23/06/2022
আওয়ামী লীগ বাংলাদেশের অন্যান্য দলগুলোর মতো গতানুগতিক কোনো দল নয়। আওয়ামী লীগ অনেক কারণেই অনন্য।
আওয়ামী লীগ ও বাংলাদেশের জন্মের ইতিহাস, বেড়ে ওঠার ইতিহাস এবং বিকশিত হওয়ার ইতিহাস- একই। তাই আওয়ামী লীগ ও বাংলাদেশ একে অপরের পরিপূরক। এর অজস্র কারণের মধ্যে অন্যতম কারণটি হলো- অন্যদলগুলোর অধিকাংশই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রতিষ্ঠার পর বাংলার মানুষেকে শাসন করার উদ্দেশ্য নিয়ে, পক্ষান্তরে আওয়ামী লীগের জন্মই হয়েছিল বাঙালি জাতিকে হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে এবং জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা করেছে।
জাতির পিতাকে সপরিবারে হত্যার পর নামসর্বস্ব কিছু দলেরও আবির্ভাব হয়েছিল শুধু আওয়ামী বিরোধিতার উদ্দেশ্য থেকে। যতো প্রতিবন্ধকতা এসেছে আওয়ামী লীগ ততোই জনগণের ঘরের দুয়ারে পৌঁছে গেছে।
আওয়ামী লীগের ইতিহাস মানেই বাঙালির মুক্তির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মানেই বিশ্বের বুকে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস।
সংগ্রাম ও অর্জনে আওয়ামী লীগের ৭৩ বছর।
মানুষের সাথে, মানুষের পাশে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।।
Unlike any other political parties, Bangladesh Awami League is unique on many grounds.
The history of Awami League and the history of Bangladesh - from birth to growth and development - go hand in hand. Therefore, Awami League and Bangladesh are indispensable for each other. The reasons are innumerable and a key fact is other political parties were born in post-independence Bangladesh with the motto of ruling the people of this country.
In contrast, the birth of Awami League was aimed at breaking the shackle of subjugation worn by the people of Bangladesh until our victory came following the liberation war. Awami League is the party that led people to this glorious struggle.
Following the assassination of the father of the nation, some parties sprang up only with the goal of countering Awami League. The more were obstacles, the closer went Awami League to the doorsteps of people.
The history of Awami League is the history of the emancipation of Bengalis, the history of Awami League is the history of Bangladesh standing with dignity and pride on the global stage.
73 years of Awami League in struggle and achievement - with the people, beside the people.
Joy Bangla, Joy Bangabandhu ..
#আওয়ামীলীগ #প্রতিষ্ঠাবার্ষিকী #বঙ্গবন্ধু #শেখমুজিব #বাংলাদেশ #শেখহাসিনা