BangaTimes

BangaTimes BangaTimes

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছ?চোর: না হুজুর। আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি!ম্যাজিস্ট্রেট: তার মানে?চোর: গতকাল ম...
18/10/2024

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছ?

চোর: না হুজুর। আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি!

ম্যাজিস্ট্রেট: তার মানে?

চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এল..."আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে"।
ভাবলাম আমিই-বা বসে থাকি কেন? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম!

ম্যাজিস্ট্রেট: তারপর?

চোর: উদাস মনে হাঁটছি, হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ এল..."এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে"।
মনে হল আমাকেই ডাকছে। টুক করে ওই বাড়িতে ঢুকে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: বলো কি!

চোর: ঘরে ঢুকেই শুনলাম..."ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে"।
বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি, তখন শুনতে পেলাম..."এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল"।
রবীন্দ্রনাথের আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এল..."আজি দখিন দুয়ার খোলা"।
পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরল। আমি কত বোঝাবার চেষ্টা করলাম, আমি চুরি করিনি, কেবলমাত্র রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি! ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি, কোমরে দড়ি বেঁধে সোজা আপনার কাছে নিয়ে এসেছে।

ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ৩ বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন?

চোর: "এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনিতো একদিনও।"

ম্যাজিস্ট্রেট: যখন জেলে থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে?

চোর: "ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?"

12/06/2023

এগিয়ে যান�

30/11/2022

আর্জেন্টিনা বনাম পোল্যান্ড....

প্রেডিকশন করুন, মোবাইল রিচার্জ জিতুন।
একাধিক সঠিক ফলাফল প্রদানকারী হলে লটারির মাধ্যমে ৫ জন বিজয়ীকে দেওয়া হবে।
তো এখন আর দেরি কিসের, ড্রপ ইউর প্রেডিকশন।
স্কোর লেখার নিয়মঃ
Argentina 0-0 Poland

Lỗi Windows 0x0 0x0 là một trong những lỗi mà một số người dùng đã đăng ký. Thông thường, một mã lỗi sẽ giải quyết mọi t...
13/09/2022

Lỗi Windows 0x0 0x0 là một trong những lỗi mà một số người dùng đã đăng ký. Thông thường, một mã lỗi sẽ giải quyết mọi thứ cho bạn về việc chẩn đoán sự cố. Thông báo lỗi 0x0 0x0 Windows Thông báo lỗi chính xác cho 0x0 là: *Xin lỗi! Đã xảy ra lỗi… Chúng tôi không chắc nó là gì....

Hướng dẫn này nhằm mục đích hướng dẫn người dùng cách sửa mã lỗi 0x0 0x0 bằng cách áp dụng các giải pháp dễ nhất, nhanh nhất và miễn phí cho máy tính Windows của họ. Vì vậy, nếu bạn đã gặp sự cố này một thời gian, hãy đọc t...

Pnpcoda, an abbreviation of the COVID-19 information from the Philippines National Police is an acronym that stands for ...
02/09/2022

Pnpcoda, an abbreviation of the COVID-19 information from the Philippines National Police is an acronym that stands for the Philippines National Police. Pnpcoda has the vaccination records of Filipinos (police, civilians) against COVID-19. This is because many police officers have refused to get vaccinated. How Do I Login to PNPCODA? This website can make the vaccination process simpler and more secure....

Pnpcoda, an abbreviation of the COVID-19 information from the Philippines National Police is an acronym that stands for the Philippines National Police. Pnpcoda has the vaccination records of Filipinos (police, civilians) against COVID-19. This is because many police officers have refused to get vac...

Each city has at least one store for groceries that may be near your home. Sometimes, it's difficult to locate the neare...
31/08/2022

Each city has at least one store for groceries that may be near your home. Sometimes, it's difficult to locate the nearest grocery store particularly when you're brand new to the town. Recently, you moved to a new location and you are trying to find a grocery store close by. The good news is that it's not as complicated as it appears by making a few swipes of your smartphones or tablets you'll locate directions that will get you to the closest or nearest supermarket....

Each city has at least one store for groceries that may be near your home. Sometimes, it’s difficult to locate the nearest grocery store particularly when you’re brand new to the town. Recently, you moved to a new location and you are trying to find a grocery store close by. The good news is tha...

There are many various cryptocurrencies and the interest rates offered by the various platforms offering cryptocurrency ...
24/08/2022

There are many various cryptocurrencies and the interest rates offered by the various platforms offering cryptocurrency accounts that earn interest as well as payout payments in the coin that you use to fund your account may differ. Using decentralized apps based on Ethereum it is possible to earn interest on the cryptocurrency you have. To avail these services, visit the website and to register for an account for free....

https://bangatimes.com/bank-of-america-consumers-interest-in-crypto-is-strong/

There are many various cryptocurrencies and the interest rates offered by the various platforms offering cryptocurrency accounts that earn interest as well as payout payments in the coin that you use to fund your account may differ. Using decentralized apps based on Ethereum it is possible to earn i...

Did you know that as high as 70 percent of Americans do not get the recommended hours of rest? In fact, getting enough s...
21/08/2022

Did you know that as high as 70 percent of Americans do not get the recommended hours of rest? In fact, getting enough sleep will ensure that you're alert for the next day. One of the most popular methods people combat sleep problems is through taking CBD. Using CBD for insomnia is just one of the reasons that individuals use this drug....

https://bangatimes.com/cbd-for-insomnia/

Did you know that as high as 70 percent of Americans do not get the recommended hours of rest? In fact, getting enough sleep will ensure that you’re alert for the next day. One of the most popular methods people combat sleep problems is through taking CBD. Using CBD for insomnia is just one of

এরই রোকেয়া এগুন কিয়া কইচ্ছোছ তুই? তুই তো অ্যার মান সম্মান বেকগুন খাইলাইছোছ। অ্যাই এহন কিয়া কইত্তাম রে রোকেয়া? অ্যাইতো শে...
03/08/2022

এরই রোকেয়া এগুন কিয়া কইচ্ছোছ তুই? তুই তো অ্যার মান সম্মান বেকগুন খাইলাইছোছ। অ্যাই এহন কিয়া কইত্তাম রে রোকেয়া? অ্যাইতো শেষ।

হাওয়া মানেই.....!
02/08/2022

হাওয়া মানেই.....!

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!২. ম্য...
22/03/2022

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!
২. ম্যাডাম, একটা কথা বলবো? অনেকদিন থেকে ভাবছি! কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর। কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়েছে। এত্ত সুন্দর। জাস্ট অসাধারণ লাগে!
৩. মন খারাপ কেন ভাবী? ঝগড়া টগড়া করলো নাকি? আপনার মতো এ রকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না!
৪. একটা কথা বলি আপু! কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত্ত সুন্দর! কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও এরকম। টানা ২৪ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না!
৫. আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না, বলে দিচ্ছি। হুঁ! দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি? না, আর না!
৬. একটা কথা বলবো? নীল শাড়ীতে আপনাকে দারুণ মানিয়েছে! না না, তেল দিচ্ছি না, সত্যি বলছি! সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে!
৭. জন্মদিনে এবার কি কি করলেন আপনারা?
আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত!!!!
কি যে বলেন! আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষ্যে এক সপ্তাহের ছুটি নিতাম! হাসবেন না, সিরিয়াসলি!
-----------------------------------------------
বিঃ দ্রঃ - অবিশ্বাস্য হলেও সত্য, কিছু কিছু মানুষ আছে, নিজের অফিসের কলিগ,পাশের বাসার ভাবী, কিংবা বন্ধুর বউ,পরিচিত আপু ম্যাডামদের সাথে এভাবেই কথা বলে। আপাতদৃষ্টিতে এগুলো "জাস্ট প্রশংসাবাক্য"। এর গভীরে যে কত বড় লাম্পট্য, আর অসৎ কামনা লুকিয়ে আছে, খেয়াল না করলে বুঝার উপায় নেই। যারা এগুলো করে, এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যেই করে! এদের স্বভাবই হলো ফ্লার্ট করে নিজের বশে আনা!
খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্লার্ট করে। সে সংখ্যাটাও কম না!! যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনাও করেন নি। মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তুু স্বামীকে অনেক ভালোবাসেন। পর পুরুষের মুখে নিজের এত্ত সুন্দর প্রশংসা শুনে, "আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম" কথাটা শুনে সেই মহিলাও ভাবেন, এই স্বামী আমাকে বঞ্চিত করছে, নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি!
যে মহিলা একটা সুখের সংসারে আছেন, বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী ব্যাস্ততার মাঝে কোনো কিছুর অভাবই বোধ করেন না, সে মহিলাও যখন বাইরের কারো কাছে নিজের কপালের তিলের এত্ত প্রশংসা শুনেন তখন তার মনে হতে পারে, "ওর সাথে এত্তদিন সংসার করলাম, ও তো একটা দিনের জন্যেও এভাবে আমার সৌন্দর্যের প্রশংসা করলো না!" নিজের বয়সের ব্যাপারে বাইরের পুরুষের প্রশংসা শুনে মহিলা, বারবার আয়নার সামনে নিজের চেহারা দেখেন। ভাবতে থাকেন, হ্যাঁ, আমি তো সুন্দরই। আর ওই পুরুষটাই আমার এ সৌন্দর্যের মূল্যায়ন করলো!
হ্যা, এভাবেই শুরু হয় দাম্পত্য কলহ যা পৃথিবীর নিকৃষ্টতম সম্পর্ক বা পরকীয়া বা ঘর ভাংগার মত ক্ষতির কাজ। তথা কথিত একটা "ইনোসেন্ট প্রশংসা"ই ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে, একটা পরিবারকে! এটা ভাবার কোনো কারণ নাই যে, যারা "ভাবী" টার প্রশংসা করছে, এরা "ফ্রি মাইন্ড" এ ইনোসেন্ট মন নিয়ে করছে! নাহ, এরা অবশ্যই অবশ্যই অবশ্যই কুমতলব নিয়েই প্রশংসা করে!! যদি জীবনে সুখী হতে চান, কারো হালকা প্রশংসায় গলে যাবেন না। বরং এদের এড়িয়ে চলুন। প্রশংসা শুনতে সবারই ভাল লাগে। এভোয়েড না করলে, ধীরে ধীরে এদের ফাঁদে একদিন পড়বেনই। তাই কুকুর হইতে সাবধান।
©

12/02/2022
23/01/2022

একটি চাইনিজ tragic প্রেমের গল্প
:
পুরোটা পড়লে আপনার চোখে পানি চলে আসবে।
瑯潴牦浯㡦㡦㡦潴 捥捥捥戻捡杫潲湵浩条眭扥楫楬 敮牡札慲楤湥潴昣 昸 昸攣散散戻捡杫潲 湵 浩条㩥洭 穯氭湩慥牧摡敩瑮琨灯㡦 㡦㡦捥捥捥㬩慢 正牧摮椭慭敧 敷止瑩札慲楤湥 楬敮牡氬晥⁴潴 敬瑦戠瑯 潴牦浯 㡦㡦㡦潴 捥捥捥戻捡杫潲湵浩条㩥 眭扥楫楬 敮牡札慲楤湥潴昣昸 昸攣散散戻捡杫潲 湵 浩 摮椭慭敧 敷止瑩札慲楤湥 楬敮牡氬晥⁴潴敬瑦戠瑯潴牦浯㡦 㡦㡦潴 捥捥捥戻捡杫潲湵浩条 㩥眭扥楫楬 敮牡札慲楤湥潴昣 昸 昸攣散散戻捡杫潲 湵 浩条㩥洭 穯氭湩慥牧摡敩瑮琨灯㡦 㡦㡦捥捥捥㬩慢 正牧摮椭慭敧 敷止瑩札慲楤湥 楬敮牡氬晥⁴潴 敬瑦戠瑯 潴牦浯㡦㡦㡦潴 捥捥捥戻捡杫潲湵浩条㩥 眭扥楫楬 敮牡札慲楤湥潴昣昸 昸攣散散戻捡杫潲 湵 浩条㩥洭 穯 氭湩慥牧摡敩瑮琨灯㡦 㡦㡦捥捥捥㬩 慢条㩥洭 穯 氭湩慥牧摡敩瑮琨灯㡦 㡦㡦捥捥捥㬩 慢..

সবচেয়ে বেশি খারাপ লাগে ওইখানে, যখন মেয়েটি ছেলেটিকে বললো, "晲潬摮 楬敮戭潬正漻敶晲潬....

মাঝেমাঝে কিছু গল্প সত্যি ই আমাদের খুব কাদায়,আর কিছু বলতে পারছি না! চোখ ঝাপসা হয়ে আসছে, গল্পটি পড়ার পর আপনার চোখের কি অবস্থা!

আত্মহত্যা কেন বাড়ছে, প্রতিরোধে করণীয় কী?https://www.facebook.com/BangaTimesআরিফ ( ছদ্মনাম)। গত জানুয়ারিতে ২৩ বছর বয়সে পা...
01/06/2021

আত্মহত্যা কেন বাড়ছে, প্রতিরোধে করণীয় কী?
https://www.facebook.com/BangaTimes
আরিফ ( ছদ্মনাম)। গত জানুয়ারিতে ২৩ বছর বয়সে পা দিয়েছে। বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই প্রচণ্ড মেধাবী। কিন্ত



দুর্ভাগ্যবশত এত মেধাবী হওয়ার পরও পরীক্ষায় তার ফলাফল ভাল হয় না
সে প্রচুর বই পড়তে ভালবাসে, সঙ্গে খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানেও বেশ পটু সে। কিন্তু আরিফের বাবার এসব পছন্দ না। একমাত্র ছেলে পড়াশোনায় প্রথম হবে, বিসিএস দিয়ে সরকারি চাকরি করবে এটিই তার স্বপ্ন। আফসোস, তিনি কখনও জানতে চাননি আরিফ কী চায়?

ঈদের দিন। সকাল ৯টা। সবাই নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আরিফের দরজায় কড়া নাড়লেন তার বাবা। অনেক ডাকাডাকি, রাগারাগির পর দরজা ভেঙে যখন ঘরে প্রবেশ করলেন, দেখলেন প্রিয় আরিফের গলাখানি ফ্যানের সঙ্গে ঝুলে আছে, সঙ্গে নিথর দেহটা সটান হয়ে আছে।

আরিফের বাবা কী করবেন বুঝে উঠতে পারছিলেন না।

হঠাৎ চোখে পড়ল সুইসাইড নোট। দীর্ঘ দুই মাস ধরে লেখা ২৬ পৃষ্ঠার সুইসাইড নোট। ধীরে ধীরে একটু একটু করে পড়তে লাগলেন তিনি। প্রতিটি লাইন পড়ার সময় গা কাঁটা দিয়ে উঠছিল তার। আর প্রতিটি পৃষ্ঠা অশ্রুর ফোঁটায় ভিজে কলমের লিখাগুলোকে মুছে দিচ্ছিল। আসলে জীবনটাই যেখানে মুছে গেছে, কলমে লেখা লাইনগুলো তো তার তুলনায় অতি নগন্য।

চলুন একটু খুঁজে আসি কেন আরিফ এই পথ বেছে নিল?

পরিবারের চাহিদা পূরণ করতে না পারা, সঙ্গে বাবার ‘তোর দ্বারা কিছুই হবে না, জীবনে কিছুই করতে পারবি না’ এই নেগেটিভ হাইপ থেকেই ধীরে ধীরে আত্মহত্যার জন্য প্রস্তুতি নেয় আরিফ।

দীর্ঘ ১২০ দিন পর তার আত্মহত্যা করার প্রিপারেশন শেষ হয়। কী এক অদ্ভুত ব্যাপার, ঈদের দিন সকালে তার আত্মহত্যার মধ্য দিয়ে ২৩ বছরের টগবগে জীবনের গল্প শেষ হয়,সঙ্গে তার আত্মহত্যার জন্য নেয়া প্রস্তুতিও ষোলকলা পূর্ণ হয়।

আত্মহত্যা করা অপরাধ, আত্মহত্যাকারী একজন পাপী।

কিন্তু আত্মহত্যাতে জেনে-না জেনে, বুঝে-না বুঝে প্ররোচনা দেওয়াটা এই সমাজে অপরাধ না!

আমাদের আশপাশে প্রতিনিয়ত অসংখ্য সন্তান আছে যারা প্রতিনিয়ত নিজের কাছে মারা যায়, তাদের হাত তুলে ধরার মত, ভাল কথা বলার মত, মোটিভেট করার মত, অনুপ্ররণাদায়ী কথা শোনানোর মত পাশে কেউ থাকে না। এমনকি পরিবারের লোকজনও আগ্রহ আর ভালবাসা নিয়ে জানার চেষ্টা করে না, আসলে সন্তান কী চায়?

এদেশে দুই ধরনের প্রফেশনাল স্পিকার পাওয়া যায়।একদল মোটিভেশনাল স্পিকার চোখে পড়ে, যাদের ফেসবুক পেজে নীল টিক চিহ্ন, আর ইউটিউবে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার দেখে তরুণ প্রজন্ম আদর্শ ভাবে। এ ধরণের স্পিকার শুধু ইহলৌকিক জীবন নিয়েই কথা বলেন, পারলৌকিক জীবনে কী করণীয় এসব বিষয়ে তাদের ১ সেকেন্ডের ভিডিও ক্লিপও খুঁজে পাওয়া যায় না।

আরেকদল আছেন ধর্মীয় বক্তা। তারা শুধু পারলৌকিক জীবনে গুরুত্ব দিলেও ইহলৌকিক পড়াশোনা, চাকরি, হতাশা, জীবনের লক্ষ্য এসব বিষয়ে অনেক বেশি এড়িয়ে যান। ফলে তরুণ প্রজন্মের কেউই সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে না। প্রযুক্তির সঙ্গে সঙ্গে পারিবারিক সম্পর্কও ধীরে ধীরে কমতে শুরু করেছে। এখন আমরা সুখী হওয়ার থেকে মানুষকে সুখী দেখানো বেশি পছন্দ করি।

তাই হতাশা বাড়ছে,খুন, সুইসাইড বাড়ছে।

কিন্তু এর শেষ কোথায়?

শেষ খোঁজার আগে শুরুটা খুঁজতে হবে। বাবা-মাকে ছোটবেলা থেকেই সন্তানকে সময় দিতে হবে। বিনয়ী হতে শেখাতে হবে, ইহলৌকিক ও পারলৌকিক জ্ঞানকে বাস্তবে শেখাতে হবে৷ দুটোই যে এক অপরের পরিপূরক এই বিদ্যা শেখানো সবার আগে জরুরি। শুধু জীবনের লক্ষ্য ঠিক করে দিয়ে তার পেছনে সন্তানকে ছুটতে বললে হবে না, কোথায় লাগাম দিতে হবে সেটা তাকে জানানোটাও জরুরি।

আত্মহত্যা কেউ করলে ফেসবুকে Rest in Peace (RIP) লেখাটা কোন সমাধান না। আপনার আশেপাশে হাসিখুশী মানুষগুলো হয়ত প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছে, তার মনের ভিতরের সেই ডিপ্রেশন খুঁজে পজিটিভ হাইপ দিয়ে তাকে সঠিক রাস্তা দেখানোটাই সাফল্য, আর এটাই একমাত্র সমাধান।

আসুন আজ থেকে বিনয়ী হই, আর মানুষের ভালো দিকগুলোকে প্রমোট করি।
শুরুটা হোক আমাকে, আপনাকে দিয়ে।
আমি শুরু করেছি, আপনি করছেন তো?

ব্ল্যাক ফাঙ্গাস থেকে সুরক্ষার ৭ উপায়https://www.facebook.com/BangaTimes১. যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সি...
27/05/2021

ব্ল্যাক ফাঙ্গাস থেকে সুরক্ষার ৭ উপায়
https://www.facebook.com/BangaTimes
১. যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি বলছে, যেসব জায়গায় অনেক বেশি ধুলোবালি রয়েছে সেসব জায়গা এড়িয়ে চলা। যদি সেসব জায়গা এড়িয়ে চলা সম্ভব না হলে এন৯৫ মাস্ক ব্যবহার করা।
২. প্রাকৃতিক দুর্যোগে যেসব স্থাপনা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলা। সিডিসি বলছে এসব জায়গা থেকে ছত্রাকের সংক্রমণ হতে পারে।

৩. শরীরের চামড়ায় যাতে কোনো ইনফেকশন না হয় সেদিকে লক্ষ রাখা। কোথাও কেটে গেলে কিংবা চামড়া উঠে গেলে সেটি যাতে ধুলো-ময়লার সংস্পর্শে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৪. করোনা রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা।

৫. রোগীর স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে সাবধানী হতে হবে। বারডেম হাসপাতালে রেসপিরেটরি মেডিসিনের অধ্যাপক স্টেরয়েডের ব্যবহার ডায়াবেটিসকে অনিয়ন্ত্রিত করে তুলতে পারে।

৬. রোগীকে অক্সিজেন দেওয়ার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা।

৭. মাস্ক ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা।

বিব্রতকর সমস্যা ব্রণhttps://www.facebook.com/BangaTimes/?ব্রণ প্রথম দেখা দেয় বয়ঃসন্ধির সময়। ছেলেদের ১৬ থেকে ১৯ বছর বয়সে ...
24/05/2021

বিব্রতকর সমস্যা ব্রণ
https://www.facebook.com/BangaTimes/?
ব্রণ প্রথম দেখা দেয় বয়ঃসন্ধির সময়। ছেলেদের ১৬ থেকে ১৯ বছর বয়সে ও মেয়েদের ১৪ থেকে ১৬ বছর বয়সে ব্রণ হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। তবে যে কোনো বয়সেই তা হতে পারে। ৮০ শতাংশের ক্ষেত্রে ২০ বছর বয়সের মাঝামাঝি সময় থেকে ব্রণ হওয়ার হার কমে যেতে থাকে। ব্রণ সাধারণত মুখে দেখা গেলেও পিঠে, ঘাড়ে ও বুকেও হতে পারে।কারণ
* টিনএজারদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্য।
* মাসিক বা গর্ভাবস্থায় হরমোনের মাত্রার পরিবর্তন।
* কসমেটিক, বিশেষ করে ঘন ঘন ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার বা কড়া মেকআপের প্রভাব।
* বেশি আবেগ।
* অত্যধিক গরম বা বেশি ঘর্মাক্ত হওয়া।
* তেলতেলে চুল ও মাথার খুশকি।
* মানসিক চাপ ও পর্যাপ্ত ঘুম না হওয়া।
* কেরোসিন বা কয়লার (যেমন- ফার্নিচারের বার্নিশ) প্রভাব।
* একদিকে কাত হয়ে ঘুমানো বা হাতের ওপর মুখ রেখে ঘুমানো।
* জন্মনিয়ন্ত্রণ বড়ি, স্টেরয়েড, খিঁচুনি বা মানসিক রোগের ওষুধ ইত্যাদির প্রভাব।
* পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও নারীদের মাসিক ঋতুস্রাবের সঙ্গেও ব্রণের সম্পর্ক রয়েছে।

ধরন
ব্রণের নানা ধরন রয়েছে। ছোট ছোট গোল ফুসকুড়ি, লালচে ছোট ছোট গোটা, আবার পুঁজপূর্ণ বড় বড় চাকাও হতে পারে। ব্রণ টিপলে ভাতের দানার মতো বের হয়ে আসে। কিছু ব্রণ খুব যন্ত্রণাদায়ক হয়। এতে ত্বকে ছিদ্রও দেখা দিতে পারে। কারও কারও মুখে ব্রণের তীব্রতা বেশি থাকলে তা এবড়োখেবড়ো দেখায়।

চিকিৎসা
সচেতনতার মাধ্যমেই বেশিরভাগ ব্রণ দূর করা যায় বা কমানো যায়। তবে আক্রান্তের গুরুত্ব বিবেচনা করে ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হয়। চিকিৎসা না করালে অনেক সময় ব্রণ ত্বকের মারাÍক ক্ষতি, বিশেষ করে ত্বকে গভীর প্রদাহ সৃষ্টি হতে পারে। এ জন্য মলম প্রয়োগ, অ্যান্টিবায়োটিক অথবা রেটিনয়েডজাতীয় ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে।
* মাথায় খুশকি থাকলে অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করে খুশকি দূর করুন।
* অ্যালার্জি না থাকলে বেনজাইল পার-অক্সাইড লোশন ব্যবহার করতে পারেন।

কিছু ভুল ধারণা
অনেকে ব্রণ হলে মুখে সাবান ব্যবহার বন্ধ করে দেন অথচ এ সময় সাবান দিয়ে মুখ ধুলে উপকার হয়, কেননা সাবান মুখের তৈলাক্ত ভাব দূর করে এবং লোমকূপ পরিষ্কার রাখে।

লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ
আল-রাজী হাসপাতাল

‘ভোটের অধিকার ফিরে পেয়েছে মানুষhttps://www.facebook.com/BangaTimesবঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য...
24/05/2021

‘ভোটের অধিকার ফিরে পেয়েছে মানুষ
https://www.facebook.com/BangaTimes
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। দেশে ফিরে বঙ্গবন্ধুর এনে দেওয়া স্বাধীনতাকে পরিপূর্ণতা দিতে দেশ সেবায় আত্মনিয়োগ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা ৪০ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়ে তিনি স্বাধীনতাকে পরিপূর্ণতা দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার নেতৃত্বেই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদ দমন ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়ে উঠেছে।

আমির হোসেন আমু বলেন, ক্ষমতায় এসে ছিটমহল সমস্যার সমাধান, সীমানা চুক্তি, সমুদ্রসীমা জয়, দারিদ্র্য বিমোচন, বিচারহীনতার সংস্কৃতি দূর করা, বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতাকে পরিপূর্ণতা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, সততা, নিষ্ঠা আর দক্ষতার সঙ্গে চার দশক ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন শেখ হাসিনা। তিনি দেশে ফিরে না এলে বঙ্গবন্ধু হত্যার এবং যুদ্ধাপরাধীদের বিচার হতো না। তিনি বলেন, শেখ হাসিনা ৪০ বছর ধরে সততা, নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আশা করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার নেতৃত্বেই বাংলার মাটিতে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের সুফল পাচ্ছে না সাধারণ জনগণ। কোভিট সংকট কমে গিয়েছিল। নিশ্চিতভাবে আমাদের দেশে সরকারের সফলতা রয়েছে। কিন্তু এর মধ্যে গত দেড় বছরে কি হয়েছে, তা আমরা সব জানি। সর্বশেষ সাংবাদিক রোজিনা ইসলামকে কেন্দ্র করে যে ঘটনা ঘটল তা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, আজকে আমরা অনেকেই বলছি- ‘এটাকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে’। আমি যদি ক্ষেত্র প্রস্তুত করে দেই আমাদের বিরোধীপক্ষ তো সেই সুযোগ নেবে। এটাই স্বাভাবিক।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার পথচলাকে টেকসই করতে করোনা, দুর্নীতি ও জঙ্গিবাদের ভাইরাসকে চিরতরে দমন করতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশে ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ ফিরে পেয়েছে ভোট ও ভাতের অধিকার। দূরদর্শী ও সাহসী নেতৃত্বের কারণে শেখ হাসিনা আজ বিশ্বব্যাপী প্রশংসিত।

আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when BangaTimes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share