![ভারতের সাথে চলমান অবস্থা বিদ্যমান থাকলে আমাদের যা যা লাভ হবে-১) দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হবে। ২) দেশের চিকি...](https://img4.medioq.com/581/733/568548575817332.jpg)
08/12/2024
ভারতের সাথে চলমান অবস্থা বিদ্যমান থাকলে আমাদের যা যা লাভ হবে-
১) দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হবে।
২) দেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
৩) দেশের জিডিপি বেড়ে যাবে।
৪) দেশের মাথাপিছূ আয় বেড়ে যাবে।
৫) দেশে মানব পাচার কমে যাবে।
৬) স্বর্ণ চোরাচালান কমে যাবে।
৭) ইয়াবা, ফেনসিডিলের আগমন কমে যাবে।
৮) চীনের সাথে সম্পর্ক আরো গভীর হবে,
৯) দেশের পযর্টন শিল্পের উন্নতি ঘটবে,
১০) দেশের সামরিক শক্তির উন্নতি ঘটবে,
১১) দেশে ফ্যাসিস্ট এবং ভারত প্রেমিকের সংখ্যা কমে যাবে,
১২) জনগনের মধ্যে ঐক্য আরো দৃঢ় হবে,
১৩) আলু পিয়াজসহ সকল ভারত নির্ভর আমদানী পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সুযোগ তৈরি হবে,
১৪) বিকল্প আমাদানীর পথ প্রশস্ত হবে, এতে এক দেশের প্রতি অতি নির্ভরশীলতা হ্রাস পাবে।
আমাদের যা যা ক্ষতি হবে-
১) বড় প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপের কারনে সাময়িক সময়ের জন্য দেশের অর্থনৈতিক অবস্থা ভাল থাকবে না, এতে জিনিসপত্রের দাম বেড়ে যাবে।
২) বেশি কঠিন রোগী থাকলে চিকিৎসায় কিছুটা ব্যঘাত ঘটবে,
৩) ভারত হয়ে যে সব দেশের ভিসা নিতে হয়, তাতে বাধাপ্রাপ্ত হবে,
৪) দেশে ভারতের দালালেরা ব্যাপক মনো:কষ্টে ভুগবে।
বিঃদ্রঃ নিজের পায়ে দাড়াতে শিখুন, ভারতের গোলামী ছাড়ুন ✅
Dhaka Media1