Rokomari News

  • Home
  • Rokomari News

Rokomari News Our authors are sharing updates or information on technology, business, education and entertainment etc. Stay with us!

Our content and stories are refreshing, and inspiring which creates positive change to the society.

মালদ্বীপ নাকি টাকার খেলা?
13/07/2022

মালদ্বীপ নাকি টাকার খেলা?

সবাই বলে মালদ্বীপ নাকি টাকার খেলা! কথাটা একবারে মিথ্যা না । মালদ্বীপ একটা আর্কিপেলাগো অর্থাৎ অনেকগুলো দ্বীপের সম...

04/03/2021

সম্প্রতি গুগল প্লে স্টোরে মুক্তি পেয়েছে ‘মাইকোর্ট’ নামে একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রায় ১৭ হাজার আইনজীবী খুদেবার্তা এবং নোটিফিকেশনের মাধ্যমে তাদের মামলার আপডেট পাবেন।

এছাড়া কজলিস্ট এর চলমান আইটেম, প্রতিদিনের মামলার ফলাফল দেওয়াসহ নানা সুবিধা রয়েছে অ্যাপটিতে। যেগুলো আরও বেশি গতিশীল করবে আইনজীবীর কাজ। অ্যাপটি তৈরি করেছে ‘বঙ্গটেক’ নামে একটি স্টার্ট আপ প্রতিষ্ঠান যার নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা সম্মাননা প্রাপ্ত তরুণ প্রযুক্তিবিদ জুবায়ের হোসেন।

04/03/2021

মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম স্যার ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বুধবার (৩ মার্চ) দিবাগত রাত ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এইচ টি ইমাম দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তিনি ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত। ১৯৩৯ সালে জন্মগ্রহণকারী সাবেক এ সরকারি কর্মকর্তার বর্তমান বয়স ৮২ বছর।

১৯৭১ এ মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রথম ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন। ১৬ ডিসেম্বর ১৯৭১ এর পর তিনি স্বাধীন বাংলাদেশে ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করতে থাকেন। ১৯৭৫-এর ২৬ আগস্ট পর্যন্ত তিনি ক্যাবিনেট সচিবের পদে নিযুক্ত ছিলেন।
১৯৭৮ থেকে ১৯৮৪ পর্যন্ত সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি সড়ক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব-এর দায়িত্ব পালন করেন। ১৯৮৬ থেকে ১৯৮৭ পর্যন্ত পরিকল্পনা সচিবের পদে নিযুক্ত ছিলেন। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

26/02/2021

সিলেটে এনা পরিবহনের সাথে লন্ডন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ

19/02/2021
ভাসানচরের সুপার শপে প্রতিদিন বিক্রি ৫০ হাজার টাকাসংগৃহিত
12/02/2021

ভাসানচরের সুপার শপে প্রতিদিন বিক্রি ৫০ হাজার টাকা

সংগৃহিত

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে না পৌঁছেও এডিট করা ছবি দেখিয়ে সনদ নেওয়া দুইজনসহ তিন ভারতীয়কে নিষিদ্ধ করেছে ...
12/02/2021

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে না পৌঁছেও এডিট করা ছবি দেখিয়ে সনদ নেওয়া দুইজনসহ তিন ভারতীয়কে নিষিদ্ধ করেছে নেপাল। তারা আগামী ছয় বছর দেশটির কোনো পর্বতে আরোহণ করতে পারবেন না। প্রতারণা করায় অভিযুক্ত দুইজনের সনদও বাতিল করেছে নেপালি কর্তৃপক্ষ। খবর এএফপির।

সুত্রঃ জাগো নিউজ

bKash donated 300 ventilators along with 300,000 emergency medical toolkits to the government, which could be recorded a...
11/02/2021

bKash donated 300 ventilators along with 300,000 emergency medical toolkits to the government, which could be recorded as the largest act of social corporate responsibility by any private sector organisation amid the pandemic.

https://www.thedailystar.net/business/news/bkash-helps-relieve-pandemic-pain-2042801

Businesses should be more than the business itself. Milton, a Nobel laureate and noted economist, fully agrees with this sentiment and believes that when a business goes beyond its core activities to undertake credible, welfare-oriented initiatives, it has a tremendously positive impact on society.

05/02/2021

সিলেটের মাইজগাঁও-এ তেলবাহী ট্রেনের ৮ টি বগি লাইনচ্যুত। সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ। ১ লাখ ৬০ হাজার তেল চুরির প্রতিযোগিতায় গ্রামবাসী।

01/02/2021

মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি।
অং সান সুচি, প্রেসিডেন্ট মিন্টসহ বহু নেতা গ্রেফতার।

29/01/2021

২৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বঙ্গোপসাগরে অবৈধভাবে মৎস্য আহরণের সময় দুটি ট্রলারসহ ২৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড!

Copyright Bangladesh Military Affairs

29/01/2021

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক নির্বাচিত হলেন ক্রিকেট দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

26/01/2021

দেশে প্রথম ভ্যাকসিন নিচ্ছেন রুনু বেরোনিকা

22/01/2021

আপডেট
বাংলাদেশের নতুন থানা
ভাসানচর
এই নিয়ে বাংলাদেশের মোট থানা ৬৫১টি।

20/01/2021

শেষবারের মত হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প...

16/01/2021

RAB-4 এর পৃথক অভিযানে রাজধানীর শাহআলী. পল্লবী, কাফরুল, এবং তেজগাঁও এলাকা হতে ভুয়া চাকুরিদাতা প্রতিষ্ঠানের ২৩ প্রতারক গ্রেফতারঃ ৫০ জন প্রতারিত ভুক্তভোগী উদ্ধার।
___....................................................................................................................._
১৪/০১/২০২১ তারিখ সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, কিছু ভুয়া নামধারী ভিন্ন ভিন্ন কোম্পানি চাকুরীপ্রার্থীদের কাছ থেকে চাকুরী দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর বিশেষ আভিযানিক দল ১৪/০১/২০২১ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকা হতে রাত ২১.৩০ ঘটিকা পর্যন্ত রাজধানীর শাহ আলী, পল্লবী, কাফরুল এবং তেজগাঁও এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভিন্ন ভিন্ন ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের চাকরিপ্রার্থী মোট ৫০ ভুক্তভোগী উদ্ধারসহ সর্বমোট ২৩ প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়।

(ক) রাজধানীর শাহ আলী থানাধীন ‘‘লাইফ গার্ড সিকিউরিটি এন্ড সাপ্লাই লিমিটেড’’ নামক একটি কোম্পানি হতে ১০০ টি জীবন বৃত্তান্ত ফরম, ১৫ টি চাকুরির আবেদন ফরম বই, ০৪ টি রেজিস্টার, ০৪ টি সীল মোহর, ০৭ টি মোবাইল, ২০০ টি ভিজিটিং কার্ড এবং নগদ-৫,৫০০/- টাকাসহ নিম্নোক্ত ৫ জন প্রতারক’কে গ্রেফতার করা হয়।

১। তাসলিমা সুলতানা (৩০) জেলা-ঢাকা।
২। সায়মা ইসলাম (২৪), জেলা- টাংগাইল।
৩। মৌসুমী আক্তার (২৮), জেলা-ঢাকা।
৪। মোঃ সাইফুল ইসলাম (৩০), ফরিদপুর।
৫। মোঃ রাকিব হোসেন (২০), জেলা-ভোলা।

(খ) রাজধানীর পল্লবী থানাধীন ‘‘বিজবন্ড আইটি লিমিটেড’’ নামক একটি কোম্পানি হতে ৫০টি টাকা প্রাপ্তি রশিদ, ৩০০ টি ভর্তি ফরম, ৬৫ টি অঙ্গীকারনামা, ৭০ টি চাকুরির নিয়োগ ফরম, ২০০ টি কমিশন ভাউচার, ০৭ টি রেজিষ্টার, ০১ টি প্যাড এবং ০৪ টি মানি রিসিটসহ নিম্নোক্ত ৩ জন প্রতারক’কে গ্রেফতার করা হয়।

১। সুমনা খাতুন (১৯) জেলা-সিরাজগঞ্জ।
২। মোঃ সোহেল ফরাজি (২৯), জেলা- ভোলা।
৩। মোছাঃ শামীমা আক্তার (২৮), জেলা-ঢাকা।

(গ) রাজধানীর কাফরুল থানাধীন শাহ আলী প্লাজায় ‘‘ডিজিট-৪ সিকিউরিটি এন্ড লজিস্টিকস সার্ভিসেস লিমিটেড’’ নামক একটি কোম্পানি হতে ১০ টি প্রচারপত্র, ০৫ টি আইডি কার্ড, ১০ টি মনোগ্রাম এবং ৪০ টি ভর্তি ফরমসহ নিম্নোক্ত ৬ জন প্রতারককে গ্রেফতার করা হয়।

১। মোঃ কামরুজ্জামান (৩৩), জেলা-ঢাকা।
২। মোঃ মশিউর রহমান(২৭), জেলা- পঞ্চগড়।
৩। মোছাঃ সোহাগ (১৯), জেলা-রাংগামাটি।
৪। মোঃ রুবেল (২৮), জেলা-বরিশাল।
৫। মোছাঃ মমতাজ নায়রী (৪৪), জেলা-বগুড়া।
৬। মোছাঃ শাহীনূর আক্তার (২৭) জেলা-বরগুনা।

(ঘ) রাজধানীর তেজগাঁও থানাধীন ‘‘বিজবন্ড আইটি লিমিটেড’’ নামক একটি কোম্পানি হতে ১৫টি টাকা প্রাপ্তির রশিদ, ০১ টি ভর্তি ফরম বই, ০৫ টি চুক্তিপত্র, ০১টি সীল, ৫০ টি ভিজিটিং কার্ড, ৪৫ টি আইডি কার্ড, ১৫ টি জীবন বৃত্তান্ত এবং ১৫ টি কমিশন ভাউচারসহ নিম্নোক্ত ৯ জন প্রতারককে গ্রেফতার করা হয়।

১। মোঃ আব্দুল হামিদ (৩৮) জেলা-সিরাজগঞ্জ।
২। মোঃ আব্দুল জব্বার (৩৬), জেলা- ঢাকা।
৩। গাজিউর রহমান (২২), জেলা-সিরাজগঞ্জ।
৪। মোঃ আব্দুস সালাম (৩৬) জেলা-সিরাজগঞ্জ।
৫। মাহামুদা খাতুন (৩০), জেলা-সিরাজগঞ্জ।
৬। মাসুম কবির (২৯), জেলা-ঢাকা।
৭। মোঃ ফরিদ ইমরান (২৬), জেলা-পঞ্চগড়।
৮। এনামুল হক (২৭), জেলা-মাগুরা।
৯। মাহমুদা খাতুন (৩০), জেলাঃ সিরাজগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের নিজ নিজ কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা রাজধানীসহ দেশের ভিন্ন এলাকায় অফিস ভাড়া করে বিভিন্ন নামে বেনামে ভূঁইফোড় প্রতিষ্ঠান খুলে দেশের বিভিন্ন স্থান হতে মধ্যশিক্ষিত বেকার ও আর্থিকভাবে অস্বচ্ছল যুবক/যুবতীদের আকর্ষণীয় ও উচ্চ বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রশিক্ষণের নামে অর্থ আদায় ও ভুয়া নিয়োগপত্র দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারক চক্রটি ভুক্তভোগী জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছিল।

উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু নব্য প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

16/01/2021

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ওয়ার্কশপে বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের নেয়া হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে।

14/01/2021

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ শতাধিক ঝুপড়ি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২০। রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে কা...
09/01/2021

শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২০। রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে কাকলী হয়ে গুলশান ২ ও গুলশান ১ হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে যাত্রা।

নির্দেশনা অনুযায়ী, রোববার ভোররাত সাড়ে চারটা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব ধরনের যান প্রবেশ নিষিদ্ধ থাকবে। ম্যারাথন চলাকালে বন্ধ থাকবে হাতিরঝিলের অভ্যন্তরে সব ধরনের বাস সার্ভিস।
বিজ্ঞপ্তি অনুসারে, আগত দর্শনার্থীরা তাদের যানবাহনকে পার্কিংয়ের নির্দিষ্ট স্থানে রেখে পায়ে হেটে ভেতরে ঢুকতে পারবে। এদিকে সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সামনে ফিনিক্স রোডে আড়ংয়ের কাছে দুই জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং পুলিশ প্লাজার সামনে বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

08/01/2021

সম্প্রতি মোট ১৪টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের শীর্ষ সুপারশপ ‘স্বপ্ন’ জিতেছে ‘ (এএমএফ) ৬ষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যা এশিয়ার ‘মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার ২০২০’ নামে স্বীকৃত।

02/01/2021

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই ইতালির নাগরিকরা নতুন বছর উদযাপন করতে গিয়ে শতশত পাখির প্রাণ কেড়ে নিয়েছে। প্রাণী অধিকার রক্ষার আন্তর্জাতিক সংগঠন আইওপিএ রোম শহরের এই ঘটনাকে ‘গণহত্যার’ সঙ্গে তুলনা করেছে।

স্কাই নিউজের একটি ভিডিওতে দেখা যায়, রোমের প্রধান ট্রেন স্টেশনের কাছে অনেক পাখি পড়ে রয়েছে। এদের মধ্যে অধিকাংশ স্টার্লিং পাখি।

02/01/2021

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝর্ণাতে গোসল করতে নেমে পানিতে ডুবে নটরডেম কলেজের সাবেক এক শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন নটরডেম কলেজের ১৯ ব্যাচের শিক্ষার্থী লক্ষ্মীপুর সদরের অপু চন্দ্র দাশ (২২) ও খাগড়াছড়ি সদরের রুখই চৌধুরী পাড়ার প্রীতম দেবনাথ(১৮)।

স্থানীয়রদের সূত্রে জানা যায় , মূল রিছাং ঝর্ণার উপরে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে নিহতরা ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান, বিকেলে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পায়। মাটিরাঙ্গা থানার পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

31/12/2020



বছরের শেষ দিনে ভারতকে জন্মের শিক্ষা দিল বিজিবি ।

সীমান্তে অফিস নির্মাণের চেষ্টা করেছিল বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির ) বাধায় নির্মাণ করতে পারেনি ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মোহনপুর এলাকার ১৯৯৪-৪/এস পিলারের কাছে ভারতীয় জনতা পার্টি তাদের অফিস নির্মাণ করার চেষ্টা করেছে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে বাধা দিয়েছেন ধর্মঘর কোম্পানি কমান্ডার আবু বক্কর। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনার পর আজ বিকেলে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী ও এডি নাছির চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈনিক মজুদ রাখা হয়েছে।

সীমান্ত এলাকার ৫০ গজের মধ্যে পাকা করে এই পার্টি অফিস নির্মান করা হচ্ছে। সে কারণে এতে বাধা দেয়া হয়েছে। আগামীকাল শুক্রবার দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পতাকা বৈঠক হবার কথা রয়েছে।

Copyright Bangladesh Military Affairs

25/12/2020

করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে প্রয়োজন হলে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়া হবে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

22/12/2020

দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন শফিউল ইসলাম। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও পিঠের চোটের কারণে মাত্র দুই ম্যাচ খেলেই ছিটকে যেতে হয়েছিল তাকে। ডানহাতি এই পেসারের পুনর্বাসন প্রক্রিয়া শুরুর পরিকল্পনাও সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনে তাকে বিদেশেও পাঠাতে চায় বিসিবি।

22/12/2020

যশোরের ১৮টি রুটে ২৮ ডিসেম্বর বাস বন্ধের ঘোষণা

22/12/2020

পরিবহন ধর্মঘট: সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

21/12/2020

বছরের দীর্ঘতম রাত আজ, আগামীকাল সবচেয়ে ছোট দিন

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Rokomari News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rokomari News:

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share