনু রঙে রাঙানো, অথচ শূন্যতার ভারে ভারাক্রান্ত।

প্রতিটি পাপড়িতে বসন্তের নাম লেখা,
তুমি যেদিন গেলে, কৃষ্ণচূড়াও কাঁদলো—
হাওয়ায় ভেসে এল শেষ বিদায়বেলা,
আর আমি শুধু চেয়ে রইলাম, নিঃশব্দে, উদাস।

সে কি ছিল প্রেম, না শুধুই এক ঋতুর ভুল বোঝাবুঝি?
প্রকৃতি বলে, "প্রেম ফোটে আবার ঝরে—"
কিন্তু হৃদয় তো বৃক্ষ নয়, সে তো পুড়ে যায়,
যেখানে কৃষ্ণচূড়া হয় স্মৃতির আগুন।

তবু প্রতি গ্রীষ্মে তুমি ফিরে আসো,
রক্তিম আকাশে, পাতার ফাঁকে—
আমি তখনো দাঁড়িয়ে থাকি একা,
তোমার ছায়ার মতো, এক কৃষ্ণচূড়ার নিচে।

#কৃষ্ণচূড়া

29/03/2025

"এবার ২৯টি রোজার পর আসছে পবিত্র ঈদ উল ফিতর ! আনন্দের এই দিনে সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বর্ষিত হোক। ঈদ মোবারক!" ❤️🥰

26/02/2025

উপন্যাস - (নির্মোচন) লেখিকা-ফাবিয়াহ মমো
কন্ঠে- Fahmida Akhi

তাইওয়ানে প্রকৃতির কোন ক্ষতি না করেই, এভাবেই তৈরি করা হয়েছে হাইওয়ে।
12/11/2024

তাইওয়ানে প্রকৃতির কোন ক্ষতি না করেই, এভাবেই তৈরি করা হয়েছে হাইওয়ে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when The Story Teller シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Story Teller シ︎:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share