Fi-Sabi-Lillah

  • Home
  • Fi-Sabi-Lillah

Fi-Sabi-Lillah Doing anything for the sake of God and in the way of God to gain nearness to Him and His pleasure.

30/09/2024

আসসালামু আলাইকুম

25/09/2024

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ

23/09/2024

আসসালামু আলাইকুম
একটি বার হলেও পড়ুন,,
ইনশাআল্লাহ ভালো কিছু হবে 😇
আলহামদুলিল্লাহ
"আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা
মুহাম্মাদ_ﷺ...🤍
-اللهم صل وسلم على نبينا محمد ﷺ

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ'লা নাবিয়্যিনা
মুহাম্মাদ_ ﷺ_
🤍🖤🤍

রাসূল ﷺ বলেন,,
"যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন।🤍✨

__[মুসলিম : ৪০৮]

১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)/ (3বার)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)/ (3বার)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)/(3বার)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)/(3বার)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)/ (3বার)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)/(3বার)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)/ (3বার)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)/(3বার)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)/(3বার)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)/(3বার)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)/(3বার)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)/(3বার)

পড়া শেষে আলহামদুলিল্লাহ 😊

12/09/2024

আসসালামু আলাইকুম
সবার উদ্দেশ্য বলছি একটু চিন্তা করুন🥺🥹
জীবনে যত কিছু করেন না কেন মানুষের মনে কষ্ট দেবেন না। 🥺
কিসের এত হিংসা অহংকার সবত একদিন মাটি হয়ে যাবে।
একটু গভীর ভাবে ভেবে দেখুন আল্লাহ আমাদের এই দুনিয়ায় কেন পাটিয়েছেন।আর আমার কি করছি। 🥺
এরা ভেবেছিল টাকা পয়সা সম্পত্তি দিয়ে জান্নাত কেনা যাবে।
দেখু শেষ পরিনতি 🥺🥺
আল্লাহ আমাদের হেদায়েত দান করুক 🥺
আল্লাহ আমাদের জীবনের সকল প্রকার গুনাহ কমা করুন 🥺
আমিই আমিন সুম্মা আমিন

08/09/2024

আসসালামু আলাইকুম
কিছু গুরত্বপূর্ণ কথা

30/07/2023

আসসালামু আলাইকুম
আল্লাহ আমাদের জীবনের গুনাহ কমা করুণ 🤲
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন 🤲🥺🤲
আমিন আমিন 🤲🥺🥺
সুম্মা আমিন 🤲🥺






❤️
❤️
❤️

(Saw)💙🌸♥♥❣️🌹
🥰💝💖
💖💝🥰
💙🌸♥♥❣️🌹

16/07/2023

আসসালামু আলাইকুম
যে চুপ থাকে সে নাজাত পায়। সে বেঁচে যায়।
(-জামে তিরমিযী, হাদীস ২৫০১)

কোন কথায় কে কষ্ট পেয়ে যায়! কোন কথায় কে আঘাত পেয়ে যায়। কোন বাক্য কার বুকে কখন শূলের মতো বিদ্ধ হয়ে যায়। কোন শব্দ কার বুককে বিদীর্ণ করে দেয়,ক্ষত-বিক্ষত করে দেয় বলা মুশকিল! এ-ই জন্যে কথা বলতে হয় হিশেব কষে। মেপে মেপে। আচরণ করতে হয় সচেতন হয়ে। কানখাড়া রেখে...

আমি বা আমরা না চাইতে বা না চাইলেও আমাদের আচরণে, আমাদের শব্দচয়নে মানুষ কষ্ট পেয়ে যায়। আঘাত পেয়ে যায়। বুকটা এফোঁড়ওফোঁড় হয়ে যায়। বুকের বিস্তীর্ণ জমিনে শান্তির চারাগাছগুলো ম্রিয়মাণ হয়ে পড়ে। কথার তেজে। বাক্যের প্রখরতায়।


মানুষ ভালোটা মনে রাখেনা। ভুলটা রাখে। হাজারো ভালো আচরণ মনে রাখেনা, হৃদয়ে ধারণ করেনা। কিন্তু একটা অনভিপ্রেত কথাকে, সেই কথার দ্বারা প্রাপ্ত কষ্টটাকে ঠিকই মনে রাখে। দীর্ঘদিন।



আবার কিছু কিছু মানুষ তো তা চাইলেও ভুলে যেতে পারে না। সেই যে আঘাত, তা মাঝেমধ্যেই মনে পড়ে। মনে পড়লে সে-সব আঘাতের অনল দাউদাউ করে জ্বলে ওঠে। পুড়িয়ে ঝলসে দেয় বুকের জমিন। হাওয়া করে দেয় মনের প্রশান্তি। তিলে তিলে গড়ে ওঠা সুন্দর সম্পর্ককে কথার তীর নিমিষেই নাশ করে দেয়। হৃদয়ের অন্দর মহলে সৃজন করে এক অবিচ্ছেদ্য বিচ্ছেদ ও ভাঙ্গনের জোয়ার। সেই ভাঙ্গনকে পরে চাইলেই সহজে জোড়া লাগানো যায় না। একী-ভূত করা যায় না।

কাউকে হাত তুলে দুআ করা লাগে না। কাউকে হাত তুলে অভিশাপও করা লাগে না। মনের প্রশান্তিটাই দুআ। মনের যে কষ্ট, সে কষ্টটা-ই অভিশাপ। বদ-দুআ।


একটা কথায়-ই কারো হৃদয়ের অলিন্দে ঠাঁই পাবার জন্যে যথেষ্ট। আবার একটা আচরণ কিংবা কথায়ই কারো হৃদয়ের নিভৃত গহীন অরণ্যে ঘৃণার উদ্ভব করার জন্যে যথেষ্ট!
আমরা যে-ধরণের খুঁতখুঁতে মানুষ, আমরা সহজেই মানুষের ভুলকে ভুলে যেতে পারিনা। আমরা নিজেরা যদিও হাজারো ভুলের চোরাবালিতে হাবুডুবু খাই, তবুও!

অথচ কথা তো ছিলো আমরা মানুষের ভালোটা মনে রাখবো। ভুলটা ভুলে যাবো। কিন্তু আমরা ভুলটা ভুল করেও ভুলে যাই না। আসোলে ভুলটা তো ভুলে যাবার জন্যেই এসেছে। ভুলটা তো ফেলে দেবার জন্যেই এসেছে। তাই না?

কিন্তু মানুষ তা করে না। তারা আমার ভুলটাকেই বড়ো করে দেখে কষ্ট পায়। অভিশাপ দেয়। আমি সেই অভিশাপে অভিশপ্ত হই। প্রতিনিয়তই..


অথচ আমি তো কাউকে কষ্ট দিতে চাই না। কাউকে আঘাত দিতে চাই না। কাউকে কষ্ট দিলে, কাউকে আঘাত করলে পরবর্তীতে নিজেই কষ্ট পাই। ব্যথা পাই। নিজের কাছেই খারাপ লাগে। নিজের কাছেই নিজেকে অপরাধী লাগে। অপরাধবোধে নিজের ভেতরটা জ্বলে ওঠে। পুড়ে যায়। হঠাৎ হঠাৎ আচ্ছামত ধোলাই করতে ইচ্ছে হয়। নিজেকে। নিজের বিবেককে। আত্মাকে....

আমি এই পরিস্থিতি থেকে মুক্তি চাই। নিজে কষ্ট পেতে চাই না। কাউকেও কষ্ট দিতে চাই না, কথা দিয়ে। বক্তৃতা দিয়ে। শব্দ দিয়ে। আচরণ দিয়ে।

কী করবো! কী করা যায়! কীভাবে এহেন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায়! আমি মুক্তি চাই। স্বস্তি চাই। ভালোবাসা চাই। সকলের হৃদয়ের অলিন্দে ঠাঁই পেতে চাই। দুআ পেতে চাই। মানুষের। পশুদেরও!

এমন অদ্ভুত অস্থিরতার দোলাচালে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। মগজের ভাঁজে ভাঁজে তখনও চলে এক অবিচ্ছেদ্য কোলাহল। আশ্চর্য রকমের এক অস্থিরতার দৌঁড়ঝাপ। এমন সময় হুট করেই মনে পড়ে গেলো ছোট্টো বেলায় মুখস্থ করা একটা হাদিস
مَنْ صَمَتَ نَجَا.

যে চুপ থাকে সে নাজাত পায়। সে বেঁচে যায়। (-জামে তিরমিযী, হাদীস ২৫০১)

আল্লাহ আমাদের জীবনের গুনাহ কমা করুণ 🤲
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন 🤲🥺🤲
আমিন আমিন 🤲🥺🥺
সুম্মা আমিন 🤲🥺






❤️
❤️
❤️

(Saw)💙🌸♥♥❣️🌹
🥰💝💖
💖💝🥰
💙🌸♥♥❣️🌹

14/07/2023

আসসালামু আলাইকুম
আল্লাহ আমাদের জীবনের গুনাহ কমা করুণ 🤲
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন🤲🥺
আমিন আমিন 🤲🥺🥺
সুম্মা আমিন 🤲🥺






❤️
❤️
❤️

(Saw)💙🌸♥♥❣️🌹
🥰💝💖
💖💝🥰
💙🌸♥♥❣️🌹

আসসালামু আলাইকুম                                  ❤️ ❤️ ❤️  (Saw)💙🌸♥♥❣️🌹  🥰💝💖  💖💝🥰💙🌸♥♥❣️🌹
26/06/2023

আসসালামু আলাইকুম






❤️
❤️
❤️

(Saw)💙🌸♥♥❣️🌹
🥰💝💖
💖💝🥰
💙🌸♥♥❣️🌹

এইসব মানুষ নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত নই🥺🥺
23/05/2023

এইসব মানুষ নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত নই🥺🥺

আসসালামু আলাইকুম  নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দের ৬টি খাবার,।  মাশা-আল্লাহ অনেক সুস্বাদু ও মজাদার 🥰🥰আল...
18/05/2023

আসসালামু আলাইকুম
নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দের ৬টি খাবার,। মাশা-আল্লাহ অনেক সুস্বাদু ও মজাদার 🥰🥰
আলহামদুলিল্লাহ

আসসালামু আলাইকুম ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَﻣِﻨْﻜُﻢْ _তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থাৎ,আল্লাহ্ আমাদের ও আপনার ...
21/04/2023

আসসালামু আলাইকুম
ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَﻣِﻨْﻜُﻢْ
_তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

অর্থাৎ,আল্লাহ্ আমাদের ও আপনার
ইবাদাত কবুল করুন,....❤️❤️

ঈদ মোবারক🌙
সুন্নত সমূহ
S.S.A

Address


Telephone

+8801641562783

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fi-Sabi-Lillah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share