জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট নিউজ-Nu Update News

  • Home
  • জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট নিউজ-Nu Update News

জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট  নিউজ-Nu Update News জাতীয় বিশ্ববিদ্যালয়রের সকল নিউজ ও ?

27/01/2025

Coming Soon...🍂
অনার্স ৩য় বর্ষের পুনঃমূল্যায়ন(Recheck) ফলাফল।
◾ডিগ্রি ২য় বর্ষের(২০২০-২১) পরীক্ষার ফলাফল।

20/01/2025

🤗সহজ ভাষায় অনার্স ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বলিঃ
আগামীকাল ২১ জানুয়ারি থেকে অনলাইন আবেদন শুরু হবে। যেকোনো কম্পিউটার দোকান থেকে ১টি কলেজে অনলাইন আবেদন করবেন। এরপর সেই কলেজে, আবেদন ফি ৭০০/- এবং ভর্তি ফরমসহ কাগজপত্র কলেজ নোটিশ অনুসরণ করে জমা দিবেন।
◾এইচএসসি যে বিভাগ থেকে পাস করছেন অবশ্যই, সে বিভাগের আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে, মানবিক/ব্যসসায় শাখায় পরীক্ষা দিতে পারবেন না।
◾প্রাথমিক আবেদন করার সময় যেকোনো ১টি কলেজে আবেদন করতে হবে। সাবজেক্ট চয়েস দেওয়ার সময়,(যতগুলো সাবজেক্ট শো করবে) মানবিক,ব্যবসায়,বিজ্ঞান বিভাগের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবেন।
✔️ভর্তি পরীক্ষার এডমিট কার্ড - পরীক্ষার ৭দিন পূর্বে অনলাইন লগইন করে নিতে হবে। ভর্তি পরীক্ষায় ফলাফলে, কোন বিষয়ে চান্স হয়েছে তা ওয়েবসাইটে লগইন করে দেখতে পারবেন।

🔥Breaking News || অনার্স ভর্তির সার্কুলার প্রকাশ। ◾আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত...
20/01/2025

🔥Breaking News || অনার্স ভর্তির সার্কুলার প্রকাশ।
◾আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
💸প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা
✔️ভর্তি পরীক্ষা: ০৩ মে ২০২৫, শনিবার(সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত)
🍁 আবেদন করতে পারবেঃ এসএসসি ২০২১/২০২২, এইচএসসি ২০২৩/২০২৪।

18/01/2025

🤗চলতি সপ্তাহেই, ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার এডমিট কার্ড ইস্যু করা হবে।
নিয়মিত, প্রাইভেট ও ইমপ্রুভমেন্ট সবাই কলেজ নোটিশ অনুসরণ করে এডমিট কার্ড নিবেন।
✔️মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার এডমিট কার্ড ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। নিজ কলেজে যোগাযোগ করে সংগ্রহ করুন।
*এডমিট কার্ড হাতে পাওয়ার পর কলেজ অধ্যক্ষের স্বাক্ষর ও সীল চেক করে নিবেন। অন্তত ১ কপি ফটোকপি করে বাসায় রেখে দিবেন। -

18/01/2025

🍁অনার্স ৩য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের, অন্যান্য সেশনের Fail/ইমপ্রুভমেন্টের ডাটা আপলোড করা হয়েছে।
✔️ফরম পূরণ করবেন Ems nu ac bd ওয়েবসাইটে Student Login করে। ডেডলাইন ৩০ জানুয়ারি।

17/01/2025

🔥অনার্স ১ম বর্ষের ব্যবহারিক পরীক্ষা ২২ জানুয়ারি - ১০ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে

🔥মাস্টার্স শেষ পর্ব(২০২১-২২) পরীক্ষার প্রবেশপত্র আজ ইস্যু হয়েছে। আগামী সপ্তাহে কলেজে যোগাযোগ করে এডমিট কার্ড নিতে পারবেন...
16/01/2025

🔥মাস্টার্স শেষ পর্ব(২০২১-২২) পরীক্ষার প্রবেশপত্র আজ ইস্যু হয়েছে। আগামী সপ্তাহে কলেজে যোগাযোগ করে এডমিট কার্ড নিতে পারবেন। কলেজ নোটিশ অনুসরণ করবেন।
✔️পরীক্ষা শুরু ২৭ জানুয়ারি ১:০০ থেকে।

13/01/2025

🔥সদ্য পাস করা অনার্স ৪র্থ বর্ষের(২০১৮-১৯), সাময়িক সনদ ইস্যু করা হয়েছে।
✔️আগামী ২৩ জানুয়ারির মধ্যে কলেজে পৌঁছে যাবে। এরপর কলেজ থেকে সাটিফিকেট সংগ্রহ করতে পারবেন।

08/01/2025

🔰ডিগ্রি ১ম বর্ষের(২০২২-২৩) পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি থেকে। শেষ হবে ৪ মার্চ।
কে কত সময় নষ্ট করছেন জানা নেই, এখন থেকে পরীক্ষার প্রস্তুতি গ্রহন করেন। ৭ সাবজেক্ট পরীক্ষায় নূন্যতম ৩ বিষয়ে পাস করলে সেকেন্ড ইয়ারে প্রমোশন পাবেন।
✔️বিগত বছরের ২০১৭-২০২১ এই ৫টি সালের প্রশ্ন সব ভালোমতো আয়াত্ত করুন। যথেষ্ট কমন পাবেন ইনশাআল্লাহ...

07/01/2025

📌মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের শেষদিন আজ ৭ জানুয়ারি। কলেজে ফিসহ কাগজপত্র আগামীকাল পর্যন্ত জমা দেওয়া যাবে।
✔️অন্যদিকে, ডিগ্রি ১ম বর্ষের ফরম পূরণ চলমান। ১৩ জানুয়ারি শেষ হবে। এর মধ্যে পুনঃমূল্যায়ন রেজাল্ট প্রকাশ করতে পারে। যারা আবেদন করেছিলেন, রেজাল্টের জন্য অপেক্ষা করবেন, এরপর ফরম পূরণ করবেন।

🔥ব্রেকিং নিউজ || অনার্স ৩য় বর্ষ(২০২০-২১) পরীক্ষার ফরম পূরণের নোটিশ দিলো এনইউ। ◾ফরম পূরণ করতে পারবেন ১৩/০১/২০২৫ থেকে ৩০/০...
06/01/2025

🔥ব্রেকিং নিউজ || অনার্স ৩য় বর্ষ(২০২০-২১) পরীক্ষার ফরম পূরণের নোটিশ দিলো এনইউ।
◾ফরম পূরণ করতে পারবেন ১৩/০১/২০২৫ থেকে ৩০/০১/২০২৫ পর্যন্ত।
*কলেজ নোটিশ অনুসরণ করে এ সময়সীমার মধ্যে পরীক্ষার ফরম পূরণ করবেন।
✔️ফরমপূরনে অংশগ্রহণ করবে ২০২০-২১ শিক্ষাবর্ষের নিয়মিত ও ২০১৯-২০,২০১৮-১৯, ২০১৭-১৮,২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা।

🔥𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆 𝐍𝐄𝐖𝐒 || ডিগ্রি ১ম বর্ষের রুটিন প্রকাশ২০২৩ সালের ডিগ্রি ১ম বর্ষ(২০২২-২৩) নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার সময়সূচি প্র...
03/01/2025

🔥𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆 𝐍𝐄𝐖𝐒 || ডিগ্রি ১ম বর্ষের রুটিন প্রকাশ
২০২৩ সালের ডিগ্রি ১ম বর্ষ(২০২২-২৩) নিয়মিত ও প্রাইভেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
◾পরীক্ষাসমূহ শুরু হবে ২৯/০১/২০২৫ তারিখ থেকে।
◾পরীক্ষাসমূহ প্রতিদিন দুপুর ১:০০ থেকে শুরু হবে।

🍁ডিগ্রি ১ম বর্ষ(২০২২-২৩) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে।◾ফরম পূরণ করা যাবে ০৬/০১/২০২৫ ইং থেকে ১৩/০১/...
02/01/2025

🍁ডিগ্রি ১ম বর্ষ(২০২২-২৩) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে।
◾ফরম পূরণ করা যাবে ০৬/০১/২০২৫ ইং থেকে ১৩/০১/২০২৫ইং পর্যন্ত(শিক্ষার্থী কর্তৃক)।
✔পরীক্ষার রুটিন Loading⌛

🔥ডিগ্রির রিলিজ স্লিপে আবেদন || ডিগ্রি(২০২৩-২৪) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ০২/০১/২০২৫ তারিখ বিকাল ...
01/01/2025

🔥ডিগ্রির রিলিজ স্লিপে আবেদন || ডিগ্রি(২০২৩-২৪) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ০২/০১/২০২৫ তারিখ বিকাল ৪টায় শুরু হয়ে ১২/০১/২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
◾যে সকল আবেদনকারী,
ক) ১ম ও ২য় মেধা তালিকায় যারা স্থান পায়নি;
খ) ১ম ও ২য় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে,তারা রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবেন।

⚠️ সিট খালি থাকা সাপেক্ষে, চাইলে পূর্বে আবেদনকৃত কলেজসহ মোট ৫টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করা যাবে। রিলিজ স্লিপে আবেদন করার পর আবেদন ফর্ম কলেজে জমাদানের প্রয়োজন নেই।

29/12/2024

অনার্স ২য় বর্ষ পরীক্ষার এডমিট কার্ড, কলেজসমূহ বিতরণ শুরু করেছে।
স্ব স্ব ডিপার্টমেন্টে যোগাযোগ করে রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে এডমিট সংগ্রহ করুন। *পরীক্ষার আগেরদিন পর্যন্ত এডমিট কার্ড সংগ্রহ করা যাবে।
✔️পরীক্ষা শুরু ২ জানুয়ারি ১২:৩০ থেকে।

🍁অনার্স ২য় বর্ষ(২০২১-২২) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও ৪দিন বৃদ্ধি করা হয়েছে।✅ ফরম পূরণ করা যাবে ২৬/১২/২০২৪ ইং থেকে ২৯...
25/12/2024

🍁অনার্স ২য় বর্ষ(২০২১-২২) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আরও ৪দিন বৃদ্ধি করা হয়েছে।
✅ ফরম পূরণ করা যাবে ২৬/১২/২০২৪ ইং থেকে ২৯/১২/২০২৪ইং পর্যন্ত(শিক্ষার্থী কর্তৃক)।
✔️পরীক্ষা শুরু ২ জানুযারি ২০২৫ থেকে।

13/12/2024

📌আগামীকাল ডিগ্রি ৩য় বর্ষের কোনো পরীক্ষা নাই। আগামীকালকের(১৪ ডিসেম্বর) পরীক্ষা ১ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় বিশ্ববিদ্যালয় আপডেট নিউজ-Nu Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share