NextMove By Faisal

  • Home
  • NextMove By Faisal

NextMove By Faisal Travel, Eat, Sleep, Repeat

21/02/2025

জীবনে আর কত ধরা খাবো🥺

03/02/2025

🤣🤣

28/01/2025

never stop dreaming🥲

আহ শোরুমে ঢুকে পরান টা জুড়ায় গেল 🤩😍
26/01/2025

আহ শোরুমে ঢুকে পরান টা জুড়ায় গেল 🤩😍

26/01/2025

রয়েল এনফিল্ড বাইক পাওয়ার অনুভূতি অন্যরকম

24/01/2025

মানুষের হয়রানির নতুন ফাঁদ 😡🤬

"এক দিনে ভ্রমনের ১০ টি জায়গা"📌 পানাম সিটি ও বাংলাদেশ লোকশিল্প জাদুঘর :হারিয়ে যাওয়া শহর হিসাবে পরিচিত পানাম নগর বা পানাম ...
20/01/2025

"এক দিনে ভ্রমনের ১০ টি জায়গা"

📌 পানাম সিটি ও বাংলাদেশ লোকশিল্প জাদুঘর :
হারিয়ে যাওয়া শহর হিসাবে পরিচিত পানাম নগর বা পানাম সিটি ঢাকার পার্শবর্তী নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। পৃথিবীর ১০০টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি এই পানাম নগর।
এর পাশেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বিশাল এলাকা জুরে নির্মিতি বাংলাদেশ লোকশিল্প জাদুঘর অবস্থিত। এখানে ঐতিহাসিক সব নিদর্শন দেখার পাশাপাশি সল্পমূল্যে কিনতে পাবেন জামদানি শাড়ি।

📌 বালিয়াটি জমিদার বাড়ি:
নারায়ণগঞ্জ থেকে ৩৫ কিলোমিটার দূরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত । এই জমিদার বাড়ির বিশাল সব স্থাপনা আপনাকে নি:সন্দেহে অবাক করবে । বালিয়াটি জমিদারবাড়ির স্থাপত্যশৈলী প্রাচীন, উপনিবেশিক ধাঁচের। বাড়ির প্রতিটি প্রাসাদে সূক্ষ্ম কারুকাজ ও নকশা সহজেই পর্যটকের দৃষ্টি কাড়ে। বিশেষ করে সামনের সারির প্রাসাদের থামগুলোর ওপরের দিকে সর্পাকৃতি ও মানুষের ‍মাথার অপূর্ব নকশা সবাইকে মোহিত করে।
বালিয়াটি জমিদার বাড়ি বাংলাদেশের বড় জমিদার বাড়িগুলোর একটি। মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এছাড়াও রয়েছে সান বাধানো পুকুর ঘাট। জমিদার বাড়ির পুরোটাই মনোরম পরিবেশে ঘেরা! প্রতি সপ্তাহে রোববার ও সোমবার অর্ধবেলা ছাড়া প্রতিদিনই সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০ টা পর্যন্ত গেট দর্শনার্থীদের জন্য গেট উন্মুক্ত থাকে।

📌 জিন্দা পার্ক:
সবুজ প্রাকৃতিক পরিবেশের ছোয়া পেতে নারায়নগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্ক হতে পারে একটি আদর্শ জায়গা। ঢাকা থেকে দুরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। ১৫০ একর জায়গা নিয়ে এই জিন্দা পার্কটি গড়ে উঠেছে। দশ হাজারের বেশি গাছ, ৫টি জলধার ও অসংখ্য পাখি রয়েছে। এছাড়া রয়েছে ক্যান্টিন , লাইব্রেরি, মিনি চিড়িয়াখানা ও জলাধারে ঘোরার জন্য নৌকা। খাওয়া দাওয়ার জন্য পার্কের ভিতরেই রেস্টুরেন্ট আছে।
প্রবেশমূল্যঃ প্রাপ্তবয়স্ক ১০০ টাকা, ছোটোদের ৫০ টাকা।

📌 গোলাপ গ্রাম:
একটু মুক্ত হাওয়া আর স্বস্তির নিঃশ্বাস নিতে ছুটির দিনে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ‘গোলাপ গ্রামে’। এই ইউনিয়নের সাদুল্লাহপুর, শ্যামপুর, মোস্তাপাড়া গ্রামজুড়ে আছে গোলাপের রাজ্য। যতদূর চোখ যায়, শুধু গোলাপ আর গোলাপ। তাই এ গ্রামগুলো এখন ‘গোলাপ গ্রাম’ নামেই বেশি পরিচিত।
গোলাপ গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পায় মূলত গোলাপের সিজনে, শীতে। পুরো গ্রামেই রয়েছে গোলাপ সহ রজনীগন্ধা, চন্দ্রমল্লিকার ক্ষেত।
যাতায়াত :
মিরপুর দিয়াবাড়ি বটতলা ঘাট থেকে সাহদুল্লাহপুর ঘাটের উদ্দেশ্যে ৩০ মিনিট পরপর ইঞ্জিনচালিত বোট ছাড়ে। সাদুল্লাহপুর যেতে যেতে ৪৫ মিনিট- ১ ঘণ্টা লাগবে।
এছাড়া মিরপুর শাহআলী মাজার এর সামনে কোনাবাড়ী বাসষ্ট্যান্ড থেকে বাসে করে আকরান বাজার। আকরান বাজার থেকে অটোতে করে ফুলের বাজারে কিংবা সাদুল্লাহপুর গ্রাম।

📌 মহেড়া জমিদার বাড়ি:
টাঙ্গাইলে ঘোরার মত অনেক জায়গা আছে যা এক দিনে ঘুরে শেষ করা কঠিন। তার মধ্যে মহেরা জমিদার বাড়ি সবচেয়ে সুন্দর। বর্তমানে এটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি তিনটি স্থাপনা নিয়ে তৈরি। বাড়ির ভেতরের দিকে বিশাল খাঁচায় বিভিন্ন রকম পাখি পালা হয়। রয়েছে একটি সুদৃশ্য কয়েকটি পুকুরও।
যাতায়াত :
টাঙ্গাইল গামী বাসে "নাটিয়া পাড়া” বাস স্ট্যান্ডে নামতে হবে। সময় লাগবে ২-২.৩০ ঘন্টার মত। এরপর একটা অটো রিকশা নিয়ে সহজেই মহেরা জমিদার বাড়ি যেতে পারবেন। (এছাড়া মহাখালি থেকে “ঝটিকা সার্ভিস” নামে একটি বাস যায়)

📌 মৈনট ঘাট:
দোহারের মৈনট ঘাট গিয়ে দেখা পাবেন প্রমত্তা পদ্মা নদীর। পদ্মা পারের বিস্তৃত প্রান্তর সময় কাটনোর জন্য এক দারুন জায়গা। যাওযার পথে রুটে পাশাপাশি দেখে যেতে পারবেন নবাবগঞ্জের জজবাড়ি, উকিলবাড়ি, আনসার ক্যাম্প, খেলারাম দাতার বাড়ি সহ আরও কিছু দর্শনীয় স্থান।
যাতায়াত :
ঢাকা থেকে মৈনট ঘাটে আসার সবচেয়ে সুবিধাজনক উপায়টি হচ্ছে গুলিস্তানের গোলাপ শাহের মাজারের সামনে থেকে সরাসরি মৈনট ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যমুনা পরিবহনে চেপে বসা। ফেরার সময় একই বাসে আবার ঢাকা চলে আসবেন। মৈনট থেকে ঢাকার উদ্দেশ্যে শেষ বাসটি ছেড়ে যায় সন্ধ্যা ৬ টায়।

📌 তাজমহল ও পিরামিড :
চলচিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মান করেছেন তাজমহল। রেপ্লিকা হলেও প্রায় ৫৬ মিলিয়ন ডলার ব্যয় করে অত্যন্ত দক্ষতার সাথে নির্মান করা হয়েছে।

📌মুড়াপাড়া জমিদার বাড়ি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৮৮৯ সালে প্রায় ৬২ বিঘা জমির উপর বাবু রামরতন ব্যানার্জী কর্তৃক প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটিও ঐতিহাসিক নিদর্শন ধারন করে আছে। বর্তমানে এটি একটি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে যা সরকারি মুড়াপাড়া কলেজ নামে পরিচিত।

13/05/2024

এইভাবে কেউ গান চালায়েন না

14/04/2024

কিভাবে নিজে নিজে বাইকের রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করতে পারবেন।এর বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে।

19/03/2024

মাত্র ৬২৫ টাকায় সিলেটের হোটেল

22/02/2024

একজন কিপটা বন্ধুর কাহিনী

17/02/2024

মাসে ৭০ হাজার টাকা ইনকাম করতে চান?
এই ভিডিওটি আপনার জন্য

14/02/2024

বিয়ে বাড়িতে মারামারি.....

এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক। কারো সাথে মিলে গেলে কর্তৃপক্ষ দায় থাকবে না😝

31/01/2024

চর কুকরি ভ্রমণের বিস্তারিত দিক নির্দেশনা

24/01/2024

চর কুকরিতে ক্যাম্পিং করার সেরা জায়গা

22/01/2024

লঞ্চের ভিতরে রহস্য উন্মোচন

17/01/2024

রাঙ্গামাটিতে বিভিন্ন রিসোর্ট থাকায় খরচ একটু বেশি তবে যারা বাজেট ট্যুরে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনার রাঙ্গামাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

কোথায় থাকবেন ভালো মানের খাবার সহ বিভিন্ন তথ্য এই ভিডিওতে রয়েছে

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when NextMove By Faisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NextMove By Faisal:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share