থা প্প ড় চি ন ছ.?

  • Home
  • থা প্প ড় চি ন ছ.?

থা প্প ড়   চি ন ছ.? Funny. Deep Feelings. writer. comedian

গায়ে গতরে ভালো গোশ আছে এমন একটি হাবশী গোলাম বিক্রি হবে। আগ্রহী ক্রেতাগণ যোগাযোগ করেন।
24/01/2025

গায়ে গতরে ভালো গোশ আছে এমন একটি হাবশী গোলাম বিক্রি হবে। আগ্রহী ক্রেতাগণ যোগাযোগ করেন।

22/01/2025

জীবনের এক ভুল সময়ে একজন ভুল মানুষের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার দায়ে ঈশ্বর নামের ব্যক্তিটি আজীবন আমার কাছে দায়ী হয়ে থাকবেন।

22/01/2025

বদলে যাওয়া মানুষের কথা কি বলবো আমি, নিজের ভালোবাসার মানুষটিকে চোখের সামনে অন্য কারো হয়ে যেতে দেখেছি !

22/01/2025

যে ছিল একসময় অতিপ্রিয় আপনজন, সেই আজ সময়ের ব্যবধানে হয়ে গেছে প্রাক্তন।

22/01/2025

ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আর যেন কোনদিন কোনভাবেই কোথাও তোর মুখোমুখি এসে দাঁড়াতে না হয়! কারণ নিজেকে সামলে নেবার মত এতটা সাহস বা শক্তি আমার আর নেই।

22/01/2025

এখনও ফোনের অসময়ে হওয়া ভাইব্রেশনের সাথে প্রতিবার চমকে উঠি! কিন্তু কাঙ্ক্ষিত সেই ফোনটা আর কোনদিনই আসেনি, হয়তো আসবেও না।

আবেগের কাছে, বুদ্ধি হেরে যায়।
22/01/2025

আবেগের কাছে,
বুদ্ধি হেরে যায়।

ভালোবাসতে চাইলেইভালোবাসা যায়, মন্দ নয়।ভালো রাখতে জানলেইভালোবাসা জয়ী এবং সহজ হয়।।
22/01/2025

ভালোবাসতে চাইলেই
ভালোবাসা যায়, মন্দ নয়।
ভালো রাখতে জানলেই
ভালোবাসা জয়ী এবং সহজ হয়।।

তোমার বিচ্ছেদ আর চেয়ে নেওয়াআলোকবর্ষ দূরত্ব,ভালোবাসা চিনতে শেখায়।
22/01/2025

তোমার বিচ্ছেদ আর চেয়ে নেওয়া
আলোকবর্ষ দূরত্ব,
ভালোবাসা চিনতে শেখায়।

পরিস্থিতি যেমনই হোকনিজেকে মানিয়ে নিতে হবে,না হলে, এই সমাজেপিছিয়ে পড়বে।
22/01/2025

পরিস্থিতি যেমনই হোক
নিজেকে মানিয়ে নিতে হবে,
না হলে, এই সমাজে
পিছিয়ে পড়বে।

কথা ফুরিয়ে গেলে,মানুষ নতুন কোনো কথা বলে।কিন্তু ব্যথা পেলে,মানুষ ধীরে ধীরে নিরব হয়ে যায়।
22/01/2025

কথা ফুরিয়ে গেলে,
মানুষ নতুন কোনো কথা বলে।
কিন্তু ব্যথা পেলে,
মানুষ ধীরে ধীরে নিরব হয়ে যায়।

নিজেকে ভালো আছি বোঝাতে পারলে,ভালো থাকা বহুগুণ বেড়ে যায়।
22/01/2025

নিজেকে ভালো আছি বোঝাতে পারলে,
ভালো থাকা বহুগুণ বেড়ে যায়।

"তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা,এ সমুদ্র আর কভু হব নাকো পথ হারা।"___রবীন্দ্রনাথ ঠাকুর।
22/01/2025

"তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা,
এ সমুদ্র আর কভু হব নাকো পথ হারা।"

___রবীন্দ্রনাথ ঠাকুর।

অনেকদিন দেখা হবে নাতারপর একদিন দেখা হবে।দু'জনেই দু'জনকে বলবো,'অনেকদিন দেখা হয়নি'।এইভাবে যাবে দিনের পর দিনবৎসরের পর বৎসর।...
22/01/2025

অনেকদিন দেখা হবে না
তারপর একদিন দেখা হবে।
দু'জনেই দু'জনকে বলবো,
'অনেকদিন দেখা হয়নি'।

এইভাবে যাবে দিনের পর দিন
বৎসরের পর বৎসর।

তারপর একদিন হয়ত জানা যাবে
বা হয়ত জানা যাবে না,

যে তোমার সঙ্গে আমার
অথবা আমার সঙ্গে তোমার
আর কোনদিন দেখা হবে না।

22/01/2025

তোমায় কখনো ফুল দেওয়া হয়নি।
ফুল কেন ,
তোমায় একটা সকাল,
কি একটা সন্ধ্যা,
নিদেন পক্ষে একটা ঘন্টা ও দেওয়া হয়নি কখোনো।
আমি জানিইনি কখনো তুমি আছো।
তারপর একসময় দুজনের আকাশেই জমেছে মেঘ,
ঘন কালো রঙের। তোমার উঠোনের জমা বৃষ্টির জলে ডুবেছে আমার পায়ের পাতা।
চোখাচোখি হতেই আমরা দুজন‌ই হেসেছিলাম সেদিন একসাথে।
এরপর শরৎ,
দিলো আলাপচারিতা।
এখন আমরা একসাথে পথ হাঁটি হেমন্তের সন্ধ্যা গুলোয়।
ল্যাম্প পোস্টের সাইকেডেলিক হলুদ আলোয়, আমাদের ছায়া দুটোও হেঁটে যায় হাত ধরে।
তোমার খোঁপায় গোঁজা থাকে একটা গোলাপ।
তবে আর কল্পনায় নয়।
আসছে বসন্তের এক পরন্ত‌ বিকেলে,
পলাশ দিয়ে সাজিয়ে দেব তোমায়।
সেদিন আর ছায়া নয়,
সত্যি আলোকচিত্রে ধরে রেখো তোমার আমার মুহূর্ত।
তোমার আমার পলাশ। "

22/01/2025
দুঃখটা এখানে নয় যে, আমাদের আর কখনো দেখা হবে না।দুঃখটা এখানে যে, ভবিষ্যতে দেখা হলেও চেনা মানুষটাকেঅচেনার চোখে দেখতে হবে....
22/01/2025

দুঃখটা এখানে নয় যে, আমাদের আর কখনো দেখা হবে না।
দুঃখটা এখানে যে, ভবিষ্যতে দেখা হলেও চেনা মানুষটাকে
অচেনার চোখে দেখতে হবে....

Address


Telephone

+96872244330

Website

Alerts

Be the first to know and let us send you an email when থা প্প ড় চি ন ছ.? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share