
05/12/2024
পার্কে ঢুকার নতুন গেট আবিষ্কার!!
মানুষের চিত্তবিনোদনের জায়গাতেও যখন রাজনৈতিক প্রভাব থাকে তখন ওই প্রভাবশালীরা পালালে রাষ্ট্রীয় সম্পদের এরকম ক্ষতিই বাধ্য হয়ে মেনে নেয়া লাগে।
বাচ্চাদের দোলনা একটাও নাই, কাউন্টারের সুইচ বোর্ড সহ খুলে নিয়ে গেছে। চোরের পেটে ক্ষুদা বেশি। বাম্পার কার একটাও অবশিষ্ট নাই বোধহয়, সবগুলার মটর, প্রয়োজনীয় পার্টস খুলে বিক্রি শেষ। বাউন্ডারির গ্রিল সহ খেয়ে ফেলতে পারছে এরা। ছবিতে আছে, দেখে নিতে পারেন।
সব বাদই দিলাম। বাথরুমের থাই গ্লাসের জানালা সহ নিয়ে চলে গেছে! অনেকেরই অভিযোগ দেখছিলাম। এখন নিজে দেখে ছবি তুলে নিলাম। এমনও খবর পেয়েছি একজনই এখান থেকে ৪লক্ষ টাকার মালপত্র বিক্রি করে খেয়েছে বাকিদের হিসাব বাদই দিলাম। প্রতিদিন রাতে গ্রাম সিএনজি নিয়ে আসে এরা। সাপোর্টে থাকে পাড়ার কিছু ছেলেপেলে।
দেখা যাক আপনাদের আপ্যায়নে কি করতে পারি প্রশাসনিকভাবে...